2023 ইউনিয়ন ব্যাংক হোম লোন আবেদন পদ্ধতি ও কাগজপত্র

Union Bank Home Loan 2023 (ইউনিয়ন ব্যাংক হোম লোন 2023): How to Apply for Union Bank Home Loan? | Documents for Union Bank Home Loan in Bengali| Union Bank Home Loan Apply in Bengali.

ভালোভাবে বাঁচতে গেলে খাবার, পোশাক এবং তার সাথে নিশ্চিন্তে বসবাসের জন্য একটি ঘরের প্রয়োজন হয়। কিন্তু এমন অনেক মানুষ আছেন নিজের কোনরকম আশ্রয় নেই বললেই চলে। অন্য কারো বাড়িতে অথবা রেন্ট এগ্রিমেন্ট এ বসবাস করতে হচ্ছে।

নিজের স্বাধীনতা মত বসবাসের জন্য প্রয়োজন পড়ে একটি ঘরের। যে ঘরে নিজের মত করে বাঁচা যায়। এমন অনেক মানুষ আছেন যারা কিনা বর্তমান কর্মজীবনকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার চেষ্টায় রয়েছেন। তবে যদি আপনি বর্তমানে কোন কাজের মধ্যে যুক্ত থাকেন সেই কর্ম জীবনের ওপর নির্ভর করেই কিন্তু আপনি আপনার নিজস্ব বাড়ি তৈরি করতে পারেন অথবা কিনতে পারেন।

Bank Name Union Bank of India
Type of Loan Home Loan
Loan Application Process Online / Offline
Official Website https://www.unionbankofindia.co.in/

আর তাই ব্যাংক থেকে হোম লোন নিতে পারেন আপনি। যার মধ্যে দিয়ে নিজের পছন্দমত বাড়ি বানাতে পারবেন অথবা কিনতে পারবেন অথবা অনেকেই পছন্দ করেন ফ্ল্যাটে বসবাস করা। তবে এক কথায় পছন্দমত নিজের বাসস্থান তৈরি করতে পারবেন এই হোম লোন এর মধ্যে দিয়ে।

ইউনিয়ন ব্যাংক হোম লোন আবেদন পদ্ধতি | Union Bank Home Loan in Bengali
ইউনিয়ন ব্যাংক হোম লোন আবেদন পদ্ধতি 2023 | Union Bank Home Loan in Bengali

এক্ষেত্রে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া থেকে হাউসিং লোন অর্থাৎ হোম লোন আপনি খুবই কম আর আকর্ষণীয় সুদের হারে পেয়ে যাবেন। লোন পরিশোধের সময়সীমা বেশ অনেকটাই যেটা টানা ৩০ বছর। এই লোন পরিশোধের সময়সীমা আপনার অনেকটাই সুবিধা করে দেবে।

তো চলুন তাহলে জানা যাক, কিভাবে আপনি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া হোম লোনের জন্য আবেদন করবেন এবং এই লোন সম্পর্কিত আরো অন্যান্য তথ্য সম্পর্কেও জানা যাক:

Union Bank of India Home Loan 2023 (ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হোম লোন 2023):

সুদের হার: ৮.২৫%

লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত।

সবথেকে কম EMI: প্রতি ১ লাখ টাকার ওপরে ৭৫১ টাকা

সর্বোচ্চ লোন এমাউন্ট: ৫ কোটি টাকা পর্যন্ত।

৮.২৫% সুদের হারে ১০ বছর থেকে ৩০ বছর পর্যন্ত বিভিন্ন রকম লোন এমাউন্ট এর উপরে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার হোম লোনের EMI:

১০ বছরের জন্য লোন:
১০ লাখ টাকার লোন: ১২,২৬৫ টাকা
২০ লাখ টাকার লোন: ২৪,৫৩১ টাকা
৩০ লাখ টাকার লোন: ৩৬,৭৯৬ টাকা
৫০ লাখ টাকার লোন: ৬১,৩২৬ টাকা
১৫ বছরের জন্য লোন:
১০ লাখ টাকার লোন: ৯,৭০১ টাকা
২০ লাখ টাকার লোন: ১৯,৪০৩ টাকা
৩০ লাখ টাকার লোন: ২৯,১০৪ টাকা
৫০ লাখ টাকার লোন: ৪৮,৫০৭ টাকা
৩০ বছরের জন্য লোন:
১০ লাখ টাকার লোন: ৭,৫১৩ টাকা
২০ লাখ টাকার লোন: ১৫,০২৫ টাকা
৩০ লাখ টাকার লোন: ২২,৫৩৮ টাকা
৫০ লাখ টাকার লোন: ৩৭,৫৬৩ টাকা

বিভিন্ন রকমের লোন এমাউন্ট এর উপরে ৮.২৫% সুদের হারে EMI ক্যালকুলেশন:

১৫ বছরের জন্য লোন:
২৫ লাখ টাকার লোন: ২৪,২৫৪ টাকা
৫০ লাখ টাকার লোন: ৪৮,৫০৭ টাকা
৭৫ লাখ টাকার লোন: ৭২,৭৬১ টাকা
১ কোটি টাকার লোন: ৯৭,০১৪ টাকা
২০ বছরের জন্য লোন:
২৫ লাখ টাকার লোন: ২১,৩০২ টাকা
৫০ লাখ টাকার লোন: ৪২,৬০৩ টাকা
৭৫ লাখ টাকার লোন: ৬৩,৯০৫ টাকা
১ কোটি টাকার লোন: ৮৫,২০৭টাকা
৩০ বছরের জন্য লোন:
২৫ লাখ টাকার লোন: ১৮,৭৮২ টাকা
৫০ লাখ টাকার লোন: ৩৭,৫৬৩ টাকা
৭৫ লাখ টাকার লোন: ৫৬,৩৪৫ টাকা
১ কোটি টাকার লোন: ৭৫,১২৭ টাকা

সর্বোচ্চ লোন এমাউন্ট: সর্বনিম্ন ১৫ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত।

লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত।

প্রসেসিং চার্জ: সর্বোচ্চ ১%, লোন এমাউন্ট এর উপরে যেটা সর্বনিম্ন ১০ হাজার টাকা সাথে (GST) জিএসটি

ইউনিয়ন ব্যাংক হোম লোন স্কিম (Union Bank of India Home Loan Scheme):

ইউনিয়ন ব্যাংক হোম লোন (Union Bank Home Loan):

১) সুদের হার ৬.৪০% থেকে ৭.৪০% পর্যন্ত।

২) লোন পরিশোধের সময়সীমা সর্বোচ্চ ৩০ বছর।

ইউনিয়ন আবাস হোম লোন (Union Awas Home Loan):

১) সুদের হার ৬.৪০% থেকে ৭.৩৫% পর্যন্ত, বেতনভুক্ত কর্মচারীদের ক্ষেত্রে এবং Self-employed দের ক্ষেত্রে ৬.৫০% থেকে ৭.৪০% পর্যন্ত।

২) সর্বোচ্চ লোন এমাউন্ট ৭ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত।

৩) লোন পরিশোধের সময়সীমা সর্বোচ্চ ৩০ বছর।

৪) বাড়ির রিপেয়ার এবং ইমপ্রুভমেন্ট করার ক্ষেত্রে ৫ লাখ টাকা পর্যন্ত লোন পাওয়া যায়।

৫) আর এই বাড়ি রিপেয়ার এবং ইমপ্রুভমেন্ট লোন এর ক্ষেত্রে ১৫ বছর পর্যন্ত লোন পরিশোধের সময়সীমা পাবেন।

ইউনিয়ন স্মার্ট সেভ হোম লোন (Union Smart Save Home Loan):

১) সুদের হার ৭.১০% থেকে ৭.৬০% পর্যন্ত বেতনভুক্ত কর্মচারী দের ক্ষেত্রে, Self-employed দের ক্ষেত্রে ৭.১৫% থেকে ৭.৬৭% পর্যন্ত।

২) সর্বোচ্চ লোন এমাউন্ট ৩০ লাখ টাকা পর্যন্ত।

৩) লোন পরিশোধের সময়সীমা সর্বোচ্চ ১০ বছর থেকে ৩০ বছর।

ইউনিয়ন আশিয়ানা (হোম লোন টপ আপ) (Union Aashiyana/ Home Loan Top Up):

১) সুদের হার ৯.৩০% থেকে ৯.৫৫% পর্যন্ত। বেতনভুক্ত কর্মচারী দের ক্ষেত্রে।

২) Self-employed এর ক্ষেত্রে সুদের হার ৯.৮০% থেকে ১০.০৫% পর্যন্ত।

৩) সর্বোচ্চ লোন এমাউন্ট ৩০ লাখ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত।

৪) লোন পরিশোধের সময়সীমা সর্বোচ্চ ৩০ বছর।

 ইউনিয়ন আশিয়ানা ওভারড্রাফট স্কিম (টপ আপ ওভারড্রাফট) Union Aashiyana Overdraft Scheme (Top up Overdraft):

১) সুদের হার ৮.৫৫% থেকে ৮.৮৫% পর্যন্ত, বেতনভুক্ত কর্মচারী তার ক্ষেত্রে এবং Self-employed এর ক্ষেত্রে ৮.৫৫% থেকে ৮.৯০% পর্যন্ত।

২) সর্বোচ্চ লোন এমাউন্ট ২০ লাখ টাকা।

৩) লোন পরিশোধের সময়সীমা: Co-terminus with the Home Loan Facility.

ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া হোম লোন আবেদনকারীর যোগ্যতা:

১) আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে অথবা ভারতীয় নাগরিক যদি না হয়ে থাকেন তাহলে লোনের জন্য আবেদন করতে পারবেন।

২) আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৭৫ বছর বয়সের মধ্যে হতে হবে।

৩) গ্যারান্টি হিসাবে দুই তিন ব্যক্তিকে ভারতীয় নাগরিক হতে হবে।

৪) NRI এপ্লিকেন্ট এই লোনের জন্য অনায়াসেই আবেদন করতে পারেন।

ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া হোম লোনের জন্য ডকুমেন্টস অথবা কাগজপত্র:

১) সম্পূর্ণ ফিলাপ করা এবং আবেদনকারীর সই করা লোন অ্যাপ্লিকেশন ফর্ম,

২) আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ।

৩) প্যান কার্ড,

৪) লাস্ট এক বছরের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট।

৫) পরিচয় পত্র হিসাবে- পাসপোর্ট, আধার কার্ড, এমপ্লয়ি আইডেন্টিটি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড,

৬) ঠিকানার প্রমাণপত্র হিসাবে- টেলিফোন বিল, ইলেকট্রিসিটি বিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, ৬ মাসের স্যালারি স্লিপ, ফর্ম 16, আই টি আর (ITR),

৭) যারা বেতনভুক্ত নন, তাদের ক্ষেত্রে তিন মাসের আই টি আর, প্রফিট এবং লস ব্যালেন্স শীট ইত্যাদি

৮) ইনকাম প্রুফ হিসাবে- অ্যালটমেন্ট অ্যাডভান্স মানি রিসিপ্ট এবং title deed.

ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া হোম লোন ফি এবং চার্জ (Fee & Charges):

১) প্রসেসিং ফি: ০.৫০% লোন এমাউন্ট এর উপরে, যেটা সর্বোচ্চ ১৫ হাজার টাকা।

২) লিগেল এবং ভ্যালুয়েশন চার্জ: সর্বোচ্চ ১০ হাজার টাকা।

৩) প্রি পেমেন্ট চার্জ: ২%

এবার জানা যাক আপনি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া হোম লোনের জন্য আবেদন করবেন কিভাবে?

Union Bank of India Home Loan অনলাইন আবেদন:

Step 1. প্রথমত আপনাকে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, https://www.unionbankofindia.co.in

Step 2. এরপর এ্যাপলাই নাও অপশনটিতে ক্লিক করুন, তারপর লোন (Loan) অপশনে গিয়ে হোম লোন (Home Loan) অপশনটির উপরে ক্লিক করুন।

Step 3. এরপর আবার এপ্লাই নাও অপশন টি তে ক্লিক করুন, দেখবেন একটি লোন অ্যাপ্লিকেশন ফর্ম (Union Bank of India Home Loan Application Form) আসবে, যেটি প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো দিয়ে ভালোভাবে ফিলাপ করতে হবে। তার সাথে যে প্রসেসিং চার্জ অথবা অন্যান্য যে চার্জ গুলো রয়েছে সেগুলি দিতে হবে।

Step 4. ভালোভাবে ফিলাপ করে নেওয়ার পর চেক করে নিন, তারপর সেন্ড ওটিপি (Send OTP) বাটনে ক্লিক করুন। আপনার মোবাইলে একটি ওটিপি (OTP) আসবে সেটি এন্টার করুন। তারপর সাবমিট (Submit) বাটনে ক্লিক করুন।

Step 5. এবারে আপনার লোন অ্যাপ্লিকেশন টি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া ভেরিফাই করবে এবং খুব শীঘ্রই আপনার সাথে এই লোনের বিষয়ে যোগাযোগ করবে।

Union Bank of India Home Loan অফলাইন আবেদন:

এছাড়া আপনার কাছাকাছি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার যে কোন ব্রাঞ্চে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি সাবমিট করে হোম লোনের জন্য আবেদন করতে পারেন।

তো এইভাবে সহজ কয়েকটি পদক্ষেপ অবলম্বন করে, খুবই কম আর আকর্ষণীয় সুদের হারে, লোন পরিশোধের সময়সীমা যা পাবেন সেটা আপনার জন্য অনেকটাই সুবিধাজনক, এইভাবে আপনার নিজের স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য অথবা কেনার জন্য ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া হোম লোনের জন্য আবেদন করুন খুবই সহজে। আর স্বাধীন ভাবে বসবাস করার জন্য নিজের বাসস্থানের চাহিদা পূরণ করুন।

Home Click here
Official Website Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top