⭐️ শুভ নেতাজী জয়ন্তী শুভেচ্ছা 2023: স্ট্যাটাস ও কবিতা ⭐️

Happy Netaji Jayanti Bengali Status 2023: শুভ নেতাজী জয়ন্তী শুভেচ্ছা বার্তা, এসএমএস, স্ট্যাটাসকবিতা | শুভ নেতাজী জয়ন্তী মেসেজ 2023 | বাংলা নেতাজী জয়ন্তীর স্ট্যাটাস – নেতাজী জয়ন্তীর স্ট্যাটাস | Bangla Happy Netaji Jayanti Status – Happy Netaji Jayanti Bengali Status & Shayari.

আমাদের এই ভারতের মাটিতে জন্ম হয়েছে এমন অনেক মহাপুরুষ এর, এমন অনেক মহান ব্যাক্তির যাদের জন্ম হয়েছে কিন্তু কোন মৃত্যু নেই। এই কথাটি আমরা অনেকের মুখেই শুনে থাকি। কিন্তু শুধু সেটা কথার কথা নয়, স্বাধীনতা আন্দোলনে মুক্তিযোদ্ধা দের মধ্যে অনেকেই রয়েছেন। তার মধ্যে একটি উল্লেখযোগ্য নাম হলো নেতাজী সুভাষচন্দ্র বসু।

নেতাজী জয়ন্তী শুভেচ্ছা বার্তা, এসএমএস, স্ট্যাটাস ও কবিতা
নেতাজী জয়ন্তী শুভেচ্ছা বার্তা, এসএমএস, স্ট্যাটাস ও কবিতা

তার বীরত্বের কথা আমরা সকলেই জানি। তাঁর মৃত্যু নিয়ে অনেক জল্পনা কল্পনা ভারতবাসীর কাছে। অমর তিনি যেন আজও জীবিত রয়েছেন এই ধারণাটা অনেকের মনের মধ্যেই রয়েছে। সুভাষচন্দ্র বসু তার জীবনে অনেক সংঘর্ষ আর খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছেন।

কিন্তু কখনো নিরাশ হননি এবং সকলকে নিরাশ হতে দেননি। ব্রিটিশ সরকার তাকে বিরোধী বলে গ্রেফতার করলেও তিনি কিন্তু স্বাধীনতা সংগ্রামে নিজের অক্লান্ত চেষ্টা চালিয়ে গিয়েছেন।

নেতাজী সুভাষচন্দ্র বসু তার ফেলে যাওয়া এমন কিছু কথা এবং দর্শন যা আজও দেশবাসীকে প্রভাবিত করে উদ্বুদ্ধ করে। নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি সকলের কাছে শুধুমাত্র নেতাজী নামেই পরিচিত।

নেতাজি মানে শুধু একটা মানুষ নয়, একটা দর্শন। এমন এক মানুষের দর্শন যার অন্তরধান কে আজও মেনে নিতে পারেন নি কোটি কোটি মানুষ।

জানুয়ারি মাসের ২৩ তারিখে এই দিনটি সুন্দরভাবে উদযাপন করা হয় সমগ্র ভারতে। তাকে সম্মান জানাতে এই দিনটি সমস্ত ভারতবাসীর কাছে একটি গুরুত্বপূর্ণ দিন।

এই শুভ নেতাজী জয়ন্তীতে তাকে সম্মান জানাতে এবং মনের মনিকোঠায় জীবিত রাখতে বেশ কিছু শুভেচ্ছা বার্তা রইল সকলের জন্য:

নেতাজী জয়ন্তী শুভেচ্ছা বার্তা 2023:

ধন্য তুমি ধন্য নেতাজী ধন্য এই ভারতবাসী।
তুমি বিশ্বের চির উজ্জ্বল তারা তোমাকেই ভালোবাসি।
শুভ নেতাজী জয়ন্তী

 

 

দেশপ্রেমের মাতৃ মঞ্চে তোমার কীর্তি অম্লান,
জন্ম আছে মৃত্যু নেই তুমি হলে বীর মহান।
শুভ নেতাজী জয়ন্তী

 

 

আজকের এই শুভদিনে,
তোমায় শত কোটি প্রণাম জানাই,
দিশেহারা ভারতবাসীর কাছে তুমি,
ছিলে একমাত্র পথপ্রদর্শক,
তোমাকে পেয়ে ভারতবাসী আজ ধন্য।
শুভ নেতাজী জয়ন্তী

 

 

তোমার প্রতিভায় সবাই মুগ্ধ,
তোমার এই চেষ্টা ও অক্লান্ত পরিশ্রম,
ভারতবাসীর কাছে এনে দিয়েছে সুন্দর এক স্বাধীন ভারত।
শুভ নেতাজী জয়ন্তী

 

 

স্বাধীনতা সংগ্রামে তোমার এই আহ্বান,
প্রতিটি ভারতবাসীর কাছে একটি অনুপ্রেরণা,
তোমার ডাকে সাড়া দিয়ে আজ যারা,
শহীদ হয়েছেন তারা খুবই ভাগ্যবান।
শুভ নেতাজী জয়ন্তী

 

 

নেতাজী তোমায় আজও আমরা খুঁজে ফিরি,
তুমি আছো কোথায়, রক্তে স্রোতে গড়া,
তোমার ভারত বর্ষ আজ আবার অসহায়।
শুভ নেতাজী জয়ন্তী

 

 

মুখের মুখোশে মানুষ আর যায় না কো চেনা,
সবাইকে আজ লাগে বড়ই অচেনা,
কেউ আসে না জয় হিন্দ বলে শোধ করতে মায়ের দেনা।
যদি তুমি থাকো ফিরে তবে এসো,
তোমার স্বাধীন এই দেশে যে স্বাধীনতা তুমি চেয়েছিলে,
সেই স্বাধীনতা পেয়েছ কি? একবার দেখো এসে।
শুভ নেতাজী জয়ন্তী

 

 

হে বীর নেতাজী সুভাষচন্দ্র বসু,
তোমায় জানাই প্রণাম,
ধন্য করেছো ভারতের মাটি,
আমরা তোমায় যে পেলাম।
শুভ নেতাজী জয়ন্তী

 

 

এইতো তুমি সেদিনের ছেলে দেশ প্রেমের দামে,
নিজের জীবন তুচ্ছ করেছ স্বাধীনতার নামে।
ধন্য তুমি ধন্য নেতাজী ধন্য এই ভারতবাসী,
তুমি বিস্ময়, চির উজ্জ্বল তোমাকেই ভালোবাসি।
শুভ নেতাজী জয়ন্তী।

 

 

তুমি আজও রয়ে গেছ ভারত মাতার কোলে,
এই দেশবাসী তোমাকেই চায়,
তুমি যে মায়ের সন্তান,
দেশ প্রেমের মাতৃ মঞ্চে তোমার কীর্তি অম্লান।
শুভ নেতাজী জয়ন্তী

 

 

নতুন ভারত নতুন সূর্য,
আজও তোমায় খোঁজে,
তুমি যে আছো সকলের মনে এটাই সকলে বোঝে।
জাগিয়ে তুলেছ উদ্দীপনা শান্ত এই মনে,
স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়,
মনে পড়ে প্রতিক্ষণে।
শুভ নেতাজী জয়ন্তী।

 

 

তোমাকে ও তোমার পরিবারের,
সকল সদস্য কে জানাই এই শুভদিনে,
নেতাজী জয়ন্তীর অনেক অনেক,
শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন।

 

 

নেতাজী সুভাষচন্দ্র বসুর কিছু অমূল্য বাণী:

“তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব”
– নেতাজী, শুভ নেতাজী জয়ন্তী

 

 

“একটা আদর্শকে খাড়া করতে একজন মরে যেতে পারে,
কিন্তু তার মৃত্যুর পর সেই আদর্শ নিজে থেকেই,
হাজার হাজার মানুষের আধ্যাত্বিক চেতনা কে জাগিয়ে তোলে,”
– নেতাজী, শুভ নেতাজী জয়ন্তী

 

 

“স্বাধীনতা কেউ কখনো দেয় না,
সেটা ছিনিয়ে নিতে হয়।”
– নেতাজী, শুভ নেতাজী জয়ন্তী

 

 

“রক্ত দিয়ে স্বাধীনতার জন্য লড়াই করাটা আমাদের কর্তব্য,
যে স্বাধীনতা আত্মত্যাগ ও শারীরিক পরিশ্রমের,
মধ্যে দিয়ে অর্জন করা যাবে তাকে আমরা,
আমাদের শক্তি দিয়ে রক্ষা করার মতো স্বাবলম্বী হব।”
– নেতাজী, শুভ নেতাজী জয়ন্তী

 

 

“স্বাধীন ভারতের স্বপ্নে কখনো আস্থা হারিও না,
বিশ্বে এমন কোন শক্তি নেই যে ভারতকে,
পরাধীনতার শৃংখলে বেঁধে রাখতে সমর্থ হবে।
ভারত স্বাধীন হবেই এবং এটা খুব শীঘ্রই।”
– নেতাজী, শুভ নেতাজী জয়ন্তী

 

 

“একটা আকাঙ্ক্ষা কে আজই,
আমাদের মধ্যে জাগিয়ে তুলতে হবে,
আর সেটা হলো আত্মবলিদান এর,
যা ভারতকে বাঁচিয়ে রাখবে।”
– নেতাজী, শুভ নেতাজী জয়ন্তী

 

 

“ইতিহাসে আজও পর্যন্ত কোন,
পরিবর্তন আলোচনার মাধ্যমে,
সাফল্য অর্জন করতে পারেনি।”
– নেতাজী, শুভ নেতাজী জয়ন্তী

 

 

“ভুলে যেওনা গুরুতর অপরাধ অবিচার ও,
অন্যায়ের সঙ্গে সমঝোতা করতে শেখায়,
তবে স্মরণ করো অন্তরাত্মাকে,
যদি কিছু পেতে হয় তাহলে তোমাকে দিতেই হবে।”
– নেতাজী, শুভ নেতাজী জয়ন্তী

 

 

“রাজনৈতিক দরকষাকষির একটা গোপন দিক হলো,
যে এটা দেখতে খুব শক্তিশালী মনে হয়,
কিন্তু কখনোই তোমার বর্তমান অবস্থাকে ব্যাখ্যা করে না।”
– নেতাজী, শুভ নেতাজী জয়ন্তী

 

 

“দৃঢ়প্রতিজ্ঞ জাতীয়তা বোধ সঠিক বিচার ও,
ন্যায়ের আদর্শেই ‘ইন্ডিয়ান আর্মি অফ লিবারেশন’
কে তৈরি করতে হবে।”
– নেতাজী, শুভ নেতাজী জয়ন্তী

 

 

“একজন সৈনিক হিসেবে সব সময়,
তিনটি জিনিসের উপরে বিশ্বাস রাখতে হবে,
সেগুলি হল আনুগত্য, দায়িত্ব এবং বলিদান।
যদি নিজেকে সত্যি অপরাজেও করতে চাও,
তাহলে এই তিনটি আদর্শকে,
হৃদয়ের অন্তর থেকে জাগ্রত করতে হবে।”
– নেতাজী, শুভ নেতাজী জয়ন্তী।

 

 

“আমাদের জীবনকে এমন একটা,
তত্ত্বের উপর ভিত্তি করে গড়তে হবে,
যেখানে অনেক বেশি সত্য রয়েছে,
কিন্তু তার মানে এটা নয় যে,
চূড়ান্ত সত্য সম্পর্কে ধারণা নেই,
বলে চুপ করে বসে থাকবো।”
– নেতাজী, শুভ নেতাজী জয়ন্তী।

 

 

“শক্তিশালী প্রতিপক্ষকে তখনই হারানো সম্ভব হবে,
যখন একটা বাহিনী নিজেকে উদ্বুদ্ধ করতে এবং,
ভয়ডর হীনতা ও অপরাজ্য হওয়ার মতো,
মানসিকতা তৈরি করতে পারবে।”
– নেতাজী, শুভ নেতাজী জয়ন্তী

 

 

“ভারত ডাকছে, রক্ত আহ্বান করছে,
উঠে দাঁড়াও কোন কিছু হারানোর সময় নেই,
হাতে অস্ত্র তুলে নাও, দিল্লি যাওয়ার রাস্তাটাই হল,
স্বাধীন হওয়ার রাস্তা, চলো দিল্লি।”
– নেতাজী, শুভ নেতাজী জয়ন্তী

 

 

“শুধুমাত্র মানুষ অর্থ এবং সামগ্রী দিয়ে,
স্বাধীনতার যুদ্ধ জেতা সম্ভব নয়।
আমাদের মধ্যে একটা,
চালিকা শক্তির প্রেরণা থাকতে হবে।
যা সাহসী পদক্ষেপ নিতে ও,
ন্যায়কোচিত কর্মদ্যোমে উদ্বুদ্ধ করবে।”
– নেতাজী শুভ নেতাজী জয়ন্তী।

 

 

আপনার পরিবারের সকল সদস্য, বন্ধু-বান্ধব, প্রিয়জন, আত্মীয়-স্বজন, সকলকে ২৩ শে জানুয়ারি এই শুভদিনে নেতাজী সুভাষচন্দ্র বসুকে সম্মান জানাতে এবং সকলকে এই দিনের শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে, সুন্দর এই শুভেচ্ছা বার্তা গুলি তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাঠিয়ে এই দিনের ভালোবাসা ভাগ করে নিতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top