শুভ পোঙ্গাল শুভেচ্ছা বার্তা 2023 স্ট্যাটাস ও কবিতা | Pongal Bengali Status 2023

শুভ পোঙ্গাল শুভেচ্ছা বার্তা 2023, এসএমএস, স্ট্যাটাসকবিতা | Pongal Bengali Status 2023 – Pongal Bengali Status & Shayari | শুভ পোঙ্গাল মেসেজ ও কবিতা | বাংলা শুভ পোঙ্গাল স্ট্যাটাস

Pongal Bengali Status 2023: হিন্দু ধর্মাবলম্বীদের কাছে উৎসবের কোন শেষ নেই, বিভিন্ন ধরনের উৎসবের পাশাপাশি এই পোঙ্গল উৎসব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি উৎসব, যা কিনা দক্ষিণ ভারতে খুবই আনন্দের সাথে পালন করা হয়। দক্ষিণ ভারতে নববর্ষের মতো উদযাপন করা হয় আর এই উৎসব চারদিন ধরে চলে।

ঐতিহ্যগত ভাবে পোঙ্গল একটি সমৃদ্ধির জন্য উৎসর্গীকৃত একটি উৎসব। এছাড়া এই উৎসবটি এইজন্য পালন করা হয় যাতে বৃষ্টি, রোদ এবং গবাদি পশুর পূজা করার হয় যাতে তাদের মধ্যে সমৃদ্ধি আসে, সূর্যকে খাদ্য এবং সম্পদের দাতা হিসেবে বিবেচনা করা হয়। আর সেই কারণে সূর্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য চার দিন ধরে পালিত হয় এই শুভ পোঙ্গাল উৎসব।

তো এই উৎসবে আপনি আপনার প্রিয়জনদের সাথে শুভেচ্ছা বার্তা আদান- প্রদান করবেন না, তা কি কখনো হয় ! তো চলুন তাহলে জেনে নেওয়া যাক এমন কিছু পোঙ্গাল উৎসবের শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস গুলি সম্পর্কে, যেগুলি আপনার এই চার দিনের পোঙ্গাল উৎসবকে আরও বেশি আনন্দ মুখর করে তুলবে।

শুভ পোঙ্গাল শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস 2023:

সূর্যদেব আপনার বাড়িতে তার,
ঐশ্বরিক আশীর্বাদ সবসময় বর্ষণ করুন,
সূর্যের এই আশীর্বাদে আপনার জীবন,
হয়ে উঠুক অনেক বেশি উজ্জ্বল,
আপনাকে এবং আপনার পরিবারকে,
জানাই পোঙ্গাল উৎসবের শুভেচ্ছা।

 

উৎসবের এই দিনগুলি খুবই,
আনন্দের সাথে উদযাপন করুন,
আমি আপনাকে এবং আপনার,
পরিবারকে আমার মন থেকে,
আন্তরিক শুভেচ্ছা পাঠালাম।
শুভ পোঙ্গাল

 

এই সুন্দর উৎসবের দিনে আমি,
ঈশ্বরের কাছে কামনা করি যে,
আপনি চিরস্থায়ীভাবে,
ঈশ্বরের উপহার পেতে থাকুন,
আপনার জীবনে যে সমস্ত বাধা রয়েছে,
সবগুলি পেরিয়ে যাক,
যা কিছু চেয়েছিলেন তা সবকিছুই,
আপনার প্রাপ্য হোক,
আপনার সমৃদ্ধি কামনা করে,
শুভ পোঙ্গল উৎসবের শুভকামনা জানালাম।

 

ফসল কাটার এই ঋতু উৎসব চারিদিক করে আলো,
উৎসবের এই দিনগুলিতে মনের দরজা খোলো,
আছে যত দুঃখ কষ্ট মুছে সবই ফেলো,
পোঙ্গালের এই উৎসবে আনন্দে মাতি চলো।
শুভ পোঙ্গালের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন

 

উপচে পড়া গরম দুধ ও আখের মাধুর্য,
আপনার জীবনকে অনেক বেশি,
সুখী করে তুলুক এবং,
শান্তি ও সমৃদ্ধিতে ভরে তুলুক,
আপনাকে পোঙ্গালের অনেক অনেক,
শুভেচ্ছা ও শুভকামনা

 

উৎসবের এই দিনগুলি স্মরণ করে রাখো,
সূর্যদেবের আশীর্বাদ যতন করে রাখো,
ওই যে দূরে আখের খেতে বাচ্চারা করে খেলা,
আনন্দ আর হাসি দিয়ে কাটুক এই উৎসব বেলা।
শুভ পোঙ্গাল উৎসবের প্রীতি,
শুভেচ্ছা ও অভিনন্দন।

 

শুভ পোঙ্গাল উৎসব উপলক্ষে,
তোমার এবং তোমার পরিবারের,
সকল সদস্যদের জানাই প্রীতি,
শুভেচ্ছা ও অভিনন্দন।
তোমার জীবনের সমস্ত,
সমস্যার সমাধান হোক,
সফল হও তোমার লক্ষ্যে।
শুভ পোঙ্গাল

 

সাজ সাজ রব আজ চারিদিকে মেলা,
উৎসবের জোগাড়ে কেটে যায় বেলা,
অনেক সুখী পরিবারের সাথে,
সুখ শান্তি ফিরে আসুক,
এই উৎসবের বেলাতে।
শুভ পোঙ্গাল এর প্রীতি,
শুভেচ্ছা ও অভিনন্দন।

 

তোমার জীবন হোক উপচে পড়া,
দুধের মত আর আখের মত মিষ্টি,
আপন চেষ্টা আর পরিশ্রমে,
করো নতুন নতুন সৃষ্টি।
শুভ পোঙ্গাল উৎসব

 

সূর্য দেবের আশীর্বাদে,
কখনোই যেন তোমার জীবনে,
অন্ধকার না নেমে আসে,
সর্বদা হাসি খুশি থেকো, এই কামনাই করি।
শুভ পোঙ্গার উৎসবের,
শুভেচ্ছা ও শুভকামনা,
জানালাম গ্রহণ করে কিন্তু।

 

তোমার জীবন যেন শস্য শ্যামলা হয়ে ওঠে,
সকল মনের ইচ্ছা পূর্ণ হোক এই কামনাই করি।
শুভ পোঙ্গাল উৎসব।

 

কিচির মিচির পাখির ডাকে মন যে গেল ভরে,
পোঙ্গাল এর এই উৎসবেতে দুঃখ গেল সরে,
নাও সেজে নাও যেতে হবে হাসিতে ভরো গাল,
তোমাকে জানাই আমি শুভ পোঙ্গাল।

 

ইচ্ছে গুলো ডানা মেলুক দূর আকাশে,
আনন্দ ছেয়ে যাক বাতাসে বাতাসে,
সমৃদ্ধি আসুক উৎসবের আভাসে,
ঈশ্বরের আশীর্বাদ থাক তোমার আশেপাশে।
শুভ পোঙ্গাল উৎসব এর শুভেচ্ছা ও শুভকামনা।

 

তোমার যত পরিশ্রমের ফল,
তুমি পাও এই উৎসবের আনন্দের সাথে,
জয়ী হও জীবনের প্রতিটি যুদ্ধে এই কামনাই করি,
শুভ পোঙ্গাল উৎসবের শুভেচ্ছা পাঠালাম,
গ্রহণ করো তাড়াতাড়ি।

 

নতুনের সূচনা করো তুমি সবে,
আশা করি তোমার সব স্বপ্ন পূর্ণ হবে,
ফুলে ফুলে ভরে গেছে গাছের ওই ডাল,
তোমাকে জানাই আমি শুভ পোঙ্গল।
শুভ পোঙ্গালের প্রীতি, শুভেচ্ছা ও শুভকামনা।

 

এই শুভ উৎসবের চারটে দিন,
তোমার খুবই আনন্দের সাথে কাটুক।
পরিবারের সকল সদস্যের সাথে,
এই উৎসবের দিনগুলি খুব বেশি এনজয় করো।
শুভ পোঙ্গল এর শুভেচ্ছা ও শুভকামনা।

 

এই শুভ উৎসবে তোমার জীবন সুখ,
শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক,
সূর্যদেবের আশীর্বাদে।
প্রতিটি খেত ভরে উঠুক শস্য তে,
সকলের অভাব দূর হয়ে যাক,
প্রতিটি ঘরে নামুক আনন্দের বর্ষা।
শুভ পোঙ্গাল উৎসবের শুভেচ্ছা

 

চারদিনের এই পোঙ্গল উৎসবে,
মনের যত ইচ্ছা আছে সব কিছু সূর্যদেবকে,
জানিয়ে মনকে হালকা করে নাও।
তিনি সকলের মনের ইচ্ছা,
পূরণ করুন এই কামনাই করি,
শুভ পোঙ্গাল উৎসবের শুভেচ্ছা ও শুভকামনা।

 

উৎসবের আমেজে  উড়ে গেছে ঘুম,
চারিদিকে আয়োজন সাজানোর ধুম,
বাচ্চাদের কলরবের মুখরিত পাড়া,
উৎসবের আনন্দে দাও তুমি সাড়া,
হেসে খেলে কেটে যাক আসুক নতুন সকাল,
তোমাকে জানাই আমি শুভ পোঙ্গাল

 

ফসল কাটার এই উৎসবে,
সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন,
সবার জীবনের পরিশ্রমের ফসল,
যেন এভাবেই খুব তাড়াতাড়ি জীবনে ফিরে আসে।
শুভ পোঙ্গল।

 

শুভ পোঙ্গাল উৎসবের এই দিনগুলি খুবই আনন্দের সাথে কাটান পরিবার-পরিজনদের সাথে, তার পাশাপাশি আরও অন্যান্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পাড়া-প্রতিবেশীদের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে এই উৎসবটিকে আরো বেশি খুশিতে ভরিয়ে তুলুন। ফসল কাটার সাথে সাথে চার দিনব্যাপী ঘরে ও বাইরে আনন্দের আমেজ বজায় থাকে, এই উৎসবের মেতে ওঠে ছোট থেকে বড় সকলেই।

“সকলকে জানাই আমার তরফ থেকে পোঙ্গাল উৎসবের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন”

শুভ পোঙ্গাল শুভেচ্ছা বার্তা, কবিতা ও এস এম এস (sms), Subho Pongal Quotes, Wishes And Messages In Bengali, শুভ পোঙ্গাল শুভেচ্ছা ছবি, ফটো ও পিকচার, Download Pongal Bengali

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top