SBI Mudra Loan কি ? কিভাবে আবেদন করতে হয় মুদ্রা লোনের জন্য?

What id SBI Mudra Loan? How to Apply for Mudra Loan? Know in Bengali

What is SBI Mudra Loan? How to Apply for Mudra Loan? Know in Bengali

ভারত সরকারের মুদ্রা যোজন প্রকল্প লাখে কর্মউদ্যোগী যুবকদের জন্য আত্মনির্ভরশীল হওয়ার এক সুযোগ নিয়ে এসেছে। এই মুদ্রা লোনের সাহায্যে এখন ক্ষুদ্র, ছোট ও মাঝারী উদ্যোক্তারা সর্বাধিক ১০ লক্ষ টাকা ঋন নিয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠান শুরু করা অথবা আগে থেকে চালু করা ব্যবসাকে বড় করার সুযোগ রয়েছে। ভারতের অনেক ব্যাংকই মুদ্রা লোন দিয়ে থাকে। এর মাঝে SBI মুদ্রা লোন দেশের জনপ্রিয় একটি মুদ্রা লোন। আজ আমরা আপনাদের সাথে SBI মুদ্রা লোন নিয়ে আলোচনা করবো। আমরা দেখবো SBI মুদ্রা লোন কি ? SBI মুদ্রা লোনের জন্য কিভাবে আবেদন করতে হয়?

SBI মুদ্রা লোন কি?

SBI মুদ্রা লোন ভারতের ক্ষুদ্র, ছোট ও মাঝারী আকারের ব্যবসায়ীদের জন্য প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রাকল্পের আওতায় ঋন প্রকল্প। এই SBI মুদ্রা লোন অনেকটাই কম সুদে, কম প্রসেসিং ফি এবং সুবিধাজনক কিস্তিতে পরিশোধের সুযোগ থাকায় নতুন উদ্যোক্তাদের জন্য এই লোন অনেকটাই সুবিধাজনক। এই লোন প্রধানত ব্যবসার মূলধন বৃদ্ধি, যন্ত্রপাতি কেনা, ব্যবসা বড় করা এবং অন্যান্য ব্যবসা সংক্রান্ত বিষয়ে দেয়া হয়। এই লোন সেবা ভিত্তিক, উৎপাদনমূখি এবং কেনাবেচা ভিত্তিক ব্যবসার জন্য দেয়া হয়ে থাকে।

আরো পড়ুন: দেশের সবথেকে বড় ক্যান্সার হাসপাতাল ফিস মাত্র ১০ টাকা, জানুন কোথায় আছে

SBI মুদ্রা লোনের কি কি বৈশিষ্ট্য রয়েছে?

আসুন দেখে নিই SBI মুদ্রা লোনের কি কি বৈশিষ্ট্য রয়েছে।

ক্রমিক বিষয় বিবরণ
০১ সুদের হার ৯.৭৫% পর্যন্ত।
০২ ঋনের পরিমান সর্বাধিক ১০ লক্ষ টাকা।
০৩ ঋনের যোগ্যতা নতুন অথবা পুরোনো ব্যবসা বৃদ্ধি করা।
০৪ প্রসেসিং ফি শিশু ও কিশোরদের জন্য ফ্রি, তরুনদের জন্য শতকরা ০.৫%।
০৫ আবাসস্থল বর্তমান স্থানে কমপক্ষে ২ বছর থাকতে হবে।
০৬ জাতীয়তা ভারতীয়

মুদ্রা লোনের সুদের হার, প্রসেসিং ফি কোম্পানীর পলিসি অনুযায়ী যেকোন সময়  পরিবর্তিত হতে পারে।

SBI মুদ্রা লোনের জন্য কিভাবে আবেদন করা যায়?

আপনাদের জন্য সুখবর হলো, SBI মুদ্রা লোন এখন অনলাইনে এবং সরাসরি ব্যাংকে গিয়েও আবেদন করা যায়। আসুন দেখে নেই অনলাইন এবং ব্যাংকে গিয়ে কিভাবে ধাপে ধাপে SBI মুদ্রা লোনের আবেদন করা যায়।
যে সকল SBI এর পুরোনো গ্রাহক ইতিমধ্যে SBI এর ঋন প্রক্রিয়া সম্পন্য করেছেন এবং ঋন সংক্রান্ত সকল কাগজপত্র ভেরিফাই করা আছে, সে সকল গ্রাহক এখন অনলাইনে SBI ওয়েবসাইট হতে সরাসরি SBI মুদ্রা লোনের জন্য আবেদন করতে পারবেন । দেখে নিন আবেদন করার ধাপগুলি।
১) https://emudra.sbi.co.in :8044/emudra সাইটে প্রবেশ করুন।
২) আপনার আধার কার্ডের তথ্য দিন।
৩) আপনার আধার কার্ডের সাথে জড়িত মোবাইল ফোনে One Time Password(OTP) আসবে এবং সেই One Time Password(OTP) সাইটে দিন।
৪) ঋন আবেদন প্রক্রিয়া সম্পন্য হলে আপনার মোবাইলে একটি  SMS আসবে এখন এই SMS এ দেয়া কোড পরবর্তীতে ব্যবহার করা যাবে।
৫) আবেদনের ৩০ দিনের মাঝে ব্যাংক হতে SMS এ ঋণ আবেদনের অবস্থা জানিয়ে দেয়া হবে।

SBI e-Mudra লোন নেয়ার যোগ্যতাঃ

১) আবেদনকারী একজন ক্ষুদ্র উদ্যোক্তা হতে হবে।
২) আবেদনকারীর SBI এ একাউন্ট থাকতে হবে।
৩) SBI e-Mudra এর মাধ্যমে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেয়া হয়।
৪) এই SBI e-Mudra লোন পরিশোধের সময়সীমা সর্বোচ্চ ৫ বছর।


SBI মুদ্রা লোন নিতে কি কি কাগজপত্র দরকার হয়?

১) SBI এ বর্তমান একাউন্টের তথ্য।
২) ব্যবসা সংক্রান্ত প্রমান।
৩) আধার কার্ড নাম্বার।
৪) ব্যবসার রেজিস্ট্রেশনের কাগজপত্র।

SBI মুদ্রা লোন নেয়ার যোগ্যতাঃ

১) আবেদনকারী একজন ক্ষুদ্র উদ্যোক্তা হতে হবে।
২) আবেদনকারী পূর্বে কোন ঋণ নিয়ে থাকলে তা সঠিকভাবে পরিশোধ করতে হবে।
৩) SBI মুদ্রা লোনের এর মাধ্যমে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেয়া হয়।
৪) এই লোন পরিশোধের সময়সীমা সর্বোচ্চ ৫ বছর।

আরো পড়ুন: SBI ছাড়া আর কোন কোন ব্যাঙ্ক থেকে মুদ্রা লোন নেওয়া যাবে দেখে নিন

কে কেমন Loan পেতে পারে?

ক্রমিক শ্রেনী ঋনের পরিমাণ
০১ শিশু ৫০,০০০ টাকা পর্যন্ত 
০২ কিশোর ৫০,০০০ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত
০৩ যুবক ৫ লক্ষ হতে ১০ লক্ষ টাকা পর্যন্ত

আজ আমরা SBI মুদ্রা লোন কি, কিভাবে এই লোন নিতে হয়, এই লোন নিতে কি কি যোগ্যতা দরকার হয়, এই লোনের আবেদনের সাথে কি কি কাগজপত্র জমা দিতে হয়। আগামীতে আমরা আরো অনেক লোন নিয়ে জানবো। লোন নিয়ে আরো জানতে নিয়মিত চোখ রাখুন আমাদের সাইটে। আমাদের লেখা নিয়ে যে কোন মন্তব্য আমাদের কমেন্ট করে বা আমাদের ফেসবুক পেজে জানাবেন। আপনাদের মন্তব্য আমরা সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে থাকি।

সরকারি যোজনা ছাড়াও বিভিন্ন রকমের Invesments, Insurance, Loan, LIC Policy, Mitual Funds ইত্যাদি Financial ব্যাপারে বাংলাতে জানার জন্য আমাদের ওয়েবসাইটে নজর রাখুন। এখানে পাবেন এই সকল বিষয়ে দুর্দান্ত গাইড যা আপনাকে আপনার টাকা সুরক্ষিত ভাবে বিনিয়োগ এবং অন্যান্য ব্যাপারে সাহায্য করবে। আপনাদের যে কোন পরামর্শ, প্রশ্ন আমাদের কমেন্টের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করা হলো।

1 thought on “SBI Mudra Loan কি ? কিভাবে আবেদন করতে হয় মুদ্রা লোনের জন্য?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top