WB Health Scheme 2023: অনলাইন আবেদন যোগ্যতা, কভারেজ ও সুবিধা

WB Health Scheme 2023: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প 2023 অনলাইন আবেদন পদ্ধতি এবং আবেদনের যোগ্যতা জানুন। কীভাবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প শংসাপত্র আপডেট করতে পারেন? জানুন সবকিছু এখানে।

সরকারি বিভিন্ন প্রকল্পের মতো এবারও একটি সুন্দর প্রকল্পের খবর বাইরে বেরিয়ে এসেছে। রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য। West Bengal Health Scheme এই প্রকল্পের সুযোগ নেওয়ার জন্য তার সময়সীমাও বাড়ানো হলো।

এই প্রকল্পে এক লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ রয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বিশেষ পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে এই প্রকল্পের: www.wbhealthscheme.gov.in সরকারি কর্মী এবং পেনশনভোগীদের পরিবারের সদস্যরা এই প্রকল্পের সুযোগ পাবেন।

WB Health Scheme: অনলাইন আবেদন যোগ্যতা, কভারেজ ও সুবিধা
WB Health Scheme: অনলাইন আবেদন যোগ্যতা, কভারেজ ও সুবিধা

তবে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার সময় ছবি এবং রক্তের গ্রুপ উল্লেখ করতে হয়। অনলাইনে আবেদন করার পর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তা খতিয়ে দেখেন।

এই প্রকল্পের জন্য কারা আবেদন করতে পারবেন:

১) রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনভোগী এবং তাদের পরিবারের সদস্যরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম।

২) ভারতের সমস্ত সার্ভিস অফিসার এবং পেনশনভোগীরা এই প্রকল্পের দাবিদার হতে পারবেন।

West Bengal Health Scheme এর সুবিধা:

১) প্রথমত এই প্রকল্পে এক লক্ষ টাকার ক্যাশলেস ট্রিটমেন্ট পাওয়া যায়।

২) যদি কোনো কারণে ১ লক্ষ টাকার উপরে ট্রিটমেন্ট খরচ হয় তাহলে বাকি টাকা দপ্তরে জমা করতে হয় না।

৩) ফলোআপ ট্রিটমেন্ট এর খরচও অনেকটাই সাশ্রয়ী।

৪)  পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরেও আপনি এই প্রকল্পের মাধ্যমে আপনার ট্রিটমেন্ট করাতে পারেন।

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প – WB Health Scheme

Follow up ট্রিটমেন্টের লিস্ট:

১) যেকোনো রকম অ্যাক্সিডেন্ট কেস।

২) ক্যান্সার সার্জারি/ কেমোথেরাপি/ রেডিও থেরাপি।

৩) Cardiac সার্জারি।

৪) Hip/Knee রিপ্লেসমেন্ট সার্জারি।

৫) নিউরো সার্জারি।

৬) Renal ট্রানস্প্লান্ট।

পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরে স্পেশালিটি হসপিটাল:

১) অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্স, নিউ দিল্লি।

২) অ্যাপোলো হসপিটাল, চেন্নাাই, তামিলনাড়ু।

৩) এশিয়ান ইনস্টিটিউট অফ Gastroenterology, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ।

৪) ক্রিস্টিয়ান মেডিকেল কলেজ, ভেলোর, তামিলনাড়ু।

৫) L.V. প্রসাদ আই হসপিটাল, হায়দ্রাবাদ, অন্ধপ্রদেশ।

৬) Tata Hospital, মুম্বাই। ইত্যাদি।

ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্টস:

১) PRAN/GPF number (যদি থাকে)।

২) আইডি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড।

৩) আবেদনকারীর ফটো (10kb to 50 kb)

৪) অফিসের প্রয়োজনীয় কাগজপত্র গুলি।

৫) আবেদনকারীর রক্তের গ্রুপের প্রমাণপত্র।

এই প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করবেন কিভাবে চলুন তাহলে জেনে নেওয়া যাক।

West Bengal Health Scheme অনলাইন আবেদন:

১) প্রথমত আপনাকে কম্পিউটার, ল্যাপটপ অথবা স্মার্টফোনে এই প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে: www. wbhealthscheme.gov.in

২) হোম পেজে গিয়ে Online enrollment এই বাটনে ক্লিক করতে হবে।

West Bengal Health Scheme অনলাইন আবেদন
West Bengal Health Scheme অনলাইন আবেদন

৩) তারপর ওই পেজের নিচের দিকে এসে Government employee এই অপশনে ক্লিক করতে হবে

৪) তারপর একটি নতুন পেজ খুলবে, এখানে আপনারা কিছু সরকারি ডেটা পূরণ করতে হবে। আপনার যদি থাকে PRAN/GPF এই নাম্বারটি আপনাকে লিখতে হবে।

৫) তারপর OK বাটনে ক্লিক করুন আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে।

৬) এই এপ্লিকেশন ফর্মে আপনি আপনার সমস্ত ডিটেলস পূরণ করুন যেমন ধরুন- আপনার নাম, জেলাা, জন্ম তারিখ, জেন্ডার, ম্যাটারিয়াল স্ট্যাটাস, মোবাইল নাম্বার, ইমেইল আইডি, আইডি প্রুুফ, অফিসের লোকেশন, আপনার ডিপার্টমেন্টের নাম, ইত্যাদি।

৭) তারপর আপলোড করুন আপনার ফটো এবং সিগনেচার (সাইজ 10 kb to 50 kb format JPEG Form)।

৮) তারপর আপলোড করুন আপনার অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি। তারপর তথ্যগুলি আপনি দেখতে পারেন।

৯) তারপর অ্যাপ্লিকেশন ফর্ম টি জমা দেওয়ার জন্য Submit বাটনে ক্লিক করুন।

সমস্ত প্রয়োজনীয় ফর্ম ডাউনলোড করবেন কিভাবে:

১) প্রথমত আপনাকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। www. wbhealthscheme.gov.in

২) তারপর দেখবেন আপনার সামনে এই অফিশিয়াল ওয়েবসাইট এর হোম পেজ টি খুলে যাবে।

৩) এই পেজে Download বাটনে ক্লিক করুন।

সমস্ত প্রয়োজনীয় ফর্ম ডাউনলোড করবেন কিভাবে
সমস্ত প্রয়োজনীয় ফর্ম ডাউনলোড করবেন কিভাবে

৪) এখানে আপনি প্রয়োজনীয় ডাউনলোড ডকুমেন্টস গুলি দেখতে পাবেন।

৫) তারপর আবার আপনি Download বাটনে ক্লিক করে আপনার প্রয়োজনীয় ফর্ম গুলি ডাউনলোড করে নিতে পারবেন অনায়াসেই।

ডক্টর ডিটেলস দেখবেন কিভাবে:

১) প্রথমত আপনাকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২) তারপর একটি নতুন পেজ ওপেন হবে, তারপর হসপিটাল ট্যাব এ ক্লিক করুন, ক্লিক করার পর হসপিটাল/ ডক্টর ডিটেলস সিলেক্ট করুন।

ডক্টর ডিটেলস দেখবেন কিভাবে
ডক্টর ডিটেলস দেখবেন কিভাবে

৩) আবার একটি নতুন পেজ ওপেন হবে আপনার সামনে, তারপর এখানে ডক্টর এর নাম, হসপিটালের নাম ইন্টার করে Search বাটনে ক্লিক করুন।

৪) তারপর আপনার সামনে ডক্টর এর সমস্ত ইনফরমেশন আপনি দেখতে পাবেন কম্পিউটার অথবা আপনার স্মার্ট ফোনের স্ক্রিনে।

ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এর হেল্পলাইন নাম্বার:

১) সমস্ত রকম ইনফরমেশন নেওয়ার জন্য আপনি অনায়াসেই যোগাযোগ করতে পারেন: 033-2254-4123/4034। সকাল ১০.৩০ থেকে বিকাল ৫.৩০ এর মধ্যে যোগাযোগ করার চেষ্টা করবেন।

২) তাছাড়া 18001028014 এই নাম্বারে ফোন করতে পারেন, যেকোন সময়।

৩) আবার আপনার যে কোন ইনফরমেশন জানার জন্য অথবা সাহায্যের জন্য, এই ইমেইল এড্রেসে ইমেইল করে জানতে পারেন: support.wbmedicalcell@nic.in অথবা support.hshed-wb@nic.in

কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস আপনি ডাউনলোড করবেন:

১) এমপ্লয়ি রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফর্ম।

২) পেনশনার রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফর্ম।

৩) ফ্যামিলি পেনশনার অ্যাপ্লিকেশন ফর্ম।

পশ্চিমবঙ্গ সরকার সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এই দুর্দান্ত অফারটি নিয়ে এসেছে। অনলাইনের মাধ্যমে আপনি আপনার কম্পিউটার এবং স্মার্ট ফোনের সাহায্যে এই প্রকল্পের রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারবেন। একেবারে খুব সহজ কটি পদ্ধতির মাধ্যমে অনায়াসেই আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে।

তাছাড়া সমস্ত রকম হসপিটাল, ডক্টর ডিটেলস, আপনি কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top