প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2023 মহিলাদের গ্যাস কানেকশন কিভাবে পাবেন?

মোদী সরকার গরিবি রেখার নিচে যেই সমস্ত পরিবার রয়েছে সেই পরিবারে মহিলাদের রান্নার গ্যাস কানেকশন দেবার জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা নিয়ে এসেছেন। এই যোজনা কেন্দ্র সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের দ্বারা সঞ্চালন করা হয়।

গ্রামীণ এলাকাতে রান্না করার জন্য মহিলারা কাঠ, গোবরের ঘুঁটে, খড় ইত্যাদি ধরণের জিনিসের ব্যবহার করে থাকে এর ফলে বিষাক্ত ধোঁয়া বের হয় যার ফলে মহিলাদের বিভিন্ন ধরণের রোগের সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা মহিলাদের গ্যাস কানেকশন কিভাবে পাবেন?
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা মহিলাদের গ্যাস কানেকশন কিভাবে পাবেন?

এই সমস্ত পরিবারে যাতে সুস্থ পরিবেশে মহিলারা রান্না করতে পারে তার জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা দ্বারা রান্নার গ্যাস কানেকশন দেওয়া হয়।

কি লাভ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার :

● গ্যাসে রান্নার ফলে খাবার জীবাণু মুক্ত হবে।

● প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার দ্বারা রান্নার গ্যাস ব্যবহার করাতে মহিলাদের সাস্থ ভালো থাকবে।

● পরিবারের বাচ্চাদের এবং বয়স্কদের ধুঁয়ার জন্য হয়ে থাকা স্বাস্থগত রোগ থেকে রেহাই পাবে।

● কাঠ, গোবরের ঘুঁটে, খড় ইত্যাদি ব্যবহারের ফলে যেই পরিবেশ দূষণ হয় তা থামবে।

● গ্যাসে রান্নার ফলে অনেক সময় বাঁচবে সে সময়ে অন্নান্ন কাজ করা সম্ভব হবে।

কারা পাবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার লাভ :

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য যারা ২০১১ সালের জনগণনা হিসাবে BPL লিস্টে থাকবে অর্থাৎ ২০১১ সালের জনগণনার BPL লিস্টে যাদের নাম আছে তারা পাবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্গত গ্যাস।

কিভাবে আবেদন করতে হবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাতে :

● প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন নেবার জন্য পরিবারের যে কোনো মহিলার নাম আবেদন করতে হবে।

● প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আবেদনের জন্য একটি ফর্ম ভরতে হবে যেখানে সমস্ত ডকুমেন্ট লাগিয়ে জমা দিতে হবে। (কি কি ডকুমেন্ট লাগবে তা নিচে লেখা আছে )

● আবেদন করার সময় আপনাকে এটা জানাতে হবে যে আপনাকে ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডার চাই নাকি ৫কেজি গ্যাস সিলিন্ডার।

● প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ফর্মটি কাছাকাছি গ্যাস অফিসে জমা করতে হবে।

কোথায় পাবেন আবেদন ফর্ম :

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আবেদন ফর্ম গ্যাস অফিস থেকে বিনামূল্যে পেয়ে যাবেন। এছাড়া প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও এই ফর্ম ডাউনলোড করতে পারেন।

নিচে ২ টি ফর্ম দেওয়া হয়েছে যা আপনারা এখন থেকে ডাউনলোড করতে পারেন।

১. ডাউনলোড উজ্জ্বলা ফর্ম →

২. ডাউনলোড উজ্জ্বলা KYC ফর্ম →

কি কি ডকুমেন্ট লাগবে আবেদনের জন্য :

● গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা দ্বারা দেওয়া BPL কার্ড।

● পরিচয়পত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড।

● পাস্টপোর্ট সাইজের ফটো।

● রেশনকার্ডের জেরক্স

ব্যাংকের তথ্য

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আবেদনের জন্য জরুরি তথ্য :

● এই যোজনায় আবেদকের নাম SECC-২০১১ লিস্টে থাকতে হবে।

● আবেদক মহিলা হতে হবে যার বয়স ১৮ হতে হবে।

● আবেদক মহিলা BPL পরিবারের হতে হবে।

● আবেদক মহিলার ব্যাংকে একাউন্ট থাকতে হবে (রাষ্ট্রীয় ব্যাংকে)

● আবেদকের ঘরে আগেথে কারো নাম গ্যাস কানেকশন থাকা চলবে না।

● আবেদকের কাছে BPL কার্ড থাকতে হবে এবং BPL রেশন কার্ড থাকতে হবে।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, মহিলাদের গ্যাস কানেকশন সম্মন্ধে আরো তথ্য এবং আবেদনের ফর্মগুলি অফিসিয়াল ওয়েবসাইট : https://www.pmujjwalayojana.com/index.html তে গিয়ে ডাউনলোড করতে পারবেন এবং জানতে পারবেন।

আমাদের এই তথ্য আপনাদের সাহায্য করবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের থাকে শেয়ার করবেন। আর এই ধরণের আরো তথ্যের জন্য নজর রাখবেন আমাদের ওয়েবসাইটে।

How to Apply Pradhan Mantri Ujjwala Yojana West Bengal, PMUY Application Form PDF Download, Pradhan Mantri Ujjwala Yojana Kyc form Download.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top