2023 স্টেট ব্যাংক কার লোন আবেদন পদ্ধতি ও কাগজপত্র

State Bank Car Loan 2023 (স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কার লোন 2023): How to Apply for State Bank Car Loan? | State Bank Car Loan Interest Rates List | State Bank Car Loan Apply Online.

নিত্য প্রয়োজনীয় জিনিসের মত গাড়ির চাহিদা প্রতিনিয়ত বেড়েই চলেছে, উৎসব, অনুষ্ঠান, বিয়েবাড়ী, দরকারি কোন কাজ, যে কোন জায়গাতে গাড়ির প্রয়োজন পড়েই। সে ক্ষেত্রে দেখা যায় অনেকেই ভাড়া করা গাড়ির উপরে নির্ভর করে থাকেন। আবার অনেকেই চান নিজস্ব একটি গাড়ি থাকলে বেশ ভালো হতো। তবে শুধুমাত্র ইচ্ছাই তো সব জায়গায় গুরুত্ব পায় না, সে ক্ষেত্রে প্রয়োজন পড়ে কিছুটা টাকার।

নিজস্ব গাড়ী কেনার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা যখন হয়ে ওঠে না, তখন অন্য কোথাও থেকে জোগাড় করার চিন্তা ভাবনা করে থাকেন অনেকেই। সে ক্ষেত্রে আপনি যদি মনে করেন তাহলে ব্যাংক থেকে কার লোন নিয়ে সেই ইচ্ছা পূরণ করতে পারেন।

Bank Name State Bank of India (SBI)
Type of Loan Car Loan
Loan Application Process Online / Offline
Official Website https://sbi.co.in/

খুবই কম এবং আকর্ষণীয় সুদের হার, তার সাথে লোন পরিশোধের সময়সীমা পাবেন অনেকটাই। যেটার মধ্যে দিয়ে আপনি বর্তমান কর্ম জীবনের উপর থেকে প্রতিমাসে ই এম আই (EMI) বাবদ সেই লোন পরিশোধ করতে পারবেন খুবই সহজে।

স্টেট ব্যাংক কার লোন আবেদন পদ্ধতি - State Bank Car Loan Apply in Bengali
স্টেট ব্যাংক কার লোন আবেদন পদ্ধতি – State Bank Car Loan Apply in Bengali

এক্ষেত্রে আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কার লোন এর জন্য আবেদন করতে পারেন ঘরে বসে। আপনি খুবই সহজ কয়েকটি পদক্ষেপ অবলম্বন করে এই লোন এর জন্য আবেদন করতে পারবেন।

State Bank of India Car Loan (স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কার লোন):

তো চলুন তাহলে জানা যাক, কিভাবে আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কার লোন এর জন্য আবেদন করবেন এবং এই লোন সম্পর্কিত আরো অন্যান্য তথ্য সম্পর্কেও জানা যাক:

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য কার লোন অফার করে থাকে,( SBI Car Loan) যার মধ্যে দিয়ে গ্রাহকরা নিজেদের প্রয়োজন অনুসারে কার অথবা গাড়ি কিনতে পারেন, আর প্রতিমাসে ই এম আই দিয়ে সেই লোন পরিশোধ করতে পারেন অনায়াসেই।

সুদের হার: ৭.৭০% থেকে ১৩.২৫% শতাংশ পর্যন্ত।

লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কার লোন এর সুবিধা:

১) খুবই কম এবং আকর্ষণীয় সুদের হার এবং প্রতিমাসে ই এম আই খুবই সামান্য যেটা গ্রাহকদের দিতে বেশ সুবিধা হবে।

২) লোন পরিশোধের সময়সীমা সর্বোচ্চ ৭ বছর।

৩) কোনরকম এডভান্স ই এম আই নিয়ে থাকে না।

৪) Optional Life Insurance Cover from SBI.

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কার লোন চার্জ এবং ফি (State Bank of India Car Loan Charge & Fee):

প্রসেসিং ফি: 

নতুন গাড়ির ক্ষেত্রে: ০.৪০%  লোন এমাউন্ট এর উপরে, তার সাথে জি এস টি (GST), সর্বনিম্ন ১০০০ টাকা সাথে জি এস টি (GST), সর্বোচ্চ ৭,৫০০ টাকা সাথে জি এস টি (GST)।

Certified pre-owned cars: ১.২৫% লোন এমাউন্ট এর উপরে, তার সাথে জি এস টি (GST) সর্বনিম্ন ৩,৭৫০ টাকা সাথে জি এস টি (GST) সর্বোচ্চ ১০ হাজার টাকা সাথে জি এস টি (GST)।

Financing: সর্বোচ্চ ৯০% গাড়ির অন রোড প্রাইস হিসেবে আপনি পেতে পারেন।

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কার লোন নেওয়ার জন্য আবেদনকারীর যোগ্যতা:

১) আবেদনকারীর বয়স অবশ্যই সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৬৭ বছর বয়সের মধ্যে হতে হবে।

২) আবেদনকারীকে অবশ্যই সেন্ট্রাল অথবা স্টেট গভারনমেন্ট এর কর্মচারী হতে হবে, অথবা প্রফেশনাল, self-employed, কৃষক, হতে হবে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কার লোনের সুদের হার:

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কার লোনের সুদের হার আবেদনকারীর যে সমস্ত বিষয়গুলি উপরে নির্ভর করে:

১) আবেদনকারীর ইনকাম: আবেদনকারীর মাসিক ইনকাম যদি ভাল অঙ্কের হয়ে থাকে, সে ক্ষেত্রে প্রতিমসে ই এম আই দেওয়ার বিষয়টি আরো সহজ হয়ে ওঠে। তার সাথে সুদের হার অনেকটা কম বেশি হতে পারে।

২) গাড়ির বয়স: অর্থাৎ কোন আবেদনকারী যদি ব্যবহৃত গাড়ির জন্য লোন নিয়ে থাকেন সেক্ষেত্রে গাড়ির বয়স এর তুলনায় সুদের হার নির্ভর করে থাকে।

৩) লোন পরিশোধের সময়সীমা: লোন পরিশোধের সময়সীমা যত বেশি হবে, ততই কিন্তু আপনার সুদের হার বাড়তে থাকবে, আর যদি অল্প সময়ের মধ্যে আপনি এই লোনটি পরিশোধ করতে পারেন, সে ক্ষেত্রে সুদের হার অনেকটাই কমে আসবে।

৪) ব্যাংকের সাথে যোগাযোগ ব্যবস্থা: যদি কোন আবেদনকারীর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো থাকে এবং সেই ব্যাংকে সেলারি একাউন্ট অথবা সেভিং অ্যাকাউন্ট থেকে থাকে সে ক্ষেত্রে অনেকটাই সুদের হার ওঠানামা হতে পারে।

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কার লোনের জন্য যোগ্যতা:

আবেদনকারীর আরো যে সমস্ত যোগ্যতা এই লোনের জন্য বিশেষভাবে সহযোগিতা পূর্ণ হতে পারে সেগুলি হল:

১) ভালো ক্রেডিট স্কোর: অর্থাৎ আবেদনকারীর ব্যাংকের ক্রেডিট স্কোর যদি খুবই ভালো হয়ে থাকে সেটা ৭৫০ অথবা তারও বেশি হয়ে থাকে সে ক্ষেত্রে কার লোন এর জন্য অগ্রাধিকার পেতে পারেন।

২) কম সময়ের মধ্যে লোন পরিশোধ: লোনটা পরিশোধ করার জন্য আপনি যত কম সময় নেবেন ততই কিন্তু আপনার ক্ষেত্রে বিশেষভাবে ভালো। কেননা যত কম সময়ের মধ্যে আপনি লোন পরিশোধ করবেন ততই কিন্তু সুদের হার কম হবে এবং আপনার অন্যান্য কাজে আরো বেশি সুবিধা হয়ে উঠবে।

৩) লোন এমাউন্ট: অর্থাৎ আপনার যদি লোন এমাউন্ট খুবই কম হয়ে থাকে, সে ক্ষেত্রে লোন খুব তাড়াতাড়ি পাওয়ার সম্ভাবনা থাকে এবং খুব তাড়াতাড়ি শোধ করার জন্য আপনার অতটা ঝুঁকি বহন করতে হয় না।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কার লোন স্কিম:

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য যে সমস্ত কার লোন স্কিম অফার করে থাকে সেগুলি হল:

১) স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নতুন গাড়ির লোন (SBI New Car Loan Scheme): এই লোন আবেদনকারী নতুন গাড়ি কেনার জন্য নিতে পারেন আর এই লোনের পরিশোধের সময়সীমা ৮৪ মাস অর্থাৎ ৭ বছর পর্যন্ত। এক্ষেত্রে লাইফ ইন্সুরেন্স কভার অফার করে থাকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া।

২) Ceetified Pre- Owned Car Loan Scheme: এই লোন এর সর্বনিম্ন লোন এমাউন্ট ৩ লাখ টাকা এবং সর্বোচ্চ লোন এমাউন্ট ১০ লাখ টাকা।

৩) SBI Loyalty Car Loan Scheme: এই লোনের ক্ষেত্রে গ্রাহকরা যে গাড়ি নিতে চাইছেন সেই গাড়ির অন রোড প্রাইস এর ১০০% পর্যন্ত অফার করে থাকে। এই লোনের পরিশোধের সময়সীমা সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত। আর আবেদনকারীর বছরে ইনকাম কমপক্ষে দু’লাখ টাকা হতে হবে এই লোন নেওয়ার জন্য।

৪) SBI Assured Car Loan Scheme: এই লোনের জন্য পুরুষ / মহিলা সকলেই কিন্তু আবেদন করতে পারবেন, আর লোন পরিশোধের সময়সীমা তিন বছর পর্যন্ত এবং ৭ বছর পর্যন্ত। যেটা লোন এমাউন্ট এর উপরে নির্ভর করে। গাড়ির উপরে সর্বনিম্ন লোন এমাউন্ট দু লাখ টাকা।

৫) SBI Car Loan Lite Scheme: ব্যবসায়ী, কৃষক, self-employed এবং যে সমস্ত ব্যক্তি “তৎকাল ট্রাক্টর স্কিম” (Tatkal Tractor Scheme) এর মধ্যে পড়েন তারাও কিন্তু এ লোন এর জন্য আবেদন করতে পারবেন। সর্বোচ্চ লোন এমাউন্ট ৪ লাখ টাকা এবং লোন পরিশোধের সময়সীমা ৫ বছর পর্যন্ত।

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কার লোন নেওয়ার জন্য ডকুমেন্টস:

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কার লোন নেওয়ার জন্য যে সমস্ত ডকুমেন্টস অথবা কাগজপত্র প্রয়োজন পড়বে সেগুলি হল:

বেতনভুক্ত কর্মচারীদের জন্য:

১) লাস্ট ৬ মাসের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট

২) দুটো পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ,

৩) ঠিকানার প্রমাণপত্র

৪) পরিচয় পত্র

৫) লেটেস্ট পে স্লিপ,

৬) ফরম 16,

৭) ইনকাম ট্যাক্স রিটার্ন অথবা ফর্ম 16

Self-employed দের জন্য:

১) লাস্ট ৬ মাসের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট,

২) আবেদনকারীর দুটো পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ।

৩) পরিচয় পত্র

৪) ঠিকানার প্রমাণপত্র

৫) ইনকাম ট্যাক্স রিটার্ন

৬) ফরম 16

৭) অডিটেড ব্যালেন্স শীট,

৮) P & L স্টেটমেন্ট লাস্ট 2 বছরের,

৯) সেলস টেক্স সার্টিফিকেট

১০) পার্টনারশিপ কপি।

কৃষকদের জন্য ডকুমেন্টস:

১) লাইট ৬ মাসের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট,

২) আবেদনকারী দুটো পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ,

৩) ঠিকানার প্রমাণপত্র,

৪) পরিচয় পত্র,

৫) ডাইরেক্ট এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি।

৬) Allied agricultural activity (poultry, dairy, plantation, horticulture)

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কার লোন আবেদন করবেন কিভাবে?

Step 1. প্রথমত আপনাকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, https://www.sbi.in/

Step 2. এরপর লোন (Loan) অপশনে গিয়ে Vehicle Loan অপশন এর উপরে ক্লিক করুন। তারপর কার লোন (Car Loan) অপশনটি সিলেক্ট করুন অথবা তার উপরে ক্লিক করুন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে সমস্ত কার লোন স্কিম রয়েছে তার মধ্যে আপনি যে স্কিম এর লোন নিতে চাইছেন সেটি সিলেক্ট করুন।

Step 3. এবার আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে, সেখানে এ্যাপলাই নাও (Apply Now) অপশনটিতে ক্লিক করুন। একটি লোন অ্যাপ্লিকেশন ফর্ম (SBI Car Loan Application Form) আসবে।

Step 4. প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি দিয়ে লোন অ্যাপ্লিকেশন ফর্ম টি ভালো ভাবে ফিলাপ করুন। ফিলাপ করার পর ভালোভাবে চেক করে নিয়ে সাবমিট (Submit) বাটনে ক্লিক করুন।

এছাড়া প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি দিয়ে আপনি আপনার কাছাকাছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে কোন ব্রাঞ্চে গিয়ে কার লোনের জন্য অফলাইনেও আবেদন করতে পারেন।

তো এইভাবে সহজ কয়েকটি পদক্ষেপ অবলম্বন করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কার লোন (State Bank of India Car Loan) এর জন্য আপনি আবেদন করতে পারেন এবং নিজের গাড়ি কেনার স্বপ্ন পূরণ করতে পারেন। খুবই কম এবং আকর্ষণীয় সুদের হার, তার সাথে লোন পরিশোধের সময়সীমা পাচ্ছেন অনেকটাই। আর সমস্ত রকম ব্যক্তি এই লোন এর জন্য আবেদন করতে পারবেন অনায়াসেই।

Home Click here
Official Website Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top