পশ্চিমবঙ্গে বিবাহ রেজিস্ট্রেশান কোথায় ও কিভাবে আবেদন করতে হয়?

বিবাহ আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ এবং পূন্যময় ঘটনা। তারই অন্যতম একটি ধাপ হলো Marriage Registration। অনেকেই এই বিষয়টি সম্পর্কে সঠিক তথ্য জানে না।যার ফলে এই কাজটি করতে গিয়ে হয়রানির শিকার হয়ে থাকে।

পশ্চিমবঙ্গে বিবাহ রেজিস্ট্রেশান কোথায় ও কিভাবে আবেদন করতে হয়?
পশ্চিমবঙ্গে বিবাহ রেজিস্ট্রেশান কোথায় ও কিভাবে আবেদন করতে হয়?

আজ আমাদের এই লেখায় আমরা তুলে ধরব West Bengal Marriage Registration এর সকল দিক। কিভাবে এবং কোথায় করবেন Marriage Registration? কি কি কাগজপত্র লাগবে? এই সব তথ্যগুলো জানতে পুরোটা লেখাটা অবশ্যই পড়বেন।

West Bengal Marriage Registration সম্পর্কে বিস্তারিত তথ্যঃ

বিষয় বিবরণ
সেবার নাম West Bengal Marriage Registration
পরিচালনাকারী প্রতিষ্ঠান Judicial Department Of West Bengal
স্থান কলকাতা এবং আশেপাশের অঞ্চল
আবেদন প্রক্রিয়া অনলাইন এবং অফলাইন
যোগাযোগের ঠিকানা 10 ডি, মিডিল্টন রো, কলকাতা, 700071
ফোন নাম্বার 03322259398
ইমেইল আইডি support.rgm-wb@gov.in
ওয়েবসাইট http://rgmwb.gov.in
ঠিকানাঃ 10 ডি, মিডিল্টন রো, কলকাতা, 700071

বিভিন্ন সংস্কৃতির বিয়ের বিভিন্ন অর্থ রয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের স্বীকৃতি জানাতে আজকাল আইনীভাবে বৈধকরণ করা জরুরি।২০১৫ সালে সুপ্রিম কোর্ট বিশেষ বা হিন্দু বিবাহ আইন অনুসারে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে।

হিন্দু বিবাহের প্রমাণের সুবিধার্থে এই বিধি বিধান তৈরি করা হয়েছে। এই জাতীয় যে কোনও বিবাহের ক্ষেত্রে যেকোন পক্ষ থেকে তাদের বিবাহ সম্পর্কিত বিবরণ দিয়ে হিন্দু বিবাহ রেজিস্টারে নিবন্ধন করতে পারে।

১৯২৮ সালে সংশোধিত হিন্দু বিবাহ নিবন্ধনের বিধি এবং ১৯৫৮-এর বিধি 5-এ হিন্দু বিবাহ নিবন্ধনের শর্তাবলী উল্লেখ করা হয়েছে।

কিভাবে West Bengal Marriage Registration করবেন?

কলকাতা অঞ্চলের সকল Marriage Registration করার জন্য আপনাকে পশ্চিমবাংলার জুডিসিয়াল ডিপার্মেন্টে যোগাযোগ করতে হবে।

তাদের অনভুক্ত Register General of Marriages কার্যালয়কে অনলাইন বা অফলাইনে জানাতে হবে। সেখান থেকেই আপনি আরো অনেক তথ্য জানতে পারবেন।

আপনি চাইলে ঘরে বসেই এই কাজগুলো করতে পারেন। আমরা নিচে দুইটি পদ্ধতিই বিস্তারিত আলোচনা করব

অনলাইনে করার জন্যঃ 

১) বিয়ের নিবন্ধন করতে আবেদনকারীকে অবশ্যই জুডিশিয়াল বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এটই হলো http://rgmwb.gov.in

২) পরের পৃষ্ঠায় যান এবং বিবাহ নিবন্ধনের জন্য “Click here to apply online” লিঙ্কটিতে ক্লিক করুন।

৩) নতুন একটা ফর্ম খুলবে। এখানে আপনাকে প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে সঠিকভাবে পূরন করতে হবে।

৪) ১ম পেইজে বরের সকল তথ্য দিতে হবে।

৫) ২য় পেইজে কনের সকল তথ্য দিতে হবে।

৬) পরবর্তী পেইজগুলোতে বিবাহ, রেজিস্ট্রেশন ও বিবাহ সম্পন্নকারী কর্মকর্তার তথ্য দিয়ে পূরণ করতে হবে।

৭) সকল তথ্যগুলো পুনরায় চোখ বুলিয়ে দেখতে হবে কোন কিছু বাদ গেছে কিনা। সব ঠিক থাকলে submit বোতামে ক্লিক করুন।

অফলাইনে করার জন্যঃ

আপনি সরাসরি অফিসে গিয়েও করতে পারেন। অফিস থেকে একটা নির্দিষ্ট ফি দিয়ে একটা ফর্ম ক্রয় করতে হবে। উপযুক্ত তথ্য দিয়ে সেটি পূরন করে জমা দিতে হবে।

West Bengal Marriage Registration করার শর্তসমূহঃ

আপনি যদি West Bengal marriage registration করতে চান, কিছু নিয়ম অবশ্যই মানতে হবে। নিচে এগুলো দেওয়া হলোঃ

১) কনের বয়স 18 বছরের বেশি হতে হবে।

২) বরের বয়স 21 বছর বা তার বেশি হতে হবে।

৩) স্বামী এবং স্ত্রী তাদের বিবাহ নিবন্ধনের সময় অবশ্যই একসাথে থাকতে হবে।

৪) বিবাহ নিবন্ধনের সময় কোনও পক্ষের একাধিক স্বামী বা স্ত্রী থাকা যাবে না।

৫) যে জেলাতে বিবাহ নিবন্ধিত করা হবে সেখানে স্বামী ও স্ত্রী অবশ্যই কমপক্ষে এক মাস একসাথে থাকতে হবে।

৬) উভয়কেই হিন্দু ধর্মের অনুসারি হতে হবে।

West Bengal marriage registration জন্য প্রদত্ত ফিঃ

যদি West Bengal marriage registration করতে চান আপনাকে একটা ফি দিতে হবে অফিসকে। নিচে ফি সম্পর্কে বর্ণনা দেওয়া হলোঃ

১) যদি বিবাহ নিবন্ধনের জন্য আবেদনটি এককীকরণের তারিখের 2 মাসের মধ্যে করা হয় – 200 টাকা

২)  যদি বিবাহ নিবন্ধনের জন্য আবেদনটি এককীকরণের তারিখের 2 মাসের বেশি সময় পর করা হয় – 400 টাকা

West Bengal Marriage Registration জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ

সঠিকভাবে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে অবশ্যই নিচের কাগজগুলো জমা দিতে হবেঃ

১) বর এবং কনের আবাসিক প্রমাণপত্র। যেমনঃ জন্ম নিবন্ধন পত্র, জাতীয় ভোটার কার্ড, বিদ্যুত বিলের কাগজ, ইত্যাদি।

২) বর এবং কনের সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি।

৩) বর ও কনের সত্যায়িত বয়স সনদ।

৪) বিবাহের উপযুক্ত প্রমাণ। যেমনঃ বিবাহের আমন্ত্রণ কার্ড, যৌথ ছবি এবং পুরোহিত বা স্থানীয় পঞ্চায়েত সংস্থার একটি হলফনামা।

West Bengal Marriage Registration জন্য যোগাযোগের ঠিকানাঃ

Register General of marriages, Judicial Department Of West Bengal

ঠিকানাঃ 10 ডি, মিডিল্টন রো, কলকাতা, 700071
ফোন নাম্বারঃ 03322259398
ফ্যাক্সঃ 03322259398
অফিসিয়াল ওয়েবসাইটঃ http://rgmwb.gov.in
ইমেলঃ support.rgm-wb@gov.in

এখানে West Bengal marriage registration -এর বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করা হলো, যা সকলের অনেক উপকারে আসতে পারে। আমাদের লেখা্টি অবশ্যই শেয়ার  করবেন, যাতে করে বাকিরাও এটা নিয়ে জানতে পারে।

এমন আরো অনেক কিছু জানতে নিয়মিত চোখ রাখুন আমাদের সাইটে। আমাদের লেখা নিয়ে যে কোন মন্তব্য আমাদের কমেন্ট করে বা আমাদের ফেসবুক পেজে জানাবেন। আপনাদের মন্তব্য আমরা সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে থাকি।

3 thoughts on “পশ্চিমবঙ্গে বিবাহ রেজিস্ট্রেশান কোথায় ও কিভাবে আবেদন করতে হয়?”

  1. ANANDADEEP SEN

    Certificate NOWB33300100010100002571-2021-56739.
    divource suit disposed in court.whether it is noted in certificate of registration

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top