Merry Christmas Bengali Status 2024: শুভ বড়দিনের শুভেচ্ছা বার্তা, এসএমএস, স্ট্যাটাস ও কবিতা | বড়দিনের মেসেজ 2024 | বাংলা বড়দিনের স্ট্যাটাস – বড়দিনের স্ট্যাটাস | Bangla Christmas Festival Status – Happy Christmas Bengali Status & Shayari.
শুভ বড়দিন শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস 2024: আমাদের এই ভারত বর্ষ সকল ধর্মের সমন্বয়ে গঠিত একটি সুন্দর মাতৃভূমি। যেখানে আরো সমস্ত ধর্মাবলম্বী মানুষদের পাশাপাশি খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের বসবাস রয়েছে। খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব হিসেবে বড়দিন উদযাপন করা হয়।
আর এটি খ্রিস্ট ধর্মের একটি বিশেষ উৎসব, প্রতিবছর ২৫ শে ডিসেম্বর বড়দিন অর্থাৎ ক্রিসমাস ডে উৎসবটি পালিত হয়। কিছু কিছু জায়গায় সুন্দর করে সাজিয়ে, ঘটা করে, আলো দিয়ে সাজিয়ে এই বড়দিনের উৎসবটি পালন করা হয়।
এই দিনটির জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন তারা। তার সাথে সাথে আরো অন্যান্য ধর্মের মানুষরাও এই উৎসবে গা ভাসান। আর এই দিনের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে সকলে সকলের সাথে আনন্দ ভাগাভাগি করে নেন।
সকল ধর্মীয় উৎসবের মতো বড়দিন পালনের মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়া আরও বেশি করে বাড়িয়ে তোলা। এই দিন গির্জায় প্রার্থনা করে, প্রিয়জন দের সাথে দেখা করা, শুভেচ্ছা কার্ড আদান প্রদান করা, উপহার দেওয়া, কেক খাওয়ানোর রীতি রয়েছে।
₹ হোম লোন • ₹ পার্সোনাল লোন • ₹ বাইক লোন • ₹ কার লোন • ₹ বিজনেস লোন • ₹ শিক্ষা লোন
এর পাশাপাশি শিশুদের মধ্যে ঈশ্বরের প্রতি ভালোবাসা ও বিশ্বাস জাগিয়ে তোলার জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই খুশির বড়দিনে। সোশ্যাল মিডিয়ায় আপনি আপনার প্রিয়জনদের, বন্ধু-বান্ধব,দের এবং আত্মীয়-স্বজনদের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে হ্যাপি ক্রিসমাস ডে এর উইশ অথবা শুভেচ্ছা পাঠাতে পারেন।
শুভ বড়দিনের শুভেচ্ছা 2024:
তাহলে আর অপেক্ষা কিসের ? তো চলুন তাহলে জেনে নেওয়া যাক, বড়দিনের (Merry Christmas in Bengali) শুভেচ্ছা বার্তা গুলি সম্পর্কে:
সকলকে জানাই আমার তরফ থেকে,
শুভ বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা,
ভালোবাসা ও অভিনন্দন।
মেরি ক্রিসমাস
এই শীতের সকালে তোমার বড়দিন টা,
খুবই খুবই ভালো কাটুক।
শুভ বড়দিন
বড়দিনের এই উৎসবের আলোয়,
তোমার জীবন হয়ে উঠুক আলোক ময়,
আর প্রতিটি কাজে সফলতা পাও,
এই কামনা করি ঈশ্বরের কাছে।
শুভ বড়দিন।
ঈশ্বরের কাছে প্রার্থনা করি,
পরিবার-পরিজনদের সাথে উপভোগ করো,
এই বড়দিনের অসাধারণ দিনটি।
বড়দিনের আবেশ তোমার জীবনকে,
সুখে ভরপুর করে তুলুক, এই কামনাই করি।
শুভ বড়দিন
আশা করি তোমার এবং তোমার পরিবারের,
সকল সদস্যের এই বড়দিনটা,
ভীষণ ভালোভাবে কাটবে,
পরিবারের সবাইকে খুশি রেখো,
মেরি ক্রিসমাস
বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা,
ভালবাসা ও অভিনন্দন,
তোমার এবং তোমার পরিবারের,
সকল সদস্যের জন্য।
মেরি ক্রিসমাস
বড়দিনের অনেক অনেক,
শুভেচ্ছা ও ভালোবাসা,
এই বড়দিনে সবার মন,
ভরে উঠুক সুখ, শান্তি ও সম্প্রীতিতে,
বজায় থাকুক সততা।
মেরি ক্রিসমাস
সকলের জন্য আমার তরফ থেকে,
এই বড়দিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল,
সবার খুবই ভালো কাটুক এই শুভ দিনটি,
শুভ বড়দিন
বিশ্বপিতা তুমি হে প্রভু,
আমাদেরই প্রার্থনা এই শুধু,
তোমারই করুণা হতে বঞ্চিত যেন না হই কভু।
মেরি ক্রিসমাস
তোমাকে ও তোমার পরিবারের সকলকে,
২৫ শে ডিসেম্বর,
শুভ বড়দিনের শুভেচ্ছা রইল।
মেরি ক্রিসমাস
ক্রিসমাস হলো জাদুর কাঠি,
সান্তাক্লজের হাতের লাঠি,
ঘুরিয়ে সেটি পূর্ণ করে সকল মনের ইচ্ছা,
তোমাকে জানাই এই বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা।
মেরি ক্রিসমাস
ক্রিসমাস হল এমন একটি দিন,
যে দিনে পৃথিবীর সকল মানুষের মনের ইচ্ছা,
পূরণ হয় আর সুখ শান্তি ও সমৃদ্ধির পথ প্রশস্ত হয়।
সকলের মনের ইচ্ছা পূরণ হোক ঈশ্বরের আশীর্বাদে,
মেরি ক্রিসমাস
এই বড় দিনটি তোমার জীবনে নিয়ে,
আসুক অনেক অনেক ভালো সময়,
তুমিও তোমার পরিবার সর্বদাই যেন সুখে থাকো,
শুভ বড়দিন
বিপদ তোমার এড়িয়ে যাক,
স্বর্গ তোমার অপেক্ষায় থাক,
ঈশ্বরের আশীর্বাদে রক্ষা পাক,
ভালোবাসা তোমায় ছুঁয়ে যাক।
শুভ বড়দিনের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন
প্রত্যাশা করি সুন্দর একটি দিনের,
যে দিনটা শুধু তোমার হবে,
প্রত্যাশা করি সুন্দর একটি সময়ের,
যেটা তোমার কথাই বলবে।
মেরি ক্রিসমাস
বড়দিনের পরেই আসছে নতুন বছর,
জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসুক এই বড়দিন,
শুভ বড়দিনের শুভেচ্ছা ও নতুন বছরের,
আগাম শুভেচ্ছা রইল তোমার জন্য।
মেরি ক্রিসমাস
আশা করি তোমার বড়দিনটা ভীষণ ভালো কাটবে,
পরিবারের সবাইকে খুশি রেখো,
সবার সাথে খুবই আনন্দের সাথে এই দিনটি কাটাও,
মেরি ক্রিসমাস।
কি হলো? আমার ঠিকানাটা জানা আছে তো !
বড়দিনের কেক আর উপহার টা পাঠিয়ে দিও কিন্তু।
শুভ বড়দিন
আজ বড়দিন উপলক্ষে,
কামনা করি ঈশ্বরের কাছে,
তোমার মনে যেন কখনো কোনো,
খারাপ চিন্তা না আসে,
ঈশ্বর যেন সর্বদাই তোমার উপর সদয় থাকেন।
শুভ বড়দিন।
অনেক অনেক ভালোবাসা,
আর খুশিতে ভরে উঠুক তোমার জীবন,
বড়দিনের খুশি তোমার নতুন বছর কেও যেন,
সুন্দর করে কাটিয়ে দেয়, তোমাকে খুশিতে,
সৌভাগ্যে ভরিয়ে রাখে সর্বদাই।
শুভ বড়দিন
আনন্দ, ভালবাসা আর সুন্দর মুহূর্ত গুলির,
মধ্যে দিয়ে তোমার বড়দিন,
হয়ে উঠুক অনেক বেশি রঙিন,
তার সাথে জীবন হয়ে উঠুক সুন্দর।
মেরি ক্রিসমাস
সুন্দর একটা মাসের নাম ডিসেম্বর,
সব মুহূর্ত কাটুক তোমার অনাড়ম্বর,
বড়দিনের আনন্দে ধুয়ে যাক সব কষ্ট,
জীবনটাকে সুন্দর করতে সময় কোরো না নষ্ট।
প্রতিটি মুহূর্ত হোক তোমার কাছে মধুর,
হ্যাপি মেরি ক্রিসমাস।
বড়দিনের এই শুভক্ষণে শত্রুও,
যেন তোমার বন্ধু হয়ে ওঠে,
বন্ধু যে সে আরো যেন কাছে চলে আসে,
বিপদে ধৈর্য ধরো,
যেন প্রভু তোমাকে আশীর্বাদ প্রদান করেন,
সব বাধা পেছনে ফেলে,
সুন্দর জীবন গড়তে এগিয়ে চলো।
মেরি ক্রিসমাস
যীশু মোদের পরম বন্ধু বিপদকালের সাথী,
অন্ধকারে তুমি যে মোদের পথ দেখানো বাতি।
আশীর্বাদে ভরিয়ে দাও সকল মানবজাতি,
সবার যেন হয় খুব, নাম যশ ও খ্যাতি।
মেরি ক্রিসমাস
সাদা দাড়িওয়ালা বৃদ্ধ লোকটির,
আবার আসার সময় হয়ে গিয়েছে,
যার ঝোলাতে আছে সবার জন্য,
অনেক অনেক উপহার আর সেই উপহার,
অনেকেরই অনেক দিন আগে,
থেকে মনের মধ্যে ছিল,
শুভ বড়দিন।
স্যান্টা ক্লজ যেন তার স্লেজ গাড়ি ভরে,
তোমার জন্য অনেক উপহার নিয়ে আসে,
সাথে যেন তোমার জীবনটা কেও করে,
তোলে আরো বেশি সুমধুর ও সুখকর।
মেরি ক্রিসমাস।
শীতের হাওয়া লাগলো গায়ে,
মাথায় টুপি মোজা পায়ে,
লাগল যে খুশির হাওয়া,
বড়দিন এসে গেছে আনন্দে গান গাওয়া।
প্রার্থনাতে ঈশ্বরকে জানাবো মনের ইচ্ছা,
এই বড়দিনে রইল অনেক খানি শুভেচ্ছা।
খ্রিস্টান দের কাছে বড়দিন একটি বড় উৎসব, এই দিনটিতে তারা বাড়ি সাজানো থেকে সুন্দর সুন্দর খাবার তৈরি করা এবং উপহার আদান প্রদান করে এই দিনটি সুন্দর করে উদযাপন করেন। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পরিবার বর্গদের সাথে আনন্দে কেটে যায় দিনটি। তার সাথে সকলকে শুভেচ্ছায় ভরিয়ে দেন তারা।
ঘর সাজানো, ক্রিসমাস ট্রি সাজানো, কেক তৈরি করা, সব কিছু মিলিয়ে এই বড়দিন এক জাঁকজমকপূর্ণ উৎসব। শীতের আমেজে এই উৎসব এক সুন্দর আনন্দ বয়ে নিয়ে আসে। সকলের জন্য রইল আমার তরফ থেকে শুভ বড়দিন (Happy Merry Christmas) এর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন তার সাথে অনেকখানি শুভকামনা।
সকল পাঠকগণদের জানাই “শুভ বড়দিন”
শুভ বড়দিন শুভেচ্ছা বার্তা, কবিতা ও এস এম এস (sms), Happy Christmas Quotes, Wishes And Messages In Bengali, শুভ বড়দিন শুভেচ্ছা ছবি, ফটো ও পিকচার, Download Happy Christmas Bengali Images.