2023 স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অটো লোন আবেদন পদ্ধতি ও কাগজপত্র

State Bank of India Vehicle Loan 2023 (স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অটো লোন 2023): How to Apply for State Bank of India Vehicle Loan? |  State Bank of India Auto Loan Apply Online.

বর্তমান জীবনে যানবাহন এর প্রয়োজনীয়তা কতখানি তা তো আমরা সবাই জানি। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া থেকে শুরু করে যেকোনো প্রয়োজনীয় কাজে আমাদের কোন না কোন গাড়ির প্রয়োজন হয়, সেটা হতে পারে দুই চাকা, তিন চাকা হতে পারে অথবা চারচাকা।

অনেক সময় দেখা যায়, ভাড়া করা গাড়ির উপর নির্ভর করে অনেক রকম দরকারি কাজ সম্পন্ন করতে হচ্ছে। তবে সে ক্ষেত্রে অনেকটাই ঝামেলা পোহাতে হয়। তার জন্য সময়ের অপচয় হয়ে থাকে অনেকখানি।

Bank Name State Bank of India (SBI)
Type of Loan Vehicle Loan / Auto Loan
Loan Application Process Online / Offline
Official Website https://sbi.co.in/

সেই কারণে অনেকেই হয়তো ভেবে থাকতে পারেন যে নিজস্ব কোন গাড়ি থাকলে হয়তো এতটা হয়রানি হতে হতো না, প্রয়োজনীয় কাজ সময়মতো সম্পন্ন করা যেত। তবে পর্যাপ্ত পরিমান টাকার অভাবে এই ইচ্ছাটা পূরণ হয় না বেশির ভাগ সময়।

State Bank of India Vehicle Loan - স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অটো লোন
State Bank of India Vehicle Loan – স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অটো লোন

তবে আপনি কিন্তু চাইলে ব্যাংক থেকে খুবই কম এবং আকর্ষণীয় সুদের হারে অটো লোন (Auto Loan) নিতে পারেন। যার মধ্যে দিয়ে আপনি আপনার প্রয়োজন অনুসারে টু হুইলার (Two Wheeler), থ্রি হুইলার (Three Wheeler), ফোর হূইলার (Four Wheeler) নিতে পারবেন অনায়াসেই। আর প্রতিমাসে খুবই কম ই এম আই বাবদ এই লোন পরিশোধ করতে পারবেন খুবই সহজে।

State Bank of India Vehicle Loan (স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অটো লোন):

তো চলুন তাহলে জানা যাক, কিভাবে আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অটো লোন এর জন্য আবেদন করবেন এবং এই লোন সম্পর্কিত আরো অন্যান্য তথ্য সম্পর্কেও জানা যাক:

যেহেতু অটো লোন (Auto Loan) এর মধ্যে টু হুইলার, থ্রি হুইলার, ফোরহূইলার ধরা হয়ে থাকে। সে ক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ফোর হূইলার অথবা কার লোন এর সম্পর্কে জানা যাক।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কার লোন (SBI Car Loan):

প্রসেসিং ফি: নতুন গাড়ির ক্ষেত্রে, ০.৪০% লোন এমাউন্ট এর উপরে। তার সাথে জি এস টি (GST) সর্বনিম্ন ১০০০ টাকা তার সাথে জি এস টি এবং সর্বোচ্চ ৭৫০০ টাকা তার সাথে জি এস টি।

Certified pre-owned cars: ১.২৫% শতাংশ লোন এমাউন্ট এর উপরে তার সাথে জি এস টি সর্বনিম্ন ৩৭৫০ টাকা, তার সাথে জি এস টি, সর্বোচ্চ ১০ হাজার টাকা তার সাথে জি এস টি।

সুদের হার: ৭.৭০% থেকে ১৩.৬৫% শতাংশ পর্যন্ত।

লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত।

আপনি যে চারচাকা কার নিতে চাইছেন সেই গাড়ির অন রোড প্রাইস এর ৯০% পর্যন্ত আপনি লোন এমাউন্ট পেতে পারেন।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাইক লোন (SBI Two Wheeler Loan):

সুদের হার: ১৬.২৫% শতাংশ

সর্বোচ্চ লোন এমাউন্ট: বাইক অথবা টু হুইলারের অন রোড প্রাইস এর ৭৫% পর্যন্ত।

সর্বোচ্চ লোন পরিশোধের সময়সীমা: তিন বছর পর্যন্ত।

সবথেকে কম EMI: প্রতি ১০ হাজার টাকার উপর ৩৫৩ টাকা, ২% এর উপরে যেটা সর্বনিম্ন ১০০০ টাকা।

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বাইকের ধরনের উপর লোন এমাউন্ট এবং সুদের হার নির্ধারণ করে থাকে, যেমন ধরুন টু হুইলার বাইক এবং টু হুইলার সুপার বাইক। এক্ষেত্রে সুপার বাইক এর জন্য লোন এমাউন্ট একটু বেশি এবং সুদের হার একটু কম।

গাড়ির ধরন: সমস্ত রকম প্যাসেঞ্জার কার, টু হুইলার, থ্রি হুইলার, ফোর হুইলার, গ্রাহকরা পেয়ে যাবেন অটো লোন এর মধ্যে দিয়ে।

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অটো লোন সুদের হার:

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অটো লোন (SBI Auto Loan) নেওয়ার ক্ষেত্রে আবেদনকারীর যে সমস্ত বিষয়গুলি উপরে সুদের হার নির্ভর করে:

১) আবেদনকারীর বেতন: অটো লোন এর জন্য আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বেতন যদি প্রতিমাসে ভাল অঙ্কের হয়ে থাকে, সে ক্ষেত্রে সুদের হার অনেকটাই নির্ভর করে এই বেতন এর ওপর।

২) কর্মচারীর ধরন: কর্মচারী হিসাবে আবেদনকারী যদি মহিলা হয়ে থাকেন, সেক্ষেত্রে সুদের হার অনেকটাই কম হয় অথবা সুদের হারে অনেকটাই ছাড় পেতে পারেন।

৩) ব্যাংকের সাথে যোগাযোগ ব্যবস্থা: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তে যদি আবেদনকারীর সেভিং অথবা সেলারি একাউন্ট থেকে থাকে আর লেনদেন ভালো হয়ে থাকে, সে ক্ষেত্রে সুদের হারে অনেকটাই ছাড় পাওয়া যেতে পারে।

৪) আবেদনকারীর বয়স: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অটো লোন (SBI Auto Loan) নেওয়ার জন্য আবেদনকারীর সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৬৫ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে।

৫) ইনকাম: প্রতিমাসে কমপক্ষে ১০ হাজার টাকা ইনকাম থাকতে হবে আবেদনকারীর।

৬) সিভিল স্কোর (CIBIL Score): আবেদনকারীর ব্যাংকের সিভিল স্কোর ভালো মানের হয়ে থাকলে অটো লোন এর জন্য অগ্রাধিকার পেতে পারেন। যেমন ধরুন ৭৫০ অথবা ৭৫০ এর বেশি থাকলে অটো লোন এর জন্য বেশ ভালো।

State Bank of India Vehicle Loan Apply Documents:

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অটো লোন (SBI Auto Loan) নেওয়ার জন্য আবেদনকারীর যে সমস্ত ডকুমেন্টস অথবা কাগজপত্র প্রয়োজন পড়বে:

বেতনভুক্ত কর্মচারীদের জন্য কাগজপত্র:

১) সম্পূর্ণ ফিলাপ করা এবং আবেদনকারীর সই করা লোন অ্যাপ্লিকেশন ফর্ম।

২) আবেদনকারীর ফটোগ্রাফ।

৩) ইনকাম ট্যাক্স প্যান কপি।

৪) পরিচয় পত্র হিসেবে- প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স।

৫) ঠিকানার প্রমাণপত্র হিসাবে- ইউটিলিটি বিল, রেজিস্টার্ড রেন্ট এগ্রিমেন্ট, পাসপোর্ট, লিভ এন্ড লাইসেন্স।

৬) ইনকাম ডকুমেন্টস হিসাবে- ফর্ম 16, লাস্ট তিন মাসের পে-স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট, স্যালারি ক্রেডিট এবং অন্যান্য ই এম আই ডেবিট (EMI Debit)।

Self-employed দের জন্য কাগজপত্র:

১) ইনকাম ট্যাক্স প্যান কপি।

২) সম্পূর্ণ ফিলাপ করা এবং আবেদনকারীর সই করা লোন অ্যাপ্লিকেশন ফর্ম।

৩) আবেদনকারীর ফটোগ্রাফ।

৪) পরিচয় পত্র হিসেবে- প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড,

৫) ঠিকানার প্রমাণপত্র হিসেবে- রেজিস্টার্ড রেন্ট এগ্রিমেন্ট, পাসপোর্ট, লিভ এন্ড লাইসেন্স, ইউটিলিটি বিল।

৬) ইনকাম ডকুমেন্ট হিসেবে লাস্ট দু বছরের আই টি আর (ITR)।

৭) ব্যবসায় প্রমাণপত্র হিসেবে- সার্ভিস ট্যাক্স রেজিস্ট্রেশন, ব্যবসার ঠিকানা প্রমাণপত্র ইত্যাদি।

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অটো লোন আবেদনকারীর যোগ্যতা:

১) আবেদনকারীর বয়স অবশ্যই সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৬৫ বছর বয়সের মধ্যে হতে হবে।

২) আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

৩) ব্যাংকের সিভিল স্কোর ৭৫০ অথবা ৭৫০ এর বেশি থাকলে এই লোনের জন্য উপযুক্ত।

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অটো লোন এর জন্য আবেদন পদ্ধতি:

দুই রকমভাবে আপনি অটো লোন এর জন্য আবেদন করতে পারবেন প্রথমত অনলাইন দ্বিতীয়ত অফলাইন।

State Bank of India Vehicle Loan অনলাইন আবেদন:

Step 1. প্রথমত আপনাকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, https://www.sbi.in/

Step 2. তারপর এ্যাপলাই নাও (Apply Now) অপশনটিতে ক্লিক করুন। এরপর Vehicle Loan অথবা Auto Loan অপশনটির উপর ক্লিক করুন।

Step 3. এরপর টু হুইলার, থ্রি হুইলার, ফোর হুইলার, যেটা আপনি নিতে চাইছেন সেটি সিলেক্ট করুন।

Step 4. এরপর এ্যাপলাই নাও অপশনটিতে ক্লিক করুন। আপনার সামনে একটি লোন অ্যাপ্লিকেশন ফর্ম (SBI Vehicle Loan Application Form) আসবে।

Step 5. প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি দিয়ে অপ্লিকেশন ফর্ম টি ভালো ভাবে ফিলাপ করুন। ভালোভাবে ফিলাপ করে নিয়ে চেক করার পর সাবমিট (Submit) বাটনে ক্লিক করুন।

Step 6. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আপনার লোন অ্যাপ্লিকেশন টি ভেরিফাই করবে এবং খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবে।

State Bank of India Vehicle Loan অফলাইন আবেদন:

এছাড়া আপনার কাছাকাছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে কোন ব্রাঞ্চে গিয়ে আপনি অটো লোন (Auto Loan) এর জন্য অফলাইনেও আবেদন করতে পারেন। তার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি নিয়ে আপনাকে ব্যাংকে যেতে হবে এবং সেই ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলতে হবে এই অটো লোনের বিষয়ে।

এইভাবে সহজ কয়েকটি পদক্ষেপ অবলম্বন করে খুবই সামান্য ডকুমেন্টেশনের মধ্যে দিয়ে আকর্ষণীয় সুদের হারে আপনি আপনার প্রয়োজন অনুসারে অটো লোন এর জন্য আবেদন করতে পারেন। লোন পরিশোধের সময়সীমা আপনার সুবিধামতো হওয়ার কারণে এই লোন পরিশোধের সময় কোন রকম অসুবিধা হবে না। বর্তমান কর্ম জীবনের উপর নির্ভর করে প্রতিমাসে খুবই কম ই এম আই (EMI) বাবদ এই লোন পরিশোধ করতে পারবেন অনায়াসেই।

Home Click here
Official Website Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top