হেলথ ইন্স্যুরেন্স আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটি ব্যপার। হেলথ ইন্স্যুরেন্স কোম্পানীগুলি গ্রাহকের শারীরিক অসুস্থতার সময় প্রয়োজনীয় ডাক্তার ফি, হাসপাতালের ফি, ঔষধের বিল, অপারেশানের বিলসহ যাবতীয় আর্থিক বিল পরিশোধ করে গ্রাহকের আর্থিক দুঃশ্চিন্তা কমায়। গ্রাহক অসুস্থ্য হবার পর প্রকৃতঅর্থে বুঝতে পারে আমাদের জীবনে হেলথ ইন্স্যুরেন্সের গুরুত্ত কতটুকু। তাই আমরা সচেতন নাগরিকরা হেলথ ইন্স্যুরেন্স করতে আগ্রহ প্রকাশ করে থাকি। আমরা যখনই হেলথ ইন্স্যুরেন্স করার কথা ভাবি তখনই মাথায় আসে কিছু প্রশ্ন।
- কোন ইন্স্যুরেন্স কোম্পানী ভালো সার্ভিস দেয়?
- কোন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানী গ্রাহকের চাহিদা ভালোভাবে পূরন করে?
- কোন ইন্স্যুরেন্স কোম্পানী প্রতারনার উদাহরন ছাড়াই দীর্ঘদীন যাবত সুনামের সাথে গ্রাহক সন্তুষ্টি অর্জন করে যাচ্ছে?
কোন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানী ভালো সেটা যাচাই সময় কিছু বিষয় বিবেচনায় রাখতে হয়।
১) প্রিমিয়ামের পরিমান।
২) বীমাকালীন সময়।
৩) কি কি রোগের জন্য বীমা করে।
৪) কত সময়ের মাঝে ক্ষতিপূরণ পরিশোধ করে থাকে।
৫) শতকরা কতভাগ ক্ষতিপূরণ দিয়ে থাকে।
আমরা এখানে আপনাদের জন্য ভারতের শীর্ষ 10 টি বীমা কোম্পানীর নাম এবং তাদের প্রতিষ্ঠার সময়কাল ইত্যাদি নিয়ে কথা বলবো (Top 10 Health Insurance Companies In India With Full Details in Bengali.)
Contents
- অ্যাপোলো মিউনিখ স্বাস্থ্য বীমা কোম্পানি লিমিটেড Apollo Munich Health Insurance Co.Ltd
- স্টার হেলথ অ্যান্ড অ্যাইড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডStar Health and Allied Insurance Company Limited
- ম্যাক্স বুপা স্বাস্থ্য বীমা সংস্থা লিমিটেডMax Bupa Health Insurance Company Limited
- আইসিআইসিআই লম্বার্ড জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডICICI Lombard General Insurance Co. Ltd
- রেলিগেয়ার হেলথ ইন্স্যুরেন্স লিমিটেডReligare Health Insurance Company Limited
- বাজাজ অ্যালিয়ানজ সাধারণ বীমা কোম্পানি লিমিটেডBajaj Allianz General Insurance Company Private Limited
- ওরিয়েন্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডOriental Insurance Company Limited
- ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডNational Insurance Company Limited
- নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স কোম্পানী লিমিটেডThe New India Assurance Co. Ltd.
- সিগনা টিটিকে হেলথ ইন্স্যুরেন্স লিমিটেডCignaTTK Health Insurance Company Limited
অ্যাপোলো মিউনিখ স্বাস্থ্য বীমা কোম্পানি লিমিটেড
Apollo Munich Health Insurance Co.Ltd
আপনি যদি কোন বিশ্বমানের বীমা কোম্পানী খুজে থাকেন তবে অবশ্যই আপনি অ্যাপেলো মিউনিখ স্বাস্থ্য বীমা কোম্পানী লিমিটেডকে খুজে পাবেন। এটি বিশ্বের ৪০টির ও অধিক দেশে স্বাস্থ্যবীমা সেবা প্রদান করে থাকে। অ্যাপেলো মিউনিখ বিভিন্ন ধরনের স্বাস্থ্যবীমা প্রদান করে থাকে।
১) একক স্বাস্থ্য বীমা।
২) পারিবারিক স্বাস্থ্য বীমা।
৩) প্রবীন নাগরিক পরিকল্পনা।
৪) ভ্রমন বীমা।
৫) ব্যক্তিগত দূর্ঘটনা বীমা।
এই সকল আলাদা আলাদা বীমার আলাদা আলাদা সুবিধা ও বৈশিষ্ট্য রয়েছে। অ্যাপেলো মিউনিখ তাদের গ্রাহকদের ৮৩১ টি শহরে প্রায় ৪০০০টি হাসপাতালে স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। সকল গ্রাহকের জন্য সর্বোত্তোম গ্রাহক সেবা সেবা নিশ্চিত করতে এই বীমা কোম্পানীটি সবসময় নতুন ও গ্রাহকবান্ধব বীমা পলিসি নিয়ে আসে।
স্টার হেলথ অ্যান্ড অ্যাইড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
Star Health and Allied Insurance Company Limited
এই কোম্পানীটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়ে ইতিমধ্যে সমগ্র ভারতের বীমা জগতে সুনাম পেয়েছে। এর প্রধান সদর দপ্তর চেন্নাই। স্টার হেলথ এন্ড অ্যাইড ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের নানা রকমের বীমা পলিসি নিম্নরুপ।
১) পারিবারিক স্বাস্থ্যসুরক্ষা বীমা ।
২) বয়স্ক নাগরিকের জন্য লালগালিচা বীমা ।
৩) মিডি ক্লাসিক ইন্স্যুরেন্স।
৪) ইয়ংস্টার ইন্স্যুরেন্স পলিসি।
৫) স্টার নোভেল করোনা ভাইরাস ইন্স্যুরেন্স পলিসি।
৬) স্টার কার্ডিয়াক কেয়ার ইন্স্যুরেন্স পলিসি।
৭) স্টার হসপিটাল ক্যাশ ইন্স্যুরেন্স পলিসি।
ইন্স্যুরেন্স সেক্টরে সফলতা দেখিয়ে স্টার হেলথ অ্যান্ড অ্যাইড ইন্স্যুরেন্স কোম্পানী ইতিমধ্যে ভারতের নানা সম্মান সূচক পুরস্কার অর্জন করেছে।
ম্যাক্স বুপা স্বাস্থ্য বীমা সংস্থা লিমিটেড
Max Bupa Health Insurance Company Limited
বুপা যুক্ত্ররাষ্ট্র ভিত্তিক স্বাস্থ্য সেবা খাতে ৬ দশকের অভিজ্ঞতা সম্পন্য বীমা কোম্পানী। এই বীমা কোম্পানীর ১৯০টি দেশে প্রায় ৩ কোটি গ্রাহক রয়েছে। বুপা ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আজ ভারতে এই প্রতিষ্ঠানের অনেকগুলি শাখা রয়েছে। উন্নত গ্রাহক সেবার জন্য বীমা কোম্পানীটি অনেকগুলি পুরষ্কার এবং স্বীকৃতি অর্জন করেছে। যেমন, ফিনান্সিয়াল সার্ভিস অ্যাওয়ার্ডস ২০১৪,
আইটি লিডারশিপ অ্যাওয়ার্ড ২০১৪
ভারত বীমা পুরষ্কার ২০১২।
আইসিআইসিআই লম্বার্ড জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
ICICI Lombard General Insurance Co. Ltd
এই বীমা কোম্পানীটি ২০০১ সালে তাদের কার্যক্রম শুরু করে। তারপর থেকেই সর্বোত্তোম গ্রাহক সেবা নিশ্চিত করতে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে এবং গ্রাহকের সন্তুষ্টি অর্জন করে যাচ্ছে। এই কোম্পানীর সারা দেশে ২২১ টি শাখা আছে এবং স্বাস্থ্যবীমা ছাড়াও গাড়ী, বাড়ী, অগ্নি, ভ্রমন ইত্যাদি সেক্টরে আইসিআইসিআই লম্বার্ড জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের নানাবিধ বীমা পলিসি রয়েছে।
রেলিগেয়ার হেলথ ইন্স্যুরেন্স লিমিটেড
Religare Health Insurance Company Limited
রেলিগেয়ার হেলথ ইন্স্যুরেন্স লিমিটেড ২০১২ সালে প্রতিষ্ঠিত হয় এবং আজ পর্যন্ত সারা দেশে ৫৪ টি অফিস খুলেছে সেই সাথে প্রায় ২৬ লাখ গ্রাহককে সেবা প্রদান করেছে। ২০১৪ সালে এই ইন্স্যুরেন্স কোম্পানীটি রাইজিং স্টার ইন্স্যুরার এওয়ার্ড লাভ করে। এছাড়াও, রেলিগেয়ার হেলথ ইন্স্যুরেন্স লিমিটেড টানা ১০ বছর ধরে আইসিআরএ থেকে একটানা আইএএএএ রেটিং পেয়েছে।
বাজাজ অ্যালিয়ানজ সাধারণ বীমা কোম্পানি লিমিটেড
Bajaj Allianz General Insurance Company Private Limited
বাজাজ অ্যালিয়ানজ জেনারেল বীমা কোম্পানী লিমিটেড ২০০১ সালে ভারতে বীমা ব্যবসা শুরু করে। বাজাজ অ্যালায়ানজ জেনারেল ইন্স্যুরেন্স ইতিমধ্যে নানা সম্মানসূচক পুরস্কারে ভূষিত হয়েছ, তার মাঝে রয়েছে,
কোম্পানি এশিয়া বীমা শিল্প পুরষ্কার,
মানি টুডে এফপিসিআইএল পুরষ্কার
ওরিয়েন্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড
Oriental Insurance Company Limited
ওরিয়েন্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ১৯৪৭ সাল থেকে ভারতে বীমা ব্যবসা পরিচালনা করে আসছে। সারা ভারতে এর ১৮০০ এর বেশি শাখা আছে। ওরিয়েন্টাল বীমা সংস্থার নানা বীমা পলিসি রয়েছে।
১) ওরিয়েন্টাল স্বতন্ত্র মেডিক্যাল ইন্স্যুরেন্স পলিসি
২) প্রাচ্য পরিবার ভাসমান বীমা
৩) ওরিয়েন্টাল হ্যাপি ফ্যামিলি ফ্লটার ইন্স্যুরেন্স পলিসি
৪) ওরিয়েন্টাল গ্রুপ মেডিকেলেম বীমা নীতি
৫) ওরিয়েন্টাল ব্যাংক মেডিকেলেম বীমা নীতি
৬) প্রিভিলেজড এল্ডার্সের ওরিয়েন্টাল হেলথ বীমা নীতি
৭) পিএনবি ওরিয়েন্টাল রয়েল মেডিকেল বীমা
৮) প্রাচ্য প্রবাসী ভারতীয় বীমা।
ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
National Insurance Company Limited
এটি ভারতের অন্যতম পুরোনো এবং বৃহত্তম বীমা সংস্থা। এই সংস্থার প্রধান কার্যালয় কলকাতায় অবস্থিত এবং শহরজুড়ে, মেট্রো শহরগুলিতে এবং গ্রামীণ অঞ্চলে প্রায় ২০০০ টি অফিস রয়েছে যার মাধ্যমে এটি তার প্রায় ১.৫ কোটি গ্রাহককে গ্রাহক সেবা প্রদান করে থাকে।
নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স কোম্পানী লিমিটেড
The New India Assurance Co. Ltd.
নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স কোম্পানী লিমিটেড ভারতের একটি শীর্ষস্থানীয় স্বাস্থ্যবীমা কোম্পানী যেটি ৪০ বছরেরও বেশি সময় ধরে ভারতে নিউ ইন্ডিয়া নামেও পরিচিত বীমা কোম্পানী। সংস্থাটি সারা বিশ্বের ২৮ টি দেশে কাজ করে এবং এর সদর দফতর মুম্বাইতে অবস্থিত।
সিগনা টিটিকে হেলথ ইন্স্যুরেন্স লিমিটেড
CignaTTK Health Insurance Company Limited
সিগনা টিটিকে হেলথ ইন্স্যুরেন্স লিমিটেড ২০১৪ সালে যাত্রা শুরু করে এবং তারপর থেকে সুনামের সাথে গ্রাহক সন্তুষ্টির সাথে জনপ্রিয়তা অর্জন করে যাচ্ছে।
এই হলো ভারতের 10 শীর্ষ হেলথ ইন্স্যুরেন্স কোম্পানীর বিষদ বর্ণনা। আপনার স্বাস্থ্য বীমা করার সময় যাচাই করে আপনার পছন্দের বীমা কোম্পানীর পলিসি গ্রহন করতে পারেন।