শনিদেবের পূজা 2023: শনিদেব কে প্রসন্ন করে কৃপা দৃষ্টি লাভ করুন এই পদ্ধতিতে

শনিদেবের পূজা করা হয় বিশেষত তাকে সন্তুষ্ট করে তার রোষানল থেকে বাঁচার জন্য। সংসারে উন্নতি সাধন করার জন্য আর জীবনের শান্তি বজায় রাখার ক্ষেত্রে শনিদেবকে প্রসন্ন করা খুবই জরুরী। শনিদেবকে অনেকেই বড় ঠাকুর বলে থাকেন, শনিদেবের ব্রত কে অনেকেই বড় ঠাকুরের বার বলে থাকেন।

সকলেই চান শনিদেবের কৃপা দৃষ্টি লাভ করার জন্য, তাই শনিবার দিন সকলেই উপোস থেকে শনিদেবের পূজার ব্রত পালন করে থাকেন। জীবনের সমস্ত সমস্যার সমাধান করার জন্য শনিদেবকে সন্তুষ্ট রাখা খুবই জরুরী। শনিদেবের পূজায় এমন অনেক নিয়ম রয়েছে, যেগুলি জেনে না রাখলে বিপদ হতে পারে।

শনিদেব কে প্রসন্ন করে কৃপা দৃষ্টি লাভ করুন এই পদ্ধতিতে
শনিদেব কে প্রসন্ন করে কৃপা দৃষ্টি লাভ করুন এই পদ্ধতিতে

প্রতিটি দেব দেবী দের পূজা অর্চনার পাশাপাশি শনিদেবের পূজাতেও রয়েছে এমন অনেক নিয়ম যেগুলি মেনে চললে তার কৃপা দৃষ্টি লাভ করা যায়। তাকে প্রসন্ন করা যায়, আর জীবন থেকে অনেক সমস্যার সমাধান করা যায় সহজেই।

তো চলুন তাহলে জেনে নেওয়া যাক, শনিদেবকে প্রসন্ন করবেন কিভাবে সেই উপায় গুলি সম্পর্কে:

১) অড়হড় ডাল দান করুন:

বিভিন্ন রকমের ডাল আমরা দেখে থাকি। তবে শনিবার শনিদেবের পূজার সময় এই ডাল-দান করাও খুবই ভালো। বলা হয় এর ফলে আপনার জীবনের সমস্ত শারীরিক কষ্ট, ব্যথা, বেদনা, দূর হয়ে যাবে। যদি দান না করে থাকেন তবে এটি আপনার পকেটে অথবা মানিব্যাগে রেখে দিতে পারেন।

শাস্ত্র অনুসারে জানা যায় যে, শনিদেবকে প্রসন্ন করার জন্য কালো রঙের পোশাক দান করা অথবা কালো রঙের বস্ত্র অথবা কাপড় পরা উচিত। এই রকম হলে কোন কালো রংয়ের রুমাল সঙ্গে রাখতে পারেন। এর ফলে শনিদেবের কৃপা দৃষ্টি আপনার উপরে পড়বে সহজেই।

শনির প্রকোপ থেকে বাঁচতে কি করবেন জেনে নিন

২) তিল দান করুন:

তিল থেকে তেল তৈরি হয়, আর এই তেল বিভিন্ন পূজা-পার্বনে প্রয়োজন পড়ে। তেমনি শনিবার যদি আপনি শনিদেবের পূজার জন্য উপবাস পালন করে থাকেন, তাহলে তিল দান করা আপনার জন্য অনেকটাই পূণ্যের কাজ। যদি তা করে থাকেন, তাহলে আপনার জীবনে খুশির মুহূর্ত নিয়ে আসবে প্রতিক্ষণ। শনিদেব এতে খুবই প্রসন্ন হবেন আপনার উপরে।

যদি কোন কারনে শনিবার দিন তিল দান করতে না পারেন, তাহলে কিছু পরিমাণ তিলের দানা আপনার পকেটে অথবা মানিব্যাগে রেখে দিতে পারেন। এর ফলে সর্বদাই শনিদেবের কৃপাদৃষ্টি আপনার উপরে থাকবে, আর আপনি সমস্ত জায়গায় বিপদ মুক্ত থাকতে পারবেন।

৩) কাজল দান করুন অথবা কাজল পরুন:

শনিদেবের পূজার জন্য উপবাস পালন করার ক্ষেত্রে আপনি আরও একটি কাজ করতে পারেন, সেটা হল শনিবার করে কাজল দান করুন তাহলে আপনার দৃষ্টিশক্তি প্রখর হবে এবং চোখের যাবতীয় সমস্যার সমাধান হবে। শনিবার দিন চোখে কাজল লাগাতে পারেন অথবা বাড়ির গৃহস্থ বধূরা এই নিয়ম পালন করতে পারেন।

তাছাড়া যেখানেই যান না কেন আপনার সঙ্গে একটি কাজল রাখতে পারেন। বলা হয় এর ফলে শনি এবং রাহুর অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এমনটা করার ক্ষেত্রে আপনি শনিদেবকে সন্তুষ্ট করার পাশাপাশি তার কৃপা দৃষ্টি আকর্ষণ করতে পারবেন।

শনি দেবের পূজায় যে ভুলগুলি করলে বিপদে পড়তে পারেন

৪) লোহা অথবা কাঁচের গুলি নিজের কাছে রাখুন:

শুনতে অবাক লাগলেও এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শনিবার অথবা শনিদেবের পূজার দিন লোহার গুলি অথবা কাঁচের গুলি নিজের কাছে রাখতে পারেন। এর ফলে শনি এবং রাহু উভয়ের অশু প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়, আর তিনি আপনার উপরে সন্তুষ্ট থাকবেন।

৫) নীল রঙের ফুল:

আমরা আগেই জেনেছি শনিদেবের পছন্দের ফুল হলো নীল রঙের ফুল, সেটা নীল রঙের যেকোনো পূজাতে ব্যবহার করা যাবে এমন ফুল হতে পারে। নীলকন্ঠ সব থেকে গুরুত্বপূর্ণ আর এটি সহজে পাওয়া যায় তাই শনিদেবের পূজার সময় নীল রঙের এই নীলকন্ঠ ফুল দিতে একেবারেই ভুলবেন না। এরপরে তিনি পছন্দের নীল ফুলে সন্তুষ্ট হয়ে আপনার উপরে কৃপা দৃষ্টি বর্ষণ করবেন।

৬) তেল দান করুন:

দান ধ্যান করা খুবই পূণ্যের কাজ। আর এই দান করার ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রয়োজনীয় জিনিসপত্র হতে পারে। শনিদেবকে সন্তুষ্ট করার জন্য আপনি এই দিন অর্থাৎ পূজার দিন বা শনিবার তেল দান করতে পারেন।

সেটা যে কোন তেল হতে পারে অর্থাৎ যেমন তেমন সরষের তেল, তিলের তেল, সূর্যমুখী তেল ইত্যাদি। এর ফলে শনিদের সন্তুষ্ট হয়ে আপনার থেকে সমস্ত বাধা বিপদ সরিয়ে দিয়ে জীবন করে তুলবে সুন্দর ও সচ্ছল।

শনিদেবের পুজাতে এই বিষয় গুলির খেয়াল রাখলে পাবেন লাভ

৭) গরিব দুঃখী দের সাহায্য করুন:

কথায় আছে প্রতিটি মানুষের মধ্যে নারায়ণ বাস করেন। অর্থাৎ সাধারণ মানুষকে সহযোগিতা করলে সাধারণ গরিব দুঃখীদের পাশে দাঁড়ালে তাদের মুখের হাসিটাও যদি আপনার জন্য হয়, তাহলে ঈশ্বর আপনার উপরে সন্তুষ্ট হয়ে আপনার সকল মনের ইচ্ছা পূরণ করবেন। তেমন ভাবে শনিদেবের পূজার ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য।

প্রতি শনিবার এমনটা করতে পারেন অথবা শনিদেবের পূজার দিনেও পোশাক বিতরণ করার পাশাপাশি গরীব-দুখীদের কিছুটা সাহায্য করতে পারেন, দান করতে পারেন, এর ফলে আপনি অনেকখানি পূণ্য অর্জন করার পাশাপাশি শনিদেবকে সন্তুষ্ট করতে পারবেন।

এছাড়াও শনিদেবের মন্দির ধোঁয়া-মোছার কাজে যদি নিজেকে নিযুক্ত করতে পারেন তাহলে তো আরো ভালো। পূজার সমস্ত জোগাড় আয়োজন করার ক্ষেত্রে নিজেকে নিযুক্ত করুন নিষ্ঠা ভরে।

পূজার সময় আপনি ভক্তি করে মাথা নিচু করে জানান আপনার মনের সকল কথা। দেখবেন তিনি প্রসন্ন হওয়ার পাশাপাশি আপনার জীবন থেকে সকল দুঃখ কষ্ট সরিয়ে দিয়ে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top