2023 পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পার্সোনাল লোন আবেদন পদ্ধতি ও কাগজপত্র

Punjab Bank Personal Loan 2023 (পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পার্সোনাল লোন 2023): How to Apply for Punjab Bank Personal Loan? | Punjab Bank Personal Loan Apply Online.

ব্যক্তিগত প্রয়োজনে যে লোন নেওয়া হয় তাকে পার্সোনাল লোন, অথবা ব্যক্তিগত ঋণ বলা যায়। আর তাই যদি কোন দরকারি কাজে বেশ কিছু টাকার প্রয়োজন পড়ে তখন কোথাও থেকে টাকা জোগাড় না হলেও আপনি ব্যাংক থেকে লোন হিসেবে সেই টাকা পেতে পারেন।

ছোটখাটো কোনো অনুষ্ঠান অথবা দরকারি কোন কাজ, হাসপাতালের বিল, পড়াশোনার খরচ, ঘরটাকে সুন্দর করে রেনোভেশন করা, যাই হোক না কেন, পর্যাপ্ত পরিমান টাকা না থাকার কারণে সেগুলো পিছিয়ে যায়। তাই আপনি অনায়াসেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পার্সোনাল লোন নিতে পারেন এই সমস্ত কাজ গুলি খুবই সহজ ভাবে সম্পন্ন করার জন্য।

Bank Name Punjab National Bank (PNB)
Type of Loan Personal Loan
Loan Application Process Online / Offline
Official Website https://www.pnbindia.in/

খুবই কম এবং আকর্ষণীয় সুদের হারে আপনি এই লোন পেতে পারেন এবং লোন এমাউন্ট অনেকটাই বেশি যেটা আপনার পছন্দ হবে। আর আপনার প্রয়োজনীয় কাজ অনায়াসেই সম্পন্ন হয়ে যাবে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পার্সোনাল লোন আবেদন পদ্ধতি - Punjab Bank Personal Loan in Bengali
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পার্সোনাল লোন আবেদন পদ্ধতি – Punjab Bank Personal Loan in Bengali

লোন পরিশোধের সময়সীমা তো আপনি অনেকটাই পাচ্ছেন। যেটা আপনার জন্য অনেকটাই সুবিধাজনক হতে পারে। তারমধ্যে আপনার প্রয়োজনীয় কাজ মিটে গেল তার সাথে প্রতিমাসে অল্প কিছু ই এম আই (EMI) দিয়ে সেই লোন পরিশোধ করতে পারবেন অনায়াসেই।

Punjab National Bank Personal Loan (পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পার্সোনাল লোন):

তো চলুন তাহলে জানা যাক, কিভাবে আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পার্সোনাল লোন এর জন্য আবেদন করবেন এবং এই লোন সম্পর্কিত আরো অন্যান্য তথ্য সম্পর্কেও জানা যাক:

সুদের হার: ৭.৯০% থেকে ১০.৫০% পর্যন্ত।

লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ ৬ বছর পর্যন্ত।

আর যারা পেনশন পেয়ে থাকেন তাদের জন্য ৯.২৫% সুদের হারে এই লোন দিয়ে থাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আর সর্বোচ্চ লোন পরিশোধের সময়সীমা ৫ বছর পর্যন্ত।

সর্বোচ্চ লোন এমাউন্ট: সর্বোচ্চ ২০ লাখ টাকা।

PNB Personal Loan Scheme for Public:

১) প্রসেসিং ফি: সর্বোচ্চ এক পার্সেন্ট (১%) লোন এমাউন্ট ওর উপরে।

২) ডকুমেন্টেশন চার্জ: সর্বোচ্চ ২ লাখ টাকার লোন এর উপর ২৭০ টাকা। আর দু লাখ টাকার বেশি লোনের উপর ৪৫০ টাকা।

৩) Defense Personal এর জন্য: NIL 

৪) দরকারি কাজে টাকার প্রয়োজন অনুসারে মেডিকেল ইমার্জেন্সির জন্য, বিয়ে, এডুকেশন এবং কোথাও ট্র্যাভেলিং এর জন্য এই লোন নিতে পারেন।

৫) সর্বোচ্চ লোন এমাউন্ট কুড়ি লাখ টাকা পর্যন্ত।

৬) লোন পরিশোধের সময়সীমা সর্বোচ্চ ছয় বছর।

PNB Personal Loan to Doctor:

১) প্রসেসিং চার্জ ০.৯০% লোন এমাউন্ট এর উপরে ৪৫০ টাকা

২) প্রি-পেমেন্ট চার্জ: NIL 

৩) প্রফেশনাল, পার্সোনাল ফিনান্সিয়ল এর ক্ষেত্রে ডাক্তারের প্রয়োজনে এই লোন নিতে পারেন।

৪) সর্বোচ্চ লোন এমাউন্ট দুই লাখ টাকা থেকে কুড়ি লাখ টাকা পর্যন্ত।

৫) লোন পরিশোধের সময়সীমা সর্বোচ্চ সাত বছর পর্যন্ত।

PNB Personal Loan to Pensioner:

১) প্রসেসিং চার্জ: NIL

২) ডকুমেন্টেশন চার্জ: ৫০০ টাকা।

৩) লোন এমাউন্ট:

সর্বনিম্ন লোন এমাউন্ট: ২৫,০০০ টাকা।

সর্বোচ্চ লোন এমাউন্ট: ৭০ বছর বয়সীদের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা।

আর ৭০ থেকে ৭৫ বছর বয়সীদের জন্য সর্বোচ্চ ৭.৫০ লাখ টাকা।

আর ৭৫ বছর এর বেশি বয়সীদের জন্য সর্বোচ্চ পাঁচ লাখ টাকা।

৪) লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত অর্থাৎ আবেদনকারীর ৭৮ বছর বয়স হওয়ার আগে পর্যন্ত এই লোন সুদ সমেত পরিশোধ করতে হবে।

PNB Sahyog Covid-19 Personal Loan:

Punjab National Bank Sahyog Covid-19 Personal Loan for Public PNB Aadhar RIN Covid-19 Personal Loan for Pensioners:

১) চিকিৎসার জন্য এবং কোভিড এর থেকে সুরক্ষা পাওয়ার জন্য সেলারি এবং পেনশন একাউন্ট হোল্ডার এই লোন স্যালারি অথবা পেনশন হিসেবে পেতে পারেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে।

২) সুদের হার ৮.২০%, লোন এমাউন্ট সর্বোচ্চ তিন লাখ টাকা।

৩) লোন পরিশোধের সময়সীমা সর্বোচ্চ পাঁচ বছর।

৪) প্রসেসিং চার্জ: NIL

PNB Covid Suraksha Personal Loan:

PNB Covid Suraksha Personal Loan Scheme for Self-Employed (other than pensioners and salaried):

১) কোভিড সুরক্ষার জন্য আপনি এই লোন নিতে পারেন।

২) সুদের হার ৮.২০%,

৩) লোন এমাউন্ট সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত।

৪) লোন পরিশোধের সময়সীমা পাঁচ বছর, সেটা আবেদনকারীর 60 বছর বয়সীদের জন্য।

৫) প্রসেসিং চার্জ: NIL

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পার্সোনাল লোন আবেদন করার যোগ্যতা:

যেহেতু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বিভিন্ন ধরনের পার্সোনাল লোন দিয়ে থাকে সেক্ষেত্রে সকল লোনের আবেদনের যোগ্যতা আলাদা আলাদা হয়ে থাকে। চলুন জেনে নিন সকল পার্সোনাল লোনের জন্য যোগ্যতা কি কি?

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পাবলিক লোন এর জন্য (PNB Public Loan):

১) আবেদনকারীকে অবশ্যই পার্মানেন্ট এম্প্লয়িস হতে হবে স্টেট অথবা সেন্ট্রাল গভারমেন্ট অথবা পি এস ইউ এস (PSUs) এর থেকে, কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২) এল আই সি (LIC) এজেন্ট যাদের ৬০ বছরের নিচে বয়স এবং ৫ বছরের অভিজ্ঞতা রয়েছে আর রেগুলার ইনকাম আছে তার সাথে যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে এই লোনের জন্য বেশ সুবিধাজনক।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ডক্টর লোন (PNB Doctor Loan):

১) প্রফেশনাল, কোয়ালিফাইড এবং প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার হতে হবে, তার সাথে বছরে কমপক্ষে ইনকাম হতে হবে পাঁচ লাখ টাকা।

২) লাস্ট দু বছরের ট্যাক্স সম্পন্ন থাকতে হবে।

৩) আবেদনকারী যে স্থানে বসবাস করছেন সেখানে কমপক্ষে দুই বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে। (গভর্মেন্ট ডক্টর এই লোনের জন্য আবেদন করতে পারবেন না)

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পেনশনার লোন (PNB Pensioner Loan):

এই লোনের জন্য সমস্ত পেনশন ভোগী ব্যাক্তি আবেদন করতে পারবেন।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পার্সোনাল লোন নেওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:

১) পরিচয় পত্র,

২) ঠিকানার প্রমাণপত্র,

৩) আই টি আর (ITR) লাস্ট দুই বছরের,

৪) লোন অ্যাপ্লিকেশন ফর্ম,

৫) আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ,

৬) ব্যাংক স্টেটমেন্ট ইত্যাদি।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পার্সোনাল লোন আবেদন করবেন কিভাবে?

Step 1. প্রথমত আপনাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, https://www.pnbindia.in

Step 2. লোন (Loan) অপশনে গিয়ে পার্সোনাল লোন (Personal Loan) সিলেক্ট করুন, তারপর এ্যাপলাই নাও (Apply Now) অপশনটিতে ক্লিক করুন এরপর আপনার সামনে একটি লোন অ্যাপ্লিকেশন ফর্ম (Punjab National Bank Personal Loan Application Form) আসবে, প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম টি ফিলাপ করুন। তার সাথে যে প্রসেসিং চার্জ থাকবে সেটাও দিতে হবে।

Step 3. তবে অবশ্যই পার্সোনাল লোন এর মধ্যে যে লোন আপনি নিতে চাইবে সেই লোকটি সিলেক্ট করতে হবে। ভালোভাবে ফিলাপ করার পর অ্যাপ্লিকেশন ফর্ম কি চেক করে নিয়ে সাবমিট (Submit) বাটনে ক্লিক করুন। আপনার লোন অ্যাপ্লিকেশন প্রসেস হতে শুরু করবে।

এছাড়া প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি নিয়ে আপনি আপনার কাছাকাছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে কোন ব্রাঞ্চে গিয়ে পার্সোনাল লোন এর জন্য আবেদন করতে পারেন। তবে সেটা অফলাইনে।

তো এইভাবে কয়েকটি সহজ পদক্ষেপ অবলম্বন করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পার্সোনাল লোন (Punjab National Bank Personal Loan) এর জন্য আপনি আবেদন করতে পারবেন খুবই সহজে।

Home Click here
Official Website Click here

1 thought on “2023 পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পার্সোনাল লোন আবেদন পদ্ধতি ও কাগজপত্র”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top