Priyamvada Birla Scholarship 2023: আবেদন পদ্ধতি ও নতুন লিস্ট

 

MP Birla Group সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীকে শিক্ষা লাভে সহায়তা করার জন্য আর্থিক সহায়তা দিয়ে থাকে।  এরই অংশ হিসেবে MP Birla Group পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য Priyamvada Birla Scholarship নামে শিক্ষা বৃত্তি প্রদান করে থাকে।

Priyamvada Birla Scholarship: আবেদন পদ্ধতি ও নতুন লিস্ট
Priyamvada Birla Scholarship: আবেদন পদ্ধতি ও নতুন লিস্ট

ছাত্রছাত্রীরা গ্র্যাজুয়েশন কোর্সে পড়া অবস্থায় এই Priyamvada Birla Scholarship এর জন্য আবেদন করতে পারে, যাতে করে দরিদ্র হলেও মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার পর সুগম হয়। Madhav Prasad Priyamvada Birla Apex Charitable Trust এই Priyamvada Birla Scholarship এর ২৫ জন দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীকে স্কলারশীপ প্রদান করে থাকে।   ভারতের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারী, নার্সিং, চার্টার্ড একাউন্টেন্ট, আইন, স্থাপত্যকলা, গ্র্যাজুয়েশান কোর্সে ১ম বর্ষে  অধ্যয়নরত জন্য এই Priyamvada Birla Scholarship দেয়া হয়।

Priyamvada Birla Scholarship দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের তাদের লেখাপড়াকালীন সময় আর্থিক সহায়তা দিয়ে থাকে। এই স্কলারশীপ শুধুমাত্র গ্র্যাজুয়েশনের ১ম বর্ষে অধ্যয়নরতদের দেয়া হয়ে থাকে। আবেদনের জন্য যোগ্য ছাত্রছাত্রীরা অফলাইনে তাদের স্কলারশীপের জন্য আবেদন করতে পারে। এটি একটি বেসরকারী সংস্থার অনুদান। এই Priyamvada Birla Scholarship গ্রহনকারী ছাত্রছাত্রী অন্য সরকারী বৃত্তির জন্যও আবেদন করতে পারে।

Priyamvada Birla Scholarship গুরুত্বপূর্ণ তথ্য

বিষয় বিবরণ
স্কলারশীপের নামঃ Priyamvada Birla Scholarship
পরিচালনায়ঃ MP Birla Apex Charitable Trust
প্রযোজ্যঃ ১ম বর্ষে অধ্যয়নরত ছাত্রছাত্রী
স্কলারশীপের সংখ্যা ২৫
আবেদন শুরু আগষ্ট
আবেদন শেষ নভেম্বর
রাজ্যের বাসিন্দা পশ্চিমবঙ্গ
আবেদনের মাধ্যম অফলাইন
ওয়েবসাইট pbs.southpoint.edu.in

 

Priyamvada Birla Scholarship এর যোগ্যতাঃ

Priyamvada Birla Scholarship এর আবেদনকারীকে নিম্নবর্ণিত যোগ্যতা থাকতে হবে।

১) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের কোন বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, সাধারন বিষয়ে ১ম বর্ষে ভর্তি হতে হবে।

২) শুধুমাত্র ১ম বর্ষে ভর্তিরত ছাত্রছাত্রীই এই Priyamvada Birla Scholarship এর জন্য আবেদন করতে পারবে।

৩) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৭৫,০০০ টাকার বেশি হতে পারবে না।

৪) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

৫) আবেদনকারীর বয়স ৪ই জুলাই ২০২০ তারিখে ২৫ বছরের অধিক হতে পারবে না। আবেদনকারীর কোন সর্বনিম্ন বয়সসীমা নেই।

৬) আবেদনকারী কোন সংস্থায় চাকরীরত থাকতে পারবে না। তবে প্রতিষ্ঠানের পক্ষ্য হতে ইন্টার্নিরত বা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ্য হতে কোন প্রজেক্টে কাজ করতে তা চাকুরীরত বলে গন্য হবে না।

৭) ছাত্রছাত্রীকে অবশ্যই তার প্রাপ্ত অন্য কোন স্কলারশীপ, আর্থিক সাহায্যের কথা জানাতে হবে।

আবেদনের প্রক্রিয়া

Priyamvada Birla Scholarship এর আবেদনের জন্য অফলাইনে আবেদন করা যায়।

আবেদনকারী South Point School এর সাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে নিজের, পরিবারের, শিক্ষাগত যোগ্যতার বিবরন ইত্যাদি তথ্য সঠিকভাবে পূরন করে নিম্নলিখিত Priyamvada Birla Scholarship এর ঠিকানায় পাঠাতে হবে।

The Board of Trustees,
Madhav Prasad Birla Apex Charitable Trust,
c/o South Point High School,
82/7A, Ballygunge Place, Kolkata 700019.

কি কি কাগজপত্র জমা দিতে হবে?

আবেদনকারী নিজের বিভিন্ন তথ্য দিয়ে Priyamvada Birla Scholarship এর জন্য অফলাইনে আবেদন করতে হবে।

১) আবেদনকারী কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির প্রমাণ স্বরুপ কাগজপত্র।

২) মাধ্যমিক পাশের সনদপত্র ও মার্কশীট।

৩) উচ্চ মাধ্যমিক পাশের সনদপত্র ও মার্কশীট।

৪) পরিবারের আয়ের সনদপত্র।

৫) আবেদনকারীর ছবি।

এই Scholarship এর অর্থের পরিমানঃ

Priyamvada Birla Scholarship এ সর্বমোট ২৫ জন ছাত্রছাত্রীকে স্কলারশীপ দেয়া হয়। প্রতি ছাত্রছাত্রীকে পড়াশুনার খরচ ও হোস্টেল ফি বাবত বার্ষিক সর্বোচ্চ ২৪,০০০ টাকা প্রদান করা হয়।

নির্বাচিত ছাত্রছাত্রী পরবর্তী ৪ বছরের জন্য এই স্কলারশীপ পেয়ে থাকে। তবে শর্ত থাকে যে, ছাত্রছাত্রী তার সকল সেমিস্টার/বার্ষিক পরিক্ষায় প্রথমবারে পাশ করতে হবে। সেই সাথে সাধারন কোর্সে ভর্তিরত ছাত্রছাত্রী সর্বনিম্ন ৪৫% নাম্বার এবং ডাক্তার, ইঞ্জিনিয়ারিং কোর্সের ছাত্রছাত্রীকে সর্বনিম্ন ৫৫% নাম্বার পেতে হবে।

Scholarship চয়নের প্রক্রিয়াঃ

আসুন দেখে নিই কিভাবে Priyamvada Birla Scholarship এর বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে।

১) ছাত্রছাত্রীরা তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র ও পারিবারিক আর্থিক অবস্থার তথ্য জানিয়ে আবেদন করে।

২) আবেদনপত্র হতে Priyamvada Birla Scholarship এর কর্মকর্তাগন বাছাই করে থাকে।

৩) বাছাইকৃত আবেদনকারীকে কলকাতায় ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়।

৪) ইন্টারভিউ সম্পন্ন হয়।

৫) ইন্টারভিউয়ের সময় আবেদনকারীকে তার দেয়া তথ্য অনুযায়ী সকল মূল কাগজপত্র দেখাতে হবে।

যোগাযোগের ঠিকানাঃ

মোবাইলঃ (033) 2440 5115 / 4043 / 5042
ইমেইলঃ  pbs@southpoint.org.in

আজ আমরা Priyamvada Birla Scholarship এর বিস্তারিত জানতে পারলাম। এই স্কলারশীপের ফলে সমাজের পিছিয়ে পড়া অনেক দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রী তাদের শিক্ষা জীবন চালিয়ে যেতে পারে এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত হবার সু্যোগ পায়। পরবরতীতে আপনাদের জন্য আরো বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করবো । আপনাদের কোন বিষয়ে প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানান। আমরা আপনার প্রশ্নের জবাব দেয়ার চেষ্টা করবো। আরো অনেক স্কলারশীপ নিয়ে জানতে চোখ রাখুন আমাদের সাইটে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top