State Bank of India Gold Loan 2023 (স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গোল্ড লোন 2023): How to Apply for State Bank of India Gold Loan? | State Bank of India Gold Loan Apply Online.
সোনার অলংকার কমবেশি সকলের কিছু না কিছু থাকে। সেটা অল্প পরিমাণে হোক অথবা বেশি পরিমাণে। সম্পূর্ণ সাজ হয়ে যাওয়ার পর, সোনার অলংকারে সেজে উঠতে সকল নারীরা বেশ পছন্দ করেন। তবে আপনি কি জানেন! এই সোনার অলংকার শুধুমাত্র সাজসজ্জায় ব্যবহৃত হয় না। আপনি চাইলে এই সোনার অলংকার গুলিকে প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারেন, গোল্ড লোন (Gold Loan) এর মধ্যে দিয়ে।
দিন দিন সোনার চাহিদা যে ভাবে বেড়ে চলেছে তাতে সোনার অলংকারের দাম বেশ ভালোই। আর সেই কারণে এটি একটি সম্পত্তি হিসেবে অনেকেই সুরক্ষিত ভাবে রেখে দেন, তবে বিপদে ব্যাংক থেকে এই সমস্ত সোনার অলংকার অথবা সোনার কয়েন এর বিপরীতে আপনি লোন নিয়ে প্রয়োজনীয় কাজকর্ম মিটিয়ে ফেলতে পারেন।
Bank Name | State Bank of India (SBI) |
Type of Loan | Gold Loan |
Loan Application Process | Online / Offline |
Official Website | https://sbi.co.in/ |
সে ক্ষেত্রে খুবই কম এবং আকর্ষণীয় সুদের হারে বলতে গেলে কয়েক ঘন্টার মধ্যেই আপনি এই লোন হাতে হাতে পেয়ে যাবেন, আর লোন পরিশোধের সময়সীমা খুবই কম হওয়ার কারণে আপনি তাড়াতাড়ি এই লোন পরিশোধ দেওয়ার মধ্যে দিয়ে ঋণ মুক্ত হতে পারেন খুব তাড়াতাড়ি।
এক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গোল্ড লোন আপনি নিতে পারেন। যা কিনা খুবই কম এবং আকর্ষণীয় সুদের হারে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত গোল্ড লোন দিয়ে থাকে গ্রাহকদের জন্য।
সুচিপত্র
- State Bank of India Gold Loan (স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গোল্ড লোন):
- স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গোল্ড লোন এর সুবিধা:
- স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গোল্ড লোন আবেদনকারীর যোগ্যতা:
- স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গোল্ড লোন নেওয়ার জন্য ডকুমেন্টস:
- স্টেট ব্যাংক গোল্ড লোন ফি এবং চার্জ (SBI Gold Loan Fee & Charge):
- স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গোল্ড লোন আবেদন করবেন কিভাবে?
- FAQ for State Bank of India Gold Loan:
State Bank of India Gold Loan (স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গোল্ড লোন):
তো চলুন তাহলে জানা যাক, কিভাবে আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গোল্ড লোন এর জন্য আবেদন করবেন এবং এই লোন সম্পর্কিত আরো অন্যান্য তথ্য সম্পর্কেও জানা যাক:
সুদের হার: সর্বোচ্চ ৭.৩০%
সর্বোচ্চ লোন এমাউন্ট: সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত।
লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ তিন বছর পর্যন্ত।
প্রসেসিং ফি: ০.৫০% লোন এমাউন্ট এর উপরে, সাথে জি এস টি (GST), যেটা সর্বনিম্ন ৫০০ টাকা।
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গোল্ড লোন এর সুবিধা:
১) খুবই সহজ পদ্ধতিতে আপনি এই লোন পেতে পারেন, কুড়ি হাজার থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত লোন পেতে পারেন।
২) খুবই সহজসাধ্য লোন পরিশোধ ১২ মাস অর্থাৎ এক বছর থেকে ৩৬ মাস অর্থাৎ তিন বছর পর্যন্ত।
৩) প্রতিমাসে সামান্য কিছু ই এম আই বাবদ আপনি এই লোন পরিশোধ করতে পারেন।
৪) খুবই তাড়াতাড়ি অ্যাপ্রুভাল পাওয়া যায়।
৫) প্রসেসিং ফি: ০.২৫% লোন এমাউন্ট এর উপরে।
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গোল্ড লোন আবেদনকারীর যোগ্যতা:
১) আবেদনকারীর বয়স: আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে লোন নেওয়ার জন্য।
২) আবেদনকারীর ইনকাম: আবেদনকারী মহিলা হোক অথবা পুরুষ, প্রতি মাসে বেশ ভাল অঙ্কের একটা বেতন পেতে হবে ইনকামের মধ্যে দিয়ে।
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গোল্ড লোন নেওয়ার জন্য ডকুমেন্টস:
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গোল্ড লোন নেওয়ার জন্য আবেদনকারীর যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন পড়বে সেগুলি হল:
১) পরিচয় পত্র হিসেবে- প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইত্যাদি।
২) ঠিকানার প্রমাণপত্র হিসেবে- ইউটিলিটি বিল, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ইত্যাদি।
৩) আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ।
৪) সম্পূর্ণ ফিলাপ করা এবং আবেদনকারীর সই করা লোন অ্যাপ্লিকেশন ফর্ম (SBI Gold Loan Application Form)।
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গোল্ড লোন (SBI Gold Loan) এর এমাউন্ট দেওয়ার সময় যে সমস্ত ডকুমেন্টস গুলি আপনাকে দিয়ে থাকে সেগুলো হলো:
১) অ্যারেঞ্জমেন্ট লেটার (Arrangement Letter)
২) সোনার অলংকারের টেক ডেলিভেরি লেটার (Gold Ornament Take Delivery Letter)
৩) ডি পি নোট (DP Note)
৪) ডি পি নোট টেক ডেলিভারি লেটার (DP Note Take Delivery Letter)
স্টেট ব্যাংক গোল্ড লোন ফি এবং চার্জ (SBI Gold Loan Fee & Charge):
প্রসেসিং ফি: ০.২৫% লোন এমাউন্ট এর ওপরে নিয়ে থাকে, যেটা সর্বনিম্ন ২৫০ টাকা। (Applied Through YONO)
- সমস্ত রকম সোনার অলংকারের উপরে এবং সোনার কয়েন এর উপরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লোন দিয়ে থাকে।
- ১৮ ক্যারেট থেকে শুরু করে ২৪ ক্যারেট পর্যন্ত সোনার অলংকার হলে গোল্ড লোন এর জন্য উপযুক্ত।
- আপনার সোনার অলংকারের বর্তমান মার্কেট প্রাইস হিসাবে আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গোল্ড লোন পেতে পারেন অনায়াসেই।
- কাঁচা সোনা কোনভাবেই ব্যাংক নেয় না গোল্ড লোন দেওয়ার ক্ষেত্রে।
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গোল্ড লোন আবেদন করবেন কিভাবে?
দু’রকম পদ্ধতিতে আপনি গোল্ড লোন এর জন্য আবেদন করতে পারেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে, অনলাইন আবেদন অথবা অফলাইন আবেদন।
State Bank of India Gold Loan অনলাইন আবেদন:
Step 1. প্রথমত আপনাকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, https://www.sbi.in/
Step 2. এরপর লোন (Loan) অপশনে গিয়ে গোল্ড লোন (Gold Loan) অপশনটির উপরে ক্লিক করুন। এরপর এ্যাপলাই নাও (Apply Now) অপশনটিতে ক্লিক করুন।
Step 3. একটি লোন অ্যাপ্লিকেশন ফর্ম (SBI Gold Loan Application Form) আসবে, যেটি প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি দিয়ে ভালোভাবে ফিলাপ করতে হবে।
Step 4. ভালোভাবে ফিলাপ করে চেক করে নেওয়ার পর সাবমিট (Submit) বাটনে ক্লিক করুন। আপনার লোন অ্যাপ্লিকেশন টি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভেরিফাই করবে এবং খুব শীঘ্রই আপনার সাথে এই লোনের বিষয়ে যোগাযোগ করবে।
State Bank of India Gold Loan অফলাইন আবেদন:
এছাড়া প্রয়োজনীয় ডকুমেন্টস এবং সোনার অলংকার গুলি নিয়ে আপনি আপনার কাছাকাছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে কোন ব্রাঞ্চে গিয়ে গোল্ড লোন এর জন্য আবেদন করতে পারেন। সহজ কয়েকটি পদক্ষেপ পার করার পর, কয়েক ঘন্টার মধ্যেই আপনি এই লোন হাতে হাতে পেয়ে যাবেন।
তো এইভাবে খুবই সহজ কয়েকটি পদক্ষেপ অবলম্বন করে আপনার সোনার অলংকার এবং সোনার কয়েন গুলোর বিপরীতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গোল্ড লোন (SBI Gold Loan) নিতে পারবেন, হঠাৎ প্রয়োজনীয় কোন কাজে, বিয়ে, কোথাও ঘুরতে যাওয়া, পড়াশোনার খরচ, অথবা ছোটখাটো কোনো অনুষ্ঠানের জন্য এই লোন খুব কম সময়ের মধ্যে আপনি পেয়ে যেতে পারেন।
Home | Click here |
Official Website | Click here |
FAQ for State Bank of India Gold Loan:
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গোল্ড লোন এর মার্জিন কত?
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ২৫% পর্যন্ত গোল্ড লোন এর উপর মার্জিন নিয়ে থাকে।
সর্বনিম্ন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গোল্ড লোন এমাউন্ট কত?
সর্বনিম্ন গোল্ড লোন এমাউন্ট কুড়ি হাজার (২০,০০০) টাকা।
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গোল্ড লোন পরিশোধের সময়সীমা কতটা?
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গোল্ড লোন পরিশোধের সময়সীমা সর্বোচ্চ ৩৬ মাস অর্থাৎ তিন বছর।
কত সময় লাগে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গোল্ড লোন অ্যাপ্রুভড হতে?
খুবই কম সময়ের মধ্যে এই গোল্ড লোন আপনি পেয়ে যাবেন। বলতে গেলে এক ঘণ্টার মধ্যেই এবং যেদিনই আপনি এই লোনের জন্য আবেদন করবেন, সেদিনই এই লোন এর অ্যামাউন্ট আপনার হাতে অথবা আপনার ব্যাংক একাউন্টে জমা হয়ে যাবে।