সহজ তথ্য মিত্র কেন্দ্র 2023: অনলাইন আবেদন, যোগ্যতা ও রেজিস্ট্রেশন

ভারতের প্রতিটি গ্রামে টেকনোলোজী ও তথ্য পৌছে দিতে ভারতীয় সরকারকে সহায়তা দিতে সৃষ্টি হয়  সহজ তথ্য মিত্র কেন্দ্র (Sahaj Tathya Mitra Kendra)। এটি ভারতের Sahaj Retail Limited এর মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। এই সহজ তথ্য মিত্র কেন্দ্র (Sahaj Tathya Mitra Kendra) এর মাধ্যমে গ্রামে গ্রামে ভারতের জনগনের দোড়গোড়ায় তথ্য পৌছে দেয়া যায়।

সহজ তথ্য মিত্র কেন্দ্র: অনলাইন আবেদন, যোগ্যতা ও রেজিস্ট্রেশন
সহজ তথ্য মিত্র কেন্দ্র: অনলাইন আবেদন, যোগ্যতা ও রেজিস্ট্রেশন

আমাদের বাংলাভূমি সাইটে আমরা নিয়মিতভাবে আপনাদের জন্য ভারত সরকারের উদ্যোগে নেয়া নানা যোজনার তথ্য নিয়ে আলোচনা করে থাকি। এ সকল তথ্য হতে আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ন তথ্য জেনে আপনাদের জীবনের নানা প্রয়োজনীয় সময়ে উপকৃত হয়ে থাকেন। এরই ধারাবাহিতায় আজ আমরা আপনাদের সাথে সহজ তথ্য মিত্র কেন্দ্র (Sahaj Tathya Mitra Kendra) নিয়ে আলোচনা করবো। এতে করে আপনারা খুব সহজেই এই প্রকল্প নিয়ে বিস্তারিত জানতে পারবেন এবং আপনি আপনার যোগ্যতা অনুসারে এই প্রকল্পের সুবিধা নিতে আবেদন করতে পারবেন।

আসুন দেখে নিই এই সহজ তথ্য মিত্র কেন্দ্র (Sahaj Tathya Mitra Kendra) এর বিস্তারিত।

সহজ তথ্য মিত্র কেন্দ্র (Sahaj Tathya Mitra Kendra) এর জন্য আবেদন করার পদ্ধতি।

নিচে আমরা সহজ তথ্য মিত্র কেন্দ্র (Sahaj Tathya Mitra Kendra) এর আবেদন করার পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করছি।

ধাপ ১- প্রথমেই আপনি এই পোর্টালের অফিসিয়াল সাইট https://www.sahajcorporate.com/ এ ক্লিক করে প্রবেশ করুন।

ধাপ ২- সাইটে প্রবেশ করে মেনুবার থেকে What we do তে ক্লিক করুন।

ধাপ ৩- এবার List of service এ ক্লিক করুন।

ধাপ ৪- New Registration এ ক্লিক করুন।

ধাপ ৫- রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় তথ্য নাম, পিতার নাম, ঠিকানা, ফোন নাম্বার,  ইমেইল এড্রেসসহ বিস্তারিত দিন।

ধাপ ৬- আপনার ফোনে ও ইমেইলে ভেরিফিকেশন কোড যাবে।

ধাপ ৭- ফোন ও ইমেইল আইডি ভেরিফিকেশন করুন।

ধাপ ৮- আপনার ছবি আপলোড করুন।

ধাপ ৯- আপনার ঠিকানা প্রমানের কাগজপত্র আপলোড করুন।

ধাপ ১০- আপনার আধার কার্ড আপলোড করুন।

ধাপ ১১- আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড সেট করুন এবং সংরক্ষন করে রাখুন।

ধাপ ১২- সবকিছু প্রদান করে এপ্লিকেশন সাবমিট করুন।

কিছু দিনের মাঝেই আপনার ফোনে এবং ইমেইল আপনার এপ্লিকেশনের অবস্থা জানতে পারবেন।

আজ আমরা আপনাদের সাথে সহজ তথ্য মিত্র কেন্দ্র (Sahaj Tathya Mitra Kendra) নিয়ে আলোচনা করলাম। এতে করে আপনারা সবাই এই সহজ তথ্য মিত্র কেন্দ্র (Sahaj Tathya Mitra Kendra) নিয়ে জানতে পারলাম। আমাদের সাইটের পরবর্তী লেখায় আপনাদের জন্য এই বিষয়ের উপর আরো বিস্তারিত লেখা থাকবে। তাই আমাদের বাংলাভূমি সাইটে নিয়মিত চোখ রাখুন। এই লেখাটি অনেকের কাজে লাগতে পারে তাই লেখাটি যতটুকু সম্ভব শেয়ার করুন, যাতে করে অনেকে এই লেখা থেকে শিক্ষা নিয়ে সহজ তথ্য মিত্র কেন্দ্র (Sahaj Tathya Mitra Kendra) সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন।

ভারত সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আরো অনেক লেখা পেতে আমাদের সাইটের অন্য লেখাগুলি দেখুন। আমাদের লেখা ভালো লাগলে বা যেকোন মন্তব্য আমাদের ফেসবুক পাতায় লিখুন। আমরা আপনার মন্তব্যের সর্বোচ্চ গুরুত্ব দেবো।

1 thought on “সহজ তথ্য মিত্র কেন্দ্র 2023: অনলাইন আবেদন, যোগ্যতা ও রেজিস্ট্রেশন”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top