🇮🇳93+ শুভ প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা 2024 স্ট্যাটাস ও ছবি🇮🇳🇮🇳

Republic Day Bengali Status 2024: শুভ প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বার্তা 2024, এসএমএস, স্ট্যাটাসকবিতা | প্রজাতন্ত্র দিবস মেসেজ 2024 | বাংলা প্রজাতন্ত্র দিবস স্ট্যাটাস – প্রজাতন্ত্র দিবস স্ট্যাটাস | Bangla Republic Day Status 2024 – Happy Republic Day Bengali Status & Shayari.

শুভ প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস: ভারতের স্বাধীনতা দিবসের মতোই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গৌরবময় দিন হল আমাদের এই প্রজাতন্ত্র দিবস। এই প্রজাতন্ত্র দিবসের দিনেই ভারতের পরাধীনতার দাগ একেবারে মুছে গিয়েছিল।

ইংরেজদের দ্বারা তৈরি করা ১৯৩৫ সালের ভারত সরকার আইনকে পরিবর্তন করে এই সংবিধানকে লাভ করা হয়েছিল। যার মধ্যে সরকারের গঠন থেকে শুরু করে ক্ষমতা, কর্তব্য, নির্ধারণ, কার্যপদ্ধতি ও নির্দেশমূলক নীতির রূপরেখাটি নির্দিষ্ট করে তুলে ধরা হয়েছিল।

জানুয়ারি মাসের ২৬ তারিখ অর্থাৎ ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস টা সকল ভারতবাসীর কাছে একটি গর্বের দিন, এই সুন্দর দিনের শুভেচ্ছা বার্তা পাঠাতে ভোলেন না সকল ভারতবাসী। পরিবার পরিজন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এবং সকল ভারতবাসীকে চেনা পরিচিতর মধ্যে এই শুভেচ্ছা বার্তা আদান প্রদান করে প্রজাতন্ত্র দিবসের শুভকামনা জানানো হয়।

প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস 2024:

তো চলুন তাহলে জেনে নেওয়া যাক, শুভ প্রজাতন্ত্র দিবসের কিছু শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস গুলি সম্পর্কে:

সকল ভারতবাসীকে জানাই,
প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক,
শুভেচ্ছা ও শুভকামনা।
জয় হিন্দ, জয় ভারত।

 

ভারতের এই পবিত্র মাটিতে,
জন্ম নেওয়ার মতো গর্ববোধ আর,
অন্য কোন কিছুতে হয় না।
শুভ প্রজাতন্ত্র দিবসের,
শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 

শুধুমাত্র প্রজাতন্ত্র দিবসেই নয়,
বছরের প্রতিটি দিনই যেন দেশের,
প্রতি শ্রদ্ধা ও ভক্তি থাকে।
শুভ প্রজাতন্ত্র দিবস

 

প্রজাতন্ত্র দিবসের এই শুভ মুহূর্তে,
এসো আমরা সকলে শপথ নিই,
সকল প্রকার অনিষ্ট থেকে,
আমাদের মাতৃভূমি কে রক্ষা করব।
শুভ প্রজাতন্ত্র দিবস

 

সবাই মিলে শপথ গ্রহণ করি,
এই দেশের অসম্মান হবে,
এমন কোন কাজ করবো না ,
এবং কাউকে করতেও দেব না।
শুভ প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা ও শুভকামনা।

 

মৃত্যুকে ভয় না পেয়ে,
দেশের জন্য লড়াই করে যাওয়া,
সেই সকল বীরের উদ্দেশ্যে রইল,
আমার শ্রদ্ধাঞ্জলি।
শুভ প্রজাতন্ত্র দিবস।

 

আমার সকল গর্বিত ভারতীয়,
ভাই বোনদের জানাই,
শুভ প্রজাতন্ত্র দিবসের আন্তরিক,
প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।

 

প্রজাতন্ত্র দিবসের এই শুভদিনে,
আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে,
আমাদের ঐতিহ্য, আমাদের নীতি এবং,
আমাদের আইনকে সমৃদ্ধ করবো এবং সংরক্ষণ করব।
কোনমতেই অন্যায় হতে দেব না,
শুভ প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।

 

সেই সকল জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাই,
যারা আমাদের ভালো থাকার জন্য,
দিনরাত এক করে দেশের বর্ডারে লড়াই করে চলেছেন।
শুভ প্রজাতন্ত্র দিবস।

 

ভারত আমার ভারত বর্ষ,
স্বদেশ আমার স্বপ্ন গো,
তোমাতে আমরা লহিয়া জন্ম,
ধন্য হয়েছি ধন্য গো।
শুভ প্রজাতন্ত্র দিবস

 

হে ভারত বর্ষ তোমার বুকে জন্ম নিয়ে,
আমি অহংকার বোধ করি,
গর্ববোধ করি, আমার প্রিয় জন্মভূমি,
তুমি সকল দেশের সেরা,
আজ এই প্রজাতন্ত্রের শুভদিনে,
সকল দেশবাসীর জন্য রইল শুভেচ্ছা ও অভিনন্দন।

 

পরাধীনতার সকল দাগ মুছতে,
কত শত প্রাণ হারিয়ে,
স্বাধীনতার প্রদীপ জ্বলেছে কত প্রদীপ নিভিয়ে,
এত কষ্টে পাওয়া স্বাধীনতা হয়েছে হস্তগত,
রাখতে হবে তাকে সব শত্রুদের থেকে দূরে।
শুভ প্রজাতন্ত্র দিবস

 

শত শত শহীদের রক্তের বলিদানে,
স্বাধীন হয়েছি আমরা,
কেউ পরিচয় জানতে চাইলে,
গর্বিত হয়ে বলি ভারতীয় আমরা।
সারা বিশ্বে ভারতবাসীর আলাদাই  এক পরিচয়,
ভারতবর্ষের সাথে কারো তুলনা তো একদমই নয়।
শুভ প্রজাতন্ত্র দিবস

 

১৩০ কোটি জনগণ একমাত্র,
যার সাথে ভালবাসার বন্ধনে আবদ্ধ,
সেই আমাদের দেশ ভারত বর্ষ।
শুভ প্রজাতন্ত্র দিবস।

 

সর্ব ধর্মের সমন্বয় আমাদের এই দেশ,
একই সাথে মিলেমিশে আছে সবাই বেশ।
একের কষ্টে অপর আসে সাহায্যের হাত বাড়িয়ে,
ভালোবাসার বন্ধন গেছে সবকিছু কে ছাড়িয়ে।
শুভ প্রজাতন্ত্র দিবসের প্রীতি,
শুভেচ্ছা ও অভিনন্দন

 

ধৈর্য্য এবং স্বাধীনতা,
যে কোনো ভালো প্রজাতন্ত্রের ভিত,
শুভ প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা ও শুভকামনা।

 

প্রজাতন্ত্র দিবসের উক্তি ও বাণী 2024: 

এবার জানা যাক, প্রজাতন্ত্র দিবসের জন্য এমন কিছু উক্তি ও বাণী: 

দেশের সেবায় মারা গেলে আমি গর্বিত হবো,
কারণ আমার রক্তের প্রতিটি ফোঁটা,
এই দেশের বৃদ্ধিতে এবং একে শক্তিশালী,
ও গতিশীল করতে অবদান রাখবে।
ইন্দিরা গান্ধী

 

যারা দুর্বল তারা কখনো ক্ষমা করতে পারে না,
ক্ষমা করা শক্তিশালী দের বৈশিষ্ট্য।
মহাত্মা গান্ধী।

 

প্রতিটি ভারতীয় কে এখন ভুলে যাওয়া উচিত যে,
সে একজন রাজপুত্র, শিখ অথবা জাট,
তাকে মনে রাখতে হবে যে,
সে একজন শুধুমাত্র ভারতীয়।
সরদার বল্লভ ভাই প্যাটেল

 

বিশ্বাস হলো সেই পাখি,
যে কিনা ভোরের অন্ধকারে,
আলো অনুভব করতে পারে।
রবীন্দ্রনাথ ঠাকুর

 

যে গুলিতে আমাকে আঘাত করা হয়েছে,
সেই গুলিটি ব্রিটিশ শাসনের,
কফিনের শেষ পেরেক হবে।
–  লালা লাজপত রায়

 

আসুন আমরা একসাথে দক্ষিণ এশিয়ায় শান্তি,
সম্প্রীতি এবং অগ্রগতির যাত্রা শুরু করি।
অটল বিহারী বাজপেয়ী 

 

স্বাধীনতা কখনো দেওয়া হয় না, নিয়ে নিতে হয়।
নেতাজি সুভাষচন্দ্র বসু

 

বোমা অথবা পিস্তল কখনোই বিপ্লব ঘটায় না,
বিপ্লবের তরবারি ধারালো হয় চিন্তার ঝাঁকুনিতে।
ভগৎ সিং।

 

প্রজাতন্ত্র দিবসের স্ট্যাটাস 2024:

যেমন ভাবে তুমি,
তোমার বাবা-মাকে সম্মান করো,
তেমনভাবে স্বাধীন ভারতের,
সংবিধানকেও সম্মান ও শ্রদ্ধা করো।
শুভ প্রজাতন্ত্র দিবস।

 

আমাদের দেশের সংবিধানটা শুধু,
কয়েক টা কাগজের টুকরো মাত্র নয়।
এটা আমাদের জীবনে,
যানবাহনের মতনই প্রয়োজনীয়,
যা কিনা আমাদের জীবনযাত্রাকে,
সুন্দর করে এগিয়ে নিয়ে যায়,
সেই কারণে এই সংবিধানকে,
রক্ষা করা আমাদের দায়িত্ব।
শুভ প্রজাতন্ত্র দিবস।

 

আজকের এই দিনটি আমাদের দেশের,
সব গর্বিত দেশপ্রেমীদের জন্য,
খুবই বড় একটি আনন্দের দিন।
কারণ আজকের দিনটিতে আমাদের দেশ,
পেয়েছিল তার প্রথম সংবিধান।
শুভ প্রজাতন্ত্র দিবসের,
প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।

 

জীবনে বেঁচে থাকতে গেলে,
অনেক দায়িত্ব পালন করতে হয়।
যে দেশে তুমি জন্মগ্রহণ করেছ,
তার প্রতি সবার কিছু দায়িত্ব আছে।
সেই দায়িত্ব গুলোর ভার খুব একটা বেশি নয়।
কিন্তু তার প্রভাব অনেক খানি,
ছোট ছোট এই দায়িত্বগুলো পালন করলে,
দেশ আরও উন্নতির শিখরে পৌঁছে যাবে।
শুভ প্রজাতন্ত্র দিবস।

 

যে বীরদের রক্ত আমাদেরকে,
স্বাধীনতা এনে দিয়েছে,
তাদের সম্মান জানানোর,
সবচেয়ে ভালো উপায় দেশের প্রতি,
সম্মান দেখানো এবং নিজের নিজের দায়িত্ব,
সঠিকভাবে পালন করা।
শুভ প্রজাতন্ত্র দিবস

 

জীবনের লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য,
যেমন কিছু নিয়ম নীতি মেনে চলতে হয়,
তেমনি নিজের দেশকে সকল দেশের থেকে,
সেরা করে তোলার জন্য আমাদের,
কিছু দায়িত্ব পালন করতে হয়।
শুভ প্রজাতন্ত্র দিবসের,
প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।

 

২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমাদের কাছে এক গৌরবময় দিন। এই দিনটি সমস্ত সরকারি কাজকর্ম বন্ধ থাকার পাশাপাশি স্কুল, কলেজ সবকিছুই বন্ধ থাকে। বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন করা হয়। সকলে দেশের সমস্ত নিয়ম কানুন মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে থাকেন। এই দিনটি আমাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে, যা কিনা আমাদের মাতৃভূমিকে জাগ্রত করে তোলে।

সকল পাঠকগণদের জানাই “শুভ প্রজাতন্ত্র দিবস”

শুভ প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বার্তা, কবিতা ও এস এম এস (sms), Happy Republic Day Quotes, Wishes And Messages In Bengali, শুভ প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা ছবি, ফটো ও পিকচার, Download Happy Republic Day Bengali Images.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top