আজ আমি আপনাদের জানাব প্রধানমন্ত্রী আবাস যোজনার সম্মন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যা আপনার অবশ্যই কাজে লাগবে।
আসুন জেনে নি , প্রধানমন্ত্রী আবাস যোজনা- গ্রামীণ তে
💬 আপানার বাড়ি কবে তৈরি হবে?
💬 কবে টাকা পাবেন ? আর
💬 এখন আপনার বাড়ি তৈরির আবেদনের কি স্থিতি?
হ্যাঁ বন্ধুরা, এই তথ্যে আপনারা জানতে পারবেন জে আপনি যে আবেদন করেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা- গ্রামীণে তে বাড়ির জন্য, তাহলে আপনার আবেদনের বর্তমান স্থিতি কি, আপনি বাড়ি পাবেন কি না, এখন কি কাজ চলছে আপনার আবেদনের এই সমস্ত কিছু জানতে পারবেন।
আপনাদের আবেদনের স্থিতি দেখার জন্য নীচের লিংকে ক্লিক করুনঃ
1. লিংকে ক্লিক করার পর, যেই পেজ টি খুলবে সেখানে আপনার “প্রধান মন্ত্রী আবাস যোজনা – গ্রামীণ”-এর রেজিস্ট্রেশান নাম্বার দিন, তারপর “Submit” বটনে ক্লিক করুন।
2. “Submit” বটনে ক্লিক করার পর, আপনার আবেদনের সমস্ত তথ্য আপনারা সামনে দেখতে পাবেন। যেখানে সমস্ত তথ্য দেওয়া থাকবে এবং বাড়ির কাজের ফটো সহ তথ্য দেওয়া থাকবে।
যদি আপনার দরকার হয় তাহলে আপনি “Ctrl+P” দাবিয়ে পেজটি প্রিন্ট ও করে নিতে পারেন।
উপরের ফটোতে দেখানো হয়েছে কিভাবে আপনার আবেদনের তথ্য দেখতে পাবেন।
মোদী সরকার এই সময় নতুন কি কি যোজনা ও ঘোষণা করেছে সব কিছু এখানে পাবেন →
আমাদের এই তথ্য আপনাদের সাহায্য করবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের থাকে শেয়ার করবেন। আর এই ধরণের আরো তথ্যের জন্য নজর রাখবেন আমাদের ওয়েবসাইটে।
আরও নতুন তথ্য দেখুনঃ
banglarbhumi.gov.in Khatian & Plot Information New Website of West Bengal Land Records ▶
কিভাবে বাংলার ভুমির নতুন ওয়েবসাইট দ্বারা খতিয়ান ও দাগের তথ্য এবং মৌজা ম্যাপ বের করবেন ▶
ভোটার কার্ড কিভাবে ডাউনলোড করবেন? তাও ফ্রী তে ▶
ত্রিপুরা রাজ্যের খতিয়ান, দাগের তথ্য ও মৌজা ম্যাপ কিভাবে ডাউনলোড করবেন? এখনি দেখে নিন ▶
বাংলা ভূমী নিজস্ব মোবাইল অ্যাপ এখান থেকে ডাউনলোড করুন ▶
বাংলার ভুমি নতুন ওয়েবসাইট মোবাইলে কিভাবে কার করে জেনে নিন ▶