শুধু মাত্র সরকারি চাকরি নয় সরকারি যোজনার সাথে জুড়ে কাজ করলে অনেক লাভ পাওয়া যায়। এখন “প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র” খুলে নিজের ব্যবসা শুরু করুন ভালো ইনকাম করতে পারবেন।
প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র খোলার জন্য আবেদন অনলাইনে এবং অফলাইনে দুটোতেই করা যাবে। সম্পূর্ণ ভারতে এবং পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র আগে থেকেই খোলা আছে কিন্তু ২০২০ পর্যন্ত আরো বেশি নতুন প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র খোলা হবে। তাই এখন এই ব্যাবসা শুরু করার সঠিক সময়।
সুচিপত্র
প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র কি :
প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র, মোদী সরকার দ্বারা সঞ্চালিত প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনার মাধ্যমে সস্তায় ওষুধপত্র এবং চিকিৎসার যাবতীয় জিনিসপত্র বিক্রয় করা।
এই যোজনার অন্তর্গত প্রায় ৮০০-র বেশি প্রমাণিত ওষুধপত্র এবং ১৫৪-র বেশি চিকিৎসা গত জিনিসপত্র রয়েছে যা প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রর মাধ্যমে বিক্রয় করে ভালো লাভ করা যাবে।
কারা করতে পারবে এই ব্যবসা :
যে কোন সাধারণ ব্যক্তি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র খুলতে পারে, এছাড়া বেকার ফার্মাসিস্ট, চিকিৎসক, রেজিস্টার প্র্যাকটিশনার, এনজিও, বেসরকারি হাসপাতাল, সোসাইটি সেল্ফ হেল্প বিভাগ এই প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র খুলতে পারে। কি কি প্রোডাক্ট আছে দেখে নিন ↓
₹ হোম লোন • ₹ পার্সোনাল লোন • ₹ বাইক লোন • ₹ কার লোন • ₹ বিজনেস লোন • ₹ শিক্ষা লোন
কি কি প্রয়োজন এই ব্যবসা শুরু করার জন্য :
এই ব্যবসা শুরু করার জন্য প্রায় ১২০ বর্গফুট জায়গার দোকান থাকতে হবে। দোকানের কাগজপত্র থাকতে হবে।
আর যদি এসসি, এসটি হন তাহলে তার সার্টিফিকেট থাকতে হবে। এছাড়া এই ব্যবসা শুরু করার সমস্ত তথ্য নিচের ফাইলে পেয়ে যাবেন ↓
কোথায় আবেদন করতে হবে :
প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র খোলার জন্য আবেদন অনলাইন এবং অফলাইন দুই ভাবে করা যাবে। নিচের দেওয়া লিংকে গিয়ে আপনারা এই কাজ করতে পারেন।
http://janaushadhi.gov.in/online_registration.aspx
প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র খোলার আবেদন ফর্ম ডাউনলোড করুন:
http://janaushadhi.gov.in/Data/PMBJKs%20new%20form.pdf
যদি অফলাইন ফর্ম ভরেন তাহলে ফর্মটি ভরার পর নিচের ঠিকানায় পাঠাতে হবে :
The General Manager (Marketing&Sales),
Bureau of Pharma Public Sector Undertakings of India (BPPI),
8thFloor Videocon Tower, Block E1,Jhandewalan Extension,
New Delhi –110055 Tel –011-49431800
প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র সম্পর্কে বিশদে জানতে হলে এখানে দেখুন http://janaushadhi.gov.in/index.aspx
আমাদের এই তথ্য আপনাদের সাহায্য করবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের থাকে শেয়ার করবেন। আর এই ধরণের আরো তথ্যের জন্য নজর রাখবেন আমাদের ওয়েবসাইটে।
BIJIPUR BHATAR PURBA BURDWAN WB.BANGL PIN 713125