KC Mahindra All India Talent Scholarship কি? আবেদন পদ্ধতি সবকিছু এখানে

KC Mahindra All India Talent Scholarship, Know Eligibility & Application

KC Mahindra All India Talent Scholarship, Know Eligibility & Application

KC Mahindra Educational Trust ভারতের ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত ছাত্রদের  KC Mahindra All India Talent Scholarships দিয়ে থাকে। এই KC Mahindra All India Talent Scholarships এর মাধ্যমে ভারতের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা স্কলারশীপের সুবিধা নিয়ে তাদের পড়াশুনার খরচ মেটাতে পারে। এই KC Mahindra All India Talent Scholarships এর লক্ষ্য সমাজের নিম্নবিত্ত অংশের ছাত্রছাত্রীদের শিক্ষা সুযোগ পেতে সহায়তা করা। এই স্কলারশীপের জন্য আবেদনকারীকে অবশ্যই সরকারী বা বেসরকারী পলিট্যাকনিকে অধ্যয়নরত হতে হবে। আজ আপনাদের সাথে KC Mahindra All India Talent Scholarships নিয়ে বিস্তারিত আলোচনা করবো, যার মধ্যে রয়েছে এই স্কলারশীপ হতে কি সুবিধা পাওয়া যায়, স্কলারশীপের আবেদনের যোগ্যতা, আবেদনের প্রক্রিয়া, আবেদনের তারিখ ইত্যাদি ।

এই Scholarship-এর বৈশিষ্ট্যঃ 

ক্রমিক

বিষয়

বিবরন

০১

ক্লাশ

ক্লাস ১০, ক্লাস ১২

০২

স্কলারশীপ ধরন

মেধা ভিত্তিক স্কলারশীপ

০৩

স্কলারশীপের পরিমাণ

বার্ষিক ১০,০০০ টাকা (৩ বছর)

০৪

বয়সের সীমা

নাই

০৫

লিঙ্গ

ছেলে মেয়ে উভয়ই

০৬

রাজ্য

সকল

০৭

ধর্ম

সকল

০৮

দেশ

ভারত

KC Mahindra All India Talent Scholarships এর অফিসাল সাইটে গিয়ে আবেদন করা যায়। আবেদন গৃহীত হলে আবেদনকারী ছাত্রছাত্রী বার্ষিক ১০,০০০ টাকা করে ৩ বছর পর্যন্ত পেতে পারে। 

সর্বমোট ৫৫০ জন ছাত্রছাত্রী এই KC Mahindra All India Talent Scholarships এর সুবিধা পেয়ে থাকে। 

আবেদনের যোগ্যতাঃ 

আসুন দেখে নিই KC Mahindra All India Talent Scholarships এর জন্য আবেদন করতে কি কি যোগ্যতার দরকার হয়ে থাকে। 

১) আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে।

২) আবেদনকারীকে অবশ্যই কোন স্বীকৃত পলিট্যাকনিকেলে ডিপ্লোমা অধ্যয়নরত হতে হবে।

৩) শুধুমাত্র পলিট্যাকনিকেলে ১ম বর্ষে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা এই KC Mahindra All India Talent Scholarships এর জন্য আবেদন করতে পারে। 

স্কলারশিপের আবেদনের প্রক্রিয়াঃ

আসুন দেখে নিই KC Mahindra All India Talent Scholarships এর আবেদন করার প্রক্রিয়া কি কি? 

১) KC Mahindra All India Talent Scholarships এর ওয়েব সাইট হতে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। 

২) সকল দরকারী তথ্য লিপিবদ্ধ করতে হবে। 

৩) দরকারী কাগজপত্র সংযুক্ত করুন।

৪) আবেদনপত্র ও সকল কাগজপত্র একসাথে খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন। 


আবদনের জন্য দরকারী কাগজপত্রঃ 

আসুন দেখে নিই KC Mahindra All India Talent Scholarships এর জন্য কি কি দরকারী কাগজপত্র দরকার হয়ে থাকে। 

১) আধার কার্ডের কপি

২) একজন শিক্ষকের প্রত্যয়নপত্র 

৩) স্কুলে হতে প্রদানকৃত জন্ম সনদপত্র

৪) পরিবারের বার্ষিক আয়ের প্রত্যয়নপত্র 

৫) নিজের সত্যায়িত করা ব্যাংকের পাসবুকের প্রথম পাতার কপি।

৬) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশের সনদপত্র ও মার্কশীট

৭) যে প্রতিষ্ঠানে ডিপ্লোমা কোর্সে অধ্যয়ন করছে তার প্রমানপত্র

এই স্কলারশিপ-এর নির্বাচনের প্রক্রিয়াঃ  

আবেদনকারীর আবেদন জমা হলে কর্তৃপক্ষ সকল আবেদন যাচাই করে নিম্নলিখিত বিষয়ের উপর ভিত্তি করে নির্বাচিত করে থাকে।

১) আবেদনকারীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নাম্বার।

২) আবেদনকারী যে বিষয়ে পড়াশুনা করছেন। 

আরো পড়ুন: সকল Scholarship সম্পর্কে জেনে নিন, কিভাবে পাওয়া যায় এবং আবেদন পক্রিয়া

এখানে KC Mahindra All India Talent Scholarships এর বিস্তারিত আলোচনা করা হলো। দরিদ্র ছাত্রদের সহযোগিতার জন্য এই লেখাটি শেয়ার করুন, যাতে করে অনেক অস্বচ্ছল ছাত্র এই স্কলারশীপ সুবিধা নিয়ে তার পড়াশুনা চালিয়ে যেতে পারে। পরবরতীতে আপনাদের জন্য আরো বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করবো । আপনাদের কোন বিষয়ে প্রশ্ন থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে জানান অথবা আমাদের ফেইসবুক পেজে কমেন্ট করুন। আমরা আপনার প্রশ্নের জবাব দেয়ার চেষ্টা করবো। আরো অনেক স্কলারশীপ নিয়ে জানতে চোখ রাখুন আমাদের সাইটে।

Scholarships ছাড়াও বিভিন্ন রকমের Invesments, Insurance, Loan, LIC Policy, Mitual Funds ইত্যাদি Financial ব্যাপারে বাংলাতে জানার জন্য আমাদের ওয়েবসাইটে নজর রাখুন। এখানে পাবেন এই সকল বিষয়ে দুর্দান্ত গাইড যা আপনাকে আপনার টাকা সুরক্ষিত ভাবে বিনিয়োগ এবং অন্যান্য ব্যাপারে সাহায্য করবে। আপনাদের যে কোন পরামর্শ, প্রশ্ন আমাদের কমেন্টের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করা হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top