প্রধানমন্ত্রী আবাস যোজনা- গ্রামীণ তে আপনি বাড়ি পাবেন কি না? পশ্চিমবঙ্গ

নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন,

আজ আমি আপনাদের জানাব প্রধানমন্ত্রী আবাস যোজনার সম্মন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যা আপনার অবশ্যই কাজে লাগবে।

আসুন জেনে নি , প্রধানমন্ত্রী আবাস যোজনা- গ্রামীণ তে

💬 আপানার বাড়ি কবে তৈরি হবে?

💬 কবে টাকা পাবেন ? আর

💬 এখন আপনার বাড়ি তৈরির আবেদনের কি স্থিতি?

হ্যাঁ বন্ধুরা, এই তথ্যে আপনারা জানতে পারবেন জে আপনি যে আবেদন করেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা- গ্রামীণে তে বাড়ির জন্য, তাহলে আপনার আবেদনের বর্তমান স্থিতি কি, আপনি বাড়ি পাবেন কি না, এখন কি কাজ চলছে আপনার আবেদনের  এই সমস্ত কিছু জানতে পারবেন।

আপনাদের আবেদনের স্থিতি দেখার জন্য নীচের লিংকে ক্লিক করুনঃ

Pradhan Mantri Awaas Yojana-Gramin Registration Status ▶

 

1. লিংকে ক্লিক করার পর, যেই পেজ টি খুলবে সেখানে আপনার “প্রধান মন্ত্রী আবাস যোজনা – গ্রামীণ”-এর রেজিস্ট্রেশান নাম্বার দিন, তারপর “Submit” বটনে ক্লিক করুন।

Pradhan Mantri Awaas Yojana-Gramin Registration Status
Pradhan Mantri Awaas Yojana-Gramin Registration Status

2. “Submit” বটনে ক্লিক করার পর, আপনার আবেদনের সমস্ত তথ্য আপনারা সামনে দেখতে পাবেন। যেখানে সমস্ত তথ্য দেওয়া থাকবে এবং বাড়ির কাজের ফটো সহ তথ্য দেওয়া থাকবে।

যদি আপনার দরকার হয় তাহলে আপনি “Ctrl+P” দাবিয়ে পেজটি প্রিন্ট ও করে নিতে পারেন।

Pradhan Mantri Awaas Yojana-Gramin Registration Status
Pradhan Mantri Awaas Yojana-Gramin Registration Status

উপরের ফটোতে দেখানো হয়েছে কিভাবে আপনার আবেদনের তথ্য দেখতে পাবেন।

আমাদের এই তথ্য আপনাদের সাহায্য করবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের থাকে শেয়ার করবেন। আর এই ধরণের আরো তথ্যের জন্য নজর রাখবেন আমাদের ওয়েবসাইটে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top