মোদী সরকার যুবক-যুবতীদের অগ্রসর হবার জন্য এই স্কিম শুরু করেছেন। এই যোজনার উদ্দেশ্য যুবক-যুবতীদের মধ্যে থাকা প্রতিভা কে জেনে তার অনুসারে ট্রেনিং প্রদান করা যার ফলে তাদের কাজ পেতে সুবিধা হবে।
এই যোজনার মধ্যে যেই ট্রেনিং ফিস আছে তা সরকার নিজের দ্বারা পূর্ণ করবে। আমাদের দেশে সর্বাধিক যুবক-যুবতীরা রয়েছে, যদি দেশের বিকাশ করতে হয়ে তাহলে যুবক-যুবতীদের বিকাশ করা খুব জরুরি।
এই জন্য আজ আমরা আপনাদের প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার (PMKVY) সম্মন্ধে সমস্ত তথ্য জানাতে চলেছি।
সুচিপত্র
এই যোজনার প্রধান উদ্দেশ্য কি :
এই যোজনা অন্তর্গত সরকার দ্বারা চাকরি বা কাজের জন্য ফ্রি ট্রেনিং প্রদান করবে। যারা কম পড়াশুনা জানে বা যাদের পড়াশুনা সম্পূর্ণ হতে পারেনি তাদের এই যোজনার দ্বারা বিনামূল্যে ট্রেনিং দেওয়া হবে।
এই যোজনাতে তিন মাস, ছয় মাস এবং বার্ষিক অন্তর পর রেজিস্ট্রেশন করা হয়। এই দ্বারা দেওয়া ট্রেনিং স্কিল কাউন্সিল দ্বারা আয়োজন করা হয়।
এর পর কেন্ডিডেট এই ট্রেনিং পাস করার পর সরকারি সার্টিফিকেট ও স্কিল কার্ড দেওয়া হয়। এর দ্বারা লাভার্থীদের চাকরি পেতে সুবিধা হবে।
৮০০০ টাকা পুরস্কার দেওয়া হবে :
এই যোজনার অন্তর্গত যুবক-যুবতীদের প্রায় ৮০০০ টাকা পুরস্কার হিসাবে দেওয়া হবে। কোর্স পূর্ণ করার পর একটি সরকারি সার্টিফিকেট ও স্কিল কার্ড দেওয়া হবে এবং এর বৈধতা সারা দেশে জন্য থাকবে।
মানে দেশের যে কোনো জায়গায় কাজের বা চাকরির জন্য এই সার্টিফিকেট ও স্কিল কার্ড কাজে লাগবে।
কি কি ডকুমেন্ট লাগবে :
এই যোজনার মধ্যে নতিভুক্ত করার জন্য তিনটি ডকুমেন্ট অবশ্যই লাগবে।
♦ আধার কার্ড
♦ দুটি পাসপোর্ট ফটো
♦ পরিবারের কোনো সদস্যের আধার কার্ড
কিভাবে আবেদন করা হয় :
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনাতে রেজিস্ট্রেশন করতে হলে আপনার কাছাকাছি প্রধানমন্ত্রী কৌশল বিকাশ কেন্দ্রে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য ওপরে দেওয়া ডকুমেন্ট গুলি নিয়ে যেতে হবে।
কোথায় আছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ কেন্দ্র :
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ কেন্দ্র কোথায় আছে তা জানার জন্য নিচের দেওয়া লিংকে গিয়ে নিজের এলাকার বা কাছাকাছির মধ্যে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ কেন্দ্র খুঁজে নিতে সাহায্য করবে
https://www.pmkvyofficial.org/Training-Centre.aspx
এছাড়া স্টুডেন্ট হেল্প লাইনে 8800055555 যোগাযোগ করতে পারেন।
আমাদের এই তথ্য আপনাদের সাহায্য করবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের থাকে শেয়ার করবেন। আর এই ধরণের আরো তথ্যের জন্য নজর রাখবেন আমাদের ওয়েবসাইটে।