ভোটার কার্ডে ভুল আছে? অনলাইনে ঠিক করুন মাত্র কয়েক মিনিটে

নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন।

আজ আমি আপনাদের জানাব যে আপনাদের ভোটার কার্ডে কোন রকম ভুল থাকলে বা আপনার ভোটার কার্ড হারিয়ে গেলে বা আপনার ভোটার কার্ড সম্পর্কে কোন অভিযোগ থাকে তাহলে আপনি কি করবেন ?

এবং অনলাইনের মাধ্যমে কোথায় এই কাজ গুলি করতে পারবেন ? এই সমস্ত প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন।

ভোটার কার্ডে ভুল আছে? অনলাইনে ঠিক করুন
ভোটার কার্ডে ভুল আছে? অনলাইনে ঠিক করুন

সবার প্রথমে নীচে দেওয়া ওয়েবসাইটে যেতে হবেঃ

এই ওয়েবসাইটে যাবার পর একটি ফর্ম দেখতে পাবেন, এই ফর্মটি ভালো করে ভরে নিতে হবে এবং এই ফর্মটি সাবমিট করে দিতে হবে।

মনে রাখবেন এই ফর্মটি ভরার সময় আপনাকে আপনার মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে কারন আপানার আবেদনের সমস্ত তথ্য আপনার মোবাইলে আসবে, যা পরে আপনার কাজে লাগবে।

পশ্চিমবঙ্গ ভোটার কার্ড সংশোধন
পশ্চিমবঙ্গ ভোটার কার্ড সংশোধন

নীচে দেওয়া ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সমস্ত কিছু বুঝিয়ে দেখানো হয়েছেঃ

তাহলে বন্ধুরা আশা করছি আপনারা জানতে পারলেন কিভাবে আপনারা খুব সরল ভাবে ভোটার কার্ড সঙ্ক্রান্ত সমস্ত কাজ কোথায় করতে পারবেন। আরও কিছু জানতে হলে বাংলা ভূমী ইউটিউব চ্যানেল -এ কমেন্ট করুন।

West Bengal Voter Card Correction, Free Complaint Registration or Check Complaint Status Voter Card। পশ্চিমবঙ্গ ভোটার কার্ড সংশোধন, বিনামূল্যে অভিযোগ নিবন্ধন বা অভিযোগ স্থিতি ভোটার কার্ড চেক অনলাইন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top