2023 পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোম লোন আবেদন পদ্ধতি ও কাগজপত্র

Punjab Bank Home Loan 2023 (পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হোম লোন 2023): How to Apply for Punjab Bank Home Loan? | PNB Home Loan Interest Rates List in Bengali | Punjab Bank Home Loan Apply in Bengali.

নিজের ঘরে থাকার স্বাধীনতা তারাই ভালোভাবে বুঝতে পারেন যাদের নিজস্ব ঘর রয়েছে। এমন অনেক মানুষ রয়েছেন যাদের অন্যের ঘরে টাকা দিয়ে থেকেও কোনো রকম সুখ স্বাধীনতা নেই। যেমনটা রয়েছে নিজের কুঁড়েঘরে।

Bank Name Punjab National Bank (PNB)
Type of Loan Home Loan
Loan Application Process Online / Offline
Official Website https://www.pnbindia.in/

পরিশ্রমের টাকা থেকে কিছু টাকা বাঁচিয়ে নিজের একটি ঘর তৈরি করার স্বপ্ন অনেকেই দেখে থাকেন। তবে বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে প্রতিদিনের খাবার জোগাড় করা থেকে আরো অন্যান্য খরচ বহন করতে গিয়ে সেই ইচ্ছাটা কে দমিয়ে রাখতে হয়।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোম লোন আবেদন পদ্ধতি - Punjab Bank Home Loan in Bengali
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোম লোন আবেদন পদ্ধতি – Punjab Bank Home Loan in Bengali

তবে এখন পরিস্থিতি অনেকটাই উন্নত। আপনি চাইলে কিন্তু ব্যাংক থেকে লোন নিয়ে এই ইচ্ছা টাই পূরণ করতে পারেন। সেক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোম লোন আপনি নিতে পারবেন।

তো চলুন তাহলে জানা যাক, কিভাবে আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লোন এর জন্য আবেদন করবেন এবং এই লোন সম্পর্কিত আরো অন্যান্য তথ্য সম্পর্কেও জানা যাক:

Punjab National Bank Home Loan (পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হোম লোন):

সুদের হার: ৬.৫৫% (শতাংশ)

লোন অ্যামাউন্ট: সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত।

লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হোম লোন এর সুবিধা ও লাভ:

১) যে সমস্ত ব্যক্তি দের ঘর তৈরি করার জন্য টাকার প্রয়োজন রয়েছে তারা কিন্তু এই লোনের জন্য আবেদন করতে পারবেন।

২) কোনরকম প্রি-পেমেন্ট চার্জ নেওয়া হয়না, হোম লোন পরিশোধ করার জন্য।

৩) ওভারড্রাফট এবং টপ- আপ ফেসিলিটি আছে সমস্ত আবেদনকারী দের জন্য।

৪) গ্রাহকদের সুবিধা অনুসারে লোন পরিশোধের সময়সীমা নির্ধারণ করা হয়ে থাকে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হোম লোন প্রসেসিং ফি এবং অন্যান্য চার্জ (PNB Home Loan Fee & Charge):

১) প্রসেসিং ফি: খুবই সামান্য এবং নেই বললেই চলে।

২) ডকুমেন্টেশন চার্জ: ২,৫০০

৩) Security fication/ Inspection Charge: ২৫০ + GST

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোম লোন EMI ক্যালকুলেটর (PNB Home Loan EMI Calculator):

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোম লোনের জন্য আপনি ক্যালকুলেশন করতে পারবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর অফিশিয়াল ওয়েবসাইট এর মধ্যে দিয়ে EMI ক্যালকুলেটর এর মধ্যে দিয়ে।

৪০ লাখ টাকার লোন:
১৫ বছর: ৩৮,১১১ টাকা
২০ বছর: ৩৩,৩৩৩ টাকা
৩০ বছর: ২৯,২১১ টাকা
৬০ লাখ টাকার লোন:
১৫ বছর: ৫৭,১৬৬ টাকা
২০ বছর: ৫০,০০০ টাকা
৩০ বছর: ৪৩,৮১৭ টাকা
৮০ লাখ টাকার লোন:
১৫ বছর: ৭৬,২২১ টাকা
২০ বছর: ৬৬,৬৬৬ টাকা
৩০ বছর: ৫৮,৪২৩ টাকা

 

১ কোটি টাকার লোন:
১৫ বছর: ৯৫,২৭৭ টাকা
২০ বছর: ৮৩,৩৩৩ টাকা
৩০ বছর: ৭৩,০২৮ টাকা

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হোম লোন নেওয়ার জন্য আবেদনকারীর যোগ্যতা:

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গ্রাহকের জন্য হোম লোন প্রোডাক্ট অফার করে থাকে গ্রাহকদের প্রয়োজন অনুসারে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোম লোনের জন্য আপনি আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে আবেদনকারীর যে সমস্ত যোগ্যতা গুলি প্রয়োজন সেগুলি হল:

১) আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তাছাড়া, NRIs/ PIOs ও এই লোনের জন্য আবেদন করতে পারবেন।

২) বেতনভুক্ত কর্মচারী, Self-employed, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোম লোনের জন্য আবেদন করতে পারবেন।

৩) আবেদনকারীর বয়স: সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৭০ বছর পর্যন্ত হতে হবে।

৪) ক্রেডিট স্কোর ৭৫০ এর উপরে হলে বেশ ভালো হয়।

৫) আবেদনকারীর রেগুলার একটা ইনকাম থাকতে হবে, যার ওপর নির্ভর করে আবেদনকারী এই লোন এর EMI পরিশোধ করতে পারবেন লোন পরিশোধের সময়সীমা পর্যন্ত।

Punjab National Bank Home Loan Apply Documents:

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোম লোন নেওয়ার জন্য আবেদনকারীর প্রয়োজনীয় ডকুমেন্টস অথবা কাগজপত্র। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লোন নেওয়ার জন্য আবেদনকারীর যে সমস্ত ডকুমেন্টস অথবা কাগজপত্র প্রয়োজন হবে সেগুলি হল:

১) সম্পূর্ণ ফিলাপ করা এবং আবেদনকারীর সই করা হোম লোন অ্যাপ্লিকেশন ফর্ম তার সাথে অবশ্যই আবেদনকারীর ফটোগ্রাফ থাকতে হবে।

২) পরিচয় পত্র হিসেবে- আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট।

৩) ঠিকানার প্রমাণপত্র হিসেবে- ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, আধার কার্ড।

৪) বয়সের প্রমাণপত্র হিসেবে- বার্থ সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, আধার কার্ড।

৫) এডুকেশন কোয়ালিফিকেশন এর প্রমাণ পত্র।

৬) ইনকাম প্রুফ হিসাবে- সেলারি সার্টিফিকেট, ইনকাম ট্যাক্স রিটার্ন ইত্যাদি।

৭) লাস্ট ৩ মাসের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট অথবা সেলারি একাউন্ট স্টেটমেন্ট।

A) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হাউসিং লোন ফর পাবলিক:

সর্বোচ্চ লোন এমাউন্ট: এক কোটি টাকা পর্যন্ত।

সুদের হার: ৬.৫৫% শতাংশ থেকে ৭.৪০% পর্যন্ত।

মার্জিন:

হাউসিং লোন সর্বোচ্চ ৭৫ লাখ টাকা: ২০%।

হাউসিং লোন ৭৫ লাখ টাকার উপরে: ২৫%।

জমি অথবা প্লট কেনার ক্ষেত্রে হাউসিং বিল্ডিং বানানোর জন্য: ২৫%।

B) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ম্যাক্স সেভার (Max Saver):

১) সর্বোচ্চ লোন এমাউন্ট: সর্বনিম্ন ১০ লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত।

২) সুদের হার: ৬.৫৫% শতাংশ।

৩) লোন পরিশোধের সময়সীমা সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত।

৪) মার্জিন:

হাউসিং লোন সর্বোচ্চ ৭৫ লাখ টাকা, ২০%

৭৫ লাখ টাকার উপরে ২৫%

Plot/ Land কেনার জন্য হাউজ বিল্ডিং বানানোর ক্ষেত্রে ২৫%।

C) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রাইড হাউসিং লোন:

১) লোন এমাউন্ট: সর্বনিম্ন ১০ লাখ টাকা।

২) সুদের হার: ৬.৫৫% শতাংশ লোন পরিশোধের সময়সীমা ৩০ বছর পর্যন্ত।

মার্জিন: হাউসিং লোন সর্বোচ্চ ৭৫ লাখ টাকা ২০% হাউসিং লোন ৭৫ লাখ টাকার উপরে ২৫% ল্যান্ড অথবা ফ্ল্যাট কেনার জন্য হাউস বিল্ডিং করার ক্ষেত্রে ২৫%।

D) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জেন্টেক্স হাউসিং ফাইন্যান্স স্কিম ফর পাবলিক:

লোন এমাউন্ট সর্বনিম্ন কুড়ি লাখ টাকা।

সুদের হার: ৬.৫৫%

লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত।

মার্জিন: লোন সর্বোচ্চ ৭৫ লাখ টাকা, ২০%

৭৫ লাখ টাকার উপরে ২৫%।

এই লোনের জন্য আবেদন কারীর যোগ্যতা:

সমস্ত রকম বেতনভুক্ত কর্মচারী, যাদের সর্বনিম্ন তিন বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, তারা কিন্তু এই লোনের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। আর মাসিক ইনকাম সর্বনিম্ন ৩৫,০০০ টাকা হতে হবে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোম লোন আবেদন করবেন কিভাবে?

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য আপনি দুই রকম ভাবেই আবেদন করতে পারবেন, অনলাইন আবেদন অথবা অফলাইন আবেদন।

Punjab National Bank Home Loan অনলাইন আবেদন:

Step 1. প্রথমত আপনাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে, https://www.pnbindia.in

Step 2. এরপর এ্যাপলাই নাও (Apply Now) অপশনটিতে ক্লিক করুন। তারপর লোন অপশনে গিয়ে হোম লোন (Home Loan) অপশনটি উপরে ক্লিক করুন।

Step 3. এবারে আপনার সামনে একটি লোন অ্যাপ্লিকেশন ফর্ম (Punjab National Bank Home Loan Application Form) আসবে, সেই ফর্ম টি প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি দিয়ে ভালোভাবে ফিলাপ করুন। তারপর চেক করে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন।

Step 4. এবার আপনার লোন অ্যাপ্লিকেশন টি ভেরিফাই হতে শুরু করবে এবং খুব শীঘ্রই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আপনার সাথে এই লোনের বিষয়ে যোগাযোগ করবে।

Punjab National Bank Home Loan অফলাইন আবেদন:

তাছাড়া আপনি চাইলে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো নিয়ে আপনার কাছাকাছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে কোন ব্রাঞ্চে গিয়ে হোম লোনের জন্য আবেদন করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলতে হবে।

তো এইভাবে আপনি সহজ কয়েকটি পদক্ষেপ অবলম্বন করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোম লোনের জন্য আবেদন করতে পারবেন এবং খুবই কম এবং আকর্ষণীয় সুদের হারে লোন পেতে পারবেন, তার সাথে সাথে লোন পরিশোধের সময়সীমা একেবারে টানা ৩০ বছর পর্যন্ত হাতে পাচ্ছেন।

তাহলে আর নিজের একটা ঘরের স্বপ্ন দমিয়ে কেন রাখবেন। তাছাড়া আরও অন্যান্য তথ্য সম্পর্কে জানার জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করেও আপনি জানতে পারেন।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লোন কাস্টমার কেয়ার:

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.pnbindia.in
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোম লোন টোল ফ্রি কাস্টমার কেয়ার নাম্বার: ১৮০০ ১৮০ ২২২২, ১৮০০ ১০৩ ২২২২
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোম লোন অন্যান্য কাস্টমার কেয়ার নাম্বার: Toll Number: 0120-2490000, Landline number: 011-28044907
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোম লোন কাস্টমার কেয়ার ইমেইল আইডি:  care@pnb.co.in
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্পোরেট অফিস পোস্টাল অ্যাড্রেস Punjab National Bank, Plot No 4, Sector- 10, Dwarka, New Delhi- 110075
Home Click here
Official Website Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top