2023 পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শিক্ষা লোন আবেদন পদ্ধতি ও কাগজপত্র

Punjab Bank Education Loan 2023 (পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক শিক্ষা লোন 2023): How to Apply for Punjab Bank Education Loan? | Punjab Bank Education Loan Interest Rates List | PNB Education Loan Apply Online.

শিক্ষার আলো জীবনে থাকলে অনেক বাধা বিপদ খুব সহজেই পার করে ওঠা যায়, তাছাড়া অনেক ক্ষেত্রে এই শিক্ষা মানুষের অনেক সুযোগ সুবিধা করে দিতে পারে। কোন কর্মজীবন হোক অথবা কোন দরকারী কাজে শিক্ষা অগ্রাধিকার নিয়ে থাকে।

এমন অনেকেই আছেন যারা কিনা নিজের নাম টুকু পর্যন্ত লিখতে পারেন না, একমাত্র তারাই বুঝতে পারেন যে, লেখাপড়া না জানলে কতটা অসুবিধার মধ্যে পড়তে হয় জীবনে চলার পথে। আর সে ক্ষেত্রে আফসোস করা ছাড়া আর কোন উপায় থাকেনা।

Bank Name Punjab National Bank (PNB)
Type of Loan Education Loan
Loan Application Process Online / Offline
Official Website https://www.pnbindia.in/

অনেকে ইচ্ছাকৃতভাবে পড়াশোনা ছেড়ে দেন, আবার অনেকেই প্রতিভা এবং পড়াশোনার ইচ্ছা থাকা সত্ত্বেও টাকার অভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারেন না। আর সংসার অভাবের কারণে পড়াশোনা ছেড়ে দিয়ে কর্মজীবনের ঢুকে পড়তে হয়।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শিক্ষা লোন আবেদন পদ্ধতি - Punjab Bank Education Loan in Bengali
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শিক্ষা লোন আবেদন পদ্ধতি – Punjab Bank Education Loan in Bengali

তবে এখন আপনি চাইলেই কিন্তু ব্যাংক থেকে লোন নিয়ে পড়াশোনার খরচ চালাতে পারেন, সেটা হায়ার সেকেন্ডারি এর ক্ষেত্রে হোক অথবা উচ্চশিক্ষার ক্ষেত্রে। আপনি অনায়াসেই ব্যাংক থেকে এডুকেশন লোন নিয়ে নিজের পড়াশোনার স্বপ্ন পূরণ করতেই পারেন।

Punjab National Bank Education Loan (পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক শিক্ষা লোন):

তো চলুন তাহলে জানা যাক, কিভাবে আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এডুকেশন লোন (PNB Education Loan) এর জন্য আবেদন করবেন এবং এই লোন সম্পর্কিত আরো অন্যান্য তথ্য সম্পর্কেও জানা যাক:

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শিক্ষা লোন এর ক্ষেত্রে বেশ কয়েক রকমের এডুকেশন লোন স্কিম অফার করে থাকে গ্রাহকদের জন্য আর সেই এডুকেশন লোন স্কিম গুলি হল:

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এডুকেশন লোনের সুদের হার (PNB Education Loan Scheme):

১) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সরস্বতী (PNB Saraswati): RLLR + BSP + ২.০০%

২) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতিভা (PNB Pratibha): RLLR + BSP + ১.২৫%

৩) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক উদ্যান (PNB Uddan): RLLR + BSP + ২.০০%

৪) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কৌশল (PNB Kaushal): RLLR + BSP + ১.৫০%

৫) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হুনহার (PNB Honhaar): RLLR + BSP + ২.০০%

৬) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রবাসী  শিক্ষা লোন (PNB Pravasi Shiksha Loan): RLLR + BSP + ২.১৫%

A) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সরস্বতী (PNB Saraswati Loan):

১) সুদের হার: সর্বোচ্চ ৯.৫০% শতাংশ।

২) প্রসেসিং ফি: NIL

৩) সর্বোচ্চ ৭.৫০ লাখ টাকার ওপরে অভিভাবক অথবা বাবা-মা কো – এপ্লিকেন্ট হিসেবে আবেদন করতে পারেন।

৪) লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত।

৫) এই লোনের জন্য আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

B) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতিভা (PNB Pratibha Loan):

১) সুদের হার: সর্বোচ্চ ৮.০০% শতাংশ।

২) প্রসেসিং ফি: NIL

৩) কো – এপ্লিকেন্ট হিসাবে ছাত্র ছাত্রীর বাবা মায়েরা এই লোনের জন্য আবেদন করতে পারেন।

৪) লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত।

৫) আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

৬) এবং ডিপ্লোমা কোর্স অথবা রেগুলার ফুল টাইম ডিগ্রী কোর্স যেটা ভারতের মধ্যে হতে হবে, সেখানে এডমিশন সিকিওরড থাকতে হবে।

৭) তাছাড়া পোস্ট গ্যাজুয়েট, ম্যানেজমেন্ট, ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস এ সমস্ত জায়গাতে আপনার এডমিশন সিকিওর থাকতে হবে।

C) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক উদ্যান (PNB Uddan Loan): 

১) সুদের হার: সর্বোচ্চ ৯.৫০% শতাংশ পর্যন্ত।

২) প্রসেসিং ফি: ১% লোন এমাউন্ট এর উপরে সর্বনিম্ন ১০ হাজার টাকা

৩) কো – এপ্লিকেন্ট হিসাবে সর্বোচ্চ ৭.৫০ লাখ টাকার উপরে ছাত্র-ছাত্রীর বাবা-মায়েরা আবেদন করতে পারেন।

৪) লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত।

৫) আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

৬) Merit Based Selection অথবা Enteance Test এখানে কোর্সের জন্য নির্বাচিত হতে হবে।

D) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কৌশল (PNB Kaushal Loan):

১) সুদের হার: সর্বোচ্চ ৮.২৫% শতাংশ।

২) প্রসেসিং ফি: NIL

৩) ছাত্র ছাত্রীর বাবা মায়েরা co-applicant হিসেবে আবেদন করতে পারেন।

৪) লোন পরিশোধের সময়সীমা:

সর্বোচ্চ ৫০ হাজার টাকার উপরে: সর্বোচ্চ তিন বছর পর্যন্ত।

৫০ হাজার টাকা এবং ১ লাখ টাকার মধ্যে লোনের ক্ষেত্রে: সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত।

এক লাখ টাকার উপরে লোনের জন্য: সর্বোচ্চ সাত বছর পর্যন্ত।

৫) আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং

৬) অ্যাডমিশন থাকতে হবে, কোর্স এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে।

E) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হুণহার (PNB Honhaar Loan): 

১) সুদের হার: ৮.৭৫% শতাংশ।

২) প্রসেসিং ফি: NIL

৩) ছাত্র-ছাত্রীর বাবা-মা কো – এপ্লিকেন্ট হিসেবে আবেদন করতে পারেন।

৪) লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত।

৫) আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

৬) কোর্সের জন্য এডমিশন থাকতে হবে রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে।

৭) তাছাড়া মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য আপনি এই লোন নিতে পারেন।

F) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রবাসী শিক্ষা লোন (PNB Pravasi Shiksha Loan):

১) সুদের হার: ৮.৯০% শতাংশ।

২) প্রসেসিং ফি: ১% লোন এমাউন্ট এর উপরে যেটা সর্বনিম্ন ১০ হাজার টাকা, আর এই প্রসেসিং ফি ফেরত পাওয়া যায় না।

৩) গ্যারান্টার হিসাবে liquid security হিসাবে লোন এমাউন্ট এর উপরে ১২৫% নিয়ে থাকে।

৪) লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শিক্ষা লোনের জন্য ডকুমেন্টস অথবা কাগজপত্র:

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শিক্ষা লোন (PNB Education Loan) নেওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট অথবা কাগজপত্র যেগুলো প্রয়োজন হবে সেগুলি হল:

১) সম্পূর্ণ ফিলাপ করা এবং আবেদনকারীর সই করা লোন অ্যাপ্লিকেশন ফর্ম।

২) আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ।

৩) পরিচয় পত্র হিসেবে – 

  • পাসপোর্ট
  • ভোটার আইডি কার্ড,
  • আধার কার্ড,
  • প্যান কার্ড,
  • ড্রাইভিং লাইসেন্স।

৪) ঠিকানার প্রমাণপত্র হিসাবে-

  • আধার কার্ড,
  • পাসপোর্ট,
  • ভোটার আইডি কার্ড,
  • ড্রাইভিং লাইসেন্স।

৫) একাডেমিক ডকুমেন্টস হিসাবে-

  • মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার মার্কশীট।
  • Marks cards of any further education
  • Entrance exam mark sheet
  • Mark sheet of GRE/ IELTS/ TOFEL/ GMAT
  • যেকোনো স্কলার্শিপ ডকুমেন্টস যদি চেয়ে থাকে।

৬) এডমিশন প্রুফ-

  • ছাত্র-ছাত্রীর বাবা-মায়ের ইনকাম প্রুফ।
  • Collateral Documents
  • ব্যাংক স্টেটমেন্টস।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এডুকেশন লোন আবেদন করবেন কিভাবে?

Step 1. প্রথমত আপনাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, https://www.pnbindia.in

Step 2. তারপর Products অপশনটির নিচে Retail অপশনটির উপরে ক্লিক করুন। এই অপশন এর উপরে ক্লিক করলে আপনি লোন সেকশনে পৌঁছে যাবেন।

Step 3. একটি নতুন পেজ ওপেন হবে, সেখানে Education Loan এর উপর ক্লিক করুন।

Step 4. এবার অ্যাপ্লাই ফর অনলাইন (Apply for Online) অপশনে ক্লিক করুন।

Step 5. আবার একটি নতুন পেজ ওপেন হবে, সেখানে Education Loan অপশনে ক্লিক করুন।

Step 6. একটি লোন অ্যাপ্লিকেশন ফর্ম (PNB Education Loan Application Form) আসবে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি দিয়ে লোন অ্যাপ্লিকেশন ফর্ম টি ফিলাপ করুন। তাছাড়া আপনি যে ধরনের এডুকেশন লোন নিতে চাইছেন সেটা সিলেক্ট করুন, তারপর প্রসেসিং ফি যদি চেয়ে থাকে সেটাও দিতে হবে।

Step 7. এরপর রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর সাবমিট (Submit) বাটনে ক্লিক করুন।

Step 8. পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আপনার এই অ্যাপ্লিকেশনটি ভেরিফাই করবে এবং আপনার সাথে খুব তাড়াতাড়ি এই লোনের বিষয়ে যোগাযোগ করবে।

তাছাড়া আপনি অফলাইনে ও আপনার কাছাকাছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে কোন ব্রাঞ্চে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি দিয়ে এডুকেশন লোন এর জন্য আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলতে হবে।

তো এইভাবে আপনি কয়েকটি সহজ পদ্ধতি অবলম্বন করে এডুকেশন লোন এর জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে লোন নিতে পারেন। বিভিন্ন রকমের এডুকেশন লোন (Education Loan) এর সুযোগ আপনি পেয়ে যাবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে।

তাছাড়া লোন পরিশোধের সময়সীমা অনেকটাই পাবেন, যেটা শুরু হবে কোন কোর্স কমপ্লিট করে তারপরে কোন জব পাওয়ার পর থেকে সেই সময়সীমা শুরু হয়। আর তাই আপনি খুব সহজে মাসিক বেতন থেকে এই লোন পরিশোধ করতে পারবেন অনায়াসেই।

Home Click here
Official Website Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top