2023 ইউকো ব্যাংক শিক্ষা লোন আবেদন পদ্ধতি ও কাগজপত্র

UCO Bank Education Loan 2023 (ইউকো ব্যাঙ্ক শিক্ষা লোন 2023): How to Apply for UCO Bank Education Loan? | Documents for UCO Bank Education Loan in Bengali | UCO Bank Education Loan Apply in Bengali.

কথায় আছে, “শিক্ষা মানুষকে অন্ধকার জগত থেকে আলোর দিশার দিকে নিয়ে যায়।” শিক্ষা মানুষের জীবনে অনেকখনি পরিবর্তন ঘটাতে পারে। বাস্তব জীবনের সাথে মানিয়ে চলার ক্ষমতা যোগায়। তার সাথে সাথে পুঁথিগত বিদ্যা ছাড়াও নিয়ম-শৃঙ্খলা, তার সাথে আরও অন্যান্য সামাজিক রীতিনীতি মেনে চলার মানসিকতা তৈরি করে।

আবার অনেকেই শিক্ষা টাকে ভালোবেসে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চান, পরবর্তীতে এই শিক্ষার মধ্যে দিয়ে ভালো একটা ক্যারিয়ার গড়ে তুলতে চান। আর উচ্চ শিক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকার প্রয়োজন থাকে। পর্যাপ্ত পরিমাণ টাকা দিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া অথবা হায়ার সেকেন্ডারি এডুকেশন পর্যন্ত নিয়ে যাওয়া অনেকের ক্ষেত্রে কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়।

Bank Name UCO Bank
Type of Loan Education Loan
Loan Application Process Online / Offline
Official Website https://www.ucobank.com/

এমন পরিস্থিতিতে আর্থিক অনটনের মধ্যে দিয়ে ইচ্ছা থাকা সত্ত্বেও, প্রতিভা থাকা সত্ত্বেও মাঝ পথে পড়াশোনা ছেড়ে কর্মজীবনে প্রবেশ করতে হয়। তবে এখন আপনি চাইলেই কিন্তু নিজের পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য অথবা নিজের সন্তানদের পড়াশোনা চালানোর জন্য, উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য ব্যাংক থেকে এডুকেশন লোন নিতে পারেন।

ইউকো ব্যাংক শিক্ষা লোন আবেদন পদ্ধতি | UCO Bank Education Loan in Bengali
ইউকো ব্যাংক শিক্ষা লোন আবেদন পদ্ধতি | UCO Bank Education Loan in Bengali

এর সব থেকে বড় সুবিধা হলো, লোন পরিশোধের সময়সীমা অনেকটাই পাওয়া যায়, আর সেটা শুরু হয় কোন কোর্স কমপ্লিট করার পর থেকেই। তবে শুধুমাত্র কমপ্লিট করার পর থেকে নয়, কোন জব অথবা চাকরি পাওয়ার পর থেকে কিন্তু সেই লোন পরিশোধের সময় শুরু হয়। এক্ষেত্রে আপনি ইউকো ব্যাংক (UCO Bank) থেকে এডুকেশন লোন (Education Loan) নিতে পারেন।

তো চলুন তাহলে জানা যাক, কিভাবে আপনি ইউকো ব্যাংক এডুকেশন লোন এর জন্য আবেদন করবেন এবং এই লোন সম্পর্কিত আরো অন্যান্য তথ্য সম্পর্কেও জানা যাক:

ইউকো ব্যাংক বিভিন্ন ধরনের এডুকেশন লোন স্কিম অফার করে থাকে গ্রাহকদের জন্য, বলতে গেলে ছাত্র-ছাত্রীদের জন্য।

ইউকো ব্যাঙ্ক এডুকেশন লোন স্কিম এবং সুদের হার (UCO Bank Education Loan Scheme & Intrest Rate):

ইউকো ব্যাংক এডুকেশন লোন স্কিম (UCO Bank Education Loan Scheme):

১) সর্বোচ্চ লোন এমাউন্ট: সর্বোচ্চ ১০ লাখ টাকা, ভারতে পড়াশোনা করার ক্ষেত্রে। সর্বোচ্চ কুড়ি লাখ টাকা, বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে।

২) সুদের হার: ৯.৩০% থেকে ৯.৭০% পর্যন্ত।

৩) প্রসেসিং ফি: None

৪) লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত।

৫) আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

ইউকো ব্যাংক প্রিমিয়ার এডুকেশন লোন স্কিম (UCO Bank Premier Education Loan Scheme):

১) সর্বোচ্চ লোন এমাউন্ট: সর্বোচ্চ ৩০ লাখ টাকা।

২) সুদের হার: ৮.৪৫% ।

৩) প্রসেসিং ফি: None

৪) লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত।

ইউকো ব্যাংক সুপার প্রিমিয়ার এডুকেশন লোন স্কিম (UCO Bank Super Premier Education Loan Scheme):

১) সর্বোচ্চ লোন এমাউন্ট: সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত।

২) সুদের হার: ৭.৩০% ।

৩) প্রসেসিং ফি: None

৪) লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত।

৫) যে সমস্ত ছাত্র-ছাত্রী ভারতীয় নাগরিক হবেন এবং তার সাথে এডমিশন থাকতে হবে এইট প্রিমিয়ার এডুকেশনাল ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া থেকে (Eighth premier education institute in India)।

ইউকো এস্পায়ার এডুকেশন লোন স্কিম (UCO Aspire Education Loan Scheme):

১) সর্বোচ্চ লোন এমাউন্ট: ১০ লাখ টাকা থেকে ৭৫ লাখ টাকা পর্যন্ত, ভারতের মধ্যে পড়াশোনা করার ক্ষেত্রে। কুড়ি লাখ টাকা থেকে ৭৫ লাখ টাকা পর্যন্ত বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে।

২) সুদের হার: ৭.৩০% ।

৩) প্রসেসিং ফি: ০.৫০% লোন এমাউন্ট এর উপরে যেটা সর্বোচ্চ ১০ হাজার টাকা + GST।

৪) ১২৫% সিকিউরিটি হিসাবে রাখতে হবে।

৫) লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত।

৬) সমস্ত ভারতীয় ছাত্র-ছাত্রী হায়ার এডুকেশন এর জন্য কোর্স করার ক্ষেত্রে এই লোন নিতে পারেন। HSC (10+2 or equivalent)

ইউকো স্কিল লোন (UCO Skill Loan Scheme):

১) সর্বোচ্চ লোন এমাউন্ট: সর্বোচ্চ ১.৫ লাখ টাকা।

২) সুদের হার: ৮.৮০% ।

৩) প্রসেসিং ফি: NIL

৪) লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ সাত বছর (৭ বছর) পর্যন্ত এবং তার সাথে মরেটরিয়াম পেরিয়ড ৬ মাস থেকে ১২ মাস পর্যন্ত।

৫) ছাত্রছাত্রীকে এই লোনের জন্য আবেদন করার ক্ষেত্রে ভারতীয় নাগরিক হতে হবে এবং স্কিল ডেভেলপমেন্ট কোর্স করার জন্য রিকগনাইজড এডুকেশনাল ইনস্টিটিউশন থেকে এডমিশন নিতে হবে।

ইউকো ব্যাঙ্ক এডুকেশন লোন EMI ক্যালকুলেটর (UCO Bank Education Loan EMI Calculator):

একটি উদাহরণ স্বরূপ বলা যায় যে, আপনি এই এডুকেশন লোন এর ক্ষেত্রে ১৫ বছরে কত টাকা লোন পরিশোধ করবেন:

ধরা যাক- সুদের হার ৯.৩০% , লোন এমাউন্ট ১০ লাখ টাকা।

১) প্রতি মাসে ইনস্টলমেন্ট (EMI): ১০,৩২২ টাকা

২) সম্পূর্ণ সুদ: ৮,৫৭,৯৪২ টাকা।

৩) সম্পূর্ণ অ্যামাউন্ট যেটা আপনাকে পরিশোধ করতে হবে ১৫ বছরে: ১৮,৫৭,৯৪২ টাকা।

ইউকো ব্যাংক এডুকেশন লোনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:

এডুকেশন এর জন্য আবেদন করার ক্ষেত্রে ইউকো ব্যাংক ছাত্র-ছাত্রীদের কাছ থেকে যে সমস্ত ডকুমেন্টস গুলি চেয়ে থাকে সেগুলি হল:

১) পরিচয় পত্র

২) ঠিকানার প্রমাণ পত্র

৩) ইনকাম প্রুফ, ছাত্র ছাত্রীদের বাবা-মায়ের।

৪) এডমিশনের প্রমাণপত্র।

৫) মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশীট।

৬) Documents for Collateral, যদি ব্যাংক চেয়ে থাকে তবেই।

ইউকো ব্যাঙ্ক এডুকেশন লোন আবেদন করবেন কিভাবে?

তো চলুন তাহলে জানা যাক, কিভাবে আপনি ইউকো ব্যাংক এডুকেশন লোন এর জন্য আবেদন করবেন (UCO Bank Education Loan Application Process): ইউকো ব্যাংক থেকে আপনি এডুকেশন লোন এর জন্য দুই রকম পদ্ধতি তে আবেদন করতে পারেন। অনলাইন পদ্ধতি এবং অফলাইন পদ্ধতি।

UCO Bank Education Loan অনলাইন আবেদন: 

Step 1. প্রথমত আপনাকে ইউকো ব্যাংক এর অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, https://www.ucobank.com/

Step 2. তারপর লোন (Loan) অপশনে গিয়ে এডুকেশন লোন (Education Loan) এর উপর ক্লিক করুন। ইউকো ব্যাংকের এডুকেশন লোন এর মধ্যে যে ধরনের এডুকেশন লোন স্কিম (Education Loan Scheme) আপনি নিতে চাইছেন সেটি সিলেক্ট করুন।

Step 3. এরপর এ্যাপলাই নাও (Apply Now) অপশনটিতে ক্লিক করুন। দেখবেন একটি লোন অ্যাপ্লিকেশন ফর্ম (UCO Bank Education Loan Application Form) আসবে, যেটি প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো দিয়ে ভালোভাবে ফিলাপ করতে হবে।

Step 4. তারপর যে শর্ত গুলি রয়েছে সেগুলি এগ্রি (Agree) করে Send OTP অপশনে ক্লিক করুন। যে চার্জ গুলি রয়েছে সেগুলো দিতে হবে।

Step 5. এরপর আপনার মোবাইলে একটি ও টি পি (OTP) আসবে সেটা এন্টার করে সাবমিট (Submit) বাটনে ক্লিক করুন। ইউকো ব্যাংক আপনার লোন অ্যাপ্লিকেশন টি ভেরিফাই করবে এবং খুব শীঘ্রই আপনার সাথে এই বিষয়ে যোগাযোগ করবে।

UCO Bank Education Loan অফলাইন আবেদন:

এছাড়া আপনার কাছাকাছি ইউকো ব্যাংকের যে কোন ব্রাঞ্চে আপনার বাবা-মা অথবা অন্যান্য কোন অভিভাবকের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো নিয়ে এডুকেশন লোন এর জন্য আবেদন করতে পারেন।

তো এইভাবে সহজ কয়েকটি পদক্ষেপ অবলম্বন করে সামান্য পরিমাণ ডকুমেন্টেশন এর মধ্যে দিয়ে খুবই কম এবং আকর্ষণীয় সুদের হারে, উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য অথবা ক্যারিয়ার টাকে আরো সুন্দর করে গড়ে তোলার জন্য, কোন কোর্স অথবা ট্রেনিংয়ের জন্য এই এডুকেশন লোন আপনি অনায়াসেই নিতে পারেন ইউকো ব্যাংক থেকে।

লোন পরিশোধের সময়সীমা সর্বোচ্চ ১৫ বছর এবং যেটা আপনার কোর্স কমপ্লিট করার পর কোন জব অথবা চাকরি পাওয়ার পর থেকেই কিন্তু শুরু হয়। যটা আপনি প্রতি মাসে বেতন এর মধ্যে দিয়ে EMI বাবদ অনায়াসেই পরিশোধ করতে পারবেন।

Home Click here
Official Website Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top