ভারতের বিভিন্ন রাজ্যের অনেক দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রী নিজেদের ইচ্ছা থাকা সত্ত্বেও শিক্ষাজীবন দীর্ঘ করতে পারেনা। পারেনা তাদের প্রয়োজনীয় শিক্ষা লাভ করতে। এসকল ছাত্রছাত্রী মেধাবী হয়েও জীবনের তাগিদে পড়াশুনা ছেড়ে দিয়ে আয় রোজগারের পথ খুঁজতে হয়। এতে করে ঐ মেধাবী ছাত্রছাত্রী বঞ্চিত হয় নিজেদের শিক্ষালাভ থেকে, সমাজ বঞ্চিত হয় একজন মেধাবী ছাত্রছাত্রীর সমাজ উন্নয়নের অবদান থেকে।
এজন্য ভারতের নানা রাজ্যে সরকারীভাবে ও বেসরকারী উদ্যোগে গরীব মেধাবী ছাত্রছাত্রীদের Scholarship দেয়া হয়। এতে করে অনেক ছাত্রছাত্রী Scholarship এর মাধ্যমে পড়াশুনা চালিয়ে গিয়ে শিক্ষালাভ করতে পারে, সমাজে অবদান রাখতে পারে। ভারতের অন্যান্য রাজ্যের মতই ত্রিপুরা রাজ্যেও নানা সরকারী উদ্যোগে Scholarship এর ব্যবস্থা আছে। এই সকল Scholarship একটি পোর্টাল Tripura Scholarship এ পাওয়া যায়। তাই ত্রিপুরার ছাত্রছাত্রীদের জন্য Tripura Scholarship খুবই গুরুত্বপূর্ন।
আমাদের বাংলাভূমি সাইটে আমরা নিয়মিতভাবে আপনাদের জন্য ভারত সরকারের উদ্যোগে নেয়া নানা যোজনার তথ্য নিয়ে আলোচনা করে থাকি। এ সকল তথ্য হতে আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ন তথ্য জেনে আপনাদের জীবনের নানা প্রয়োজনীয় সময়ে উপকৃত হয়ে থাকেন। এরই ধারাবাহিতায় আজ আমরা আপনাদের সাথে Tripura Scholarship নিয়ে আলোচনা করবো।
এতে করে আপনারা খুব সহজেই এই পোর্টাল নিয়ে বিস্তারিত জানতে পারবেন এবং আপনি আপনার যোগ্যতা অনুসারে এই পোর্টালের সুবিধা নিতে আবেদন করতে পারবেন। শুধু তাই নয়, আপনার পরিচিত কোন দরিদ্র ছাত্রছাত্রীকে এই তথ্য দিলে সেও এই পোর্টালের মাধ্যমে আবেদন করে Scholarship পেতে পারে।
আসুন দেখে নিই এই Tripura Scholarship এর বিস্তারিত তথ্য।
সুচিপত্র
এই Tripura Scholarship পোর্টালে কি কি Scholarship এর জন্য আবেদন করা যায়?
নিচে এই পোর্টালে ত্রিপুরার কি কি Scholarship এর তথ্য পাওয়া যায় তার বিস্তারিত দেয়া হলো ।
Scholarship Name | Provider’s Name | Application Period |
Post Matric Scholarship Scheme For ST Tripura | Government Of Tripura | · Closing Date: 20th March 2020
· Defection Verification: 25th March 2020 · Institute Verification: 30th March 2020 |
Post Matric Scholarship Scheme For SC | Government Of Tripura | 31st January 2020 |
Pre-Matric Scholarships Scheme For ST Tripura | Government Of Tripura | · Closing Date: 20th March 2020
· Defection Verification: 25th March 2020 · Institute Verification: 30th March 2020 |
Dr. B.R. Ambedkar Post Matric Scholarship For EBC, Tripura | Government Of Tripura | 31st January 2020 |
Post Matric Scholarship For OBC Students, Tripura | Government Of Tripura | 20th January 2020 |
NEC Merit Scholarship | Government Of Tripura | 31st January 2020 |
Pre Matric SC (Class 9 & 10th) Scholarship, Tripura | Government Of Tripura | 31st January 2020 |
Dr. Ambedkar Post Matric Scholarship For EBC (Secondary Education) Tripura | Government Of Tripura | 20th December 2020 |
Pre-Matric SC Cleaning & Health Hazard Scholarship, Tripura | Government Of Tripura | 31st January 2020 |
Tripura Scholarship এ আবেদন করতে হলে কি কি যোগ্যতা লাভ করতে হবে?
Scholarship Name |
Online Portal |
Post Matric Scholarship Scheme For ST Tripura | · The candidates must apply online via the National Scholarship Portal. |
Post Matric Scholarship Scheme For SC | · The candidates must apply online via the National Scholarship Portal. |
Pre-Matric Scholarships Scheme For ST Tripura | · The candidates must apply online via the National Scholarship Portal. |
Dr. B.R. Ambedkar Post Matric Scholarship For EBC, Tripura | · The candidates must apply online via the National Scholarship Portal. |
Post Matric Scholarship For OBC Students, Tripura | · The candidates must apply online via the National Scholarship Portal. |
NEC Merit Scholarship | · The candidates must apply online via the National Scholarship Portal. |
Pre Matric SC (Class 9 & 10th) Scholarship, Tripura | · The candidates must apply online via the National Scholarship Portal. |
Dr. Ambedkar Post Matric Scholarship For EBC (Secondary Education) Tripura | · The candidates must apply online via the National Scholarship Portal. |
Pre-Matric SC Cleaning & Health Hazard Scholarship, Tripura | · The candidates must apply online via the National Scholarship Portal. |
কিভাবে এই Tripura Schoarship এর জন্য আবেদন করা যায়?
আসুন দেখে নিই কিভাবে এই Trupira Scholarship এর জন্য আবেদন করা যায়।
ধাপ ১- প্রথমেই ভারতের স্কলারশীপের জন্য জাতীয় পোর্টাল scholarships.gov.in এ প্রবেশ করুন।
ধাপ ২- সাইটে প্রবেশ করে State Schemes এ ক্লিক করুন।
ধাপ ৩- এখান থেকে Trupura ক্লিক করুন।
ধাপ ৪- Pre Matric এবং Post Matric এ ক্লিক করে Apply বাটনে ক্লিক করুন।
ধাপ ৫- নিজের নাম, শিক্ষাগত তথ্য, জন্মতারিখ, ছবি দিয়ে রেজিস্ট্রেশন করুন।
ধাপ ৬- এবার আপনার প্রয়োজনমত Scholarship এ apply করুন।
ধাপ ৭- একটি আবেদন নাম্বার আসবে, এটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন।
এভাবেই ত্রিপুরার দরিদ্র ছাত্রছাত্রীর এই পোর্টালের সাহায্যে বিভিন্ন Scholarship এর জন্য আবেদন
আজ আমরা আপনাদের সাথে Tripura Scholarship নিয়ে আলোচনা করলাম। এতে করে আপনারা সবাই এই Tripura Scholarship নিয়ে জানতে পারলাম। আমাদের সাইটের পরবর্তী লেখায় আপনাদের জন্য এই বিষয়ের উপর আরো বিস্তারিত লেখা থাকবে। তাই আমাদের বাংলাভূমি সাইটে নিয়মিত চোখ রাখুন। এই লেখাটি অনেকের কাজে লাগতে পারে তাই লেখাটি যতটুকু সম্ভব শেয়ার করুন, যাতে করে অনেকে এই লেখা থেকে শিক্ষা নিয়ে Tripura Scholarship সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন।
ভারত সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আরো অনেক লেখা পেতে আমাদের সাইটের অন্য লেখাগুলি দেখুন। আমাদের লেখা ভালো লাগলে বা যেকোন মন্তব্য আমাদের ফেসবুক পাতায় লিখুন। আমরা আপনার মন্তব্যের সর্বোচ্চ গুরুত্ব দেবো।