Ram Navami Bengali Status 2024: শুভ রাম নবমী শুভেচ্ছা বার্তা 2024, এসএমএস, স্ট্যাটাস ও কবিতা | রাম নবমী মেসেজ 2024 | বাংলা রাম নবমী স্ট্যাটাস 2024 – রাম নবমী স্ট্যাটাস | Bangla Ram Navami Festival Status 2024 – Happy Ram Navami Bengali Status & Shayari.
শুভ রাম নবমী শুভেচ্ছা বার্তা 2024: শ্রী রামচন্দ্র হিন্দু ধর্মের মানুষের কাছে কতখানি গুরুত্বপূর্ণ একটি নাম তা তো আমরা সকলেই কম বেশি জানি। অযোধ্যার রাজা দশরথের প্রিয় পুত্র রামচন্দ্র হিন্দু ধর্মের একজন দেবতা। আর হিন্দু ধর্মের অন্যতম বিশেষ উৎসব হলো এই রামনবমী অর্থাৎ রামচন্দ্রের জন্মদিন উদযাপন করার দিনটিকে রামনবমী বলা হয়।
ইংরেজি মাস অনুসারে মার্চ মাসের শেষ ও এপ্রিলের মাঝামাঝি সময়ে পড়ে এই দিনটি। শ্রী রামচন্দ্র এই দিনটি তে জন্মগ্রহণ করেছিলেন বলে সকলেই খুবই ধুমধাম ভাবে রাম নবমী পালন করে থাকেন।
অযোধ্যার রাজা দশরথ ও মাতা কৌশল্যার ঘরে জন্মগ্রহণ করেছিলেন প্রভু শ্রী রামচন্দ্র। তাই তার জন্মদিন উপলক্ষে ভক্তরা এই দিনটিকে রাম নবমী হিসাবে পালন করেন। রামচন্দ্রের জীবনী সম্পর্কিত ঘটনাবলীর বিবরণ রয়েছে রামায়ণ এ।
বাঙালির বারো মাসে তেরো পার্বণের মতো আরও অন্যান্য উৎসবের পাশাপাশি রাম নবমী খুবই জাঁকজমকপূর্ণ একটি উৎসব। বাকি উৎসবের মতোই সমস্ত আচার অনুষ্ঠান মেনে এই রাম নবমী উৎসবটি পালন করা হয়। ভারত জুড়ে মহাসমারোহে এবং ঘটা করে উদযাপিত হয় এই উৎসব।
₹ হোম লোন • ₹ পার্সোনাল লোন • ₹ বাইক লোন • ₹ কার লোন • ₹ বিজনেস লোন • ₹ শিক্ষা লোন
এই দিনটিতে ঘরে ঘরে শ্রী রাম চন্দ্রের বিশেষ পূজা করা হয়। এই রাম নবমীতে আপনার পরিবার ও বন্ধু-বান্ধব দের সাথে আনন্দ উপভোগ করার পাশাপাশি সকলকে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে এই দিনের আনন্দ ভাগাভাগি করে নেন সকলেই।
আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং প্রিয়জন দের এই দিনের শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য আপনার নিশ্চয়ই প্রয়োজন পড়বে খুব সুন্দর সুন্দর শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস গুলি। সেই কারণে ইন্টারনেটে এমন ধরনের শুভেচ্ছা বার্তা সার্চ করে থাকেন অনেকেই।
রাম নবমী শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস 2024:
তো চলুন তাহলে জেনে নেওয়া যাক, এমন কিছু শুভ রামনবমীর শুভেচ্ছা বার্তা সম্পর্কে, যেগুলি আপনি সকলকে পাঠিয়ে এই দিনের খুশি ভাগ করে নিতে পারেন:
তোমাকে এবং তোমার পরিবারের,
সকলকে জানাই আমার তরফ থেকে,
শুভ রাম নবমীর আন্তরিক প্রীতি,
শুভেচ্ছা ও অভিনন্দন।
জয় শ্রী রাম
রামনবমীর এই শুভ তিথিতে,
তোমার মনের সকল ইচ্ছা এবং স্বপ্ন পূর্ণ হোক,
এই কামনা করি ঈশ্বরের কাছে,
শুভ রাম নবমী।
যার মনেতে বসত করে শ্রীরামচন্দ্র,
তার ভাগ্যতে লেখা থাকে বৈকুন্ঠধাম।
শ্রীরামচন্দ্রর চরণে যার জীবন সমর্পণ,
যার মুখেতে সর্বদাই শ্রী রামের নাম।
ইহকালে পরকালে সুখী হবে সেই,
ধন্য হবে জীবন তার এই ধরনীতেই।
শুভ রামনবমীর প্রীতি,
শুভেচ্ছা ও অভিনন্দন।
ভগবান শ্রী রামচন্দ্র,
আপনার এবং আপনার পরিবারের উপর,
তার আশীর্বাদ সর্বদাই বর্ষণ করুন,
আমি আপনার এবং আপনার,
পরিবারের জন্য রামনবমীতে আনন্দ,
সম্প্রীতি এবং সমৃদ্ধি কামনা করি।
সকলের জীবন হয়ে উঠুক,
সুখ-শান্তি ও স্বাচ্ছন্দময়।
শুভ রামনবমী।
শুভ রাম নবমীর এই দিনে,
প্রার্থনা করি ঈশ্বরের কাছে,
ভগবান রামের আশীর্বাদ আপনার,
জীবনের সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক।
শুভ রাম নবমী।
সারা জগত যার চরণে,
প্রণাম জানাই সেই চরণে,
শান্তিপ্রিয় শ্রীরামচন্দ্র সবার মনে বিরাজ করেন,
ভক্তের মনের ইচ্ছা গুলো,
অনায়াসেই পূরণ করেন।
রামের আশীর্বাদে তোমার জীবন উঠুক ভরে,
আছে যত দুঃখ কষ্ট যাক সবই সরে।
শুভ রামনবমীর প্রীতি,
শুভেচ্ছা ও অভিনন্দন।
এই রাম নবমীতে আপনার জীবনে,
আসুক সুখ-শান্তি এবং সমৃদ্ধি,
জীবন হয়ে উঠুক অনেক সহজ আর চিন্তা মুক্ত,
শুভ রামনবমীর প্রীতি,
শুভেচ্ছা ও অভিনন্দন।
রামচন্দ্রের আশীর্বাদে পৃথিবীর,
অসুখ সেরে যাক,
সকল বাড়িতে বজায় থাক সুস্বাস্থ্য,
শুভ রাম নবমীর প্রীতি,
শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সকলকে।
শ্রী রামচন্দ্রের আশীর্বাদের,
আপনার জীবনে উন্নতি হোক অনেকখানি,
জীবনের সকল সফলতা পান আপনি,
উন্নতির শিখরে পৌঁছে যান তাড়াতাড়ি।
শুভ রামনবমীর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
ভগবান রামচন্দ্রের ঐশ্বরিক কৃপা,
সর্বদাই আপনার সঙ্গে থাকুক,
রাম নবমীর শুভেচ্ছা জানাই।
রাম নবমীর এই পবিত্র দিনে,
রামচন্দ্রের কাছে প্রার্থনা করি তিনি যেন,
আপনার বাড়ি সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে,
পরিপূর্ণ করে তোলেন,
তার জন্মদিনে আপনার জীবন,
ভরে উঠুক ধন-সম্পত্তিতে।
শুভ রামনবমী
আপনার জীবন উজ্জ্বলতা,
এবং খুশিতে ভরে উঠুক,
আমার পরিবারের পক্ষ থেকে,
আপনাকে এবং আপনার পরিবারের,
সকল সদস্যকে জানাই শুভ রাম নবমীর,
প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন,
সাথে রইল অনেক খানি শুভকামনা।
শ্রী রামচন্দ্রের আশীর্বাদে,
তোমার জীবনের সকল দুঃখ-কষ্ট মুছে গিয়ে,
আনন্দ আর শান্তি ফিরে আসুক,
স্বপ্ন যা কিছু আছে,
সবকিছুই পূর্ণ হোক তাড়াতাড়ি,
শুভ রাম নবমীর প্রীতি ও শুভেচ্ছা।
আকাশ বাতাস সবই আজ,
উঠেছে সেজে নতুন করে,
রামচন্দ্রের জন্মদিনে প্রকৃতি থাক ভরে ভরে।
সবার বাড়ি দুঃখ কষ্ট যাক সবই সরে সরে,
ঝগড়াঝাঁটি ভুলে গিয়ে ,
সবাইকে নাও আপন করে।
শুভ রামনবমীর প্রীতি,
শুভেচ্ছা ও অভিনন্দন।
ফুল ফুটেছে ডালে ডালে,
সময় চলে নিজের তালে।
গাছের শাখায় ডাকছে পাখি,
অশ্রু জলে ভরল আঁখি।
একটুখানি দেখার তরে রামচন্দ্র তোমায়,
সকল পাপ মুছে দিয়ে চরণে দাও ঠাঁই আমায়।
শুভ রাম নবমীর প্রীতি,
শুভেচ্ছা ও অভিনন্দন।
দুঃখগুলো সরে যাক,
আনন্দেতে ভরে থাক,
আছে যত ভুল বোঝাবুঝি,
রামের চরণে সকল কিছু অর্পণ করে আজ,
সবকিছুতে ভগবান তোমাকেই খুঁজি।
দাও সরিয়ে কালিমা, আলো করো চারি দিক,
অগোছালো হওয়া সব কিছু দাও করে তুমি ঠিক।
শুভ রামনবমীর প্রীতি,
শুভেচ্ছা ও অভিনন্দন।
ভ্রমর ওড়ে ফুলের পরে, মিষ্টি মধু খেতে,
রামনবমীর এই খুশিতে সকলেই যে মাতে।
তুমিও ওঠো দুঃখগুলো সরিয়ে রেখে পাশে,
রাম নবমীর শুভক্ষণে আনন্দে মন হাসে।
রামনবমীর এই শুভদিনের প্রীতি,
শুভেচ্ছা ও অভিনন্দন রইল,
গ্রহণ করো কিন্তু।
আমরা সকলেই কমবেশি জানি যে, ভগবান বিষ্ণুর মানবীয় রূপ হল এই শ্রী রামচন্দ্র। তার জন্মতিথি উপলক্ষে সর্বত্রই পালিত হয় রামনবমী। এই রাম নবমী উপলক্ষে অনেক জায়গায় মেলা বসে এবং খুবই ঘটা করে পূজা অর্চনা করা হয়।
রাম মন্দির গুলো সেজে ওঠে ফুল আর আলোক সজ্জায়, যা কিনা দেখতে অনেকখানি দৃষ্টিনন্দন। এই সময় রাম মন্দির গুলিতে ভক্তদের সমাগম চোখে পড়ার মতো। সকলকে জানাই আমার তরফ থেকে রামনবমীর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন, সাথে রইল অনেকখানি শুভকামনা।
সকল পাঠকগণদের জানাই “শুভ রাম নবমী”
শুভ রাম নবমী শুভেচ্ছা বার্তা, কবিতা ও এস এম এস (sms), Happy Ram Navami Quotes, Wishes And Messages In Bengali, শুভ রাম নবমী শুভেচ্ছা ছবি, ফটো ও পিকচার, Download Happy Ram Navami Bengali Images.