2023 PFMS Scholarship: অনলাইন আবেদন ও নতুন তালিকা দেখুন

PFMS Scholarship ভারতের শিক্ষার্থীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ন একটি স্কলারশীপ। এই স্কলারশীপের মাধ্যমে সমগ্র ভারতের ছাত্রছাত্রীরা আর্থিক সুবিধা পাবার জন্য আবেদন করতে পারে। কেন্দ্রীয় সরকারের অর্থায়নে এই Scholarship প্রতিবছর ছাত্রছাত্রীদের শিক্ষায় উৎসাহিত করতে আর্থিক অনুদান দিয়ে থাকে।

PFMS Scholarship: অনলাইন আবেদন ও নতুন তালিকা দেখুন
PFMS Scholarship: অনলাইন আবেদন ও নতুন তালিকা দেখুন

আমাদের বাংলাভূমি সাইটে আমরা নিয়মিতভাবে আপনাদের জন্য নানা স্কলারশীপের তথ্য নিয়ে আলোচনা করে থাকি। এ সকল তথ্য হতে আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ন তথ্য জেনে আপনাদের শিক্ষা জীবনের নানা প্রয়োজনীয় সময়ে উপকৃত হয়ে থাকেন।

এরই ধারাবাহিতায় আজ আমরা আপনাদের সাথে PFMS Scholarship নিয়ে আলোচনা করবো। এতে করে আপনারা খুব সহজেই এই স্কলারশীপ নিয়ে বিস্তারিত জানতে পারবেন এবং আপনি আপনার যোগ্যতা অনুসারে এই স্কলারশীপের সুবিধা নিতে আবেদন করতে পারবেন।

আসুন দেখে নিই PFMS Scholarship এর বিস্তারিত তথ্য।

নিচে PFMS Scholarship এর কিছু গুরুত্বপূর্ন তথ্য নিয়ে আলোচনা করছি।

নাম Public Financial Management System (PFMS) Scholarship
চালু করেন অর্থ মন্ত্রনালয়
সুবিধাভোগী ছাত্রছাত্রী
মূল সুবিধা আর্থিক সুবিধা
প্রকল্পের উদ্দেশ্য ছাত্রছাত্রীদের স্কলারশীপ প্রদান করা।
হেল্প ডেস্ক 1800 118 111
প্রকল্প পরিচালনায় ভারতের কেন্দ্রীয় সরকার
রাজ্য ভারতের সকল রাজ্য
অফিসিয়াল ওয়েবসাইট https://pfms.nic.in/

PFMS Scholarship আবেদনের যোগ্যতা কি কি?

আসুন দেখে নিই PFMS Scholarship এর আবেদনের জন্য কি কি যোগ্যতা থাকতে হয়।

১) আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

২) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৬ লক্ষ টাকার কম হতে হবে।

৩) আবেদনকারীর বয়স অবশ্যই ১৮-২৫ বছর হতে হবে।

৪) আবেদনকারীকে অবশ্যই ১০ম শ্রেনী পাশ করতে হবে।

অনলাইনে আবেদন করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হয়?

আসুন দেখে নিই PFMS Scholarship এর জন্য আবেদন করতে কি কি যোগ্যতার প্রয়োজন হয়।

১) আধার কার্ড

২) শিক্ষাগত সনদপত্র।

৩) পাসপোর্ট সাইজ ছবি।

৪) ফি জমা দেয়ার রশিদ।

৫) ব্যাংকের কাগজপত্র।

৬) আয়ের সনদপত্র।

৭) Cast Certificate.

PFMS Scholarship এর জন্য কিভাবে আবেদন করতে হয়?

আসুন দেখে নিই কিভাবে এই PFMS Scholarship এর জন্য আবেদন করতে হয়।

১) PFMS Scholarship এর অফিসিয়াল সাইট https://pfms.nic.in এপ্রবেশ করুন।

২) সাইটে প্রবেশ করে “PFMS Scholarship Student Registration” এ ক্লিক করুন।

৩) এখন আবেদনকারীর শিক্ষাগত শ্রেনী সিলেক্ট করুন।

৪) উচ্চ মাধ্যমিকে পাশের সাল, শিক্ষাবোর্ড, ব্যাংক একাউন্ট নাম্বার দিন।

৫) মোবাইল নাম্বার, ইমেইল আইডি, ইউজার আইডি, পাসওয়ার্ড দিন।

৬) Submit বাটনে ক্লিক করুন।

এই PFMS Scholarship এর আওতায় কি কি স্কলারশীপের জন্য আবেদন করা যায়।

আসুন দেখে নিই PFMS Scholarship এর আওতায় কি কি স্কলারশীপের জন্য আবেদন করা যায়।

 National Means cum Merit Scholarship

 National Scheme for Incentive for the girl child for secondary education

 Post Matric Scholarship for SC Students

 Post-Matric Scholarship for OBCs

 Pre-Matric Scholarship for SC Students

 Top Class Education Scheme for SC

 Universities/ College Students

 Up-gradation of Merit of SC Students

আজ আমরা PFMS Scholarship এর বিস্তারিত জানতে পারলাম। জানতে পারলাম কিভাবে এই স্কলারশীপের জন্য কিভাবে আবেদন করতে হয়। এর ফলে আপনারা এই স্কলারশীপ সংক্রান্ত যাবতীয় তথ্য সহজেই বুঝতে পারবেন, আমাদের সাইটের পরবর্তী লেখায় আপনাদের জন্য এই বিষয়ের উপর আরো বিস্তারিত লেখা থাকবে।

তাই আমাদের বাংলাভূমি সাইটে নিয়মিত চোখ রাখুন। এই লেখাটি অনেকের কাজে লাগতে পারে তাই লেখাটি যতটুকু সম্ভব শেয়ার করুন, যাতে করে অনেকে এই লেখা থেকে শিক্ষা নিয়ে PFMS Scholarship সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।

ভারতের বিভিন্ন স্কলারশীপ নিয়ে আরো অনেক লেখা পেতে আমাদের সাইটের অন্য লেখাগুলি দেখুন। আমাদের লেখা ভালো লাগলে বা যেকোন মন্তব্য আমাদের ফেসবুক পাতায় লিখুন। আমরা আপনার মন্তব্যের সর্বোচ্চ গুরুত্ব দেবো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top