শুভ জগদ্ধাত্রী পূজা 2023 শুভেচ্ছা বার্তা | Jagaddhatri Puja 2023 Bengali Status

শুভ জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা বার্তা 2023, এসএমএস, স্ট্যাটাসকবিতা | Jagaddhatri Puja Bengali Status 2023 – Jagaddhatri Puja Bengali Status & Shayari | শুভ জগদ্ধাত্রী পূজার মেসেজ ও কবিতা | বাংলা শুভ জগদ্ধাত্রী পূজার স্ট্যাটাস

Jagaddhatri Puja Bengali Status 2023: সব থেকে বড় উৎসব দুর্গোৎসব, যখন আমাদের সকলকে কাঁদিয়ে সমাপ্ত হয়, দেবী দুর্গা কৈলাসে ফিরে যান, তারপরেই তিনি আবার জগদ্ধাত্রী রূপে ফিরে আসেন। আর সেই জগদ্ধাত্রী পূজা উপলক্ষে তার আরাধনায় মেতে ওঠে পৃথিবীবাসী।

বিশেষ করে পশ্চিমবঙ্গের চন্দননগর, কৃষ্ণনগর ও আরো বেশ কিছু এলাকায় জগদ্ধাত্রী পূজার জন্য অনেক বেশি জনপ্রিয় এবং আরও অন্যান্য জায়গা গুলি জগদ্ধাত্রী পূজার আনন্দে সেজে ওঠে, জগধাত্রী পূজা হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর কার্তিক মাসের শুক্ল পক্ষের নববীতে অনুষ্ঠিত হয়।

দেবী দুর্গার একটি রূপ হল জগদ্ধাত্রী, আর দেবীর আরাধনা তে অনেক বড় করে অনুষ্ঠান এর আয়োজন করা হয়, যেখানে স্থানীয় মানুষ জন খুবই আনন্দ উপভোগ করে থাকেন। এমনই একটি উৎসবের দিনে আপনি আপনার প্রিয়জন, আত্মীয়-স্বজন দের শুভেচ্ছা বার্তা পাঠাবেন না, তা কি কখনো হয় !

তো চলুন তাহলে জেনে নেওয়া যাক, এমন কিছু শুভেচ্ছা বার্তা সম্পর্কে, যেগুলি পাঠিয়ে আপনি জগদ্ধাত্রী পূজার আনন্দ উপভোগ করতে পারেন:

জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস 2023:

উৎসবের এই আনন্দ আর উচ্ছ্বাস,
বজায় থাকুক সকলের ঘরে ঘরে,
পরিবার ও ভালবাসার মানুষদের নিয়ে,
সুখী হোক সকল মানুষ।
শুভ জগদ্ধাত্রী পূজা।

 

মাগো তুমি জগৎ জননী, সবার করো ভালো,
সকলের মনের কষ্ট নিয়ে নাও,
পরিবর্তে দাও খুশির আলো
চলে গিয়েও ফিরে এলে আবার নতুন রূপে,
মন খারাপ সব গেল চলে,
তোমার মুখটি দেখে। শুভ জগদ্ধাত্রী পূজা

 

জগদ্ধাত্রী পূজার এই শুভ তিথিতে,
মা কে জানাই প্রণাম,
সারা বছর যেন মায়ের আশীর্বাদ,
সবার উপরে থাকে।
সবাই যেন আনন্দ ও খুশিতে,
জীবন যাপন করেন এই কামনাই করি।
শুভ জগদ্ধাত্রী পূজা

 

সকলকে জানাই আমার তরফ থেকে,
জগদ্ধাত্রী পূজার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা।
সকলের মনের সকল ইচ্ছা পূর্ণ হোক,
সকলে খুবই ভাল থাকুন, সুস্থ থাকুন, আনন্দে কাটুক।
শুভ জগদ্ধাত্রী পূজা।

 

পবিত্র এই অনুষ্ঠানে তোমার জীবন,
ভরে উঠুক সুখ ও আনন্দে।
দেবীর জগদ্ধাত্রী তোমার উপরে,
সর্বদাই আশীর্বাদ বর্ষণ করুক,
জীবন তোমার ভরে উঠুক সুখ ও স্বাচ্ছন্দে।
শুভ জগদ্ধাত্রী পূজা।

 

জগদ্ধাত্রী পূজার এই কটা দিন,
ভরে উঠুক আনন্দ আর উচ্ছ্বাসে,
তোমাকে এবং তোমার পরিবারকে জানাই,
আমার তরফ থেকে প্রীতি,
শুভেচ্ছা ও অভিনন্দন।
তোমাকে এবং তোমার পরিবারের,
সকলকে সুস্থ রাখুক মা, সকল কাজে সফল হও,
এই কামনাই করি মায়ের কাছে।
শুভ জগদ্ধাত্রী পূজা।

 

দেবী জগদ্ধাত্রীর আগমনে,
সকল দুঃখ গুলি দূরে যাক,
যে যেখানে আছে সবাই খুব খুব ভালো থাক।
শুভ জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা।

 

আপনার এবং আপনার পরিবারের,
সকলের জন্য রইল জগদ্ধাত্রী পূজার,
শুভেচ্ছা সহ অনেক অনেক ভালোবাসা,
এবং সাথে শুভকামনা।
শুভ জগদ্ধাত্রী পূজা।

 

মায়ের আশীর্বাদ সর্বদাই,
আপনার সঙ্গে থাকুক,
আপনার জীবন সুখ এবং,
সমৃদ্ধিতে ভরে উঠুক।
আপনার মনের সকল,
চাওয়া পাওয়া পূর্ণ হোক তাড়াতাড়ি।
শুভ জগদ্ধাত্রী পূজার,
শুভেচ্ছা ও ভালবাসা রইল।

 

উৎসব মানেই আনন্দ,
তাই এই পূজার মতোই আনন্দময় হোক,
তোমার জীবনের প্রতিটি দিন।
সুন্দর হোক তোমার চলার পথ।
পূরণ হোক মনের সকল চাওয়া পাওয়া,
বয়ে যাক তোমার জীবনে সকল খুশির হাওয়া।
শুভ জগদ্ধাত্রী পূজা।

 

এই জগদ্ধাত্রী পূজাতে,
মায়ের আশীর্বাদ পড়ুক তোমার,
এবং তোমার পরিবারের উপরে,
তোমার জীবন সুখ, শান্তি আর,
আনন্দে পরিপূর্ণ হয়ে থাকুক।
সর্বদাই মায়ের কাছে,
প্রার্থনা করে আমি এইটুকুই চাই।
শুভ জগদ্ধাত্রী পূজা।

 

জগদ্ধাত্রী পূজার এই পবিত্র দিনে,
সুখে থাকুক সকলে,
এসো সবাই মনের দরজা খুলে,
আনন্দে ও ভালবাসার সাথে আজকের,
এই দিনটি কাটাই, শুভ জগদ্ধাত্রী পূজার,
শুভ কামনা ও শুভেচ্ছা জানাই।

 

দেবী জগত ধাত্রীর আশীর্বাদে,
পৃথিবী থেকে সকল দুঃখ- কষ্ট,
ব্যথা- বেদনা, পাপ- অন্যায় দূরীভূত হোক,
তার সাথে পূর্ণ হোক ভালোবাসা, সুখ ও স্বাচ্ছন্দে।
সকলের জন্য রইল আমার তরফ থেকে,
জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা ও ভালোবাসা।
শুভ জগদ্ধাত্রী পূজা

 

স্বপ্ন গুলো সত্যি হোক,
সকল আশা পূর্ণ হোক, দুঃখ গুলো দূরে যাক,
সুখে জীবন তোমার ভরে থাক,
জীবনটা হোক ধন্য,
জগধাত্রী পূজার শুভেচ্ছা পাঠালাম তোমার জন্য।

 

দেবী জগদ্ধাত্রী তোমার জীবনে,
অনেক সুখ, শান্তি নিয়ে আসুক,
সকল কাছের মানুষ এবং পরিবার,
পরিজনদের সাথে এই দিনটি উদযাপন করো,
তোমার জীবন ও মন ভালবাসায় ভরে উঠুক,
সকলের ভালো কর।
শুভ জগদ্ধাত্রী পূজা।

 

এই পূজাতে আনন্দ করো ফাটাফাটি,
জীবনের সকল সুখ-সমৃদ্ধি,
ও সুস্বাস্থ্য কামনা করি,
শুভ জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা জানাই,
তোমার সাফল্য কামনা করে।

 

মন খারাপের দিন শেষ, এলো যে মা জগদ্ধাত্রী,
আমরা যে সব অধম মানব,
তোমার কাছে ক্ষমা প্রার্থী।
দুই হাত ভরে করো আশীর্বাদ ধন্য হোক প্রাণ,
বৃদ্ধি হোক ধন-সম্পদ, সুখ, শান্তি ও সম্মান।
শুভ জগধাত্রী পূজা

 

ফুল, ফল, নৈবেদ্য, ধূপ ধুনার গন্ধে,
জীবন আবার নেচে উঠুক নতুন সুর আর ছন্দে।
আকাশ বাতাস মেতেছে আজ উৎসবের রেশে,
দেবী দুর্গা এলেন আবার জগদ্ধাত্রী বেশে।
প্রার্থনা করি মায়ের কাছে ধন্য হোক ধরণী,
মা যে মোদের আগলে রাখেন আমরা তা তো জানি।
শুভ জগদ্ধাত্রী পূজা।

 

নতুন পোশাক, নতুন আলো,
চারিদিকে রমরমা,
খুশি যত আছে সবই তোমার কাছে হোক জমা।
সফল হও প্রতিটি কাজে এই কামনাই করি,
ভুল যদি কিছু হয়ে থাকে, Very Very Sorry.
পুজোর এই আনন্দে হোক নতুন সূচনা,
মনের ইচ্ছা জানাও মা কে, কে করেছে মানা !
শুভ জগদ্ধাত্রী পূজা।

 

জগদ্ধাত্রী পূজা দুর্গা পুজোর মতোই আনন্দের সাথে উদযাপন করা হয়। তবে এটা সব জায়গাতে হয় না। বিশেষ কিছু জায়গাতে খুবই ধুমধাম ভাবে পালন করা হয়। তবে এর আনন্দ প্রতিটি বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে সমান।

তাই এমন একটি উৎসবের দিনে আপনি আপনার বন্ধু-বান্ধব, প্রিয়জন, পরিবার-পরিজন ও  প্রতিবেশী দের শুভেচ্ছা জানাতে চান তাহলে এইসব শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস গুলির মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে নিতেই পারেন। সবাই কে জানান শুভ জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা ও শুভকামনা। আর আমার তরফ থেকেও রইল আপনাদের সকলের জন্য “শুভ জগদ্ধাত্রী পূজা”

সকল প্রিয় পাঠকদের জানাই “শুভ জগদ্ধাত্রী পূজা”

শুভ জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা বার্তা, কবিতা ও এস এম এস (sms), Subho Jagaddhatri Puja Quotes, Wishes And Messages In Bengali, শুভ জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা ছবি, ফটো ও পিকচার, Download Jagaddhatri Puja Bengali Images.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top