🎉 91+ শুভ রবিবারের শুভেচ্ছা 2023 কবিতা ও ছবি {একদম নতুন}

Happy Sunday Bengali Status 2023: শুভ রবিবারের শুভেচ্ছা বার্তা 2023, এসএমএস, স্ট্যাটাসকবিতা | রবিবারের মেসেজ 2023 | বাংলা রবিবারের স্ট্যাটাস – রবিবারের স্ট্যাটাস | Bangla Sunday Festival Status – Happy Sunday Bengali Status & Shayari.

শুভ রবিবারের শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস: অবশেষে এলো ছুটির দিন রবিবার, এই ছুটির দিনে অনেকেই অনেক কিছু পরিকল্পনা করে থাকেন। আর যদি এই দিনের সূত্রপাত অর্থাৎ সকালটা হয়ে থাকে খুবই সুন্দর একটা মিষ্টি বাণী দিয়ে তাহলে তো আর কথাই নেই।

দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া, সারাদিন কোথাও একটু ঘুরতে যাওয়া, সবকিছু মিলিয়ে আজকের এই ছুটির দিনটি হয়ে উঠে সকলের কাছে আনন্দমুখর। অনুপ্রেরণামূলক শুভেচ্ছা বাণী মানুষের কর্মজীবনে অনেকখানি সহযোগিতা করে।

রবিবার মানেই কোথাও একটু খানি ঘুরতে যাওয়া, সারা সপ্তাহের ক্লান্তি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় এই দিনে, ছুটি বলেই বাচ্চাদের আনন্দের সীমা থাকে না, এমনকি কর্মব্যস্ত মানুষেরাও এই দিনটির আশায় বসে থাকেন সারা সপ্তাহ জুড়ে।

এমন একটি ছুটির দিনে, সুন্দর দিনে সকলের এই শুভ দিনটি আরো বেশি সুন্দর ও মঙ্গলময় করে তোলার জন্য আপনার থেকে পাঠানো একটা সুন্দর শুভেচ্ছা বার্তাই যথেষ্ট, তার এই রবিবারের দিনটিকে আরো বেশি আনন্দ মুখরিত করে তুলতে।

যে কোন লোনের জন্য আবেদন করুন অনলাইনে 👇
হোম লোনপার্সোনাল লোনবাইক লোনকার লোনবিজনেস লোনশিক্ষা লোন

ছোটবেলায় পড়ার বইতে নিশ্চয়ই সেই কবিতাটার কথা মনে আছে, ছুটির দিন মানেই ছোট্ট ছোট্ট কচিকাঁচাদের আনন্দের সীমা নেই, নাচতে নাচতে তারা খেলে বেড়ায় মাঠে ঘাটে।

শুভ রবিবারের শুভেচ্ছা বার্তা 2023:

এবার তাহলে জেনে নেওয়া যাক রবিবারের শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস গুলি সম্পর্কে:

ছুটি, ছুটি, ছুটি,
আজকের এই ছুটির দিনে অনেক বকুনি,
অনেক দায়িত্ব থেকে মুক্তি পাওয়া গেল, তাই না !
আর একটুখানি অলসতা,
একটুখানি জমিয়ে খাওয়া দাওয়া,
সবমিলিয়ে আজকে রবিবারটা,
হয়ে উঠুক আরো বেশি সুন্দর,
তোমাকে জানাই শুভ রবিবারের শুভেচ্ছা

 

মেঘের কোলে রোদ হেসেছে,
বাদল গেছে টুটি,
আজ আমাদের ছুটি ও ভাই,
আজ আমাদের ছুটি।
কী করি আজ ভেবে না পাই,
পথ হারিয়ে কোন বনে যাই,
কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি,
ছুটির আমেজে আজকের এই রবিবারে,
সবার প্রথমে এই কবিতা টাই বেশি করে মনে পড়ে,
তার সাথে মনে পড়ে শৈশবের সেই,
মিষ্টি মধুর দিনগুলির কথা,
শুভ রবিবার

 

স্কুল ছোটবেলার একটি মধুর জায়গা,
এখানে জড়িয়ে রয়েছে অনেক স্মৃতি,
তবে স্কুলের প্রতিদিনের ছুটির ঘন্টা,
অত বেশি আনন্দ দেয় না,
যেটা শনিবারে ছুটির ঘন্টা তে দিয়ে থাকে,
এর কারণ হলো পরের দিন যে,
স্কুলে আসার কোন তাড়া নেই,
সুন্দর একটি মিষ্টি ছুটির দিনের জন্য,
আমার তরফ থেকে রইল,
অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা

 

বাজলো ছুটির ঘন্টা, কেমন করে মনটা,
ছুটির দিনের আলস্য আর আনন্দে,
ভরে উঠুক আজকের এই শুভ দিনটি,
শুভ রবিবারের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।

 

এই কামনাই করি,
সবার জীবন থাকুক ভালবাসায় পরিপূর্ণ,
বন্ধু থাকুক সবার সাথে, সবাই পাক জীবনে সফলতা।
শুভকামনা জানিয়ে রবিবারের,
এই সকালে জানাই সুপ্রভাত ও সারা দিনের,
ভালবাসায় ছুটির দিনটি খুবই,
সুন্দর ভাবে কাটুক তোমার,
শুভ রবিবার

 

সোম, মঙ্গল, বুধ এরা সব আসে তাড়াতাড়ি,
এদের ঘরে আছে বুঝি মস্ত হওয়া গাড়ি,
রবিবার যে কেন মা গো এমন দেরি করে,
ধীরে ধীরে পৌঁছায় সে সকল বারের পরে,
শুভ রবিবারের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

 

আরো একটি নতুন সকাল, সুন্দর সকাল,
আরো কিছু নতুন স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে,
সকলের এই ছুটির দিনটি শুরু হোক,
সারাদিন কাটুক আনন্দে,
শুভ রবিবারের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা

 

রাত পেরিয়ে আবার একটি নতুন ভোর হল,
জীবনে এলো আরো একটি নতুন দিন,
এই দিনে পরিকল্পনা গুলো বাস্তবায়িত হোক,
এই দিনটি তোমার ভালো কাটুক, শুভ রবিবার

 

নীল আকাশে সাদা মেঘের ভেলা,
দীঘির জলে পদ্ম ফুলের পাপড়ি মেলা,
সবুজ ঘাসে শিশির রেখা বলছে হেসে হেসে,
রবিবারের ছুটির দিন কাটুক ভালোবেসে।
এই ছুটির দিনটি আনন্দময় হয়ে উঠুক,
তোমার জীবনে, শুভ রবিবার

 

রবিবার মানেই আরো একটি,
নতুন সপ্তাহের আগমন,
যে সপ্তাহ জীবনে আরও কিছু,
নতুন পাওনা রয়ে যায়,
শুভ রবিবার।

 

রবিবারের এই শুভ দিনে তোমাকে জানাই,
অনেক অনেক শুভকামনা,
দুচোখে ভরা স্বপ্নগুলো সত্যি হোক তাড়াতাড়ি,
উপভোগ করো তোমার এই সুন্দর জীবন,
শুভ রবিবার

 

যার ভালোবাসার গভীরতা যতো বেশি,
তার ভালোবাসার প্রকাশ তত কম,
প্রতিটি সুন্দর জিনিস সব সময়,
গোপন করে রাখতে হয়,
শুভ রবিবারের শুভেচ্ছা ও শুভকামনা

 

তোমার জীবনে বয়ে আসুক স্নিগ্ধ সকাল,
সবার জীবন ভরে উঠুক আনন্দ আর সুখে,
উৎসবে মেতে ওঠো সকাল থেকে সাঁঝে,
শুভ রবিবারের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।

 

বৃষ্টি ভেজা ফুলের পাপড়ি দেখতে লাগে মিষ্টি,
ছুটির দিনে একটু যদি ঝমঝমিয়ে হয় বৃষ্টি,
আনন্দটা দ্বিগুণ হবে খুশির হাওয়া বইবে তবে,
ছুটির দিনে খুব মজা হবে, শুভ রবিবারের প্রীতি,
শুভেচ্ছা ও অভিনন্দন

 

শনিবারে রাতের শেষে জেগে উঠেই দেখি,
রবিবারের মুখে অনেকখানি হাসি লেগে রয়েছে,
তবে রবিবার যখন চলে যায় নিজেও,
কেঁদে যায় সকলকে কাঁদিয়ে যায়।
ছোট্ট বাচ্চা মাকে প্রশ্ন করে,
আচ্ছা মা রবিবার কি গরিব ঘরের মেয়ে ?
শুভ রবিবারের শুভকামনা

 

নীরবতা সব প্রশ্নের উত্তর,
হাসি হল সমস্ত জটিল,
পরিস্থিতির সেরা প্রতিক্রিয়া,
একটি সফল দিনের আশা করে,
তোমাকে জানাই শুভ রবিবারের শুভেচ্ছা

 

প্রার্থনা আর বিশ্বাস দুটোই কিন্তু অদৃশ্য,
কিন্তু এই দুটোতেই রয়েছে সর্বশক্তি,
যা কিনা সমস্ত অসম্ভব কাজকেও,
সম্ভব করে তুলতে পারে,
তোমার জীবনের লক্ষ্য পূর্ণ হোক,
এই আশা জানিয়ে শুভ রবিবারের,
শুভেচ্ছা ও ভালোবাসা পাঠালাম।

 

মাংস, পোলাও, চিংড়ি, কালিয়া আরো যে কত কিছু,
আজ যে হবে পেট পুজো এসো আমার পিছু পিছু,
বাড়িতে আজ স্বাগত জানাই তোমার পরিবারকে,
খাওয়া দাওয়ার সাথে আনন্দে মাতব আজকে।
শুভ রবিবার

 

কাজকর্ম কিছুই নেই আজকে যে রবিবার,
পেট পুজো আর দেদার ঘুম আনন্দ অপার,
সপ্তাহের সেই বাকি দিনগুলি যদি এমনটাই হতো,
তাহলে কি এত আনন্দ উপভোগ করা যেতো ?
শুভ রবিবারের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন

 

আকাশ, বাতাস, ঝর্ণা, পাহাড়,
বইয়ে দিল খুশির হাওয়া,
সপ্তাহ শেষে রবিবার আমাদের কাছে পরম পাওয়া,
ছুটির সাথে খাওয়া দাওয়া আরো অনেক কিছু,
চিন্তা করো না ব্যস্ততা আবার আসছে পিছু পিছু।
শুভ রবিবারের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন

 

ঈশ্বরের কাছে প্রার্থনা করি,
জীবনের সমস্ত আশা তোমার পূর্ণ হোক,
সর্বদাই সুস্থ্য থাকো, ভালো থাকো,
পরিবারের সকল সদস্যের,
মঙ্গল কামনা করে আজকের এই,
রবিবারের বিশেষ দিনে তোমাকে,
জানাই শুভ রবিবারের শুভেচ্ছা ও অভিনন্দন

 

সাফল্য পাওয়ার কোন গোপন রহস্য নেই,
এটি শুধুমাত্র সঠিক প্রস্তুতি, কঠোর পরিশ্রম,
ব্যর্থতা এবং একাগ্রতা, হাল ছেড়ে না দেওয়া,
এগুলির মিষ্টি ফলাফল।
একটি সফল রবিবারের কামনা করে,
তোমাকে জানাই শুভ রবিবারের,
শুভেচ্ছা ও শুভকামনা

 

নতুন একটি দিনের সাথে,
নতুন একটি জীবন অতিবাহিত করো,
নতুনভাবে চিন্তা করো,
আসুক নতুন কিছু,
শুভ বুদ্ধি জাগ্রত হোক সকলের,
মধ্যে শুভ রবিবার

 

চেষ্টা না করে বসে থাকার চেয়ে,
ব্যর্থতা আর কিছুতেই নেই,
তাই চেষ্টা চালিয়ে যাওয়াই ভালো,
একটা পর্যায়ে গিয়ে অবশ্যই,
কোনো কাজ সফল হবেই,
একটি সুন্দর দিনের কামনা করে,
তোমাকে জানাই শুভ রবিবারের প্রীতি,
শুভেচ্ছা ও অভিনন্দন

 

দিক দিগন্ত ছুটির আমেজে ভেসে যায়, চারিদিকে যেন এক উৎসবের রেশ, সারা সপ্তাহ সমস্ত পরিবার থাকে নিস্তব্ধ, কিন্তু এই ছুটির দিনে প্রতিটি পরিবারে যেন নেমে আসে উৎসবের আনন্দ।

এই আনন্দের সাথে সাথে যদি সুন্দর আর মিষ্টি শুভেচ্ছা বার্তা, অনুপ্রেরণামূলক কথা শোনা যায়, পড়া যায়, তাহলে তো আর কথাই নেই। এই ছুটির দিনটি আরো বেশি সুন্দর হয়ে ওঠে সকলের কাছে।

আপনার আশেপাশের চেনা পরিচিত বন্ধু-বান্ধব, প্রিয়জন, আত্মীয়-স্বজন, পরিবারের সকল সদস্যের উদ্দেশ্যে রবিবারের এই সুন্দর দিনের শুভেচ্ছা জানিয়ে তাদের এই বিশেষ দিনটিকে আরো বেশি সুন্দর করে তুলতে পারবেন আপনি।

তাহলে আর দেরি কেন ? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, instagram, সবকিছুর মধ্যে দিয়ে আপনি এই শুভেচ্ছা বার্তাগুলি পাঠিয়ে রবিবারের আনন্দ ভাগ করে নিন সকলের সাথে।

সকল পাঠকগণদের জানাই “শুভ রবিবার”

শুভ রবিবারের শুভেচ্ছা বার্তা, কবিতা ও এস এম এস (sms), Happy Sunday Quotes, Wishes And Messages In Bengali, শুভ রবিবারের শুভেচ্ছা ছবি, ফটো ও পিকচার, Download Happy Sunday Bengali Images.

Leave a Comment