জন ঔষধি যোজনাঃ বর্তমান সময়ে চিকিৎসা করা খুব কঠিন সমস্যা কারো চিকিৎসাতে প্রচুর টাকা খরচ হয় আর তার থেকে আরো বেশি খরচ “ওষুধ পত্র” তে হয়।
তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা সস্তায় ওষুধ ও মেডিকেল জিনিসপত্র দেবার ব্যবস্থা করা হয়েছে। এই যোজনার নাম প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনা।
এই যোজনাতে যে সমস্ত ওষুধপত্র বা চিকিৎসার জন্য দরকারি জিনিসপত্র বাজারে বেশি দামে পাওয়া যায় সেই গুলি সস্তায় দেওয়া হবে।
বাজারে ওষুধপত্রের যা দাম সেই জন্য সাধারণ মানুষ নিজেদের চিকিৎসা করতে পারছেন না। মোদী সরকার এর আগে আয়ুষ্মান যোজনার মাধ্যমে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন।
এই বার মোদী সরকার প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনার দ্বারা সস্তায় ওষুধ ও চিকিৎসার জিনিসপত্র দিচ্ছেন। এর ফলে সাধারণ মানুষেরা আর বিনা চিকিৎসা এবং বিনা ওষুধে কষ্ট ভোগ করবেন না। আর সকলেই সুস্থ থাকবেন।
কোথায় পাবেন সস্তায় ওষুধ ও চিকিৎসার জিনিসপত্র :
₹ হোম লোন • ₹ পার্সোনাল লোন • ₹ বাইক লোন • ₹ কার লোন • ₹ বিজনেস লোন • ₹ শিক্ষা লোন
প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনার অন্তর্গত সম্পূর্ণ ভারতে এবং পশ্চিমবঙ্গেও “জন ঔষধি কেন্দ্র” খোলা হয়েছে, এই সকল জন ঔষধি কেন্দ্রে সস্তায় ওষুধ ও চিকিৎসার জিনিসপত্র পাওয়ার ব্যবস্থা আছে।
কোথায় আছে জন ঔষধি কেন্দ্র :
ভারতে এবং পশ্চিমবঙ্গে কোথায় কোথায় জন ঔষধি কেন্দ্র আছে জানার জন্য এখানে দেখুন ↓
http://janaushadhi.gov.in/StoreDetails.aspx
এখানে আপনার এলাকা সালেক করে সার্চ করলে সমস্ত জন ঔষধি কেন্দ্র পেয়ে যাবেন।
জন ঔষধি কেন্দ্র কোথায় আছে তা আপনারা এই নাম্বারে ফোন করেও জানতে পারবেন : ১৮০০ ১৮০ ৮০৮০
কি কি ওষুধ ও চিকিৎসার জিনিসপত্র পাওয়া যায়:
আপনাদের জানিয়ে দি এই জন ঔষধি কেন্দ্রতে ৮০০-র বেশি প্রমাণিত ওষুধপত্র এবং ১৫৪-র বেশি চিকিৎসা গত জিনিসপত্র পাওয়া যায়।
আর ব্র্যান্ডেড ওষুধ ও চিকিৎসার জিনিসপত্র প্রায় ৫০% থেকে ৯০% পর্যন্ত কম তাকে পাওয়া যায়। এর মধ্যে দৈনন্দিন ওষুধ ও চিকিৎসার জিনিসপত্র ছাড়াও মহিলাদের, বাচ্চাদের, বয়স্কদের সবার জন্য দরকারি মেডিকেল প্রোডাক্টও পাওয়া যায়।
আমাদের এই তথ্য আপনাদের সাহায্য করবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের থাকে শেয়ার করবেন। আর এই ধরণের আরো তথ্যের জন্য নজর রাখবেন আমাদের ওয়েবসাইটে।