2023 কোটাক মাহিন্দ্রা ব্যাংক বিজনেস লোন আবেদন পদ্ধতি ও কাগজপত্র

Kotak Mahindra Bank Business Loan 2023 (কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক বিজনেস লোন 2023): How to Apply for Kotak Mahindra Business Loan? | Kotak Mahindra Bank Business Loan Apply in Bengali.

পৃথিবীতে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য রয়েছে, যা কিনা প্রতিটি মানুষ তাদের কর্মজীবনকে স্থায়ী রূপ দেওয়ার জন্য যেকোনো না যে কোন ব্যবসা পছন্দ করে থাকেন। আবার অনেকেই কর্মরত রয়েছেন সরকারি দপ্তরে, তার সাথে সাথে বিভিন্ন রকমের প্রাইভেট কোম্পানিতে অনেকেই কাজ করছেন।

কিন্তু তার মধ্যে অনেকেই চান যে, নিজের একটি সুন্দর ব্যবসা থাকবে যেখানে নিজের ইচ্ছামত কাজ করা যাবে আর ব্যবসাটিকে নিজের পছন্দমত সাজিয়ে গুছিয়ে নিয়ে একটা রেগুলার ইনকাম সোর্স তৈরি করা যাবে। সেই কারণে বর্তমানে অনেক মানুষ আজ উদ্যোক্তা হয়েছেন। সে ব্যবসা ছোট হোক অথবা বড়, নিজের ব্যবসার মতো আনন্দ আর যেন কোথাও নেই, তাই না!

Bank Name Kotak Mahindra Bank
Bank Type Private Bank
Type of Loan Business Loan
Loan Application Process Online / Offline
Official Website https://www.kotak.com/
https://www.mahindrafinance.com/

কিন্তু অনেকেই পর্যাপ্ত পরিমাণ পুঁজি না থাকার কারণে নিজের পছন্দের ব্যবসা থেকে শুরু করতে পারছেন না। অথবা যে ব্যবসাটি শুরু করেছেন, সেটাকে নিজের পছন্দমত তৈরি করতে পারছেন না। ঠিকভাবে চালাতে পারছেন না। সে ক্ষেত্রে অনেকের স্বপ্ন একেবারে স্বপ্নই থেকে যায়, বাস্তবায়িত হওয়ার জন্য প্রয়োজন থাকে বেশ কিছু টাকার।

কোটাক মাহিন্দ্রা ব্যাংক বিজনেস লোন আবেদন পদ্ধতি - Kotak Mahindra Bank Business Loan in Bengali
কোটাক মাহিন্দ্রা ব্যাংক বিজনেস লোন আবেদন পদ্ধতি – Kotak Mahindra Bank Business Loan in Bengali

এক্ষেত্রে হতাশ না হয়ে, ব্যাংক থেকে বিজনেস লোন নিতে পারেন। কেননা এই লোনের মাধ্যমে ব্যবসা টিকে বড় করে তা থেকে ইনকাম বাড়াতে পারেন এবং প্রতিমাসে এই ইনকামের লাভ থেকে অল্প কিছু ই এম আই এর মধ্যে দিয়ে এই বিজনেস লোন অনায়াসেই পরিশোধ করতে পারবেন সুদ সমেত।

তো এক্ষেত্রে কোটাক মাহিন্দ্রা ব্যাংক আকর্ষণীয় সুদের হারে গ্রাহকদের জন্য বিজনেস লোন অফার করে থাকে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা পর্যন্ত।

তো চলুন তাহলে জানা যাক, কিভাবে আপনি কোটাক মাহিন্দ্রা ব্যাংক বিজনেস লোন এর জন্য আবেদন করবেন, আর এই লোন সম্পর্কিত আরো অন্যান্য তথ্য সম্পর্কেও জানা যাক:

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক বিজনেস লোন 2023 (Kotak Mahindra Bank Business Loan 2023):

১) সুদের হার: ১৪%

২) লোন এমাউন্ট: সর্বনিম্ন ৩ লাখ টাকা, সর্বোচ্চ লোন এমাউন্ট ৭৫ লাখ টাকা।

৩) প্রসেসিং ফি: ২% তার সাথে জিএসটি

৪) লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ ৪৮ মাস অর্থাৎ চার বছর পর্যন্ত।

৫) ডকুমেন্টেশন চার্জ: ১০ লাখ টাকা লোন এর উপরে ৩,৫০০ টাকা এবং ১০ লাখ টাকার বেশি লোন এর উপরে ৬,০০০ টাকা তার সাথে জিএসটি।

কোন কোন ক্ষেত্রে এবং কারা এই বিজনেস লোন নিতে পারবেন?

  • প্রোপাইটরশিপ
  • প্রাইভেট লিমিটেড কোম্পানি
  • পার্টনারশিপ ফার্ম
  • ট্রাস্ট
  • লিমিটেড লিয়াবিলিটি
  • ম্যানুফ্যাকচারিং
  • ট্রেডিং অথবা সার্ভিস সেক্টর।
  • বিজনেস ওনার
  • ট্রেডার্স
  • self-employed,
  • প্রফেশনাল
  • ম্যানুফ্যাকচারার
  • রেস্টুরেন্ট
  • হসপিটালস এবং
  • আরো অন্যান্য যেকোনো ব্যবসার ক্ষেত্রে।

⭐ বিজনেস প্রোফাইল কমপক্ষে এক বছর থাকতে হবে।

⭐ Annual Turnover: ৪০ লাখ টাকা

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এর বিভিন্ন রকমের বিজনেস লোন:

A. বিজনেস লোন (Kotak Business Loan):

১) সুদের হার: ৪% প্রতি বছরে।

২) লোন এমাউন্ট: সর্বনিম্ন ৩ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা পর্যন্ত।

৩) লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ ৪৮ মাস অর্থাৎ ৪ বছর।

৪) প্রসেসিং ফি: ২% লোন এমাউন্ট এর উপরে এবং সামান্য পরিমাণ ডকুমেন্টেশন তার সাথে খুবই সহজ ইএমআই প্রসেস।

B. ব্যবসার ক্ষেত্রে যানবাহন লোন (Kotak Commercial Vehicle Financing):

১) ব্যবসার জন্য আপনার যদি কোনরকম যানবাহন প্রয়োজন হয় সে ক্ষেত্রে কোটাক মাহিন্দ্রা ব্যাংক ব্যবসা লোনের মধ্যে সেই যানবাহন কেনার জন্য লোন অফার করে থাকে গ্রাহকদের জন্য।

২) লোন পরিশোধের সময়সীমা সর্বনিম্ন ১২ মাস অর্থাৎ এক বছর থেকে সর্বোচ্চ ৪৮ মাস অর্থাৎ ৪ বছর পর্যন্ত।

C. ক্রপ লোন (Kotak Crop Loan):

১) সমস্ত রকম কৃষক, যাদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৭৫ বছর বয়সের মধ্যে আছে তারা এই লোনের জন্য আবেদন করতে পারেন।

২) তাছাড়া কমপক্ষে পাঁচজন সদস্য এই লোনে অংশগ্রহণ করতে পারেন।

D. ফার্ম ইকুইপমেন্ট (Kotak Farm Equipment Loan):

১) যারা চাষের ক্ষেত্রে ট্রাক্টর, হারভেস্টার, ডাস্টার, লোডার, ইত্যাদি রকমের চাষের কাজে লাগার যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে, সেগুলি নেওয়ার জন্য এই লোন নিতে পারেন।

২) আবেদনকারীর সাথে যদি কোটাক মাহিন্দ্রা ব্যাংক এর যোগাযোগ এবং লেনদেন খুবই ভালো থাকে, তাহলে এই লোন খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন।

৩) কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক “কিষাণ সুরক্ষা ইন্সুরেন্স পলিসি” অফার করে থাকে গ্রাহকদের জন্য। অর্থাৎ যারা কৃষক তারা এই ইন্সুরেন্স পলিসি পেতে পারেন এই লোনের জন্য।

E. এগ্রিকালচারাল প্রজেক্ট লোন (Kotak Agricultural Project Loan):

১) এই লোন আপনার এগ্রিকালচার প্রোজেক্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি লোন।

২) প্রজেক্ট এর জন্য যতটা খরচ আপনার হতে পারে তার হিসাব অনুসারে আপনি লোন পেতে পারেন, কোটাক মাহিন্দ্রা ব্যাংক থেকে।

৩) খুবই সহজ প্রসেসের মধ্যে দিয়ে আপনি এই লোন পেয়ে যাবেন।

৪) সমস্ত MSME, ফার্মার অথবা কৃষক, ট্রেডার্স এবং এক্সপোর্টার এই লোনের জন্য আবেদন করতে পারবেন।

F. কনস্ট্রাকশন ইকুইপমেন্ট/ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স (Construction Equipment/ Infrastructure Finance):

১) সামান্য পরিমাণ এবং সহজসাধ্য ডকুমেন্টেশন।

২) সর্বোচ্চ ১০০% ফাইন্যান্সিং।

৩) সমস্ত রকম কোম্পানি, পার্টনারশিপ ফার্ম এর জন্য এই লোন নিতে পারেন, তবে সে ক্ষেত্রে ব্যবসার কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৪) আর যে জায়গাতে আবেদনকারী বসবাস করছেন সেখানে কমপক্ষে দুই বছর এর স্থায়ী বাসিন্দা হতে হবে এই লোনের জন্য আবেদনের ক্ষেত্রে।

G. ওয়ার্কিং ক্যাপিটাল লোন (Kotak Working Capital Loan):

১) এই লোন নেওয়ার পর আপনি প্রতি দিন অনুসারে লোন পরিশোধ করতে পারবেন।

২) বিভিন্ন রকম বিজনেসের জন্য আপনি এই লোন নিতে পারবেন। যেমন ধরুন- Agri SME Business, চ্যানেল ফাইন্যান্স, ট্রান্সপোর্টেশন, লজিস্টিকস ইত্যাদি।

৩) লোন পরিশোধের সময়সীমা সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত।

কোটাক মাহিন্দ্রা ব্যাংক আরো যে সমস্ত লোন অফার করে থাকে গ্রাহকদের জন্য:

  • টার্ম লোন (short-term লোন long-term লোন)
  • ক্যাশ ক্রেডিট (cash credit)
  • ওভারড্রাফট (overdraft)
  • ওয়ার্কিং ক্যাপিটাল লোন (working capital loan)
  • সাপ্লাই চেইন ফাইন্যান্স (supply chain Finance)
  • বিজনেস লোন (business loan)

কোটাক মাহিন্দ্রা ব্যাংক বিজনেস লোন আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস:

১) পরিচয় পত্র:

  • আধার কার্ড
  • প্যান কার্ড
  • ভোটার আইডি কার্ড
  • ড্রাইভিং লাইসেন্স
  • পাসপোর্ট

২) ঠিকানার প্রমাণপত্র:

  • ড্রাইভিং লাইসেন্স
  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • পাসপোর্ট
  • ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট
  • ইউটিলিটি বিল
  • রেন্ট এগ্রিমেন্ট
  • পোষ্টপেইড ফোন বিল

৩) সম্পূর্ণ ফিলাপ করা এবং আবেদনকারীর সই করার লোন অ্যাপ্লিকেশন ফর্ম।

৪) আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ।

৫) ইনকাম প্রুফ:

  • ইনকাম ট্যাক্স রিটার্ন
  • বিজনেস প্রোফাইল
  • প্রফিট অ্যান্ড লস একাউন্ট
  • ব্যালেন্স শীট।

৬) লাস্ট একবছরে আই টি রিটার্ন, আর ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, P&L কপি

৭) ব্যবসার সার্টিফিকেট, লাইসেন্স, পারমিট, ট্রেড লাইসেন্স।

৮) এবং আরো অন্যান্য যে কোন ডকুমেন্টস, যদি চেয়ে থাকে সেগুলো আপনার থাকলে অবশ্যই দিতে হবে।

এবার জানা যাক, কিভাবে আপনি কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক বিজনেস লোনের জন্য আবেদন করবেন:

Kotak Mahindra Bank Business Loan অনলাইন আবেদন:

Step 1. প্রথমত আপনাকে কোটাক মাহিন্দ্রা ব্যাংক এর অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, https://www.kotak.com/, https://www.mahindrafinance.com/

Step 2. এরপর লোন অপশনে গিয়ে বিজনেস লোন (Business Loan) অপশন এর উপরে ক্লিক করুন। তারপর এ্যাপলাই নাও বাটনটিতে ক্লিক করুন।

Step 3. এরপরে একটি নতুন ওয়েব পেজ ওপেন হবে, যেখানে লোন এপ্লিকেশন ফর্ম (Kotak Mahindra Bank Business Loan Apply Form) পাবেন। সেই লোন অ্যাপ্লিকেশন ফর্ম টি আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস এবং আরো অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো দিয়ে ভালোভাবে ফিলাপ করুন।

Step 4. তবে অবশ্যই কোটাক মাহিন্দ্রা ব্যাংক যে সমস্ত বিজনেস লোন অফার করে থাকে গ্রাহকদের জন্য, তার মধ্যে আপনি যে ধরনের লোন নিতে চাইছেন, সেটা উল্লেখ করতে হবে, ফিলাপ করা হয়ে গেলে চেক করে নিন কোথাও কোন ভুল ত্রুটি আছে কিনা, তারপরে সাবমিট বাটনে ক্লিক করুন।

Step 5. এরপর আপনার লোন অ্যাপ্লিকেশন টি কোটাক মাহিন্দ্রা ব্যাংক ভেরিফাই করবে, আর কোনো রকম অসুবিধা না থাকলে খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবে।

Step 6. আপনার বিজনেস লোন টি এপ্রুভ হয়ে গেলে ১০ থেকে ১৫ দিনের মধ্যে লোন এমাউন্ট আপনার ব্যাংক একাউন্টে জমা হয়ে যাবে।

Kotak Mahindra Bank Business Loan অফলাইন আবেদন:

এছাড়াও আপনার কাছাকাছি কোটাক মাহিন্দ্রা ব্যাংক এর যে কোন ব্রাঞ্চে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সাবমিট করে, সামান্য কিছু পদক্ষেপ অবলম্বন করার মধ্যে দিয়ে, বিজনেস লোন এর জন্য আবেদন করতে পারবেন অফলাইন এর মাধ্যমেও।

সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যাংকের ব্রাঞ্চে যেতে হবে, আর ব্রাঞ্চ এর ম্যানেজারের সাথে এই বিজনেস লোন এর বিষয়ে কথা বলতে হবে।

কোটাক মাহিন্দ্রা ব্যাংক কাস্টমার কেয়ার নাম্বার:

টোল ফ্রি নাম্বার: 1860-266-2666/ 1800-209-5600

এছাড়া এই লোনের বিষয়ে আরও যদি অন্যান্য তথ্য জানার থাকে, তাহলে এই টোল ফ্রি নাম্বার এ ফোন করেও আপনার জিজ্ঞাসিত প্রশ্ন করতে পারেন।

তো এই ভাবে সহজ কয়েকটি পদক্ষেপ অবলম্বন এর মধ্যে দিয়ে, আকর্ষণীয় সুদের হারে, কোটাক মাহিন্দ্রা ব্যাংক থেকে আপনার স্বপ্নের ব্যবসাটিকে বাস্তবায়িত করার জন্য বিজনেস লোন নিতে পারেন।

লোন পরিশোধের সময়সীমা সর্বোচ্চ চার বছর, যা কিনা আপনার ব্যবসার লাভ থেকে প্রতিমাসে খুবই কম ই এম আই (EMI) এর মধ্যে দিয়ে এই লোন সুদ সমেত পরিশোধ করতে পারবেন নিঃসন্দেহে।

Home Click here
Official Website Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top