SSC – স্কুল সার্ভিস কমিশন দ্বারা দেয়া হচ্ছে দুর্দান্ত চাকরির সুযোগ সমস্ত পোস্টের জন্য। SSC – এর এই চাকরির জন্য আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট ২০১৯। যদি SSC তে আবেদন করতে চান তাহলে এখনি দেখে নিন সমস্ত কিছু।
SSC টোটাল ১৩৫১ টি খালি পোস্টের জন্য আবেদন নিচ্ছে যার জন্য যোগ্যতা মাধ্যমিক (10th), উচ্চমাধ্যমিক (12th) এবং গ্রাজুয়েট। এই সমস্ত যোগ্যতা আবেদন করা পোস্টের ওপর নির্ভর করছে, যেই পোস্টের জন্য আবেদন করা হবে তার অনুসারে যোগ্যতা থাকতে হবে।
SSC চাকরির প্রধান তথ্য :
পোস্ট : আলাদা আলাদা পোস্ট খালি আছে
খালি পোস্ট : ১৩৫১
যোগ্যতা : মাধ্যমিক (10th), উচ্চমাধ্যমিক (12th) এবং গ্রাজুয়েট
বয়স : ১৮ থেকে ২৫, ২৭, ৩০ বছর
পোস্টিং : সর্বভারতে
আবেদনের তারিখ :
অনলাইনে আবেদনের শেষ তারিখ : ৩১ আগস্ট ২০১৯
অনলাইনে ফিস পেমেন্ট শেষ তারিখ : ২ সেপ্টেম্বর ২০১৯
চালানের দ্বারা ফিস পেমেন্টের শেষ তারিখ : ৪ সেপ্টেম্বর ২০১৯
পরীক্ষার তারিখ :
কম্পিউটার দ্বারা পরীক্ষার তারিখ : ১৪ থেকে ১৮ অক্টোবর ২০১৯
আবেদনের ফিস :
₹ হোম লোন • ₹ পার্সোনাল লোন • ₹ বাইক লোন • ₹ কার লোন • ₹ বিজনেস লোন • ₹ শিক্ষা লোন
এই পরীক্ষার জন্য ফিস অনলাইন ও চালানের মাধ্যমে জমা করতে হবে। ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ভীম ইউপিআই, ক্রেডিট কার্ড, রূপে কার্ড দ্বারা পেমেন্ট করা যাবে। SBI ব্যাংকার দ্বারা চালান বানিয়েও পেমেন্ট করা যাবে।
জেনেরাল ও ওবিসি ক্যাটেগরিদের জন্য এই পরীক্ষার ফিস ১০০ টাকা রাখা হয়েছে। অন্নান্ন ক্যাটেগরিদের জন্য কোনো রকম ফিস জমা দিতে হবে না।
কোথায় আবেদন করবেন :
এই পরীক্ষার জন্য অনলাইন আবেদন করতে পারবেন, নিচে দেওয়া লিংকে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন :
অনলাইনে আবেদনের শেষ তারিখ : ৩১ আগস্ট ২০১৯
West Bengal SSC Recruitment, SSC Online Recruitment 1351 Posts West Bengal. Apply Now.
আমাদের এই তথ্য আপনাদের সাহায্য করবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের থাকে শেয়ার করবেন। আর এই ধরণের আরো তথ্যের জন্য নজর রাখবেন আমাদের ওয়েবসাইটে।