সবুজশ্রী প্রকল্প 2023: পশ্চিমবঙ্গ সরকারের আরেকটি বহুমুখী পরিকল্পনা

সবুজশ্রী প্রকল্প: পশ্চিমবঙ্গ সরকারের আরেকটি বহুমুখী পরিকল্পনা
সবুজশ্রী প্রকল্প: পশ্চিমবঙ্গ সরকারের আরেকটি বহুমুখী পরিকল্পনা

প্রকল্পের নাম : সবুজশ্রী প্রকল্প

প্রকল্পের দপ্তর বা বিভাগের নাম : বন দপ্তর

এই প্রকল্পের উদ্দেশ্য কি : 
sabujshree scheme

এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি শিশুকে জন্মগ্রহণের পরপরই একটি মূল্যবান গাছের চারা দেওয়া হচ্ছে। ওই চারাটি শিশুর নামে লাগাতে হবে এবং শিশুর সঙ্গে সঙ্গে চারাটি বড়ো হবে।

শিশুর পরিবার চারাটিকে ও শিশুকে সযত্নে লালনপালন করবে। শিশু বড়ো হলে শিশুর প্রয়োজনে ওই চারা থেকে বেড়ে ওঠা বৃক্ষটিকে আর্থিক কারণে বা প্রয়োজনে ব্যবহার করা যাবে।

এর ফলে শিশুটির ভবিষ্যতের আর্থিক সুরাহার পাশাপাশি গাছটি ‘জীবজগৎ’-কেও এতগুলো বছর ধরে অনেক কিছুই দেবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৬-র ১৯ ডিসেম্বর এই প্রকল্পের সূচনা করেন।
প্রকল্পের সুবিধাভোগী প্রত্যক্ষভাবে রাজ্যের প্রতিটি নবজাতক এবং পরোক্ষভাবে প্রতিটি রাজ্যবাসী।

এটি একটি বহুমুখী পরিকল্পনা। এই প্রকল্পের মাধ্যমে ‘সবুজ বাংলা’ গড়ে তোলা হচ্ছে। অন্যদিকে প্রকৃতি ও মানবসন্তান-এর মধ্যে যে অচ্ছেদ্য সম্পর্ক ও অনুভূতি গড়ে তোলার প্রয়াস নেওয়া হয়েছে নিঃসন্দেহে তা অভিনব।

প্রকল্পের সুযোগ কারা পাবেন :

রাজ্যের নবজাতকেরা।

কোথায় করতে হবে যোগাযোগ :

প্রতিটি শিশু জন্মানোর পর বনদপ্তর থেকে তার বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করে এই চারা তাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে।

আশা করি আমাদের এই তথ্য আপনাদের সাহায্য করবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের থাকে শেয়ার করবেন। আর এই ধরণের আরো তথ্যের জন্য নজর রাখবেন আমাদের ওয়েবসাইটে। ধন্যবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top