2023 আই সি আই সি আই ব্যাংক সিকিউরিটিজের বিপরীতে লোন আবেদন পদ্ধতি

ICICI Bank Loan Against Securities 2023 (আই সি আই সি আই ব্যাংক সিকিউরিটিজের বিপরীতে লোন 2023): How to Apply for ICICI Bank Loan Against Securities? | Documents for ICICI Loan Against Securities in Bengali

বিভিন্ন রকমের কাজের জন্য অথবা কোন উদ্দেশ্য সফল করার জন্য বেশিরভাগ মানুষ ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন। কেননা এখান থেকে খুবই কম সুদের হারে, লোন পাওয়া যায়। বিভিন্ন রকমের লোনের মধ্যে সিকিউরিটিজের বিপরীতে লোন একটি অন্যতম লোন।

Bank Name ICICI Bank
Bank Type Private Bank
Type of Loan Loan Against Securities
Loan Application Process Online / Offline
Official Website https://www.icicibank.com/

অনেকেই ব্যাঙ্ক ব্যালান্স, শেয়ার, ডিম্যাট শেয়ার, লাইফ ইন্সুরেন্স পলিসি, মিউচুয়াল ফান্ড, বন্ডস, ফিক্সড ডিপোজিট ইত্যাদি করে থাকেন, সম্পত্তি হিসেবে ভবিষ্যতে কাজে লাগার জন্য। তবে যদি হঠাৎ করে বেশ কিছু টাকার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে এগুলির বিনিময়েও আপনি কিন্তু ব্যাংক থেকে লোন পেতে পারেন।

ICICI Bank Loan Against Securities | আই সি আই সি আই ব্যাংক সিকিউরিটিজের বিপরীতে লোন
ICICI Bank Loan Against Securities | আই সি আই সি আই ব্যাংক সিকিউরিটিজের বিপরীতে লোন

অর্থাৎ এগুলি ব্যাংকের কাছে সিকিউরিটি হিসেবে রেখে দিয়ে তার বিনিময় এ আপনার প্রয়োজন মত লোন এমাউন্ট নিয়ে প্রয়োজনীয় কাজ কর্ম করতে পারেন। সে ক্ষেত্রে আই সি আই সি আই ব্যাঙ্ক সিকিউরিটিজের বিপরীতে লোন (ICICI Bank Loan Against Securities) দিয়ে থাকে গ্রাহক দের জন্য।

তো চলুন তাহলে জানা যাক, কিভাবে আপনি আই সি আই সি আই ব্যাংক সিকিউরিটিজের বিপরীতে লোনের জন্য আবেদন করবেন, আর এই লোন সম্পর্কিত আরো অন্যান্য তথ্য সম্পর্কেও জানা যাক:

আই সি আই সি আই ব্যাঙ্ক সিকিউরিটিজের বিপরীতে লোন 2023 (ICICI Bank Loan Against Securities 2023):

১) সুদের হার: ৯.৯% প্রতি বছরে।

২) লোন এমাউন্ট: সর্বনিম্ন ২৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ কুড়ি লাখ টাকা পর্যন্ত।

৩) প্রসেসিং চার্জ: ৫০০ টাকা, তার সাথে জিএসটি

৪) রেনুয়াল চার্জ: ২,৫০০ টাকা, তার সাথে জিএসটি।

৫) প্রি পেমেন্ট চার্জ: NIL

৬) লোন পরিশোধের সময়সীমা: সর্বনিম্ন এক বছর থেকে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত সময় পেতে পারেন।

আই সি আই সি আই ব্যাংক সিকিউরিটিজের বিপরীতে লোন নেওয়ার জন্য আবেদন কারীর যোগ্যতা:

১) আবেদনকারীর কেওয়াইসি ডকুমেন্টস থাকতে হবে।

২) ডিম্যাট অ্যাকাউন্ট থাকতে হবে।

৩) সর্বনিম্ন বয়স ১৮ বছর হতে হবে।

৪) আই সি আই সি আই ব্যাংকের সেলারি একাউন্ট থাকতে হবে।

৫) সিভিল স্কোর ভালো থাকতে হবে।

কোন কোন সিকিউরিটিজের বিপরীতে আই সি আই সি আই ব্যাংক লোন দিয়ে থাকে?

ডিম্যাট শেয়ার, মিউচুয়াল ফান্ড, লাইফ ইন্সুরেন্স পলিসি, বণ্ডস, ফিক্স ডিপোজিট ইত্যাদির বিনিময় এ মার্কেট ভ্যালু হিসাবে ৫০% পর্যন্ত লোন অ্যামাউন্ট পেতে পারেন।

আই সি আই সি আই ব্যাঙ্ক সিকিউরিটিজের বিপরীতে লোন নেওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:

যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র গুলি আপনার প্রয়োজন পড়বে সেগুলি হল:

১) সম্পূর্ণ ফিলাপ করা এবং আবেদনকারীর সই করা লোন অ্যাপ্লিকেশন ফর্ম।

২) আবেদনকারী দুটো পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ।

৩) পরিচয় পত্র: আধার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড এবং যদি প্যান কার্ড না থাকে প্যান কার্ড ইস্যু করা লেটার অবশ্যই লাগবে, ড্রাইভিং লাইসেন্স, ইত্যাদি।

৪) ঠিকানার প্রমাণপত্র: ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, আধার কার্ড, রেন্ট এগ্রিমেন্ট, ইলেকট্রিসিটি বিল, পোষ্টপেইড ফোন বিল, ইত্যাদি।

৫) ইনকাম প্রুফ: লাস্ট তিন মাসের স্যালারি স্লিপ, ফরম 16, ইনকাম ট্যাক্স রিটার্ন, ব্যাংক একাউন্ট স্টেটমেন্ট।

৬) প্রফেশনাল অথবা self-employed দের জন্য লাস্ট দু’বছরের ব্যালেন্স সিট, প্রফিক এন্ড লস একাউন্ট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, জিএসটি রিটার্ন, ইনকাম ট্যাক্স চালান, ফর্ম 26 এ এস, টি ডি এস (TDS Certificate) সার্টিফিকেট, আই টি অ্যাসেসমেন্ট ইত্যাদি।

আই সি আই সি আই ব্যাঙ্ক সিকিউরিটিজের বিপরীতে লোন আবেদন পদ্ধতি:

আপনি দুই রকম পদ্ধতি অবলম্বন করে এই লোনের জন্য আবেদন করতে পারেন। প্রথমত অনলাইন আবেদন, দ্বিতীয়ত অফলাইন আবেদন। অনলাইনে আবেদন করতে গেলে আপনি অনেকটা সময় বাঁচাতে পারবেন এবং ঘরে বসেই এই লোনের জন্য আবেদন করতে পারবেন। আর অফলাইনের মাধ্যমে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই ব্যাংকের ব্রাঞ্চে যেতে হবে।

ICICI Bank Loan Against Securities অনলাইন আবেদন:

Step 1. প্রথমত আপনাকে আই সি আই সি আই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, https://www.icicibank.com/

Step 2. এরপর লোন (Loan) অপশন এ গিয়ে সিকিউরিটিজের বিপরীতে লোন (Loan Against Securities) এর উপরে ক্লিক করুন। তারপর এ্যাপলাই নাও (Apply Now) বাটনটিতে ক্লিক করুন।

Step 3. একটি নতুন ওয়েব পেজ ওপেন হবে, সেখানে লোন অ্যাপ্লিকেশন ফর্ম (ICICI Bank Loan Against Securities Apply Form) পাবেন। প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি দিয়ে, তারপর আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেইল আইডি, দিয়ে ভালোভাবে ফরমটি ফিলাপ করুন। আর হ্যাঁ, যেসমস্ত সিকিউরিটিজের বিপরীতে আপনি লোন নেবেন সেগুলো উল্লেখ করতে হতে পারে।

Step 4. ফিলাপ করে নেওয়ার পর ভালোভাবে চেক করে নিন, কোন ভুল ত্রুটি আছে কিনা। তারপরে সাবমিট বাটনে ক্লিক করুন।

Step 5. আপনার লোন অ্যাপ্লিকেশন টি প্রসেস হতে শুরু করবে। আর আই সি আই সি আই ব্যাংক ভেরিফাই করবে। কোন রকম অসুবিধা যদি না থেকে থাকে, তাহলে খুব তাড়াতাড়ি এই লোনের বিষয়ে আপনার সাথে যোগাযোগ করবে।

ICICI Bank Loan Against Securities অফলাইন আবেদন:

তাছাড়া আপনার কাছাকাছি আই সি আই সি আই ব্যাংকের যে কোন ব্রাঞ্চে গিয়ে, প্রয়োজনীয় ডকুমেন্টস সাবমিট করে, সামান্য কিছু পদক্ষেপ অবলম্বন করে, অফলাইনে এর মাধ্যমে সিকিউরিটিজের বিপরীতে লোনের জন্য আবেদন করতে পারেন।

আই সি আই সি আই ব্যাঙ্ক কাস্টমার কেয়ার:

১) আই সি আই সি আই ব্যাংক ওয়েবসাইট: www.icicibank.com

২) কল সেন্টার নাম্বার: 1860 120 7777

তো এইভাবে সহজ কয়েকটি পদক্ষেপ অবলম্বনের মধ্যে দিয়ে, সামান্য কিছু ডকুমেন্টেশন এর মাধ্যমে, সামান্য পরিমাণ এবং আকর্ষণীয় সুদের হারে, আই সি আই সি আই ব্যাংক থেকে আপনার সমস্ত রকম সিকিউরিটিজের বিপরীতে লোন পেতে পারেন।

প্রয়োজনীয় কাজকর্ম থেকে শুরু করে, কোন জায়গায় ঘুরতে যাওয়া, বিয়ে, পড়াশোনার খরচ, অথবা যেকোন কাজে আপনি এই লোন নিতে পারেন। লোন পরিশোধের সময়সীমা পর্যন্ত প্রতি মাসে খুবই কম ই এম আই এর মধ্যে দিয়ে এই লোন পরিশোধ করতে পারবেন অনায়াসেই।

লোন পরিশোধের সময়সীমা পর্যন্ত এগুলি অর্থাৎ আপনার সিকিউরিটি গুলি ব্যাংকের কাছে জমা থাকবে, আর লোন পরিশোধের সাথে সাথেই সেগুলি আপনি আবার ফিরে পাবেন আগের মত। সেগুলো কে আপনি আবার বাড়িয়ে তুলতে পারবেন। লোন পরিশোধের সময়সীমা এক বছর দিয়ে থাকে রেনুয়াল এর জন্য।

Home Click here
Official Website Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top