Swami Dayanand Scholarship: আমরা অনেকেই ভারতের বিভিন্ন স্কলারশীপের কথা শুনে থাকি। কিন্তু বিস্তারিত সকল তথ্য না জানার কারনে আমাদের পরিচিত অনেকেই বিভিন্ন স্কলারশীপের জন্য যোগ্য হলেও সময়মত সঠিকভাবে আবেদন করতে পারে না।
শুধুমাত্র স্কলারশীপের তথ্য জানলেই অনেক দরিদ্র ও মেধাবী ছাত্র স্কলারশীপ সুবিধা পেয়ে তাদের শিক্ষাজীবন চালিয়ে যেতে পারে। এই সকল দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীর কথা বিবেচনা করে আমরা চেষ্টা করছি ভারতের বিভিন্ন স্কলারশীপের তথ্য নিয়ে আমরা নিয়মিত আপনাদের জানানো চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের সাথে Swami dayanand merit cum means scholarship নিয়ে আলোচনা করবো।
Swami Dayanand Charitable Educational Foundation ভারতের ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, আইটি, স্থাপত্যবিদ্যায় অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য Swami dayanand merit cum means scholarship চালু করেছে। এই Scholarship দরিদ্র ও মেধাবী মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, স্থাপত্যবিদ্যা ও আইটি কোর্সে অধ্যয়নরতদের এই স্কলারশীপের সুযোগ দিয়ে থাকে।
এই স্কলারশীপের জন্য অনলাইনে ও অফলাইনে আবেদন করতে হয়। আবেদনের শেষ তারিখ ৩১ আগষ্ট। এই স্কলারশীপের নূন্যতম 30% কোটা মেয়েদের জন্য সংরক্ষিত থাকে। আসুন দেখে নি Swami dayanand merit cum means scholarship-এর আবেদনের জন্য কি কি যোগ্যতা দরকার হয়, আবেদনপত্রের সাথে কি কি কাগজপত্র জমা দিতে হয়, আবেদনপত্র জমা দেয়ার প্রক্রিয়াসহ বিস্তারিত অনেক কিছু।
সুচিপত্র
এই Scholarship-এর দরকারী তথ্যঃ
বিষয় | বিবরণ |
---|---|
স্কলারশীপেরনাম | Swami dayanand merit cum means scholarship |
স্কলারশীপপরিচালনাকারী | Swami Dayanand Charitable Educational Foundation |
উপযুক্তকোর্সসমুহ | মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, স্থাপত্যবিদ্যা, ফার্মেসি, আইটি |
আবেদনের শেষ তারিখ | ৩১শে আগষ্ট |
ফলাফলঘোষনা | আবেদনেরশেষতারিখের৩মাসপর |
আবেদনেরজন্যযোগ্যতা | উচ্চমাধ্যমিকপরীক্ষায়কমপক্ষে 85% নাম্বারপেয়েপাশকরতেহবে। |
আবেদনেরমাধ্যম | অনলাইনওঅফলাইন |
অঞ্চল | সকলরাজ্যেরছাত্রছাত্রীরাআবেদনকরতেপারবে। |
স্কলারশীপেরমেয়াদকাল | কোর্সশেষহওয়াপর্যন্ত, তবেপ্রতিবছরনবায়নেরজন্যআবেদনকরতেহবে। |
পরিবারের বার্ষিক আয় | বার্ষিকআয় 6 লক্ষটাকারউর্ধেনয়। |
স্কলারশীপেরসংখ্যা | 200+ |
মেইলআইডি | [email protected] |
ওয়েবসাইটের ঠিকানা | www.swamidayanand.org |
ফোননাম্বার | 120-4146823 |
যোগাযোগেরঠিকানা | A-74, Ground Floor, Sector-2, Noida-201301, UP (India) Whatsapp-8448770654 |
কি কি সুবিধা দিয়ে থাকেঃ
Swami dayanand merit cum means scholarship ভারতের দরিদ্র ও মেধাবী ছেলেমেয়েদের উচ্চ শিক্ষা লাভ সুগম করতে তাদের পড়াশুনার খরচ মেটাতে বার্ষিক অনুদান দিয়ে থাকে। এই স্কলারশীপের আওতায় 6টি শ্রেনীতে স্কলারশীপ দেয়া হয়। নিচে আমরা এই Swami dayanand merit cum means scholarship এর স্কলারশীপের পরিমান উল্যেখ করছি।
স্কলারশীপের নাম | আর্থিক অনুদান | স্কলারশীপের সংখ্যা |
---|---|---|
Smt. Shyam Lata Garg Gold Scholarships | 1,00,000 টাকা | 5 |
Smt. Shyam Lata Garg Silver Scholarships | 50,000 টাকা | 10 |
Sh. Anand Swarup Garg Memorial Scholarships | 25,000 টাকা | 40 |
Sh. Ram Lal Gupta Memorial Scholarships | 20,000 টাকা | 40 |
Smt. Shanti Devi Memorial Scholarships | 17,500 টাকা | 45 |
Sh. Ram Ji Lal Memorial Scholarships | 15,000 টাকা | 60 |
এই Scholarships পাবার যোগ্যতাঃ
এই স্কলারশীপ পাবার জন্য Swami dayanand merit cum means scholarship বিশেষ কিছু যোগ্যতা নির্ধারন করেছে। আসুন দেখি যোগ্যতাগুলি কি কি?
১)শুধুমাত্র মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, স্থাপত্যবিদ্যা, ফার্মেসি, আইটির ছাত্রছাত্রীরাই এই স্কলারশীপের জন্য আবেদন করতে পারবে।
২) যে সকল ছাত্রছাত্রীরা 85% নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে তারাই এই স্কলারশীপের জন্য বিবেচিত হবেন
৩) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 6 লক্ষ টাকার উপর হতে পারবে না।
Scholarships-এর আবেদনের প্রক্রিয়াঃ
আসুন দেখে নি Swami dayanand merit cum means scholarship -এর জন্য আবেদনের কি কি প্রক্রিয়া অনুসরন করতে হয়।
১) আগ্রহী আবেদনকারীকে অনলাইনে বা অফলাইনে এই স্কলারশীপের জন্য আবেদন করতে হবে।
২) আবেদনকারীকে অনলাইনে ফোন নাম্বার, মেইল আইডি দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে।
৩) আবেদনপত্রে প্রয়োজনীয় সকল প্রকার তথ্য দিন ।
৪) আবেদনকারী অফলাইনে আবেদন করলে এই আবেদনপত্র প্রিন্ট করে নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে দিতে হবে।
A-74, Ground Floor, Sector-2,
Noida-201301, UP (India)
Whatsapp- 8448770654L
আবেদনের জন্য কি কি কাগজপত্র দরকার হয়ঃ
আসুন দেখে নি এই স্কলারশিপের জন্য কি কি কাগজপত্র দরকার হয়।
১) আধার কার্ড/ভোটার আইডি/জন্ম নিবন্ধন/ পাসপোর্টের সত্যায়িত কপি।
২) পরিবারের আয়ের প্রমান হিসেবে প্রমাণপত্র (সেলারী স্লিপ/ সরকারী প্রত্যয়ন পত্র/ আয়কর প্রদানের কপি)
৩) মাধ্যমিক পরীক্ষার মার্কশীট
৪) উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশীট
৫) বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি ফি এর রশিদ।
Scholarship -এর জন্য চয়ন প্রক্রিয়াঃ
এই স্কলারশিপের জন্য অনলাইনে Swami Dayanand merit cum means Scholarship এর ওয়েবসাইটে গিয়ে সকল তথ্য ও কাগজপত্র জমা দিয়ে আবেদন করা যায়। সেই সাথে আবেদনপত্র ডাউনলোড করে, সকল কাগজপত্রে কপি সংযুক্ত করে ডাকযোগে পাঠানো যায়। আসুন দেখে নি Swami Dayanand merit cum means
Scholarship এর আবেদনের বাছাই প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয়?
১) একটি জুরি বোর্ড বাছাইকৃত আবেদনকারী হতে চুড়ান্ত নির্বাচিত করে থাকে।
২) সকল প্রক্রিয়া শেষে চুড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।
এখানে Swami Dayanand merit cum means Scholarship -এর বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করা হলো, যা ভারতের ছাত্রছাত্রীদের অনেক উপকারে আসতে পারে। আমাদের লেখা শেয়ার করবেন, যাতে করে ভারতের অনেক দরিদ্র শিক্ষার্থী এই স্কলারশীপ নিয়ে জানতে পারবে। এই বিষয়ে আরো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে জানাতে পারেন। আপনার সকল মন্তব্য, পরামর্শ আমরা গুরুত্বের সাথে বিবেচনা করবো।