মিউচুয়াল ফান্ড কি? এর উদ্দেশ্য কি? কিভাবে শুরু করবেন? জেনে নিন সমস্ত কিছু

What is a mutual fund? What is its purpose ?
আপনি যদি মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানতে চান যে মিউচুয়াল ফান্ড কি ? এর উদ্দেশ্য কি ? কিভাবে শুরু করবেন ? তাহলে এই খবর আপনার জন্য। এখানে আপনি জানতে পারেন মিউচুয়াল ফান্ড সম্পর্কে সমস্ত তথ্য। তাহলে দেরি না করে সব কিছু ভালো করে জেনে নিন।

মিউচুয়াল ফান্ড কি ?
মিউচুয়াল ফান্ড মানে স্টক ও বন্ডে বিনিয়োগ করার একটি বাহন যেখানে আপনাকে সরাসরি শেয়ার স্টকে বা বন্ডে নিয়োগ করতে হয় না বরং এক কাজ ওই কোম্পানি করে যার মিউচুয়াল ফান্ড আপনি কিনেছেন। মিউচুয়াল ফান্ড-এর দারা সকল নিবেশকের টাকামা করে বিভিন্ন স্টকে, বন্ডে, মানি মার্কেটে লাগানো হয়ে থাকে। মিউচুয়াল ফান্ড কেনা মানে একটি বড় পিজ্জার একটা ছোট টুকরো কেনা। মিউচুয়াল ফান্ড কোম্পানির লাভ, নোকসান সব জিনিসেই একটি অনুপাতে নিবেশকদের ভাগ দেওয়া হয়।

মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে এবং এর উদ্দেশ্য কি ? 
যেহেতু মিউচুয়াল ফান্ড এর টাকা বিভিন্ন স্টকে, বন্ডে, মানি মার্কেটে লাগানো হয়ে থাকে সেই কারনে অনান্য সেভিং এর থেকে মিউচুয়াল ফান্ড বেশি রিটার্ন দিয়ে থাকে। মিউচুয়াল ফান্ডের আলাদা আলাদা প্রকার ভাগ আছে যেমন রিটার্ন আপনার দরকার সেই ধরনের মিউচুয়াল ফান্ডে নিবেশ করতে পারেন। মিউচুয়াল ফান্ডে প্রধান উদ্দেশ্য বিভিন্ন জায়গায় টাকা নিয়োগ করে কম সময়ে বেশি রিটার্ন দেওয়া সেই জন্য মিউচুয়াল ফান্ড কে কয়েকটি ভাগে রাখা হয়েছে। পত্যেক মিউচুয়াল ফান্ডের ভাগের কাজ, নিবেশ, রিটার্ন ও রিক্স আলাদা আলাদা থাকে। নীচে মিউচুয়াল ফান্ডের ভাগগুলি দেখানো হয়েছে।


Equity Mutual Fund (Growth)
ইকুইটি মিউচুয়াল ফান্ড (গ্রোথ) ঃ সধুমাত্র শেয়ারে নিয়োগ করা হয়।


Debt Mutual Fund (Income)
ডেবট মিউচুয়াল ফান্ড (ইনকাম) ঃ সুধু মাত্র ফিক্স-ইনকাম সিকিউরিটিসে নিয়োগ করা হয়।


Money Market Mutual Fund (including Gilt)
মানি মার্কেট মিউচুয়াল ফান্ড ঃ অল্পসাময়িক মুদ্রা বাজার সাধনে নিয়োগ করা হয়। (এর মধ্যে সরকারি সিকিউরিটিস যুক্ত থাকে)


Balanced Mutual Fund
ব্যালেন্সড মিউচুয়াল ফান্ড ঃ কিছু শেয়ারে, কিছু ফিক্স-ইনকাম সিকিউরিটিসে এই ভাবে ব্যালেন্স থাকে যার ফলে রিটার্ন ও রিস্ক বজায় থাকে।


মিউচুয়াল ফান্ড স্কিম (SIP) কিভাবে শুরু করবেন ? →

এসেস্ট ম্যানেজমেন্ট কোম্পানি (AMC) কি ?
মিউচুয়াল ফান্ড দের একসঙ্গে রাখার কোম্পানি কে এসেস্ট ম্যানেজমেন্ট কোম্পানি (AMC) বলা হয়। একটি এসেস্ট ম্যানেজমেন্ট কোম্পানি দ্বারা নিবেশকের অনুসারে মিউচুয়াল ফান্ডে স্কিম তৈরি করে। এই কোম্পানিতে প্রফেশনাল মানি ম্যানেজারের দ্বারা মিউচুয়াল ফান্ডে স্কিম সঞ্চালন করা হয়।

ভারতের ২৫ টি নামি মিউচুয়াল ফান্ড যারা ভালো রিটার্ন দিয়েছে বিগত ৫ বছরে ঃ 

  1. আইসিআইসিআই প্রুডেনশিয়াল মিউচুয়াল ফান্ড (ICICI Prudential Mutual Fund)
  2. বিড়লা মিউচুয়াল ফান্ড (Birla Mutual Fund)
  3. রিলাএন্স মিউচুয়াল ফান্ড (Reliance Mutual Fund)
  4. এক্সিস মিউচুয়াল ফান্ড (Axis Mutual Fund)
  5. এচডিএফসি মিউচুয়াল ফান্ড (HDFC Mutual Fund)
  6. এসবিআই মিউচুয়াল ফান্ড (SBI Mutual Fund)
  7. সুন্দরম মিউচুয়াল ফান্ড (Sundaram Mutual Fund)
  8. আইডিএফসি মিউচুয়াল ফান্ড (IDFC Mutual Fund)
  9. টাটা মিউচুয়াল ফান্ড (Tata Mutual Fund)
  10. ইউটিআই মিউচুয়াল ফান্ড (UTI Mutual Fund)
  11. এলঅ্যান্ডটি মিউচুয়াল ফান্ড (L&T Mutual Fund)
  12. ফ্রাঙ্কলিন টেমপ্লেটন মিউচুয়াল ফান্ড (Franklin Templeton Mutual Fund)
  13. কোটেক মিউচুয়াল ফান্ড (Kotak Mutual Fund)
  14. প্রিন্সিপ্যাল মিউচুয়াল ফান্ড (Principal Mutual Fund)
  15. কোয়ান্টম মিউচুয়াল ফান্ড (Quantum Mutual Fund)
  16. ডিএসপি ব্ল্যাকরক মিউচুয়াল ফান্ড (DSP Blackrock Mutual Fund)
  17. আইডিবিআই মিউচুয়াল ফান্ড (IDBI Mutual Fund)
  18. বিএনপি পারিবা মিউচুয়াল ফান্ড (BNP Paribas Mutual Fund)
  19. ক্যানারা রেবেকো মিউচুয়াল ফান্ড (Canara Robeco Mutual Fund)
  20. এচএসবিসি মিউচুয়াল ফান্ড (HSBC Mutual Fund)
  21. বাড়োডা পায়োনিয়ার মিউচুয়াল ফান্ড (Baroda Pioneer Mutual Fund)
  22. টরাস মিউচুয়াল ফান্ড (Taurus Mutual Fund)
  23. মোতিলাল ওসওয়াল মিউচুয়াল ফান্ড (Motilal Oswal Mutual Fund)
  24. বিওআই এএক্সএ মিউচুয়াল ফান্ড (BOI AXA Mutual Fund)
  25. এস্কটস মিউচুয়াল ফান্ড (Escorts Mutual Fund)
টপ 10 মিউচুয়াল ফান্ড স্কিম যা আপনাকে দেবে সব থেকে বেশি রিটার্ন →

সমস্ত এসেস্ট ম্যানেজমেন্ট কোম্পানি এবং মিউচুয়াল ফান্ড সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (Securities and Exchange Board of India – SEBI) এর নিয়ম অনুসারে পরিচালনা করা হয়।

আশা করছি আপনারা মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানতে পারলেন আর এই তথ্য আপনাদের মিউচুয়াল ফান্ড নিতে সাহায্য করবে। আপনারা যদি মিউচুয়াল ফান্ড সম্পর্কে আরও তথ্য জানতে চান তাহলে নজর রাখবেন আমাদের ওয়েবসাইটে আর নীচে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top