ত্রিপুরা জমির রেকর্ড 2023: অনলাইন ROR এবং জমির ম্যাপ ডাউনলোড

ত্রিপুরা জমির রেকর্ড জমি নিয়ে জটিলতা ভারতের প্রায় সব রাজ্যের জনগনই ভোগে থাকেন। এই সকল জটিলতার সমাধান হলো অনলাইন পোর্টালে জমির সকল তথ্য সন্নিবেশ করা। অন্য অনেক রাজ্যের মতই ত্রিপুরা রাজ্যেও জমি সংক্রান্ত কাজ সহজ করতে অনলাইন পোর্টাল চালু হয়েছে। ত্রিপুরার জমি সংক্রান্ত পোর্টালের নাম Jami Tripura. এই পোর্টালের মাধ্যমে ত্রিপুরার জনগন অল্প সময়ের মাঝেই তাদের জমি সংক্রান্ত সকল তথ্য পেতে পারে। তাই এই Jami Tripura পোর্টাল ত্রিপুরার জনগনের জন্য অনেক সহায়ক হয়ে এসেছে।

ত্রিপুরা জমির রেকর্ড: অনলাইন ROR এবং জমির ম্যাপ ডাউনলোড
ত্রিপুরা জমির রেকর্ড: অনলাইন ROR এবং জমির ম্যাপ ডাউনলোড

আমাদের বাংলাভূমি সাইটে আমরা নিয়মিতভাবে আপনাদের জন্য ভারত সরকারের উদ্যোগে নেয়া নানা তথ্য নিয়ে আলোচনা করে থাকি। এ সকল তথ্য হতে আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ন তথ্য জেনে আপনাদের জীবনের নানা প্রয়োজনীয় সময়ে উপকৃত হয়ে থাকেন।

এরই ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের সাথে Jami Tripura নিয়ে আলোচনা করবো। এতে করে আপনারা খুব সহজেই এই পোর্টাল নিয়ে বিস্তারিত জানতে পারবেন এবং আপনি আপনার প্রয়োজন অনুসারে এই পোর্টালের সুবিধা নিতে আবেদন করতে পারবেন। শুধু তাই নয়, আপনার পরিচিত কোন ব্যক্তির জমি সংক্রান্ত তথ্য প্রয়োজন হলে সে এই পোর্টালের মাধ্যমে খুব কম সময়ে তার প্রয়োজনীয় জমি সংক্রান্ত তথ্য পেতে পারে।

আসুন দেখে নিই এই পোর্টালের বিস্তারিত কিছু তথ্য।

এই Jami Tripura এর মাধ্যমে কি কি তথ্য জানা যায়?

১) অনলাইনে ROR বা খতিয়ান পাওয়া।

২) অনলাইনে মিউটেশনের আবেদন করা।

৩) অনলাইনে জমির ম্যাপ দেখা ও ডাউনলোড করা।

৪) অনলাইনে রেজিস্ট্রেশন বা অন্যান্য ফি পরিশোধ করা।

৫) মিউটেশনের অবস্থা জানা।

৬) জমি সংক্রান্ত নানা ফি বের করা।

কিভাবে এই Jami Tripura পোর্টালে অনলাইনে রেজিস্ট্রেশন করা যায়?

আসুন দেখে নিই কিভাবে এই পোর্টালে রেজিস্ট্রেশন করা যায়।

১) প্রথমেই এই পোর্টালে (https://jami.tripura.gov.in/site/index_eng.htm) প্রবেশ করুন।

২) সাইটের “Get Online ROR” এ ক্লিক করুন।

৩) Registration লেখা বাটনে ক্লিক করুন।

৪) রেজিস্ট্রেশন ফর্মে নাম, জেলা, পুলিশ ষ্টেশন, ওয়ার্ডের তথ্য দিন।

৫) পরের পেজে গিয়ে মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস, পাসওয়ার্ড দিনে রেজিস্ট্রেশন করুন।

কিভাবে Jami Tripura এর মাধ্যমে অনলাইনে ROR ডাউনলোড করা যায়?

আসুন দেখে নিই কিভাবে Jami Tripura এর মাধ্যমে অনলাইনে ROR ডাউনলোড করা যায়।

১) প্রথমেই অফিসিয়ার সাইট https://jami.tripura.gov.in/Citizen_Service/citiz_ror.aspx এ ক্লিক করুন।

২) জেলা সিলেক্ট করুন।

৩) আপনার মহকুমা সিলেক্ট করুন।

৪) রেভেনিউ সার্কেল সিলেক্ট করুন।

৫) তহসিল সিলেক্ট করুন।

৬) মৌজা সিলেক্ট করুন।

৭) এবার খতিয়ান নাম্বার দিন।

৮) ক্যাপচা দিন।

৯) Search এ ক্লিক করুন।

১০) এবার আপনার প্রয়োজনীয় ROR সামনে আসবে।

১১) ROR আপনার প্রয়োজন মত Pdf ফাইলে সংরক্ষন করুন।

১২) প্রিন্ট করে সংরক্ষন করুন।

এভাবে আপনি Jami Tripura এর মাধ্যমে অনলাইনে কোন হয়রানী বা সময় ব্যয় করা ছাড়াই আপনার ROR রের করতে পারবেন, এবং ভবিষ্যতের জন্য সংরক্ষন করতে পারবেন।

আজ আমরা আপনাদের সাথে Jami Tripura অনলাইন পোর্টাল নিয়ে আলোচনা করলাম। এতে করে আপনারা সবাই এই Jami Tripura নিয়ে জানতে পারলাম। আমাদের সাইটের পরবর্তী লেখায় আপনাদের জন্য এই বিষয়ের উপর আরো বিস্তারিত লেখা থাকবে। তাই আমাদের বাংলাভূমি সাইটে নিয়মিত চোখ রাখুন। এই লেখাটি অনেকের কাজে লাগতে পারে তাই লেখাটি যতটুকু সম্ভব শেয়ার করুন, যাতে করে অনেকে এই লেখা থেকে শিক্ষা নিয়ে Jami Tripura সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন।

ভারত সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আরো অনেক লেখা পেতে আমাদের সাইটের অন্য লেখাগুলি দেখুন। আমাদের লেখা ভালো লাগলে বা যেকোন মন্তব্য আমাদের ফেসবুক পাতায় লিখুন। আমরা আপনার মন্তব্যের সর্বোচ্চ গুরুত্ব দেবো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top