কিভাবে খতিয়ান ও দাগের তথ্য, মৌজা ম্যাপ, মিউটেশন ও জমির ম্যাপ সমস্ত কিছু জানতে পারবেন ত্রিপুরা রাজ্যের

নমস্কার বন্ধুরা,
আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন।
আজ আমি আপনাদের জানাতে চলেছি যে, আপনারা কিভাবে খতিয়ানদাগের তথ্য, মৌজা ম্যাপ, মিউটেশন, জমির ম্যাপ, জমির গণনা, তহশীল এই সমস্ত কিছু জানতে পারবেন ত্রিপুরা রাজ্যের। আজ আপনাদের জন্য এনেছি এই সমস্ত কিছু তথ্য পাওয়ার জন্য একটি অ্যাপ, যার দ্বারা খুব সহজেই আপনারা জমির সম্মন্ধে সমস্ত তথ্য পেতে পারেন।

feature graphic 1024x500 min

আসুন দেখে নিন কন অ্যাপ আর কোথায় পাবেন এই অ্যাপ আর কিভাবে কাজ করে এই অ্যাপ ।

আপনারা “গুগল প্লে স্টোরে ” গিয়ে এই এপ টি ডাউনলোড করতে পারবেন। নীচে এই অ্যাপটির সম্মন্ধে সমস্ত তথ্য দেওয়া আছে তার সাথে অ্যাপটি ডাউনলোড করার জন্য লিঙ্ক ও দেওয়া আছে যেখানে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন ।
khatian plot information min

এই অ্যাপটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন ▶ ডাউনলোড অ্যাপ 
কি কি পাবেন এই অ্যাপটিতে ?
🔺খতিয়ান ও দাগ নাম্বারের তথ্য পাবেন এই অ্যাপটি তে ।
🔺আপনার মিউটেশনের তথ্য পাবেন ।
🔺আপনার জমির ম্যাপ পাবেন ।
🔺জমির এককের গণনা করতে পারবেন।
🔺তহসীলের তালিকা দেখতে পাবেন ।
🔺মৌজার তালিকা দেখতে পারবেন এই অ্যাপটি তে । 
🔻অ্যাপ নীচের এই ফটোতে ক্লিক করে ডাউনলোড করতে পারেন 🔻
app download min%2B%25282%2529

ভিডিওর দ্বারা দেখুন কিভাবে এই অ্যাপ দিয়ে খতিয়ান এবং অন্নান্য তথ্য কিভাবে বের করবেন 🔻


আশা করছি বন্ধুরা এই অ্যাপটি আপনাদের জন্য কাজে আসবে, এই অ্যাপটি খুবই সরল ভাবে কাজ করে ।
বন্ধুরা বাংলা ভূমী ওয়েবসাইট আপনাদের জন্য সর্বদা নতুন নতুন তথ্য নিয়ে আসে তাও বাংলা ভাষাতে এবং খুব সরল কথায় আপনাদের বোঝানোর চেষ্টা করে থাকে। যদি আপনাদের আমাদের এই কাজ ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।
পশ্চিমবঙ্গের সরকারি যোজনা এবং অন্নান্য তথ্যের জন্য আমাদের সঙ্গে থাকুন। আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি তথ্য।  বাংলা ভূমী 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top