পশ্চিমবঙ্গের রেশন কার্ডের লিস্টে আপনার নাম আছে কিনা কিভাবে দেখবেন?

নমস্কার বন্ধুরা
বাংলা ভূমিতে আপনাদের কে স্বাগত জনাই।
আজ আমি আপনাদের জানাতে চলেছি পশ্চিমবঙ্গের ডিজিটাল রেশন কার্ডের লিস্টে আপনার নাম আছে কি নেই সেটা আপনারা কিভাবে জানবেন। আপনারা বাড়িতে বসে রেশন কার্ডের লিস্ট দেখতে পাবেন।
আসুন জেনে নি এই কাজ কিভাবে করবো।….

সর্বভারতের রেশন কার্ড দেখার মোবাইল অ্যাপ ডাউনলোড করুন ▶  DOWNLOAD NOW

ডিজিটাল রেশন কার্ডের ভিডিও দেখে নিন 🔻


১. সবার প্রথমে আপনাকে যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার খুলতে হবে। এবং সেখানে নীচে দেওয়া লিংকে যেতে হবে। আপনারা সরাসরি এই লিংকে ক্লিক করে ওয়েবসাইট-এ যেতে পারেন।
লিংক: https://202.61.117.98/SearchBeneficiaryDetails.aspx
(এই লিংকটি যদি কাজ না করে তাহলে এই রকম একটি মেসেজ পাবেন 🔻)

West Bengal Digital Ration Card List - Step :01

চিন্তার কিছু নেই, এইখানে গিয়ে দেখে নিন উপরের এই প্রবলেম কিভাবে ঠিক করবেন ⏩  https://goo.gl/ZhU7dU

২. ওয়েবসাইট-টি খুলে যাবার পর কিছু এই ধরণের দেখতে পাবেন যেখানে আমাদের কিছু তথ্য ভরতে হবে যার দ্বারা রেশন কার্ডের লিস্ট দেখতে পাওয়া যাবে।

West Bengal Digital Ration Card List - Step :02

-প্রথমে জেলা নিতে হবে
-দ্বিতীয় তে ব্লক বা মিউনিসিপালিটি নিতে হবে
-তৃতীয় তে GPমানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নিতে হবে
-চতুর্থ তে নাম দিতে হবে (নামের প্রথম ৩টি অক্ষর দিলেই হবে )

৩. এইখানে প্রথমে নিজের জেলা সিলেক্ট করে নিন (সঠিক তথ্যের জন্য ঠিক ঠিক তথ্য দিবেন)

West Bengal Digital Ration Card List - Step :03

৪. এইখানে নিজের ব্লক বা মিউনিসিপালিটি সিলেক্ট করুন।

West Bengal Digital Ration Card List - Step :04

৫. এইখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড এর মধ্যে যেইটি আপনার সেটি সিলেক্ট করুন।

West Bengal Digital Ration Card List - Step :05

৬. শেষে নিজের নাম দিন (নামের প্রথম ৩টি অক্ষর শুধু দিতে হবে), নাম দেবার পর “Search”-এ ক্লিক করুন।

West Bengal Digital Ration Card List - Step :06

৭. “Search”-এ ক্লিক করার পর আপনার দেওয়া নামের সমস্ত লিস্ট সামনে চলে আসবে তার মধ্যে আপনার যে রেশন কার্ড আছে সেই দেখতে পাবেন। ctrl+p করে আপনি এই লিস্টের প্রিন্টআউট করে নিতে পারেন বা কপি করে MicroSoft Word File-এ সেভ করে রাখতে পারেন।

West Bengal Digital Ration Card List - Step :07

সর্বভারতের রেশন কার্ড দেখার মোবাইল অ্যাপ ডাউনলোড করুন ▶  DOWNLOAD NOW

আশা করছি বন্ধুরা আপনারা ডিজিটাল রেশন কার্ডের লিস্ট কিভাবে দেখবেন তা বুঝতে পেরেছেন। যদি কেনো প্রশ্ন থাকে আমার YouTube চ্যানেলে কমেন্ট করবেন আমি অবশ্যই সাহায্য করবো।

বন্দুরা আমার YouTube চ্যানেল কে সাস্ক্রাইব করতে ভুলবেন না, আমার চ্যানেলে আছে সরকারি যোজনার ভিডিও, আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সহ কম্পিউটার টিপস, রবীন্দ্র সংগীত, নজরুল গীত, বাউল গান এবং আরো অনেক কিছু।  তাহলে একবার আমার চ্যানেলে আসুন আর ভালো লাগলে সাস্ক্রাইব করবেন ⏩ বাংলা ভূমী ইউটিউব চ্যানেল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top