2023 ইউকো ব্যাংক হোম লোন আবেদন পদ্ধতি ও কাগজপত্র

UCO Bank Home Loan 2023 (ইউকো ব্যাঙ্ক হোম লোন 2023): How to Apply for UCO Bank Home Loan? | Documents for UCO Bank Home Loan in Bengali| UCO Bank Home Loan Interest Rates List | UCO Bank Home Loan Apply in Bengali.

নিজের একটি ঘরের স্বপ্ন কার না থাকে বলুন তো! স্বপ্ন পূরণ করার জন্য সারা জীবনের কষ্টের উপার্জন সম্পূর্ণ ঢেলে দিতে হয় এই ঘরের পিছনে, কিন্তু অনেকেই চেয়ে থাকেন খুব তাড়াতাড়ি নিজের একটি ঘর হবে, সেখানে স্বাধীন ভাবে বসবাস করার মধ্যে দিয়ে জীবন যাপন করা যাবে।

তবে এমন স্বপ্ন সবাই দেখলেও বেশিরভাগ মানুষের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকার কারণে সেই স্বপ্ন পূরণ হয়না। তবে আপনি চাইলে কিন্তু ব্যাংক থেকে হোম লোনের মধ্যে দিয়ে এই স্বপ্ন খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যেই পূরণ করতে পারেন।

Bank Name UCO Bank
Type of Loan Home Loan
Loan Application Process Online / Offline
Official Website https://www.ucobank.com/

এক্ষেত্রে ইউকো ব্যাংক (UCO Bank) গ্রাহকদের জন্য খুবই কম এবং আকর্ষণীয় সুদের হারে হোম লোন দিয়ে থাকে, তার সাথে লোন পরিশোধের সময়সীমা বেশ অনেকটাই, বলতে গেলে টানা ৩০ বছর। আপনার বর্তমান কর্ম জীবনের উপর নির্ভর করে সেটা প্রতিমাসে ই এম আই (EMI) বাবদ খুব সহজে পরিশোধ করতে পারবেন এই হোম লোন।

ইউকো ব্যাংক হোম লোন আবেদন পদ্ধতি | UCO Bank Home Loan in Bengali
ইউকো ব্যাংক হোম লোন আবেদন পদ্ধতি 2023 | UCO Bank Home Loan in Bengali

ততদিনে আপনি আপনার নিজস্ব ঘরে অথবা ফ্ল্যাটে স্বাধীন ভাবে বসবাস করতে পারবেন এবং তার মধ্যে দিয়ে লোন পরিশোধ করতে পারবেন প্রতিমাসে ই এম আই এর মধ্যে দিয়ে। গ্রাহকরা তাদের প্রয়োজনমতো লোন এমাউন্ট নিতে পারেন ইউকো ব্যাংক থেকে। যেটা কোন ঘর তৈরি করতে অথবা কোন বাড়ি কিনতে অথবা ফ্ল্যাট কিনতে গ্রাহকদের সম্পূর্ণ ভাবে সাহায্য করবে।

UCO Bank Home Loan (ইউকো ব্যাঙ্ক হোম লোন):

তো চলুন তাহলে জানা যাক, কিভাবে আপনি ইউকো ব্যাংক হোম লোনের জন্য আবেদন করবেন এবং এর লোন সম্পর্কিত আরো অন্যান্য তথ্য সম্পর্কেও জানা যাক:

সুদের হার: ইউকো ব্যাংক (UCO Bank) (MCLR & RLLR) ৬.৯০% শতাংশ সুদের হারে হোম লোন দিয়ে থাকে।

প্রসেসিং ফি: ০.০৫% লোন অ্যামাউন্ট এর উপরে যেটা ১,৫০০ থেকে ১৫ হাজার টাকার উপরে নিয়ে থাকে।

লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত। তার সাথে আবেদনকারীর বয়স ৭০ বছরের আগে এই লোন পরিশোধ করতে হবে সুদ সমেত।

ইউকো ব্যাংক হোম লোন ডিটেইলস (UCO Bank Home Loan Details):

সুদের হার:

MCLR: ৬.৭০% থেকে ৭.৩০% পর্যন্ত।

RLLR: ৬.৯০% শতাংশ।

সর্বোচ্চ লোন এমাউন্ট: এক কোটি টাকার উপরে (১,০০০০০০০)।

প্রসেসিং ফি: ০.০৫% লোন এমাউন্ট এর উপরে

লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত।

ইউকো ব্যাংক pre-approved হোম লোন (UCO Bank Pre-Approved Home Loan): ৬.৯০% থেকে ৭.০০%

ইউকো হোম লোন (UCO Home Loan): ৬.৯০% থেকে ৭.০০%

ইউকো ব্যাঙ্ক হোম লোন স্কিম (UCO Bank Home Loan Scheme):

A) ইউকো হোম (UCO Home):  

১) কোন ফ্লাট নেওয়ার ক্ষেত্রে অথবা বাড়ি কেনার জন্য তাছাড়া কনস্ট্রাকশন এর জন্য আপনি এই লোন নিতে পারেন।

২) রেনোভেশন, হোম রিপেয়ার, এক্সটেনশন এবং ঘর সাজানোর ফার্নিচার কেনার ক্ষেত্রে আপনি এই লোন অনায়াসেই নিতে পারেন।

৩) তবে আপনি যে বাড়ি অথবা ফ্ল্যাট কিনতে চাইছেন সেটা ৩০ বছরের বেশি পুরনো হলে চলবে না।

৪) সুদের হার: ৬.৯০% থেকে ৭.০০%

৫) প্রসেসিং ফি: ০.৫% লোন এমাউন্ট এর উপরে।

B) ইউকো প্রি-এপ্রুভ হোম লোন (UCO Pre-approved Home Loan):

১) প্রসেসিং ফি: ০.২৫% শতাংশ।

২) pre-approved স্যানকসাং লেটার চার মাসের ভ্যালিডিটি।

৩) সর্বোচ্চ ৯০% Financing

৪) সুদের হার: ৬.৯০% থেকে ৭.০০%

ইউকো ব্যাংক হোম লোন নেওয়ার জন্য আবেদনকারীর যোগ্যতা:

১) আবেদনকারীর বয়স অবশ্যই সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৭০ বছর বয়সের মধ্যে হতে হবে এবং লোন পরিশোধ করতে হবে ৭০ বছর বয়স হওয়ার আগে।

২) ভারতীয় নাগরিক এবং যারা ভারতীয় নাগরিক নন তারাও কিন্তু এই লোনের জন্য আবেদন করতে পারেন, ভারতে স্থায়ীভাবে বসবাস করার জন্য হোম লোন এর মধ্যে দিয়ে নিজস্ব ঘর তৈরি করতে পারেন।

৩) বেতনভুক্ত কর্মচারী, self-employed, প্রফেশনাল, এই হোম লোনের জন্য আবেদন করতে পারবেন।

৪) বেতনভুক্ত কর্মচারী দের ক্ষেত্রে:

১) আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

২) আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে।

৩) এবং একটি ইনকাম সোর্স থাকতে হবে যেটা থেকে প্রতিমাসে বেতন পেয়ে থাকবেন, কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৫) Self-employed দের ক্ষেত্রে:

১) ট্রেডার্স (Traders)

২) কমিশন এজেন্ট (Commission Agent)

৩) কন্ট্রাকটরস (Contractors)

৪) এছাড়া ডাক্তার, উকিল, আরকিটেক, কনসালটেন্ট, ইঞ্জিনিয়ার, কোম্পানির সেক্রেটারি, সকলেই কিন্তু এই লোনের জন্য আবেদন করতে পারেন।

ইউকো ব্যাংক হোম লোন স্কিম এবং তাদের সুদের হার (UCO Bank Home Loan Scheme & Interest Rates):

১) ইউকো ব্যাংক হোম লোন (UCO Bank Home Loan):

মহিলাদের ক্ষেত্রে: ৬.৯০% থেকে ৭.৯৫%

অন্যান্যদের ক্ষেত্রে: ৭.০০% থেকে ৮.০০%

২) ইউকো ব্যাংক রিচ লোন (UCO Bank Reach Loan):

মহিলাদের ক্ষেত্রে: ৮.৭৫% থেকে ১৪.০০%

অন্যান্যদের ক্ষেত্রে: ৮.৭৫% থেকে ১৪.০০%

৩) প্লট লোন (Plot Loan):

মহিলাদের ক্ষেত্রে: ৭.০৫% থেকে ৮.০৫%

অন্যান্যদের ক্ষেত্রে: ৭.১০% থেকে ৮.১০%

৪) রুরাল হাউসিং লোন (Rural Housing Loan):

মহিলাদের ক্ষেত্রে: ৬.৯০% থেকে ৮.৭০%

অন্যান্যদের ক্ষেত্রে: ৭.০০% থেকে ৮.৭০%

৫) হোম ইমপ্রুভমেন্ট লোন (Home Improvement Loan):

মহিলাদের ক্ষেত্রে: ৬.৯০% থেকে ৭.৯৫%

অন্যান্যদের ক্ষেত্রে: ৭.০০% থেকে ৮.০০%

৬) হোম এক্সটেনশন লোন (Home Extension Loan):

মহিলাদের ক্ষেত্রে: ৬.৯০% থেকে  ৭.৯৫%

অন্যান্যদের ক্ষেত্রে: ৭.০০% থেকে ৮.০০%

৭) হোম লোন টপ-আপ (Home Loan Top-Up):

মহিলাদের ক্ষেত্রে: As Per Home Loan Slabs

অন্যান্যদের ক্ষেত্রে: As Per Home Loan Slabs

৮) হোম লোন ব্যালেন্স ট্রান্সফার (Home Loan Balance Transfer):

মহিলাদের ক্ষেত্রে: ৬.৯০% Onwards

অন্যান্যদের ক্ষেত্রে: ৬.৯০% Onwards

ইউকো ব্যাংক হোম লোন এমাউন্ট এর উপরে সুদের হার:

১) ৩০ লাখ টাকার লোন: ৬.৯০%

২) ৩০ থেকে ৭৫ লাখ টাকার লোন: ৬.৯০%

৩) ৭৫ লাখ থেকে ১ কোটি টাকার লোন: ৬.৯০%

৪) ১ কোটি টাকার উপরে লোন: ৬.৯০%

ইউকো ব্যাঙ্ক হোম লোনের ডকুমেন্টস অথবা কাগজপত্র:

বেতনভুক্ত কর্মচারী দের ক্ষেত্রে:

১) ঠিকানার প্রমাণপত্র হিসাবে- আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ইলেকট্রিসিটি বিল, ইত্যাদি।

২) ইনকাম প্রুফ হিসাবে- সেলারি ক্রেডিট, যেটা লাস্ট ৬ মাসের হতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, লেটেস্ট স্যালারি স্লিপ, লেটেস্ট ফর্ম 16, এবং আইটি রিটার্নস।

৩) প্রপার্টি ডকুমেন্ট হিসেবে- অ্যালটমেন্ট লেটার, পেমেন্ট রিসিপ্ট।

Self-employed দের ক্ষেত্রে:

১) ঠিকানার প্রমাণপত্র হিসেবে এবং পরিচয় পত্র হিসেবে- প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, ইলেকট্রিসিটি বিল, ইত্যাদি।

২) ইনকাম প্রুফ হিসাবে- লাস্ট ৬ মাসের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, স্যালারি ক্রেডিট।

৩) ব্যবসার প্রমাণপত্র অর্থাৎ বিজনেস প্রোফাইল এর তিন বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন।

৪) প্রফিট অ্যান্ড লস একাউন্ট এবং ব্যালেন্স শীট লাস্ট তিন বছরের।

৫) এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেটস, বিজনেস এচিভমেন্ট।

৬) প্রপার্টি ডকুমেন্টস হিসাবে- অ্যালটমেন্ট লেটার, পেমেন্ট রিসিপ্ট।

এগ্রিকালচারিস্ট অর্থাৎ কৃষকদের ক্ষেত্রে ডকুমেন্টস:

১) কেওয়াইসি (KYC) প্রুফ, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট।

২) লাস্ট ৬ মাসের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট।

৩) চাষের জমির কাগজপত্র।

৪) অ্যালটমেন্ট লেটার, পেমেন্ট রিসিপ্ট।

এছাড়া এন আর আই পি আই ও (NRIs/ PIOs) ইউকো ব্যাংক হোম লোনের জন্য আবেদন করতে পারেন, ভারতে বসবাসের জন্য কোন ফ্ল্যাট কেনার ক্ষেত্রে অথবা কোন বাড়ি কেনার ক্ষেত্রে।

ইউকো ব্যাঙ্ক হোম লোন আবেদন পদ্ধতি (UCO Bank Home Loan Apply):

Step 1. প্রথমত আপনাকে ইউকো ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, https://www.ucobank.com/

Step 2. তারপর লোন (Loan) অপশনে গিয়ে হোম লোন (Home Loan) অপশনটি সিলেক্ট করুন অথবা এর উপরে ক্লিক করুন।

Step 3. এরপর যে ধরনের হোম লোন আপনি নিতে চাইছেন সেটি সিলেক্ট করুন, এরপর এ্যাপলাই নাও (Apply Now) অপশনটিতে ক্লিক করুন। দেখবেন একটি লোন অ্যাপ্লিকেশন ফর্ম (UCO Bank Home Loan Application Form) আসবে, যেটি প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো দিয়ে ভালোভাবে ফিলাপ করতে হবে।

Step 4. ফিলাপ করে নিয়ে চেক করার পর সাবমিট (Submit) বাটনে ক্লিক করুন। তবে অবশ্যই যে প্রসেসিং চার্জ চেয়ে থাকবে সেগুলো দিতে হবে, এরপর ইউকো ব্যাংক আপনার লোন অ্যাপ্লিকেশন টি ভেরিফাই করবে আর খুব শীঘ্রই আপনার সাথে এই লোন সম্পর্কে যোগাযোগ করবে।

এছাড়া আপনি চাইলে আপনার কাছাকাছি ইউকো ব্যাংকের যে কোন ব্রাঞ্চে গিয়ে হোম লোনের জন্য আবেদন করতেই পারেন অফলাইনেও। সে ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি নিয়ে ইউকো ব্যাংকের ব্রাঞ্চ এ গিয়ে ম্যানেজারের সাথে হোম লোনের বিষয়ে কথা বলতে পারেন।

তো এইভাবে সহজ কয়েকটি পদক্ষেপ অবলম্বন করে, খুবই সামান্য ডকুমেন্টেশনের মধ্যে দিয়ে, আকর্ষণীয় সুদের হারে, আপনার নিজের ঘরের স্বপ্ন পূরণ করতে পারেন ইউকো ব্যাংকের হোম লোন স্কিম এর মধ্যে দিয়ে।

সুদের হারে মহিলাদের জন্য অনেকটাই ছাড় রয়েছে। তার সাথে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত লোন পরিশোধের সময়সীমা আপনাকে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করবে, এই হোম লোন সুদ সমেত পরিশোধ করতে।

Home Click here
Official Website Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top