WB Voter List 2023 Pdf Download: Check Your Name & Download (পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট 2023) | পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট ডাউনলোড পদ্ধতি | জানুন কিভাবে পশ্চিমবঙ্গের বর্তমান ভোটার লিস্ট দেখবেন এবং ডাউনলোড করবেন অনলাইন।
আমাদের সমস্ত রকম ডকুমেন্টস এর মধ্যে ভোটার আইডি কার্ড একটি গুরুত্বপূর্ণ আইডি কার্ড। যেটা আমাদের পরিচয় পত্রের মধ্যে বিশেষভাবে জায়গা করে নিয়েছে। আর সেই কারণে ভোটার আইডি কার্ড করার জন্য অনেকেই সুযোগের অপেক্ষা করে থাকেন।
নাগরিকদের বিভিন্ন রকমের সুযোগ সুবিধার কথা চিন্তা করেই এই অনলাইনের মাধ্যমে ভোটার তালিকা জানার ব্যবস্থা করা হয়েছে। যেটা জনসাধারণের খুবই পছন্দের এবং সময় বাঁচিয়ে থাকে। তার জন্য অনেকটা উপকৃত হয়েছেন রাজ্যবাসী।
তাছাড়া বর্তমানে সবকিছু এখন অনলাইনে সম্ভব হয়েছে। ঘরে বসেই অনলাইনের মাধ্যমে সমস্ত কিছু বিষয় যেমন জানা যায়, তেমনি যদি কোন আবেদনকারী ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করেন এবং তালিকায় নাম আছে কিনা সেটাও সঠিকভাবে জানার জন্য অনলাইনের মাধ্যমে ঘরে বসেই পরীক্ষা করতে পারবেন।
সুচিপত্র
পশ্চিমবঙ্গের ভোটার তালিকার উদ্দেশ্য:
যেকোনো কাজের কিছু না কিছু উদ্দেশ্য অবশ্যই থাকে, তাই না! আর সেই জন্যই পশ্চিমবঙ্গ ভোটার তালিকার মূল উদ্দেশ্য হলো সরকারি পোর্টালের মাধ্যমে ভোটার তালিকার বিভিন্ন রকম বিষয় সম্পর্কে বিশদ জানার সুযোগ করে দেওয়া। যার ফলে পশ্চিমবঙ্গের নাগরিক দের ভোটার তালিকা ও তাদের নিজেদের নাম দেখার জন্য কোন সরকারি দপ্তরে ছোটাছুটি করার প্রয়োজন পড়বে না।
তাছাড়া এটি অনেকটা সময় বাঁচায়, তার সাথে আপনার টাকারও সাশ্রয় করে থাকে। এছাড়া ঘরে বসে খুব সহজভাবে পশ্চিমবঙ্গের অফিশিয়াল ওয়েবসাইট এর মধ্যে দিয়ে ভোটার তালিকায় তাদের নিজেদের নাম দেখতে পারবেন।
পশ্চিমবঙ্গের ভোটার তালিকা এর সুবিধা:
- প্রথমত এই ভোটার তালিকার ভোটদানের জন্য আবেদনকারীদের নাম তালিকাভুক্ত করা হয়েছে সেটা জানা যায়।
- পশ্চিমবঙ্গ ভোটার তালিকার বিবরণ সি ই ও পশ্চিমবঙ্গের অফিশিয়াল ওয়েবসাইটে (ceowestbengal.nic.in) দেওয়া হয়েছে।
- যে সমস্ত নাগরিকদের নাম পশ্চিমবঙ্গ ভোটার তালিকায় রয়েছে তারা পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন অনায়াসেই।
- তাছাড়া এটি অনেক সময় এবং অর্থ সাশ্রয় করে থাকে।
- আর সহজ পদ্ধতি তে নিজেদের নাম ভোটার তালিকায় খুঁজে পাওয়া যায়।
- ভোটার তালিকার জন্য আবেদন করেছেন যাঁরা, তাঁদের নাম দেখতে এবং ঘরে বসে ভোটার আইডি কার্ড পেতে পারেন।
- এছাড়া পশ্চিমবঙ্গের ১৮ বছর বয়সী যাঁরা রয়েছেন, পশ্চিমবঙ্গ ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারেন, এই ওয়েবসাইটের মধ্যে দিয়ে।
পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন:
ভোটার লিস্ট অথবা তালিকা দেখার জন্য আপনাকে বেশ কয়েকটি স্টেপ ফলো করতে হবে, যার মাধ্যমে আপনি যে এলাকায় বসবাস করেন, তার সম্পূর্ণ ভোটার লিস্ট দেখতে পাবেন:-
নিচে দেওয়া এই সহজ কয়েকটি পদক্ষেপ অবলম্বন করলেই, ভোটার তালিকা দেখতে পাবেন এবং ডাউনলোড করতে পারবেন:-
Step 1. সবার প্রথমে আপনার মোবাইলে অথবা কম্পিউটারে চিফ এলেক্টরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইট (CEO West Bengal Website) ওপেন করুন, https://ceowestbengal.nic.in/
Step 2. তারপর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন Electoral Roll (Voters List) এই অপশনটি দেখতে পাবেন, এর উপরে ক্লিক করুন।
Step 3. এরপর আপনার নিজের ডিস্ট্রিক্ট (District) বেছে নিন অথবা সিলেক্ট করুন।
Step 4. তারপরে AC Name অথবা Block Name অথবা Word Name সিলেক্ট করুন অথবা বেছে নিন।
Step 5. এরপরে যেটা দেখতে পাবেন সেটা হল, অনেকগুলি পোলিং স্টেশন নেম (Polling Station Name) যার মধ্যে থেকে আপনার নিজের ভোটের কেন্দ্রটি খুঁজে বের করুন অথবা আপনি যে স্কুল বা ভোট সেন্টারে ভোট দিয়ে থাকেন সেই সেন্টারের নামটি খুঁজে বের করুন।
Step 6. Polling Station Name খুঁজে বের করার পরে পাশেই দেখবেন ড্রাফ্ট রোল (Draft Roll) ও ফাইনাল রোল (Final Roll) অপশন রয়েছে, সেখানে ক্লিক করুন।
Step 7. ক্লিক করার পর ভোটার লিস্ট পি ডি এফ ডাউনলোড (PDF Download) হয়ে যাবে। তার সাথে সাথে সেখানে আপনার ভোট কেন্দ্রের নাম ফটো, ম্যাপ এবং যারা ভোটার রয়েছেন, পুরুষ-মহিলা এই সমস্ত রকম তথ্য দেখতে পাবেন আপনার মোবাইল অথবা ল্যাপটপের স্ক্রিনে।
Step 8. সমস্ত কিছু তথ্য যদি ঠিক থাকে, তাহলে ওই পি ডি এফ এর মধ্যে থেকে খুঁজে বের করুন আপনার নিজের নামটি।
আর আপনি যদি ভোটার আইডি কার্ডের তালিকায় নিজের নাম খুঁজে বার করার চেষ্টা করেন, তবে আপনার কাছে ইন্টারনেট পরিষেবা নেই, সে ক্ষেত্রে কর্তৃপক্ষের দেওয়া এই হেল্পলাইন নাম্বার টিতে ফোন করেও জানতে পারেন:- Call:- 1950
পশ্চিমবঙ্গের ভোটার তালিকা ডাউনলোডের ভিডিও:
তাহলে জানা হয়ে গেল, পশ্চিমবঙ্গের ভোটার তালিকা ডাউনলোড কিভাবে করবেন! খুবই সহজ পদ্ধতি তে নিজের ঘরে বসেই অনলাইনে নিজের স্মার্টফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ এর মাধ্যমে ভোটার তালিকার সমস্ত রকম তথ্য বের করতে পারবেন খুবই কম সময়ের মধ্যে।
এটি যেমন সহজসাধ্য, তেমনি এই ব্যস্ততা পূর্ণ জীবনে আপনাকে অনেকটাই সহযোগিতা করবে। তার জন্য কোন জায়গায় ছোটাছুটি করতে হবে না। পশ্চিমবঙ্গে বর্তমানে বুথের সংখ্যা ৭৮,৯০৩ টি বর্তমানে করোনা মহামারীর কারণে, তবে রাজ্য জুড়ে বুথের সংখ্যা আরো বাড়বে।
ভোট দিতে যাওয়ার আগে ভোটার তালিকায় নিজের নাম আছে কিনা তা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে। এই কয়েকটি পদ্ধতি অবলম্বন করে এই প্রশ্নের উত্তর আশা করি পেয়ে যাবেন। সহজভাবে এই কয়েকটি ধাপ পার করলেই জানতে পারবেন আগে থেকেই, নিজের নাম পশ্চিমবঙ্গ ভোটার তালিকাতে আছে কিনা। তার সাথে সাথে ভোটার তালিকার পি ডি এফ ফাইল (PDF) ডাউনলোড করতে পারবেন নিজের স্মার্টফোনে অথবা ল্যাপটপ এ।
Home | Click here |
Official Website | Click here |
Shankar das
1taka not ache amar khache
Pl. Inform through