কলকাতা ট্রাফিক এর ফাইন ও চালান নিয়ম কি? এখনি জেনে নিন!

Kolkata Traffic Fine and Rules: বর্তমান কলকাতা ট্রাফিক এর ফাইন ও চালান নিয়ম জেনে নিন | কি কি কারণে আপনার ট্রাফিক ফাইন হতে পারে? | ট্রাফিক ফাইন হলে কি করবেন? এবং কলকাতার ট্রাফিক এর ফাইন ও চালান সম্পর্কে বিস্তারিত জেনে নিন এখানে।

কোলকাতার মধ্যে যাতায়াত করতে গেলে অনেক ট্রাফিক নিয়ম আপনাকে মেনটেইন করে চলতে হবে। তাছাড়া এমন কিছু আইন রয়েছে যেগুলো অমান্য করলে আপনার জেলও হতে পারে।

Kolkata Traffic Fine and Rules - কলকাতা ট্রাফিক এর ফাইন ও চালান নিয়ম
Kolkata Traffic Fine and Rules – কলকাতা ট্রাফিক এর ফাইন ও চালান নিয়ম

একটা সাধারন মানুষ কখনই চাইবেন না কোথাও ঘুরতে যাওয়ার জন্য অথবা কোন কাজে যাওয়ার জন্য এমন পরিস্থিতিতে পড়তে হয়, যেখানে সেই কাজে যাওয়া ছেড়ে দিয়ে থানায় যেতে হয়, কি তাই তো ! তবে এমন কিছু নিয়ম লঙ্ঘন করলে আপনার ফাইন এবং চালান কাটতে পারে, সে সমস্ত বিষয় নিয়ে আজকের এই আর্টিকেলটি।

নিচে কোলকাতা যাতায়াত ই-চালান সম্পর্কে বেশ কিছু তথ্য আলোচনা করা হল, আশা করি আপনাদের ভালো লাগবে:- 

ই-চালান এর স্থিতি অনলাইন চেক করার প্রক্রিয়া:

১) প্রথমত https://kolkatatrafficpolice.net/ এই ওয়েবসাইটে মধ্যে আপনার চালান অনলাইন সার্চ করতে পারেন।

২) তারপর আপনার যানবাহনের নাম্বার, ইমেইল আইডি, মোবাইল নাম্বার, চেসিস নাম্বার সবকিছু এন্টার করতে হবে।

৩) তারপর সাবমিট বাটনে ক্লিক করুন, সেখানে ফাইন অথবা কেস বিবরণ দেখতে পাবেন।

৪) ফাইন ভরে দেওয়ার পর আপনার ই-মেইল এড্রেসে একটি মেইল আসবে।

রাস্তায় ট্রাফিক পুলিশ ধরলে কি করবেন? আপনার ট্রাফিক অধিকারগুলি জানুন

কোলকাতা যাতায়াতের ফাইন এবং চালান:

কোলকাতা ট্রাফিক পুলিশ, ট্রাফিক আইন ভঙ্গ করার উপরে বেশ কিছু ফাইন ও চালান রেখেছে সেগুলো নিচে আলোচনা করা হলো।

১) ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো: শাস্তি U/S  181. প্রথম অপরাধ এর জন্য – 450 টাকা, দ্বিতীয় অপরাধের জন্য – 500 টাকা তৃতীয় অপরাধের জন্য – 500 টাকা এবং পরের অপরাধের জন্য – 500 টাকা।

২) মোটরগাড়ি চালানোর জন্য আরোহীর বয়স সীমা:

নির্ধারিত বয়স ১৬ বছর এম সি 50 CC, পরিবহন যানবাহন ছাড়া ১৮ বছর, পরিবহন যানবাহনের জন্য ২০ বছর। শাস্তি ইউ / এস 181, প্রথম অপরাধের জন্য – 450 টাকা, দ্বিতীয় অপরাধের জন্য – 500 টাকা, তৃতীয় অপরাধের জন্য – 500 টাকা এবং আগামী অপরাধের জন্য – 500 টাকা।

৩) যদি কোন গাড়ির মালিক ড্রাইভিং লাইসেন্স ছাড়া অন্য কোনো ব্যক্তিকে সেই গাড়ি চালাতে বলেন তো:

শাস্তি ইউ / এস 180, প্রথম অপরাধের জন্য 500 টাকা, দ্বিতীয় অপরাধের জন্য 600 টাকা, তৃতীয় অপরাধের জন্য 700 টাকা, এবং আগামী অপরাধের জন্য 1000 টাকা।

৪) রেজিস্ট্রেশন ছাড়া ড্রাইভিং অথবা গাড়ি চালানো অথবা ব্লু বুক এর সময়সীমা পার হয়ে যাওয়া:

শাস্তি ইউ / এস 192, প্রথম অপরাধের জন্য 3000 টাকা, দ্বিতীয় অপরাধের জন্য 6000 টাকা, তৃতীয় অপরাধের জন্য 7000 টাকা এবং আগামী অপরাধের জন্য 8000 টাকা।

৫) ফিটনেস অথবা অবৈধ সি এফ প্রমাণপত্র ছাড়া গাড়ি চালানো:

শাস্তি ইউ / এস 192, প্রথম অপরাধের জন্য 3000 টাকা, দ্বিতীয় অপরাধের জন্য 6000 টাকা, তৃতীয় অপরাধের জন্য 7000 টাকা এবং আগামী অপরাধের জন্য 8000 টাকা।

৬) পারমিশন ছাড়া গাড়ি চালানো অথবা পারমিট স্থিতি লংঘন:

শাস্তি ইউ / এস 192, প্রথম অপরাধের জন্য কোন রকম শাস্তি হয় না বললেই চলে এবং পরবর্তীতে যদি কোন অপরাধ করে থাকেন সেই ব্যক্তি, সে ক্ষেত্রে পুলিশ যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।

৭) অত্যাধিক উচ্চ গতিতে গাড়ি চালানো:

শাস্তি ইউ / এস 183 (1), প্রথম অপরাধের জন্য 200 টাকা, দ্বিতীয় অপরাধ 400 টাকা, তৃতীয় অপরাধের জন্য 800 টাকা এবং পরবর্তীতে যদি কোন অপরাধ করে থাকে এই সম্বন্ধে তাহলে 1000 টাকা।

৮) স্বাভাবিক গতির বাইরে যদি কোন ব্যক্তি গাড়ি চালিয়ে থাকেন সেক্ষেত্রে:

শাস্তি ইউ / এস 183 (2), প্রথম অপরাধ 300 টাকা, দ্বিতীয় অপরাধ 400 টাকা, তৃতীয় অপরাধ 500 টাকা, আগামী অপরাধ 500 টাকা।

৯) যদি কোন গাড়িতে অতিরিক্ত ওজন সীমাহীন হয়ে থাকে অথবা নিয়ম অনুসারে অনেক বেশী হয়ে থাকে:

শাস্তি 194 (1), প্রথম অপরাধ 2000 টাকা, দ্বিতীয় অপরাধ 3000 টাকা, তৃতীয় অপরাধ 5000 টাকা।

গাড়ি চালানোর ট্রাফিক আইন ও শাস্তি নতুন নিয়ম গুলি জানুন

১০) ট্রাফিক সিগনাল অমান্য করা:

শাস্তি ইউ / এস 177, প্রথম অপরাধ 100 টাকা, দ্বিতীয় অপরাধ 250 টাকা, তৃতীয় অপরাধ 300 টাকা এবং আগামী অপরাধ 300 টাকা।

১১) যানবাহন কে জনবহুল জায়গায় থামানোর অনুমতি দেওয়া:

শাস্তি ইউ / এস 177, প্রথম অপরাধ 100 টাকা, দ্বিতীয় অপরাধ 300 টাকা, আগামী অপরাধ 300 টাকা।

১২) কোন পুলিশ আধিকারিক যদি ড্রাইভিং লাইসেন্স চেয়ে থাকেন সেক্ষেত্রে ডুবলিকেট ড্রাইভিং লাইসেন্স দেখানো:

শাস্তি ইউ / এস 177, প্রথম অপরাধ 100 টাকা, দ্বিতীয় অপরাধ 250 টাকা, তৃতীয় অপরাধ 300 টাকা এবং আগামী অপরাধ 300 টাকা।

১৩) যখন কোন দুর্ঘটনা তে কোন যানবাহন যুক্ত থাকে সেক্ষেত্রে পুলিশ আধিকারিক সেই কার টি থামানোর জন্য বললে যদি না থামানো হয়:

শাস্তি ইউ / এস 187, প্রথম অপরাধ 500 টাকা, দ্বিতীয় অপরাধ 500 টাকা, তৃতীয় অপরাধ 500 টাকা এবং আগামী অপরাধে 1000 টাকা।

১৪) কোন কাজের জন্য চিকিৎসার সহায়তা নেওয়া:

শাস্তি ইউ / এস 187, প্রথম অপরাধ 500 টাকা, দ্বিতীয় অপরাধ 500 টাকা, তৃতীয় অপরাধ 500 টাকা, আগামী অপরাধ 1000 টাকা।

১৫) পথ দুর্ঘটনার সম্পর্কে ইনফরমেশন দেওয়ার জন্য:

শাস্তি ইউ / এস 187, প্রথম অপরাধ 500 টাকা, দ্বিতীয় অপরাধ 500 টাকা, তৃতীয় অপরাধ 500 টাকা এবং আগামী অপরাধ 1000 টাকা।

১৬) কোন আদেশ এবং বাধাকে অমান্য করা:

শাস্তি ইউ / এস প্রথম অপরাধ 250 টাকা, দ্বিতীয় অপরাধ 350 টাকা, তৃতীয় অপরাধ 450 টাকা, আগামী অপরাধ 500 টাকা।

১৭) কোন তথ্য লোকানো অথবা ভুল তথ্য দেওয়া:

শাস্তি ইউ / এস –  প্রথম অপরাধ 350 টাকা, দ্বিতীয় অপরাধ 450 টাকা, তৃতীয় অপরাধ 500 টাকা, আগামী অপরাধ 500 টাকা।

বাবার সম্পত্তিতে ছেলে মেয়েদের আইনি অধিকার কি? জেনে নিন

১৮) মালবাহী যে যানবাহনগুলো রয়েছে সেখানে মালপত্র এর ওজন, তার সাথে কতজন ব্যক্তি থাকতে পারবেন:

1000 কিলো থেকে কম ওজন হলে একজন ব্যক্তি এবং অন্য হালকা ওজন যুক্ত মালপত্র হলে তিনজন ব্যক্তি তাছাড়া আরও সামান্য অভিযুক্ত মালপত্র হলে ৭ জন ব্যক্তি। শাস্তি ইউ / এস 177 এম বি এ (MBA), প্রথম অপরাধ 100 টাকা, দ্বিতীয় অপরাধ 250 টাকা, তৃতীয় অপরাধ 300 টাকা, আগামী অপরাধ 300 টাকা।

১৯) যে যানবাহনটি চলন্ত অবস্থায় খুবই বিপদজনক পরিস্থিতিতে রয়েছে:

শাস্তি ইউ / এস 184, প্রথম অপরাধ 400 টাকা, দ্বিতীয় অপরাধ 800 টাকা, তৃতীয় অপরাধ 1,200 টাকা, আগামী অপরাধ 1,600 টাকা।

২০) নেশাযুক্ত কোন ব্যক্তি অথবা ডান্স করছেন এমন ব্যক্তি যদি গাড়ি চালাতে থাকেন:

শাস্তি ইউ / এস 185, প্রথম অপরাধ 2000 টাকা, দ্বিতীয় অপরাধ 2000 টাকা, তৃতীয় অপরাধ 2000 টাকা এবং আগামী অপরাধের জন্য 3 হাজার টাকা।

২১) গাড়ি চালানোর জন্য মানসিক রূপ এবং শারীরিক রূপে অনুপযুক্ত হওয়া সত্ত্বেও গাড়ি চালানো:

শাস্তি ইউ / এস 186, প্রথম অপরাধ 400 টাকা, দ্বিতীয় অপরাধ 500 টাকা, তৃতীয় অপরাধ 500 টাকা, আগামী অপরাধ 500 টাকা।

২২) কোন জনবহুল জায়গার মধ্যে দিয়ে যানবাহন খুবই গতিতে চালিয়ে যাওয়া অথবা প্রতিযোগিতা করা:

শাস্তি ইউ / এস 189, প্রথম অপরাধ 500 টাকা, দ্বিতীয় অপরাধ 500 টাকা, তৃতীয় অপরাধ 500 টাকা, আগামী অপরাধ 500 টাকা।

২৩) অসুরক্ষিত পরিস্থিতিতে যানবাহনের ব্যবহার করা:

শাস্তি ইউ / এস 190 (I), প্রথম অপরাধ 250 টাকা, দ্বিতীয় অপরাধ, তৃতীয় অপরাধের জন্য 250 টাকা এবং আগামী অপরাধের জন্য 250 টাকা।

২৪) পথ সুরক্ষা, শব্দ দূষণ এবং বায়ু দূষণের যে নিয়ম রয়েছে সেটা লঙ্ঘন করা:

যেমন ধরুন হাসপাতাল এর কাছে কোনোভাবেই জোরে হর্ন বাজানো যাবে না, স্কুল, কোন জনবহুল জায়গার কাছে খুব জোরে গাড়ি চালানো যাবে না, বাম্পার জায়গাতে গাড়ি খুবই স্লো করতে হবে ইত্যাদি এ সমস্ত বিষয়গুলি যদি অমান্য করেন:

শাস্তি ইউ / এস 190 (2), প্রথম অপরাধ 750 টাকা, দ্বিতীয় অপরাধ 1,500 টাকা, তৃতীয় অপরাধ 2,000 টাকা আগামী অপরাধ 2,000 টাকা।

২৫) নির্ধারিত শর্তাবলী লংঘন করা এবং তাতে সাধারণ মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে অথবা বিপদজনক মালপত্র বোঝাই করা গাড়ি:

শাস্তি ইউ / এস 190 (3), প্রথম, দ্বিতীয়, তৃতীয় অপরাধের জন্য তিন হাজার টাকা এবং আগামী অপরাধের জন্য 5000 টাকা।

২৬) কোন গাড়ির মালিকের অনুমতি ছাড়া গাড়ি চালানো:

শাস্তি ইউ / এস 197 (I), অপরাধ 500 টাকা, দ্বিতীয় অপরাধ 500 টাকা, দ্বিতীয় অপরাধ 500 টাকা এবং পরবর্তী অপরাধ 500 টাকা।

২৭) যানবাহনের সাথে অনধিকৃত হস্তক্ষেপ:

শাস্তি ইউ / এস 198, প্রথম অপরাধ 50 টাকা, দ্বিতীয় অপরাধ 100 টাকা, তৃতীয় অপরাধ 100 টাকা এবং আগামী অপরাধ 100 টাকা।

নিজের স্বামী বা স্ত্রী কে ডিভোর্স কিভাবে দেবেন? আইনি পদ্ধতি জানুন

২৮) বিকলাঙ্গ যানবাহন:

বলতে গেলে যানবাহনটি সম্পূর্ণরূপে রাস্তায় চলার জন্য উপযুক্তই নয়, এমন যানবাহন যদি চালানো হয় রাস্তায়, তাতে অন্যান্য যানবাহনের যেমন অসুবিধা হবে, তেমনি পথদুর্ঘটনা যে কোন মুহূর্তে হতে পারে:

শাস্তি ইউ / এস 201 (I), প্রথম অপরাধ 500 টাকা প্রতি ঘন্টা, দ্বিতীয় অপরাধ, তৃতীয় অপরাধ আগামী অপরাধ সব কিছুর প্রতি ঘন্টা অনুসারে আপনাকে ফাইন দিতে হবে।

২৯) রেজিস্ট্রেশন, পারমিট ইত্যাদি এছাড়া যদি সেই যানবাহন চালানো হয়, সে ক্ষেত্রে একজন পুলিশ আধিকারিক এর অধিকার অথবা ক্ষমতা:

শাস্তি 39 / 192 / 66 / 192 (A), প্রথম অপরাধ এর জন্য 3000 টাকা, দ্বিতীয় অপরাধের জন্য 6000 টাকা, তৃতীয় অপরাধের জন্য 7000 টাকা, এবং আগামী অপরাধের জন্য 8000 টাকা।

ট্রাফিক আইন সম্পর্কে আরো অন্যান্য তথ্য জানার জন্য এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে বিভিন্ন বিষয়ে জানতে পারেন। https://www.banglabhumi.in/indian-laws/

রাস্তায় চলাচলের সময় অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখাটা জরুরি। তাছাড়া ফাইন অথবা চালান ছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার জীবন ঝুঁকিতে পড়তে পারবে না। যদি আপনি সম্পূর্ণরূপে ট্রাফিক আইন মেনে চলেন তো।

তাছাড়া আপনার সাথে জড়িয়ে রয়েছে আপনার পরিবারের প্রশ্ন। তাহলে কেনই বা আপনি এমন বেসামাল অবস্থায় অথবা ট্রাফিক আইন অমান্য করে গাড়ি চালাবেন, তাই ন না !

আর কলকাতার মধ্যে গাড়ি চালানোর জন্য অবশ্যই এই নিয়ম গুলি মেনে চলা উচিত। তার মধ্যে যদি এগুলি লংঘন করেন তাহলে এই সমস্ত ফাইন অথবা চালান আপনার উপর হতে পারে। তাছাড়া যে কোন মুহূর্তে পথ দুর্ঘটনা হতে পারে, তাই “Safe Drive Save Life”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top