মোদী সরকারের ২১ টি যোজনা, যার সম্পর্কে জেনে রাখা দরকার

আজ আমরা আপনাদের জন্য মোদী সরকারের ২১ টি দুর্দান্ত যোজনা সম্পর্কে তথ্য নিয়ে এসেছি যা আপনাদের জেনে রাখা খুবই প্রয়োজনীয়।
modi government 21 scheme west bengal
তাহলে আর দেরি না করে এই সময়ে “মোদী সরকার” কি কি ঘোষণা ও যোজনা শুরু করেছেন দেখে নিন সমস্ত যোজনা  👇

1. মোদী সরকারের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এই যোজনা অন্তর্গত কৃষদের ফসলের সরল এবং জরুরি বীমা করার সুবিধা প্রদান করা হয়ে থাকে। জেনে নিন এই যোজনা সম্পর্কে সমস্ত কিছু ।
এই যোজনা সম্পর্কে জানুন →

2. প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, মোদী সরকার দিচ্ছে ৬০০০ টাকা সমস্ত নতুন মায়েদের। সন্তানের জন্মের পর মা কে দেওয়া হবে এই টাকা।
এই যোজনা সম্পর্কে জানুন →

3. মোদী সরকারের নতুন ঘোষণা, এক দেশ এক রেশন কার্ড যোজনা। দেশের যে কোন রাজ্য থেকে রেশন নিতে পারবেন বার বার রেশন কার্ড বানাতে বা পরিবর্তন করতে হবে না ।
এই যোজনা সম্পর্কে জানুন →

4. মোদী সরকারের সুকন্যা সমৃদ্ধি যোজনা। কন্যা সন্তানের ভবিষ্যতের জন্য লাভবান একটি যোজনা। কন্যা সন্তানের ১৮ বছর বয়স পূর্ণ হবার পর পাবেন বড় রকমের টাকা।
এই যোজনা সম্পর্কে জানুন →

5. মোদী সরকারের প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনা, সকলের জন্য অতি অল্প টাকাই সমস্ত রকমের ওষুধ পত্র পাওয়া জায় এই যোজনার মাধ্যমে। ভারতের যে কোন রাজ্যে এই যোজনার লাভ পাওয়া সম্ভব।
এই যোজনা সম্পর্কে জানুন →

6. মোদী সরকার দিচ্ছে বিনামূল্যে চাকরির জন্য ট্রেনিং এবং ৮০০০ টাকা পুরস্কার। বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ সফল বানাবার জন্য এই যোজনা। শুধুমাত্র ভবিষ্যৎ নয় বর্তমানে যুবক যুবতীদের ফ্রী তে পুরস্কাতের টাকা দিয়ে লাভ দেওয়া হয়। যোগ্যতা অনুসারে চাকরির ট্রেনিং দেওয়া হয়।
এই যোজনা সম্পর্কে জানুন →

7. মোদী সরকার দিচ্ছে বিনা গ্যারান্টি ১০ লক্ষ টাকা লোন, বেকারদের জন্য সব থেকে বড় যোজনা। ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হয় তাও কোন রকম গ্যারান্টি দিতে হবে না। ২৫,০০০, ৫০,০০০ ও ১০,০০০০ টাকা লোন পাবেন, যেমন আপনার দরকার তেমন লোনের সুবিধা। বিশেষ ক্ষেত্রে এই লোনে সাবসিডি দেওয়া হয়ে থাকে।
এই যোজনা সম্পর্কে জানুন →

8. মোদী সরকার দিচ্ছে মাসে মাত্র ১ টাকায় ২ লক্ষ টাকার ইন্সুরেন্স। খুবি গুরুত্বপূর্ণ এক্তি যোজনা যা জীবনের কঠিন সময়ে আপনাকে এবং আপনার পরিবার কে সাহায্য করবে। প্রতি মাসে মাত্র ১ টাকা দিয়ে ২,০০০০০ টাকা ইন্সুরেন্স আপনারা কোন ইন্সুরেন্স কোম্পানি দেবে না কিন্তু সকারের এই যোজনা আপনাদের দিচ্ছে। Insurance Yojana.
এই যোজনা সম্পর্কে জানুন →

9. মোদী সরকারের নতুন ঘোষণা, দোকানদার ও খুচরো বিক্রেতারা পাবেন প্রতি মাসে ৩০০০ টাকা পেনশন। কেবলমাত্র চাকরী করা ব্যাক্তিরাই পেনশেন পাবে তা আর হবে না আপনি যদি সমান্য কোন ব্যাবসা করেন তবুও পাবেন প্রতি মাসে ৩০০০ টাকা করে পেনশেন তাও আজীবন
এই যোজনা সম্পর্কে জানুন →

10. মোদী সরকার দিচ্ছে ৭৫ হাজার সরকারি চাকরি, সরকারি দপ্তরে খালি আছে প্রচুর চাকরী এবার সি খালিস্থান পূর্ণ করার কাজ শুরু হয়েছে। যোগ্য বেকার যুবক যুবতীদের ভর্তি নেবার কাজ শুরু হয়েছে।
এই যোজনা সম্পর্কে জানুন →


11. মোদী সরকার দেবে পড়াশুনার জন্য টাকা, মেধাবি ছাত্র-ছাত্রীদের টাকার অভাবে আর পড়াশুনা ছাড়তে হবে না। ছাত্র-ছাত্রীদের পড়াশুনার জন্য সরকার এগিয়ে এসেছে এবং মেধাবি ছাত্র-ছাত্রীদের যোগ্যতা অনুসারে পড়াশুনার টাকা দেওয়া হচ্ছে।
এই যোজনা সম্পর্কে জানুন →

12. প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা, কৃষকদের ৬০০০ টাকা দেওয়া হচ্ছে। এবার থেকে আর কৃষকরা পিছিয়ে পরবে না, কৃষকদের সম্মান বজায় রাখার জন্য এই যোজনা শুরু করা হয়েছে। এই যোজনা অন্তর্গত কৃষকদের ৬০০০ টাকা করে দেওয়া হবে।
এই যোজনা সম্পর্কে জানুন →

13. মোদী সরকার দিচ্ছে সস্তায় AC, বেজায় গরমে সক্ষম মানুষেরা এসি কেনার কথা ভেবে থাকেন কিন্তু প্রচুর দাম আর AC-র জন্য আসা ইলেকট্রিক বিলের জন্য আগে যেতে পারেন না। তাই এবার সরকার শুধুমাত্র কম টাকাই AC দিচ্ছে না তার সাথে ৫স্টার রেটিং মানে খুব কম মাত্রা ইলেকট্রিক ব্যাবহার যুক্ত AC নিয়ে এসেছে।
এই যোজনা সম্পর্কে জানুন →

14. প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, আয়ুষ্মান ভারত যোজনা। সবথেকে বৃহত্তম একটি যোজনা যার দারা ৫,০০০০০ টাকা পর্যন্ত ফ্রী তে হাসপাতালে রোগ নিরাময় করতে পারবেন।
এই যোজনা সম্পর্কে জানুন →

15. প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনা, অসংগঠিত শ্রমিকদের জন্য একটি পেনশন প্রকল্প। এই প্রকল্পে প্রতিমাসে ৩০০০ টাকা পেনশেন দেওয়া হবে যারা সামান্য কাজ করে জীবন সরবরাহ করে। এটি একটি বৃহৎ প্রকল্প সম্পূর্ণ ভারতবর্ষের জন্য।
এই যোজনা সম্পর্কে জানুন →

16. মোদী সরকারের ঘোষণা, সৈনিক ও পুলিশকর্মীদের ছেলে-মেয়েদের দেওয়া হবে ৩০০০ টাকা প্রতিমাসে।
এই যোজনা সম্পর্কে জানুন →

17. মোদী সরকারের সব থেকে বড় যোজনার সাথে কাজ করে, কমিয়ে নিন ১৫০০০ টাকা। এই যোজনা যেমন মানুষদের কাজের জন্য
এই যোজনা সম্পর্কে জানুন →

18. মোদী সরকার শুরু করবে গ্রাম সমৃদ্ধি যোজনা, গ্রামে বাড়বে কাজের সুযোগ
এই যোজনা সম্পর্কে জানুন →

19. মোদী সরকারের ঘোষণা, কৃষক দের দেওয়া হবে কিষান ক্রেডিট কার্ড
এই যোজনা সম্পর্কে জানুন →

20. মোদী সরকার এবার দেবে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার
এই যোজনা সম্পর্কে জানুন →

21. মোদী সরকার কৃষকদের দিচ্ছে ৩ টি দুর্দান্ত উপহার
এই যোজনা সম্পর্কে জানুন →

মোদী সরকারের এই সমস্ত যোজনার তথ্য সকলের সাথে শেয়ার করতে ভুলবেন না। কারো উপকার করতে সাহায্যের হাত বাড়িয়ে দিন। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top