মিথ্যা যৌতুকের মামলার করলে কি করবেন? এর বিরুদ্ধে আইনি নিয়ম জানুন

যদি যৌতুক নেওয়ার মিথ্যে অভিযোগ দায়ের করে থাকলে কি করবেন? মিথ্যা যৌতুকের অভিযোগ করে মামলা করলে তা কি সঠিক? জানুন মিথ্যা যৌতুকের মামলার বিরুদ্ধে কিভাবে আইনি লড়াই করবেন।

আমরা সকলেই জানি যে, বিবাহের ক্ষেত্রে যৌতুক নেওয়া এবং দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। তবে যদি কোন মেয়ের পরিবার থেকে তার বাবা-মা মেয়েকে ভালোবেসে কিছু উপহার হিসেবে জিনিস পত্র দিয়ে থাকেন, তাহলে সেটা লিখিত ভাবে প্রমাণপত্র অনুযায়ী বলতে হবে যে, এগুলি যৌতুক নয় উপহার হিসেবে দেওয়া হচ্ছে।

তবে বর্তমানে এমন একটি বিষয় এর উপর নির্ভর করে কন্যা পক্ষ অপরাধমূলক কাজ করে চলেছে। যেমন ধরুন শ্বশুরবাড়ি তে স্বামী এবং স্বামীর পরিবারের ওপর / বিরুদ্ধে মহিলা দ্বারা অভিযোগ দায়ের করা হয়ে থাকে, যে সেই মেয়ের পরিবার বিয়েতে যৌতুক হিসাবে অনেক কিছুই দিয়েছেন, আর তার উপর ভিত্তি করে পরিস্থিতি খুবই কঠিন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেই মহিলা / স্ত্রী।

মিথ্যা যৌতুকের মামলার করলে কি করবেন? এর বিরুদ্ধে আইনি নিয়ম
মিথ্যা যৌতুকের মামলার করলে কি করবেন? এর বিরুদ্ধে আইনি নিয়ম

এমন ভাবে একেবারে হতাশাগ্রস্ত হয়ে পড়েন স্বামী এবং তার পরিবার। কেননা যেখানে মিথ্যে যৌতুকের কথা বলা হচ্ছে, কোনোরকম যৌতুক না দেওয়া হয়েও সেটা মিথ্যে ভাবে অভিযোগ করা হচ্ছে।

সরকার সবার জন্য উপায় বানানোর জন্য এই সম্বন্ধিত বিষয়ে সংশোধন করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। স্বামী এবং তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলার সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। যেটা সরকারের নজরে পড়েছে।

যা কিনা বর্তমানে যাতে আর বাড়তে না পারে তার জন্য বেশ কিছু নিয়ম এবং আইন-কানুন রয়েছে। এটা কোন সাধারণ বর পক্ষের সমস্ত সদস্যকে এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে।

আইনের এই নিয়মের দুর্ব্যবহার করার জন্য শাস্তি হিসাবে এমন মিথ্যে মামলার জন্য কিছু আইন রয়েছে। এই অধিনিয়ম এর দুর্ব্যবহার বন্ধ করার জন্য আই পি সি (IPC) 498 A এর উপর সুপ্রিম কোর্ট দ্বারা একটি নির্ণয় এর মধ্যে বলা হয়েছে যে, পুলিশকে সেই অভিযুক্তকে গ্রেফতার করার আগে কারণ অবশ্যই বলতে হবে।

মিথ্যে 498 A মামলা থেকে নিজেকে কিভাবে বাঁচাবেন?

যদি আপনার স্ত্রী এবং শ্বশুরবাড়ি থেকে কোনো সদস্য আপনার উপরে অথবা আপনার পরিবারের বিরুদ্ধে 498 A যৌতুক বিষয়ক সম্পর্কিত অভিযোগ দায়ের করে মামলা করে থাকেন অথবা হুমকি দিয়ে থাকেন তাহলে দুটি বিকল্প উপলব্ধ রয়েছে।

১) সবার প্রথমে যদি আপনার স্ত্রী আপনার সাথে বসবাস করেন, তাহলে একটা উপদেশ দেওয়া যেতে পারে যে, এমন হুমকির ক্ষেত্রে আপনি কিন্তু কল রেকর্ডিং অথবা ভিডিও রেকর্ড করতে পারেন। যে রেকর্ডিং আপনি আদালতে মামলা চলাকালীন শোনাতে পারেন, সেক্ষেত্রে তার প্রমাণ স্বরূপ হিসাবে আপনি বেশ মজবুত সাক্ষ্য প্রমাণ পেয়ে যাবেন।

২) দ্বিতীয়তঃ যদি আপনার স্ত্রী আপনার ঘর ছেড়ে দিয়ে থাকেন, তাহলে আপনি স্থানীয় পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ দায়ের করতে পারেন। যে আপনার স্ত্রী আপনার ঘর ছেড়ে দিয়ে চলে গেছেন।

যদি মামলা প্রথমেই দায়ের করা হয়ে থাকে তাহলে আপনাকে আদালতে নিজের এবং নিজের পরিবারের বাঁচানোর জন্য একজন ভালো উকিল কে নিযুক্ত করতে পারেন। সেই উকিল কিন্তু আপনাকে এমন কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে খুবই সহজ ভাবে।

তবে সেই উকিলের কাছে সমস্ত সত্য বলতে হবে। কেননা আপনার এই সত্য বয়ানের উপর নির্ভর করে আপনি সঠিক বিচার পেতে পারেন। তবে উপযুক্ত প্রমান পত্র অবশ্যই সাথে রাখবেন। যেটা আপনার এবং আপনার পরিবারের এমন মামলা অথবা অভিযোগ এর বিরুদ্ধে লড়াই করতে সহযোগিতা করবে।

এছাড়া আপনি যদি আপনার এবং আপনার পরিবারের জন্য অগ্রিম জামিন এর জন্য আবেদন করতে চান, যেখানে আপনার সন্দেহ হতে পারে যে, আপনার বিরুদ্ধে এমন অপরাধমূলক অভিযোগ দায়ের করা যেতে পারে, তাহলে আগে থেকেই পদক্ষেপ গ্রহণ করুন। নিজেকে এবং নিজের পরিবারকে এমন গ্রেপ্তারের হাত থেকে বাঁচানোর জন্য আগে থেকে জামিন এর ব্যবস্থা করতে পারেন।

আইনের নিয়ম-কানুন লংঘন করা সবথেকে বেশি জঘন্যতম অপরাধ। তাই যৌতুক যেহেতু দেওয়া এবং নেওয়া দণ্ডনীয় অপরাধ, তাই সেই আইনটা কে হাতিয়ার করে অনেক মেয়ে পক্ষ অনেক ছেলে পক্ষকে ফাঁসিয়ে থাকেন।

বলতে গেলে যে যৌতুক তারা দেয়নি সেই যৌতুক যাতে অনায়াসেই তাদের ঘরে পৌঁছে যেতে পারে, সেই ব্যবস্থা করে থাকেন অনেকেই। তবে যদি প্রমাণিত হয় যে, এটা মিথ্যে যৌতুক দেওয়ার অভিযোগ, তাহলে মেয়ে পক্ষ কখনোই ছাড়া পাবেন না।

স্ত্রী এবং স্ত্রীর পরিবারের সদস্যরা শাস্তি অবশ্যই পাবেন আর সেই মহিলাকে তার পরিবারের যে সমস্ত সদস্য রা উৎসাহ যুগিয়েছেন এমন মামলা দায়ের করার জন্য, তাদের ক্ষেত্রেও আইন কড়া পদক্ষেপ গ্রহণ করবে।

যদি এমন যৌতুক বিষয় জড়িত অভিযোগ দায়ের করা হয়, তাহলে বিয়ের সময় লিখিত ভাবে যে কাগজপত্র হয়ে থাকে যৌতুকের জিনিস পত্র দেওয়া নেওয়ার জন্য, সেটা অবশ্যই করিয়ে রাখা প্রয়োজন এবং সেটা যত্ন করে রাখা টাও প্রয়োজন। আপনার পরবর্তীতে এমন পরিস্থিতির বিরুদ্ধে প্রমাণ হিসেবে কাজে লাগানোর জন্য।

তবে সামান্য ঝগড়া ঝামেলার মধ্যে অনেকেই উপহার হিসেবে দেওয়া জিনিসপত্র কেও যৌতুক হিসেবে পরিচয় দিয়ে আইনের কাছে অভিযোগ দায়ের করে থাকেন অনেক মহিলা।

সে ক্ষেত্রে বেচারা স্বামী এবং তার পরিবার বেশ নাজেহাল অবস্থায় পড়ে থাকেন। এই অবস্থাতে কি করবেন না ভেবে বাধ্য হয়ে অনেক পরিবার নিজের থেকেই অনেক যৌতুক অনুযায়ী জিনিসপত্র মেয়ের পরিবারকে ফিরিয়ে দিয়েছেন।

তবে আইন অনুযায়ী আপনি পদক্ষেপ গ্রহণ করতে পারেন। একজন ভালো দক্ষ উকিল নিযুক্ত করে এমন মামলার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারেন। যেটা আপনার এবং আপনার পরিবারের সুরক্ষা প্রদান করতে পারে। তার সাথে সাথে এমন অপরাধের সাথে যুক্ত যে সমস্ত ব্যক্তিগণ রয়েছেন তারাও যেন উপযুক্ত শাস্তি পায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top