JBNSTS Talent Scholarship 2023: আবেদন পদ্ধতি ও নতুন লিস্ট

Jagadis Bose National Science Talent Search (JBNSTS Talent Scholarship) সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীকে শিক্ষা লাভে সহায়তা করার জন্য আর্থিক সহায়তা দিয়ে থাকে।

বর্তমানে Jagadis Bose National Science Talent Search, কলকাতা ফাউন্ডেশন উচ্চ মাধ্যমিকে পড়া ছাত্রছাত্রীদের জন্য একটি স্কলারশীপ চালু করেছে যা JBNSTS Talent Scholarship নামে পরিচিত।

JBNSTS Talent Scholarship for Indian Students: Know Eligibility and Application
JBNSTS Talent Scholarship: আবেদন পদ্ধতি ও নতুন লিস্ট

ছাত্রছাত্রীরা ১০০ টাকা ফি দিয়ে জুনিয়র টেলেন্ট সার্চ টেষ্ট এবং ২০০ টাকা ফি দিয়ে সিনিয়র টেলেন্ট সার্চ টেষ্ট দিয়ে এই JBNSTS Talent Scholarship এর জন্য আবেদন করতে পারে।

আগামী অক্টোবর মাসে পশ্চিমবঙ্গে JBNSTS Talent Scholarship এর সিনিয়র ও জুনিয়র টেলেন্ট সার্চ টেষ্ট অনুষ্ঠিত হবে।

JBNSTS Talent Scholarship-এর গুরুত্বপূর্ণ তথ্য

বিষয় বিবরণ
স্কলারশীপের নামঃ Junior & Senior JBNSTS Talent Scholarship
পরিচালনায়ঃ Jagadis Bose National Science Talent Search
প্রযোজ্যঃ উচ্চ মাধ্যমিকে পড়া ছাত্রছাত্রী
আবেদন শুরু আগষ্ট
আবেদন শেষ সেপ্টেম্বর
পরীক্ষা অক্টোবর
আবেদনের মাধ্যম অফলাইন ও অনলাইন
ওয়েবসাইট jbnsts.ac.in

JBNSTS Talent Scholarship এর যোগ্যতাঃ

JBNSTS Talent Scholarship এর আবেদনকারীকে নিম্নবর্ণিত যোগ্যতা থাকতে হবে।

JBNSTS Talent Scholarship এর জন্য ২ পর্যায়ে পরীক্ষা গ্রহন করা হয়ে থাকে। একটি Junior JBNSTS Talent Scholarship এবং অপরটি Senior JBNSTS Talent Scholarship। আলাদা আলাদা পরীক্ষার জন্য আলাদা আলাদা যোগ্যতা নিচে বর্ণনা করা হয়েছে।

JBNSTS Junior Talent Search Test

১) ছাত্রছাত্রীকে মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে ৭৫% নাম্বার পেয়ে থাকতে হবে।

২) ছাত্রছাত্রীকে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে হবে।

৩) ছাত্রছাত্রীর অবশ্যই পদার্থ, রসায়ন, গনিত, কম্পিউটার বিজ্ঞান, পরিসংখ্যান ও জীববিজ্ঞান এই বিষয়গুলি হতে ৩ টি বিষয়ে অধ্যয়ন করতে হবে।

JBNSTS Senior Talent Search Test

১) ছাত্রছাত্রীকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে।

২) ছাত্রছাত্রীকে উচ্চ মাধ্যমিকে পাশের পর ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল অথবা বিজ্ঞান বিষয় নিয়ে ভর্তি হতে হবে।

আবেদনের প্রক্রিয়া সমুহঃ

GP Birla Scholarship এর আবেদনের জন্য অফলাইন এবং অনলাইন উভয় মাধ্যমেই আবেদন করা যায়। আপনি আপনার সুবিধা অনুসারে আবেদনের কাজটি করতে পারেন।

অফলাইনে আবেদনের প্রক্রিয়াঃ

আবেদনকারী JBNSTS Talent Scholarship  এর সাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরন করে সেপ্টেম্বর মাসের পূর্বে নিম্নলিখিত JBNSTS Talent Scholarship এর ঠিকানায় পাঠাতে পারে।

Jagadis Bose National Science Talent Search,
1300, Rajdanga Main Road
Kolkata –700107

অনলাইনে আবেদনের প্রক্রিয়াঃ

JBNSTS Talent Scholarship এর আবেদনকারীদের সুবিধার কথা বিবেচনা করে অনলাইনে আবেদনপত্র গ্রহনের ব্যবস্থা করেছে।

Junior JBNSTS Talent Scholarship এর জন্য ১০০ টাকা এবং Senior JBNSTS Talent Scholarship এর জন্য ২০০ টাকা আবেদন ফি SBI Bank Chalan হিসেবে জমা দিতে হবে।

আবেদন শুরু করার আগে অবশ্যই দরকারী সকল কাগজপত্র স্ক্যান করে নিতে হবে। যাতে করে সহজেই নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড করা যায়।

অনলাইন আবেদনের ধাপগুলিঃ

ধাপ ১) JBNSTS Talent Scholarship এর অনলাইন আবেদনের ওয়েবসাইটে প্রবেশ করুন।

ধাপ ২) অনলাইন আবেদনে JBNSTS Junior Talent Scholarship এবং JBNSTS Senior Talent Scholarship  মধ্য হতে সিলেক্ট করুন এবং এপ্লিকেশন বাটনে ক্লিক করুন।

ধাপ ৩) আবেদন ফি জমা দেয়ার ট্রানজিকশান নাম্বার দিন।

ধাপ ৪) অনলাইনে আপনার দরকারী সব তথ্য দিন।

ধাপ ৫) দরকারী সকল কাগজপত্র পিডিএফ হিসেবে আপলোড করুন।

ধাপ ৬) সকল তথ্য দেয়া হলে আবেদনপত্র জমা দিন।

কি কি কাগজপত্র জমা দিতে হবে?

আবেদনকারী নিজের বিভিন্ন তথ্য দিয়ে JBNSTS Talent Scholarship  এর জন্য অনলাইন বা অফলাইনে আবেদন করতে হবে।

১) আবেদনকারীর মাধ্যমিক পরীক্ষার পাশের সনদপত্র ও মার্কশিট।

২) আবেদনকারী ইতিমধ্যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির প্রমান স্বরুপ কাগজপত্র।

৩) উচ্চ মাধ্যমিক পাশের সনদপত্র ও মার্কশীট। ( Senior JBNSTS Talent Scholarship এর জন্য )

JBNSTS Talent Scholarship এর অর্থের পরিমানঃ

JBNSTS Talent Scholarship এর দুই বিভাগে স্কলারশিপ দেয়া হয়।
JBNSTS Junior Talent Scholarship এ মাসিক ১০০০ টাকা এবং বই কেনার জন্য এককালীন ২৫০০ টাকা প্রদান করা হয়। এই স্কলারশীপ ২ বছরের জন্য দেয়া হয়।

JBNSTS Senior Talent Scholarship এ মাসিক ৪০০০ টাকা এবং বই কেনার জন্য এককালীন ৫০০০ টাকা প্রদান করা হয়। এই স্কলারশীপ কোর্স শেষ হওয়া পর্যন্ত দেয়া হয়।

আজ আমরা JBNSTS Talent Scholarship  এর বিস্তারিত জানতে পারলাম। এই স্কলারশীপের ফলে সমাজের পিছিয়ে পড়া অনেক দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রী তাদের শিক্ষা জীবন চালিয়ে যেতে পারে এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত হবার সু্যোগ পায়।

পরবর্তীতে আপনাদের জন্য আরো স্কলারশিপ বিষয় নিয়ে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করবো। আপনাদের কোন বিষয়ে প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানান। আমরা আপনার প্রশ্নের জবাব দেয়ার চেষ্টা করবো। আরো অনেক স্কলারশীপ নিয়ে জানতে চোখ রাখুন আমাদের সাইটে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top