নমস্কার বন্ধুরা, বাংলা ভুমি ওয়েবসাইটে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আজ আপনাদের জানাতে চলেছি কিভাবে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জমির বাজার মূল্য বের করবেন।
সবার প্রথমে আপনাদের কে পশ্চিমবঙ্গের ”wbregistration.gov.in” এই ওয়েবসাইট টিতে যাবেন। তারপর ”CALCULATORS FOR” এ গিয়ে দেখবেন কয়েকটি অপশন আছে, অপশনগুলির মধ্যে প্রথম অপশন ‘’Market Value of Land’’ এতে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নথিকরন পেজটি খুলবে। একটি ফর্ম আসবে, ফর্মটিতে ঠিকঠাক নথি পুরন করতে হবে।
১.ফর্মটিতে প্রথমে আসবে জেলা, আপানার জেলা সিলেক্ট করবেন। তারপর আসবে থানা, থানা সিলেক্ট করবেন। এভাবে নথিগুলি পুরন করবেন। মনে রাখবেন নথিগুলি ঠিকঠাকভাবে পূরণ করবেন।
পশ্চিমবঙ্গের e-নথিকরণের মোবাইল অ্যাপ দ্বারা এই সমস্ত কাজ নিজের মোবাইলে করতে পারবেন:
ডাউনলোড e-নথিকরন মোবাইলে অ্যাপ
২.তারপর দ্বিতীয় পাটে আপনার প্লট নাম্বার, খতিয়ান নাম্বার ঠিকঠাক করে দেখে পূরণ করবেন।
৩. তৃতীয় পর্বে আপনার ‘’Proposed Land Use’’ সিলেক্ট করবেন। তারপর ‘’Nature of Land’’ সিলেক্ট করবেন। এগুলি ভালভাবে দেখে দেখে পূরণ করবেন। এভাবে বাকি অপশনগুলি ঠিকঠাক করে পূরণ করুন।
৪. তারপর শেষে দেখবেন ‘’Type the characters shown’’ এই অপশনটির পাশে একটি নাম্বার লেখা আছে, ওই নাম্বারটি ঠিকঠাক করে লিখবেন। যদি নাম্বারটি বুঝতে না পারেন পাশে দেখবেন Try new Characters এতে ক্লিক করবেন দেখবেন একটি নতুন নাম্বার এসেছে, নাম্বারটি ঠিকঠাক লিখবেন। নাম্বারটি লেখার পর নথিগুলি ভালভাবে চেক করে নেবেন। চেক করার পর Display Market value এ কিল্ক করবেন। ক্লিক করার পর আপনি আপনার জমির বাজার মুল্য দেখেতে পাবেন।
তাহলে আপনারা দেখতে পেলেন কিভাবে খুব সরলে পশ্চিমবঙ্গের যে কোনো জমির বাজার মূল্য বাজার মূল্য জানবেন।
বন্ধুরা বাংলা ভূমী ওয়েবসাইট আপনাদের জন্য সর্বদা নতুন নতুন তথ্য নিয়ে আসে তাও বাংলা ভাষাতে এবং খুব সরল কথায় আপনাদের বোঝানোর চেষ্টা করে থাকে। যদি আপনাদের আমাদের এই কাজ ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।
পশ্চিমবঙ্গের সরকারি যোজনা এবং অন্নান্য তথ্যের জন্য আমাদের সঙ্গে থাকুন।
পশ্চিমবঙ্গের জমির মিউটেশনের তথ্য কিভাবে বের করবেন দেখে নিন →
ডাউনলোড করুন “খতিয়ান ও দাগের তথ্য” বাংলা অ্যাপ →
প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনা সম্পর্কে সমস্ত তথ্য বংলাতে জানুন →
কিভাবে মোবাইল খতিয়ান ও দাগের তথ্য বের করবেন? আসুন জেনে নিন banglarbhumi.gov.in →
PMSYM, প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনা, অসংগঠিত শ্রমিকদের জন্য একটি পেনশন প্রকল্প →
How to Apply Pradhan Mantri Shram Yogi Maan-dhan (PM-SYM) Yojana ? →