সস্তায় বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার হেল্পলাইন নাম্বার

যদি আপনি ঘর কেনার প্ল্যান করছেন আর টাকা পয়সা নিয়ে চিন্তিত তাহলে প্রধান মন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) PMAY আপনাকে সাহায্য করবে।

প্রথমে প্রধানমন্ত্রী আবাস যোজনা কেবল গরীবদের জন্য ছিল কিন্তু বর্তমান সময়ে এই যোজনা শহরে গরিব ও মধ্যম বর্গদের জন্য এই যোজনা খুলে দেওয়া হয়েছে।

সস্তায় বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার সাহায্যে হেল্পলাইন নাম্বার
সস্তায় বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার সাহায্যে হেল্পলাইন নাম্বার

মানে মধ্যম বর্গরাও এখন প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) PMAY লাভ পাবে আর নিজেদের ঘর বানিয়ে নিতে পারে।

আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার হেল্পলাইন নাম্বারে সরাসরি ফোন করে এই স্কিমের সমস্ত তথ্য জেনে নিতে পারেন। নিচে সমস্ত হেল্পলাইন নাম্বার দেওয়া আছে।

পরিবর্তন করা হয়েছে এই যোজনাতে:

প্রথমে এই যোজনার লাভ কেবলমাত্র গরীবরাই নিতে পারতো কিন্তু নতুন নিয়মের অনুসারে এখন গরিবদের সাথে সাথে মধ্যম বর্গীয় পরবিবার নিজেদের বাড়ি তৈরী করতে পারবেন।

প্রথমে প্রধানমন্ত্রী আবাস যোজনার হোম লোনের টাকা ৩ থেকে ৬ লক্ষ পর্যন্ত ছিল, যার ওপর প্রধানমন্ত্রী আবাস যোজনা দ্বারা সাবসিডি দেওয়া হত। এখন এই লোনের টাকার হার বাড়িয়ে ১৮ লক্ষ করে দেওয়া হয়েছে।

Pradhan Mantri Awas Yojana West Bengal
Pradhan Mantri Awas Yojana West Bengal Helpline ans Support

করা পাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার লাভ :

প্রধানমন্ত্রী আবাস যোজনার লাভ পেতে হলে আপনার ইনকাম কত হতে হবে এবং আপনার ইনকাম অনুসারে আপনি কোন ক্যাটাগরিতে আছেন, আসুন জেনে নিন।

প্রথম যেই ক্যাটাগরি আছে সেটি  নিম্ন আর্থিক বর্গ (EWS) এই ক্যাটাগরিতে পরিবারের বার্ষিক ইনকাম ৩ লক্ষ টাকা রাখা হয়েছে। দ্দ্বিতীয় ক্যাটাগরি মধ্যম বর্গ (LIG) এই ক্যাটাগরিতে পরিবারের বার্ষিক আয় ৩ থেকে ৬ লক্ষ পর্যন্ত।

এছাড়া যেই পরিবারের বার্ষিক আয় ১২ লক্ষ বা ১৮ লক্ষ তারাও এখন প্রধানমন্ত্রী আবাস যোজনার লাভ নিতে পারবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনাতে আবেদন তারাই করতে পারবে যাদের বয়স ২১ থেকে ৫৫ বছর।

Modi Government Pradhan Mantri Awas Yojana Helpline Number
Modi Government Pradhan Mantri Awas Yojana Helpline Number

প্রধানমন্ত্রী আবাস যোজনার হেল্পলাইন নাম্বার :

রাষ্ট্রীয় টোল-ফ্রি নাম্বার :

গ্রামীণ  – 1800-11-6446

শহরী, এনএচবি – 1800-11-3377

শহরী, এনএচবি – 1800-11-3388

শহরী, হুডকো – 1800-11-6163

রাজ্য স্তরীয় টোল-ফ্রি নাম্বার : 1800-34-56527

মোবাইল নাম্বার : 7004193202

প্রধানমন্ত্রী আবাস যোজনায় সাবসিডি কত পাবেন :

ছয় লক্ষ টাকার আবাস লোনের ওপর সরকার থেকে সাড়ে ছয় শতাংশ সাবসিডি দেওয়া যাবে।

বারো লক্ষ বার্ষিক ইনকামকারীর নয় লক্ষ টাকার আবাস লোনের ওপর সরকার থেকে চার শতাংশ সাবসিডি দেওয়া যাবে।
আঠারো লক্ষ বার্ষিক ইনকামকারীর বারো লক্ষ টাকার আবাস লোনের ওপর সরকার থেকে তিন শতাংশ সাবসিডি দেওয়া যাবে।

এই বিষয়ে সম্পূর্ণ তথ্য আপনারা সরাসরি হেল্পলাইনে কথা বলে জানতে পারেন। উপরে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে।

প্রধানমন্ত্রী আবাস যোজনার আরো তথ্য পাবার জন্য আমাদের ওয়েবসাইটে নজর রাখবেন। আর নতুন নতুন আপডেট পাবার জন্য আমাদের ফেসবুক পেজ এখনি লাইক করে ফেলুন।

যদি আমাদের এই তথ্য আপনাদের সাহায্য করে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের থাকে শেয়ার করবেন। আর এই ধরণের আরো তথ্যের জন্য নজর রাখবেন আমাদের ওয়েবসাইটে।

2 thoughts on “সস্তায় বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার হেল্পলাইন নাম্বার”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top