মোদী সরকারের ঘোষণা, ৩০০০ টাকা প্রতিমাসে দেওয়া হবে সৈনিক ও পুলিশকর্মীদের সন্তানদের

৩০০০ টাকা প্রতিমাসে দেওয়া হবে সৈনিক ও পুলিশকর্মীদের সন্তানদের: মোদী সরকার দ্বারা নতুন নতুন যোজনা ও প্রকল্প চালু হয়ে গেছে। সরকারের প্রথম দিনের কেবিনেট মন্ত্রীদের সাথে মিটিংএর পর অনেক রকম ঘোষণা মোদী সরকার করেছেন তার মধ্যে একটি ঘোষণা ভারতের সৈনিকদের জন্য।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছে “আমাদের প্রথম নির্ণয় দেশের সুরক্ষা যারা করে তাদের জন্য”।

মোদী সরকারের ঘোষণা, সৈনিক ও পুলিশকর্মীদের সন্তানদের দেওয়া হবে ৩০০০ টাকা প্রতিমাসে
মোদী সরকারের ঘোষণা, সৈনিক ও পুলিশকর্মীদের সন্তানদের দেওয়া হবে ৩০০০ টাকা প্রতিমাসে

প্রথম দিনে কেবিনেট শহীদদের বাচ্চাদের বেশি করে ছাত্রবৃত্তি দেওয়ায় কথা বলা হয়েছে। এই ঘোষণা অনুসারে শহীদদের বাচ্চাদের ছাত্রবৃত্তি তে ২৫% থেকে ৩৩% পর্যন্ত বাড়ানো হবে। মানে এবার থেকে ছাত্রবৃত্তির টাকার হার বেড়ে যাবে।

আসুন দেখে নি কত টাকা করে দেবে মোদী সরকার :

এখনো পর্যন্ত শহীদদের বাচ্চাদের মধ্যে ছেলেদের ২০০০/- টাকা করে ছাত্রবৃত্তি দেওয়া হত, এবার থেকে ২৫০০/- টাকা প্রতি মাসে ছাত্রবৃত্তি দেওয়া হবে।

এই রকম শহীদদের মেয়েদের ২২৫০/- টাকা করে দেওয়া হত, এবার থেকে ৩০০০/- টাকা প্রতি মাসে দেওয়া হবে।

যেই সমস্ত পুলিশকর্মী আতঙ্কবাদী বা নকশালবাদীর হামলাতে শহীদ হয়ে গেছেন তাঁদের ছেলে মেয়েদেরও প্রতি মাসে এই ছাত্রবৃত্তি দেওয়া হবে।

আশা করছি এই তথ্য আপনাদের সাহায্য করবে। এই তথ্য অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কে এই তথ্য কেমন লাগলো জানাবেন। আর এই ধরণের আরো তথ্য পেতে হলে নজর রাখুন আমাদের ওয়েবসাইটে।

Leave a Comment