প্রত্যেক মাতা পিতা নিজে কন্যা সন্তানের জন্য টাকা জমিয়ে রাখার চেষ্টা করে থাকে। মেয়ের পড়াশুনা থেকে মেয়ের বিয়ে পর্যন্ত সকল খরচ ভালো ভাবে যোগান দিতে পারে তার জন্য দিন রাত পরিশ্রম করে থাকে।
আর টাকা বাঁচিয়ে রাখার বিভিন্ন রকম রাস্তা দেখেন, তাই সমস্ত মাতা পিতা দের জন্য মোদী সরকারের “সুকন্যা সমৃদ্ধি যোজনা” সাহায্য করবে।
আপনি যদি বিনা ঝুঁকি নিয়ে আর ভালো রিটার্ন পেতে চান তাহলে এই যোজনা তে নিজের মেয়ের ভবিষ্যতের জন্য টাকা রাখতে পারেন।
সুচিপত্র
সুকন্যা সমৃদ্ধি যোজনা কি:
সুকন্যা সমৃদ্ধি যোজনা, পরিবারের কন্যা সন্তানের ভবিষ্যতের জন্য একটি যোজনা। এই যোজনার অন্তর্গত কন্যা সন্তানের নামে কম সে কম ১০০০ টাকা দিয়ে একাউন্ট খুলতে পারবেন। এই একাউন্ট-এ এক বছরে সর্বাধিক ১ লক্ষ ৫০ হাজার টাকা জমা করতে পারবেন।
মেয়ের ২১ বছর পূর্ণ হলে এই একাউন্ট পরিপক্ব হয়ে যায়, সুদ ও মূলধন মিলিয়ে সম্পূর্ণ টাকা দেওয়া হয়। এই সময় পাওয়া পরিপক্ক টাকা ট্যাক্স ফ্রি থাকে তার মানে আপনাকে এর জন্য কোনো রকম ট্যাক্স দিতে হবে না।
মেয়ের ১৮ বছরের আগে টাকা বের করা যাবে না কিন্তু ১৮ বছর হলে কিছু টাকা মানে ৫০% টাকা বের করতে পারবেন। দুর্ভাগ্যবসত যদি সন্তান মারা যায় তাহলে এই একাউন্ট সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে এবং অক্কোউন্টে পরে থাকা সমস্ত টাকা মাতা পিতা দে দিয়ে দেওয়া হবে।
কত শতাংশ রিটার্ন পাওয়া যায় এই যোজনা তে :
সুকন্যা সমৃদ্ধি যোজনাতে সেভিং একাউন্ট এবং পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) থেকেও বেশি সুদ পাওয়া যায়। সুকন্যা সমৃদ্ধি যোজনাতে ৮.৫ শতাংশ রিটার্ন পাওয়া যাচ্ছে।
এখানে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)-এ ৮.৫ শতাংশ রিটার্ন পাওয়া যাচ্ছে। টাকা বাড়াবার দিক থেকে দেখতে গেলে এই যোজনা খুবই ভালো। এমন কি এই যোজনাতে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের উপর ট্যাক্স ছাড় পাওয়া যায়।
কোথায় খুলতে পারবেন সুকন্যা সমৃদ্ধি যোজনার একাউন্ট :
ভারতে সমস্ত রাজ্যে এই যোজনা শুরু করা আছে। সকল ব্যাংকে সুকন্যা সমৃদ্ধি যোজনার একাউন্ট খোলা হয়।
পোস্ট অফিসেও সুকন্যা সমৃদ্ধি যোজনার একাউন্ট খোলা হয়। আপনি পোস্ট অফিস বা ব্যাঙ্ক যেখানে সুবিধা সেখানে একাউন্ট খুলে নিতে পারবেন।
সুকন্যা সমৃদ্ধি যোজনার নিয়মাবলী :
যেই কন্যার খাতা খুলে চান তার আইনত অবিভাবক আপনাকে হতে হবে।
একটি কন্যা সন্তানের একটির বেশি খাতা খোলা যাবে না। যদি আপনার একের থেকে বেশি কন্যা সন্তান থাকে তাহলে আলাদা আলাদা খাতা খোলাতে পারেন।
নিজের কন্যা সন্তানের ভবিষ্যতের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনার অন্তর্গত খাতা খোলার জন্য আপনার কাছাকাছি পোস্ট অফিস বা ব্যাংকের সাথে যোগাযোগ করুন।
আমাদের এই তথ্য আপনাদের সাহায্য করবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের থাকে শেয়ার করবেন। আর এই ধরণের আরো তথ্যের জন্য নজর রাখবেন আমাদের ওয়েবসাইটে।