2023 BanglarBhumi Market Value of Land, WB Land & Property Value Online

(BanglarBhumi Market Value of Land) পশ্চিমবঙ্গের যে কোনো জমির বাজার মূল্য কীভাবে জানবেন? সম্পূর্ণ তথ্য দেখে নিন

নমস্কার বন্ধুরা, বাংলা ভুমি ওয়েবসাইটে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আজ আপনাদের জানাতে চলেছি কিভাবে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জমির বাজার মূল্য বের করবেন।

সবার প্রথমে আপনাদের কে পশ্চিমবঙ্গের ”wbregistration.gov.in” এই ওয়েবসাইট টিতে যাবেন। তারপর ”CALCULATORS FOR” এ গিয়ে দেখবেন কয়েকটি অপশন আছে, অপশনগুলির মধ্যে প্রথম অপশন ‘’Market Value of Land’’  এতে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নথিকরন পেজটি খুলবে। একটি ফর্ম আসবে, ফর্মটিতে ঠিকঠাক নথি পুরন করতে হবে।

BanglarBhumi Market Value of Land, WB Land & Property Value Online
BanglarBhumi Market Value of Land, WB Land & Property Value Online

১.ফর্মটিতে প্রথমে আসবে জেলা, আপানার জেলা সিলেক্ট করবেন। তারপর আসবে থানা, থানা সিলেক্ট করবেন। এভাবে নথিগুলি পুরন করবেন। মনে রাখবেন নথিগুলি ঠিকঠাকভাবে পূরণ করবেন।

পশ্চিমবঙ্গের e-নথিকরণের মোবাইল অ্যাপ দ্বারা এই সমস্ত কাজ নিজের মোবাইলে করতে পারবেন: 

BanglarBhumi Market Value of Land
banglarbhumi.gov.in valuation of land

২.তারপর দ্বিতীয় পাটে আপনার প্লট নাম্বার, খতিয়ান নাম্বার ঠিকঠাক করে দেখে পূরণ করবেন।

BanglarBhumi Market Value of Land
BanglarBhumi Market Value of Land

৩. তৃতীয় পর্বে আপনার ‘’Proposed Land Use’’  সিলেক্ট করবেন। তারপর ‘’Nature  of Land’’  সিলেক্ট করবেন। এগুলি ভালভাবে দেখে দেখে পূরণ করবেন। এভাবে বাকি অপশনগুলি ঠিকঠাক করে পূরণ করুন।

BanglarBhumi Market Value of Land
BanglarBhumi Market Value of Land

৪. তারপর শেষে দেখবেন ‘’Type the characters shown’’ এই অপশনটির পাশে একটি নাম্বার লেখা আছে, ওই নাম্বারটি ঠিকঠাক করে লিখবেন। যদি নাম্বারটি বুঝতে না পারেন পাশে দেখবেন Try new Characters  এতে ক্লিক করবেন দেখবেন একটি নতুন নাম্বার এসেছে, নাম্বারটি ঠিকঠাক লিখবেন।

নাম্বারটি লেখার পর নথিগুলি ভালভাবে চেক করে নেবেন। চেক করার পর Display Market value এ কিল্ক করবেন। ক্লিক করার পর আপনি আপনার জমির বাজার মুল্য দেখেতে পাবেন।

BanglarBhumi Market Value of Land
BanglarBhumi Market Value of Land

তাহলে আপনারা দেখতে পেলেন কিভাবে খুব সরলে পশ্চিমবঙ্গের যে কোনো জমির বাজার মূল্য বাজার মূল্য জানবেন।

বন্ধুরা বাংলা ভূমী ওয়েবসাইট আপনাদের জন্য সর্বদা নতুন নতুন তথ্য নিয়ে আসে তাও বাংলা ভাষাতে এবং খুব সরল কথায় আপনাদের বোঝানোর চেষ্টা করে থাকে। যদি আপনাদের আমাদের এই কাজ ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।
পশ্চিমবঙ্গের সরকারি যোজনা এবং অন্নান্য তথ্যের জন্য আমাদের সঙ্গে থাকুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top